Diy-"প্লাস্টিক বোতল ও উলের সুতা দিয়ে ফুলসহ ফুলদানি তৈরি"💐💐(10% বেনিফেসিয়ারী লাজুক খ্যাককে)

in hive-129948 •  3 years ago  (edited)

নমস্কার 🙏

বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই?আশা করি সবাই ভালো ও সুস্থ আছেন ঈশ্বরের আশীর্বাদে।আজ আমি আপনাদের সামনে আবার ও diy নিয়ে হাজির হলাম।সেটি হলো- "প্লাস্টিক বোতল ও উলের সুতা দিয়ে ফুলসহ ফুলদানি তৈরি"।💐💐

CollageMaker_20220402_211439832.jpg

IMG_20220402_203855.jpg

অনেকদিন হলো প্লাস্টিক বোতল দিয়ে কিছুই তৈরি করা হয়না।আমি পূর্বে দুইবার প্লাস্টিক বোতল দিয়ে 2টি আলাদা ধরনের diy তৈরি করেছিলাম।দারুণ একটা অনুভূতি জেগেছিল মনে তখন।তারপর সময় সল্পতার কারনে আর কিছু বানানো হয়ে উঠেনি প্লাস্টিকের বোতল দিয়ে।আজ ভাবলাম কিছু একটা বানাবো প্লাস্টিক বোতল দিয়ে ।

আসলে ভেবে রেখে দিলে যেকোনো কাজ অসম্পূর্ণই থেকে যায় ।তাই সময়ের কাজ সময়ে করাই উত্তম।

যেমন ভাবা তেমন কাজ ।তাই গতকাল রাতে বসে পড়লাম রঙ্গিন উলের সুতা দিয়ে ফুল তৈরি করতে।আর ফুল তৈরি করা খুবই সময়সাপেক্ষ ব্যাপার।বেশ অনেকগুলো ফুল বানিয়ে নিলাম ভিন্ন ভিন্ন রঙের সুতা দিয়ে।ফুলগুলি দেখতে খুবই সুন্দর লাগছিল।আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে।তো চলুন শুরু করা যাক----

IMG_20220402_205941.jpg

উপকরণ

ক্রমিক নংউপকরণ
1একটি পুরোনো প্লাস্টিক বোতল
2বিভিন্ন ধরনের রঙিন উলের সুতা
3কেচি
4আঠা
5শক্ত কাগজ
6ব্লেড

■পদ্ধতিসমূহ:

IMG_20220402_203921.jpg

👉🏿এখানে আমি ফুল ও ফুলদানি তৈরির জন্য সকল উপকরণ নিয়ে নিলাম একত্রে।যেমন-উলের সুতা,প্লাস্টিক বোতল ও কেচিসহ ইত্যাদি উপকরণ।

IMG_20220402_203952.jpg

👉🏿প্রথমে আমি বোতলটি একটি ব্লেড দিয়ে মাঝবরাবর কেটে নিলাম সমান করে।আমি এখানে বোতলের মুখের দিকের অংশ ব্যবহার করেছি।এরপর কেচি দিয়ে ফালি ফালি করে কেটে নিয়েছি বোতলটি ।

IMG_20220402_204014.jpg

👉🏿বোতলের ফালি করা অংশগুলো ঠিক আমার ছবির মতই একটি বড়ো ও একটি ছোট ডাল তৈরি করে নিয়েছি।মাথাটি সরু আকৃতির করে।

IMG_20220402_205411.jpg

👉🏿এরপর বোতলের কিছু অংশ নিচের দিকে কিছু অংশ মাঝের দিকে বেকিয়ে দিয়েছি।ঠিক ফুলদানির মতো করে।

IMG_20220402_205433.jpg

👉🏿এবারে বোতলের মাঝে চারটি ফালি পাতার মতো সেপ করে কেটে নিয়েছি কেচি দিয়ে।তো ফুলদানিটি তৈরি করা হয়ে গেল।

IMG_20220402_204103.jpg

👉🏿আমি এখন হলুদ রঙের উলের সুতা একটি শক্ত কাগজের উপর পেঁচিয়ে নেব 15-20 রাউন্ড করে।এরপর সুতা ছাড়িয়ে আরেকটি সুতা দিয়ে বেঁধে নেব কিছুটা দূরত্ব করে।

IMG_20220402_204035.jpg

👉🏿এরপর কেচি দিয়ে কেটে নেব।কেচি দিয়ে কেটে গোল বলের আকার তৈরি করে নেব।

IMG_20220402_205454.jpg

👉🏿এভাবে আমি একটি একটি করে বিভিন্ন রঙ্গের সুতার ফুল তৈরি করে নেব।তো ফুলগুলি আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে।

IMG_20220402_204942.jpg

👉🏿আমি সাদা,গোলাপি,লাল,খয়েরী ও হলুদ রঙের ফুল তৈরি করে নিলুম,এবারে আমি প্লাস্টিক আঠা নিয়ে নিলুম।

CollageMaker_20220402_204446060.jpg

👉🏿বোতলের সরু মাথায় হালকা আঠা লাগিয়ে নিলুম।এরপর একটি করে ফুল হাত দিয়ে আটকে নিলাম বোতলের সরু মাথায়।

IMG_20220402_205514.jpg

IMG_20220402_205246.jpg

👉🏿এভাবে বোতলের সবগুলো সরু মাথায় ফুল আটকে নিলুম ,শুধুমাত্র চারটি পাতার সেপ দেওয়া অংশ ছাড়া।

IMG_20220402_205556.jpg

👉🏿তো আমার সবগুলো ফুল আটকে নেওয়া হয়ে গেল ফুলদানির গায়ে।

IMG_20220402_205859.jpg

IMG_20220402_205921.jpg

👉🏿সবশেষে আমি ফুলদানির পাতার সেপ দেওয়া অংশের মাঝবরাবর আঠা লাগিয়ে নিলুম।তারপর সবুজ রঙের উলের সুতা দুই টুকরা কেটে আঠার উপর বসিয়ে দিলুম।তো চারটি পাতায় তৈরি করা হয়ে গেল আমার।

IMG_20220402_211548.jpg

👉🏿এরপর আমি কিছু ছবি তুললাম ফুলসহ ফুলদানির।আমি যতই ছবি তুলছিলাম ততই তুলতে ইচ্ছে করছিল।দারুণ অনুভূতির উদয় হয়েছিল মনে।

IMG_20220402_211840.jpg

IMG_20220402_211737.jpg

👉🏿তো তৈরি করা হয়ে গেল "প্লাস্টিক বোতল ও উলের সুতা দিয়ে ফুলসহ ফুলদানি তৈরি"।💐💐এটি দেখতে খুবই আকর্ষণীয় লাগছিল।

আশা করি ভালো লাগবে আপনাদের কাছেও আমার তৈরি diy টি।সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন ও সাবধানে থাকবেন।

🌸🌸🌸ধন্যবাদ সকলকে🌸🌸🌸

ক্যামেরা: poco m2

অভিবাদন্তে: @green015

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আপনার প্রতিটা পোস্ট আমার কাছে খুবই ভালো লাগে। আপনার পোস্টগুলোর একটি বিশেষত্ব হচ্ছে বৈচিত্র। বিভিন্ন বিষয়ে খুব সুন্দর ভাবে উপস্থাপন করেন আপনি। আজকের বোতল আর সুতা দিয়ে তৈরি শোপিস টাও দারুন হয়েছে। ধন্যবাদ

অনেক অনুপ্রেরণা পেলাম।অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

বাহ্ খুব সুন্দর করে প্লাস্টিক বোতল ও উলের সুতা দিয়ে ফুলসহ ফুলদানি তৈরি করেছেন। দেখতে খুব ভালো লাগছে।প্রতিটি ধাপ খুব সুন্দর করে দেখিয়েছেন। ভালো ছিলো।ধন্যবাদ আপনাকে।

অনেক ধন্যবাদ আপু।

আপু প্লাস্টিকের বোতল আর উল সুতা দিয়ে খুবই চমৎকার একটি ফুলসহ ফুলদানি তৈরি করেছেন। ফুলদানি দেখতে অনেক কিউট লাগছে। তাছাড়া আপনি ফুল এবং ফুলদানি তৈরির ধাপ খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। যা দেখে খুবই ভালো লাগলো। শুভকামনা রইল আপনার জন্য।

অসংখ্য ধন্যবাদ আপু।

আজকে চমক দিয়েছেন আমার চোখে দিদি।আপনি বোতল আর উলের সুতা দিয়ে অনেক সুন্দর একটি ফুলসহ ফুলদানি তৈরি করেছেন।ফুল গুলো দেখতে অনেক সুন্দর । আপনার প্রতিধাপে ছবিগুলো ফুটে উঠেছে। শুভকামনা

অনেক ধন্যবাদ ভাইয়া।

আপু আপনার করা ক্রাফটটা অনেক সুন্দর হয়েছে।প্লাস্টিক বোতল ও উলের সুতা দিয়ে বানানো ফুল এবং ফুলদানিটা আমার অনেক ভালো লেগেছে।এটি তৈরি করার পদ্ধতি গুলো ধাপে ধাপে খুব সুন্দরভাবে উপস্থাপন করেছেন।ধন্যবাদ আপনাকে।

অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

আপু আপনি অনেক সুন্দর একটি প্লাস্টিকের বোতল দিয়ে এবং উল সুতা দিয়ে অনেক সুন্দর ফুল এবং ফুলদানি তৈরি করেছেন। এই ফুল এবং ফুলদানি তৈরি করতে আপনার অনেক সময় লেগেছে দেখে মনে হচ্ছে। ধাপে ধাপে অনেক সুন্দরভাবে আপনি এটি আমাদের মাঝে উপস্থাপনা করেছেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটি ফুলসহ ফুলদানি আমাদের সঙ্গে শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

হ্যাঁ আপু,সময় একটু লেগেছিল।অসংখ্য ধন্যবাদ আপু।

খুব সুন্দর দক্ষতার পরিচয় দিয়েছেন, যে দক্ষতা মানুষের মধ্যে খুবই কম দেখা যায়। আপনার এই পোস্টটি দেখে আমি খুবই আনন্দিত এর জন্য যে,নতুন একটি কিছু শিখতে পেরেছি।

অনেক অনুপ্রেরণা পেলাম।অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

প্লাস্টিক বোতল ও উলের সুতা দিয়ে ফুলসহ ফুলদানি তৈরি অনেক সুন্দর হয়েছে আপু । এই সব কারুকাজ আমার খুবই পছন্দের । অনেকগুলো ধাপে সুন্দর বর্ণনা করেছেন ধন্যবাদ আপনাকে।

অনেক ধন্যবাদ ভাইয়া।

খুব সুন্দর এবং আকর্ষণীয় একটি ফুলদানি তৈরি করেছেন ।এই রকম কাজগুলো আমার কাছে বেশ ভালো লাগে।
বিশেষ করে উলের সুতা দিয়ে তৈরি করা যেকোনো ক্রাফট অনেক বেশি সুন্দর হয়।আপনার আজকের ফুলদানিটি জাস্ট অসাধারণ হয়েছে আপু।

অসংখ্য ধন্যবাদ আপু।

দারুন ক্রিয়েশন দেখিয়েছেন আপু। খুবই ভালো লাগছে আপনার আপনার এই ক্রিয়েশন। আপনি খুবই সুন্দর করে প্লাস্টিকের বোতল এবং ওলের সুতা দিয়ে ফুলদানি তৈরি করেছেন অসাধারণ লাগছে দেখতে। প্রশংসা না করে পারছি না। শুভকামনা আপনার জন্য

অনেক ধন্যবাদ ভাইয়া।

প্লাস্টিক বোতল ও উলের সুতা দিয়ে ফুলসহ ফুলদানি তৈরি করার খুবই সুন্দর একটা পদ্ধতি শেয়ার করেছেন দিদি। সাধারণ কিছু জিনিস ব্যবহার করেও আপনি খুবই অসাধারণ একটা জিনিস তৈরি করতে সক্ষম হয়েছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ দিদি এমন সুন্দর একটি জিনিস তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

অনেক অনুপ্রেরণা পেলাম।অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

আপু আইডিয়া গুলো কোথায় পান সত্যিই বুঝতে পারি না। তবে বেশ ইউনিক আইডিয়া ছিলো। বোতল দিয়ে ফুলদানি তৈরি অনেকবার দেখেছি।কিন্তু উলের সুতা দিয়ে ফুল তৈরি দেখা হয়নি। ফুলগুলো কালারফুল হওয়াতে বেশি ভালো লাগছে। অনেক সুন্দর করে ধাপগুলো উপস্থাপন করেছেন আপু। অনেক ধন্যবাদ আপনাকে। আমার পক্ষ থেকে আপনার জন্য অনেক ভালোবাসা ও শুভকামনা রইল আপু ❤️।

আপু আইডিয়া গুলো কোথায় পান সত্যিই বুঝতে পারি না।

নিজের ভাবনা থেকে আসে আপু ☺️☺️.অসংখ্য ধন্যবাদ আপনাকে।

বাহ আপু আপনার এমন প্রতিভা দেখে আমি সত্যিই মুগ্ধ। আপনার হাতের কাজ খুব ইউনিক। খুব সুন্দর বোতল দিয়ে এবং উলের সুতা দিয়ে আপনি একটি ফুল বানিয়েছেন। প্রতিটি থাকুক সুন্দর হবে আপনি আমাদের মাঝে উপস্থাপন করেছেন। যে কেউ দেখলে খুব সহজে এবং সুন্দরভাবে তৈরি করতে পারবে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

অনেক ধন্যবাদ আপু।স্বাগতম আপনাকে💐.

বাহ আপু অসাধারণ একটা পোস্ট শেয়ার করেছেন আজকে। প্লাস্টিক বোতলের সাহায্যে ও উলের সুতা দিয়ে সুন্দর একটা চোখ ধাঁধানো পোস্ট তৈরি করেছেন। প্রত্যেকটা ধাপ নিখুঁতভাবে তৈরি করে শেয়ার করেছেন আমাদের সাথে। শুভেচ্ছা ও ভালোবাসা রইলো আপু।

অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

বাহ চমৎকার লাগল আপনার ডাই পোস্ট টি।খুবই সুন্দর ভাবে বর্ণনার মাধ্যমে উপস্থাপন করেছেন আপু। বোতল দিয়ে খুবই সুন্দর ভাবে ফুল গুলো সাজিয়েছেন। আপনার জন্য শুভকামনা রইল আপু। 💞💞

অনেক ধন্যবাদ ভাইয়া।

দিদি আপনি আজকে চমৎকার ভাবে প্লাস্টিক বোতল ও উলের সুতা দিয়ে ফুলসহ ফুলদানি তৈরি করেছেন। দেখতে অসাধারণ হয়েছে। দেখে অনেক ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে

অনেক ধন্যবাদ ভাইয়া।

প্লাস্টিকের বোতল ও উলের সুতা দিয়ে আপনি চমৎকার একটি ফুল ও ফুলদানি তৈরি করেছেন। আমার কাছে বেশ আকর্ষণীয় লেগেছে। ফুল ও ফুলদানি বানানোর পদ্ধতি আমাদের মাঝে উপস্থাপন করেছেন। এরকম ফুলদানি ঘরে রাখলে ঘরের সৌন্দর্য অনেক বেড়ে যাবে। শুভকামনা রইল আপনার জন্য।

অসংখ্য ধন্যবাদ আপু।

প্লাস্টিক বোতল ও ওলের সুতা দিয়ে ফুল সহ ফুলদানি এটা আমি মনে করি দুর্দান্ত ছিল। আপনি দারুন দক্ষতায় সম্পন্ন করেছেন। আসলেই আপনি খুব সুন্দর চিন্তাধারার মানুষ। প্রতিটি ধাপ খুব সুন্দর উপস্থাপনা করেছেন।আপনার জন্য শুভকামনা রইল

অনেক অনুপ্রেরণা পেলাম।অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

প্লাস্টিক বোতল ও উলের সুতা দিয়ে ফুলসহ ফুলদানি জাষ্ট অসাধারণ হয়েছে 👌
এতো চমৎকার ফুলগুলো ফুটিয়ে তুলেছেন কি বলবো। এককথায় দারুন কাজ।
শুভ কামনা সবসময়ই রয়েছে ❣️

অসংখ্য ধন্যবাদ ভাইয়া😊

প্লাস্টিক বোতল ও উলের সুতা দিয়ে ফুলসহ ফুলদানি তৈরি খুবই অসাধারণ হয়েছে। ধাপে ধাপে খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছে। আপনার উপস্থাপনা আমার কাছে খুবই ভালো লেগেছে। শুভকামনা রইল আপনার জন্য।

অনেক ধন্যবাদ ভাইয়া।

প্লাস্টিক বোতল ও উলের সুতা দিয়ে ফুলসহ ফুলদানি তৈরি খুবই সুন্দর হয়েছে। দেখতে অনেক সুন্দর লাগছে আপু। খুব দক্ষতার সাথে কাজটি সম্পন্ন করেছেন। আমাদের মাঝে তুলে ধরার জন্য ধন্যবাদ আপু।

অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

প্লাস্টিকের বোতল আর উলের সুতা দিয়ে চমৎকার একটি ফুলদানি তৈরি করেছেন আপনি আজকে আপু। এধরনের ডাই প্রোজেক্ট আমার দেখতে বেশ ভালো লাগে। তবে আমি অলস মানুষ তাই এগুলো করতে ধৈর্য্য হয়না হাহাহা।
শুভকামনা রইলো আপনার জন্য আপু।

আমিও অলস, ভাইয়া 😊😊.অসংখ্য ধন্যবাদ আপনাকে

অসাধারন আইডিয়া বোন। ভাল লাগলো এই প্রজেক্ট টি দেখে। দেখি আমিও কিছু তৈরী করতে পারি কিন এই প্লাষ্টিকের বোতল দিয়ে। দারুন হয়েছে ফুলসহ ফুলদানি টি । আবাক করার মত। ভাল থাকবেন। ধন্যবাদ।

অবশ্যই তৈরি করবেন দাদা,অপেক্ষায় রইলাম।অসংখ্য ধন্যবাদ আপনাকে।

@tipu curate

Thank you💝.

আপনি প্লাস্টিক বোতল ও উলের সুতা দিয়ে ফুলসহ ফুলদানিটি অসাধারন ভাবে তৈরি করেছেন। দেখে আমার খুবই ভালো লাগলো। আপনি চমৎকার ভাবে এটা উপস্থাপন করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ এই ধরনের পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

অনেক ধন্যবাদ ভাইয়া।

প্লাস্টিক বোতল ও উলের সুতা দিয়ে ফুলসহ ফুলদানি তৈরি করেছেন যা দেখতে চমৎকার লাগছে। আপনি আপনার তৈরি পদ্ধতি আমাদের মাঝে সুন্দরভাবে উপস্থাপন করেছেন। শুভকামনা রইল আপনার জন্য

অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

প্লাস্টিক বোতল ও উলের সুতা দিয়ে ফুলসহ ফুলদানি তৈরি দেখতে খুবই সুন্দর লাগছে। আসলে আপনার কাজের প্রশংসা করতে হয়। আপনি খুবই দক্ষতার সাথে কাজটি সম্পন্ন করেছেন। আমাদের সাথে এত সুন্দর একটা পোস্ট শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

অনেক ধন্যবাদ ভাইয়া।

প্লাস্টিক বোতল ও উলের সুতা দিয়ে ফুলসহ ফুলদানি তৈরি খুবই সুন্দর হয়েছে আপু। আপনি খুবই দক্ষতার সাথে খুবই অসাধারণ একটি ফুলসহ ফুলদানি তৈরি করেছেন। ফুলদানি তৈরির ধাপ গুলো দেখে বোঝাই যাচ্ছে আপনি বেশ সময় ব্যয় করে এই ডাই প্রজেক্ট টি তৈরি করেছেন। ফুলসহ ফুলদানি টি আমার কাছে খুবই ভালো লেগেছে। শুভকামনা রইল আপনার জন্য।

হ্যাঁ ভাইয়া,সময় একটু লেগেছিল।অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

দেখেই বুঝা যাচ্ছে প্রজেক্টটি সম্পন্ন করতে আপনার অনেক পরিশ্রম করতে হইছে। আপনি অনেক ধৈর্যের সাথে কাজটা করেছেন। আমার এই টাইপের প্রজেক্টগুলো অনেক ভালো লাগে।

হ্যাঁ ভাইয়া,পরিশ্রম একটু হয়েছে ফুল তৈরি করতে।অসংখ্য ধন্যবাদ আপনাকে।

আপনি খুবই চমৎকার ভাবে প্লাস্টিকের বোতল ও উলের সুতা দিয়ে ফুল ও ফুলদানি তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন। দেখেই বোঝা যাচ্ছে আপনি অনেক সময় নিয়ে ধৈর্য সহকারে এটা তৈরি করেছেন আপনার ধৈর্যের প্রশংসা করতেই হয়। শুরু থেকে শেষ পর্যন্ত অনেক চমৎকার ভাবে আমাদের সকলের মাঝে ধাপে ধাপে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

অনেক অনুপ্রেরণা পেলাম।অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

আপনি খুব সুন্দর করে অত্যন্ত দক্ষতার সহকারে প্লাস্টিক বোতল ও উলের সুতা দিয়ে ফুল সহ ফুলদানি তৈরি করেছেন বেশ অসাধারণ হয়েছে। দেখি আমার কাছে খুব ভালো লেগেছে। আপনি প্রতিটি ধাপ খুব চমৎকারভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। এত সুন্দর পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই।

অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

প্লাস্টিকের বোতল ওলের সুতা দিয়ে খুবই সুন্দর ফুল এবং ফুলদানি প্রস্তুত করেছেন আইডিয়াটা দারুণ ছিল খুবই ভালো লেগেছে আমার কাছে শুভেচ্ছা রইল

অনেক ধন্যবাদ ভাইয়া।