আজ আন্তর্জাতিক নেলসন ম্যান্ডেলা দিবস

in hive-129948 •  4 years ago  (edited)

নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন।নিশ্চয়ই ভালো আছেন।
আজ 18 জুলাই মানবদরদী নেলসন ম্যান্ডেলার জন্মদিনকে আন্তর্জাতিক দিবস হিসেবে পালিত হয়।2009 সালে সম্মিলিত জাতিপুঞ্জ এই অন্যতম ব্যক্তির জন্মদিনকে প্রথম আন্তর্জাতিক দিবস বলে চিহ্নিত করেন।

Source

images (13).jpeg

তো বন্ধুরা, চলুন নেলসন ম্যান্ডেলা সম্পর্কে সংক্ষেপে জেনে নেওয়া যাক---
নেলসন ম্যান্ডেলার জন্ম 1918 সালের 18 জুলাই মাসে দক্ষিণ আফ্রিকার কেপ প্রদেশের থেম্বু রাজবংশে।তিনিই তার পরিবারের প্রথম সন্তান যিনি স্কুলে গিয়েছিলাম।তিনি পড়াশুনায় উৎসাহি এবং মেধাবী ছাত্র ছিলেন।তিনি নানা প্রতিকূলতার পেরিয়ে হয়ে ওঠে ছিলেন সম্মানিত আইনজীবী ।তিনি তার পিতৃপ্রদত্ত নাম মুছে নেলসন ম্যান্ডেলা নামে পরিচিত হন।তিনিই একমাত্র ব্যক্তি ছিলেন যিনি নিপীড়িত মানুষের পাশে দাঁড়িয়ে ছিল।সেই সময় শ্বেতাঙ্গরা কৃষনাঙ্গদের ঘৃণার চোখে দেখত।শ্বেতাঙ্গরা দক্ষিণ আফ্রিকায় সমস্ত সম্পদ ভোগ করত।
নেলসন ম্যান্ডেলা শ্বেতাঙ্গবাদী দক্ষিণ আফ্রিকাকে বিশ্বের দরবারে শান্তিপূর্ণ সহাবস্থান বলে তুলে ধরেন। তিনি কৃষনাঙ্গ এবং শ্বেতাঙ্গ ভেদাভেদ মুছে ফেলার স্বপ্ন দেখে ছিলেন।শেষ পর্যন্ত সফল চেহারা দিয়ে ছিলেন। সর্ব বর্ন, সর্ব ধর্ম সমান অধিকারের দাবিতে তিনি প্রতিবাদী হয়ে ওঠেন।তিনি ক্ষমতাসিন সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করায় তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয় এবং তার বিভিন্ন অনুগামীদেরকে ও।

তিনি দীর্ঘ 27 বছর কারাগারে কাটান। দীর্ঘ 27 বছর কারাগারে বসে তিনি তার আত্মজীবনী লিখে ফেলেছেন---
Long walk to freedom.

তিনি দক্ষিণ আফ্রিকার গণতান্ত্রিক রাষ্ট্রের নতুন রাষ্ট্রপ্রধান ডি ক্লার্ক এর মাধ্যমে মুক্তি পান।

[তাঁকে ইতিহাসে আফ্রিকান গান্ধি বলা হয়। 1993 সালে তিনি নোবেল শান্তি পুরষ্কার পান।তিনি 1994 সালে গণতান্ত্রিক ভোটে নির্বাচিত হয়ে হয়েছেন প্রথম কৃষনাঙ্গ রাষ্ট্রপতি।তিনি 250 এর বেশি আন্তর্জাতিক সম্মান অর্জন করেছিলেন।এছাড়া 90 এর দশকে বামপন্থীদের আহ্বানে তিনি কলকাতায় এগিয়ে চলার বার্তা নিয়ে আসেন।]

নেলসন ম্যান্ডেলার একটি ছোট মুখনিঃসৃত বাণী হল---

    সফলতার ভিত্তিতে আমাকে বিচার করো না,বিচার করো আমার ব্যর্থতায় আমার ঘুরে দাঁড়ানোর শক্তি দিয়ে।

67 বছরের জীবনে তিনি 27 বছর কাটান কারাগারে।এই মানব দরদী মানুষটি 5 ই ডিসেম্বর 2013 সালে মৃত্যু বরণ করেন।তবু ও তিনি এখনও মানুষের মনে বেঁচে রয়েছেন পূর্নসম্মানের সহিত।
ধন্যবাদ সবাইকে।

অভিবাদন্তে: @green015

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

শ্রদ্ধা রইলো। ভালোবাসি মানুষটাকে ।ধন্যবাদ দিদি ।

আপনাকে ও অনেক ধন্যবাদ দাদা।সময় নিয়ে পড়ার জন্য।

নেলসন ম্যান্ডেলা আমার ও প্রিয় একজন ব্যক্তিত্ব।অনেক সুন্দর লিখেছেন এই প্রিয় মানুষ সম্পর্কে।ধন্যবাদ আপনাকে।

অনেক ধন্যবাদ ভাইয়া।সময় নিয়ে পড়ার জন্য।