Diy-"প্রাকৃতিকভাবে গন্ধরাজ ফুলের পারফিউম তৈরি"(10% বেনিফেসিয়ারী লাজুক খ্যাককে)

in hive-129948 •  2 years ago 

নমস্কার

বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই?আশা করি সবাই ভালো ও সুস্থ আছেন ঈশ্বরের আশীর্বাদে।আজ আমি আপনাদের সামনে আবার একটি নতুন পোষ্ট নিয়ে হাজির হয়েছি।এটিকে diy ও বলা যেতে পারে।সেটি হলো-"প্রাকৃতিকভাবে গন্ধরাজ ফুলের পারফিউম তৈরি"।আশা করি ভালো লাগবে আপনাদের কাছে।

IMG_20220623_195741.jpg

বন্ধুরা, অনেকদিন ধরেই আমার গাছের গন্ধরাজ ফুল দিয়ে আমার পারফিউম তৈরি করার শখ।দীর্ঘদিন আগে আমি ইউটিউবে একবার দেখেছিলাম বেলি ও গোলাপ ফুল দিয়ে সাধারণত পারফিউম তৈরি করতে ঘরোয়া পদ্ধতিতে।তো আমি ভাবছিলাম গন্ধরাজ ফুল দিয়ে পারফিউম তৈরি করলে কেমন হবে!তাই আমার গাছে যেদিন বেশি গন্ধরাজ ফুল ফুটেছিল সেদিন ঘটা করে লেগে পড়লাম কাজে।তো সত্যিই প্রাকৃতিকভাবে পারফিউম তৈরি করা সম্ভব এবং এটিতে কোনো ক্ষতিকর পদার্থও নেই।এভাবে আমি একদিন গন্ধরাজ ফুলের সুগন্ধটাকে বা ঘ্রানকে বোতলবন্দি করেই ফেললাম,হি হি☺️☺️।কিছুদিন আগে পারফিউম নিয়ে একটি প্রতিযোগিতাও হয়েছিল কমিউনিটিতে, দারুণভাবে অংশগ্রহণ করেছিলেন সবাই। তো চলুন শুরু করা যাক---

IMG_20220623_200459.jpg

■উপকরণসমূহ:

1.গন্ধরাজ ফুল
2.কেচি
3.সুঁই
4.সুতা(সাদা)
5.কাচের বোয়াম
6.প্লাস্টিকের একটি বোতল
7.ছোট ঝুড়ি

■প্রস্তুতপ্রণালি:

ধাপঃ 1

IMG_20220623_194122.jpg

প্রথমে আমি কিছু আমার গাছের গন্ধরাজ ফুলের ছবি তুলে নিলাম।

ধাপঃ 2

IMG_20220623_194148.jpg

এবারে কেচি দিয়ে গাছ থেকে কিছু ফুল কেটে সংগ্ৰহ করলাম।

ধাপঃ 3

IMG_20220623_194204.jpg

তো ফুলগুলি জড়ো করে একটি ছোট ঝুড়িতে রাখলাম।

ধাপঃ 4

IMG_20220623_194250.jpg

এরপর প্রত্যেকটি ফুল থেকে পাপড়ি ছাড়িয়ে নিয়ে নিলাম।

ধাপঃ 5

IMG_20220623_200304.jpg

এরপর একটি সুঁইয়ে একটি সাদা সুতা গেঁথে ফুলের পাপড়িগুলো সাজিয়ে মালা বানিয়ে নেব।

ধাপঃ 6

IMG_20220623_194546.jpg

তো আমার গন্ধরাজ ফুলের মালাটি তৈরি করা হয়ে গেছে।

ধাপঃ 7

IMG_20220623_194657.jpg

এবারে একটি বোয়ামের মধ্যে এমনভাবে ফুলের মালাটি রেখে দেব যাতে ফুলের মালা কিছুটা উপর থাকে।

ধাপঃ 8

IMG_20220623_200344.jpg

তো পরিষ্কার কাঁচের বোয়াম নিয়ে ও তাতে ফুল ভরে রোদে দিয়ে দেব।

ধাপঃ 9

IMG_20220623_194747.jpg

এবারে কাঁচের পাত্রটি রোদে দিয়েছি ।এভাবে টানা2-3 দিন রোদে দিতে হবে।

ধাপঃ 10

IMG_20220623_194949.jpg

তো দ্বিতীয়দিন,আসলে কাঁচের পাত্রের ভিতর ফুল ধীরে ধীরে শুকাতে শুরু করবে আর ফুলের নির্যাস বা সুগন্ধ ঘাম হয়ে বোতলের মধ্যে জমবে।

ধাপঃ 11

CollageMaker_20220623_195959568.jpg

এভাবে 3 দিন পর ফুলের মালার কালার পাল্টে যায় এবং পুরোপুরি শুকিয়ে যায়।আর মালাটি বাইরে বের করা হয়।

ধাপঃ 12

IMG_20220623_195105.jpg

তো কাঁচের পাত্রের নিচে বেশ কিছুটা পানি জমেছে ফুলের ঘামে ঘামে এটিই হলো পারফিউম।

ধাপঃ 13

IMG_20220623_200423.jpg

এবারে এটি কাঁচের ছোট পাত্রে জলটি ভরে রাখতে হবে কিন্তু আমার কাছে এই মুহূর্তে কাচের ছোট পাত্র নেই বলে আমি একটা প্লাস্টিক বোতল নিয়ে নিয়েছি।

ধাপঃ 14

IMG_20220623_194042.jpg

তো সবশেষে সুগন্ধি জল বা পারফিউম বোতলের মধ্যে ঢেলে রাখলাম।এটি থেকে সত্যিই মৃদু-মিষ্টি ঘ্রাণ বের হচ্ছিল।

আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আমার আজকের diy টি।সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন ও সাবধানে থাকবেন।

🌸🌸🌸ধন্যবাদ সকলকে🌸🌸🌸

ক্যামেরা: poco m2

অভিবাদন্তে: @green015

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

অকল্পনীয় একটি ব্যাপার। আমি কখনো ভাবতে পারেনি যে ঘরোয়া পদ্ধতিতে ও পারফিউম তৈরি করা সম্ভব। পারফিউম তৈরীর পুরো ব্যাপারটা আমার কাছে খুবই ভালো লেগেছে। আচ্ছা আমার প্রশ্ন,পারফিউম তৈরীর এই পদ্ধতিটা কি সত্যিই কাজে দেয়। মানে এই পারফিউমের গন্ধ কেমন?

আচ্ছা আমার প্রশ্ন,পারফিউম তৈরীর এই পদ্ধতিটা কি সত্যিই কাজে দেয়। মানে এই পারফিউমের গন্ধ কেমন?

ভাইয়া ,সত্যিই এইভাবে পারফিউম তৈরি করা যায়।তবে আমি এই প্রথম তৈরি করে যেটা বুঝলাম, পারফিউমে খুবই মৃদু গন্ধ পাওয়া যায়।যতটা আমরা গাছে থাকতে ফুল থেকে ঘ্রাণ পাই তার থেকে খুবই সামান্য ঘ্রাণ এতে পাওয়া যায়।আপনার কাছে বিষয়টি ভালো লেগেছে জেনে আমি খুবই আনন্দিত ভাইয়া।অনেক অনেক ধন্যবাদ আপনাকে।

প্রাকৃতিকভাবে গন্ধরাজ ফুলের পারফিউম তৈরি ইউনিক আইডিয়া ছিলো দেখে মুগ্ধ হয়ে গেলাম। নতুন কিছু আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

অনেক ধন্যবাদ ভাইয়া।

আপনার ফুলের ফটোগ্রাফি গুলো আমার অনেক ভালো লেগেছে, এত সুন্দর সুন্দর ফটোগ্রাফি দেখে সত্যিই অসাধারণ, শুভকামনা রইল।

ভাইয়া,আমি কিন্তু শুধু ফুলের ফটোগ্রাফিই শেয়ার করিনি,আরো নতুন কিছু তৈরি করেছি।জানি না, আপনি সেটি খেয়াল করেছেন কিনা!তবুও আপনাকে ধন্যবাদ ভাইয়া।

অনেক মজাদার ও খুব ব্যতিক্রমধর্মী একটি লেখা ও কাজ উপভোগ করলাম। গন্ধরাজ ফুল গন্ধরাজ ফুলের ঘ্রাণ আমার খুব ভালো লাগে। বাগানে গেলে খুব নিঃশ্বাস ভরে ফুলের ঘ্রাণ নেই। গন্ধরাজ ফুলের মিষ্টি মধুর গন্ধে আমি বিমুগ্ধ হয়ে যাই। আপনার মত আমিও একদিন চেষ্টা করব প্রাকৃতিক ভাবে পারফিউম তৈরি করার। ধন্যবাদ আপনাকে এত একটি ইউনিক আইডিয়া আমাদের মাঝে শেয়ার করার জন্য।

হ্যাঁ ভাইয়া, চেষ্টা করে দেখতে পারেন।অসংখ্য ধন্যবাদ আপনার গঠনমূলক মন্তব্যের জন্য।

প্রাকৃতিক উপায়ে গন্ধরাজ ফুলের পারফিউম তৈরির বুদ্ধিটা ইউনিক ছিলো। সুন্দর ভাবে উপস্থাপন করেছেন প্রতিটি ধাপ। এখন সব পারফিউমেই অ্যালকোহল ব্যবহার করেন। তাই এভাবে প্রাকৃতিক উপায়ে পারফিউম তৈরির প্রক্রিয়াটি আমাদের জন্য উপকারী। ধন্যবাদ আপনাকে প্রক্রিয়ায় টি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

ঠিক বলেছেন ভাইয়া, তবে তারা যেটাই ব্যবহার করুক না কেন সেটা শরীরের জন্য কিছুটা ক্ষতিকর ও দীর্ঘদিন পারফিউম ভালো রাখার জন্য।ধন্যবাদ আপনাকে।

অদ্ভুত একটা জিনিস দেখলাম ফুল দিয়ে পারফিউম তৈয়ার করা যায় আমি এই প্রথম দেখলাম, ধন্যবাদ আপনাকে আমাদের মাঝে এমন অদ্ভুত কিছু শেয়ার করার জন্য,,,,।

ভাইয়া সুগন্ধি ফুল দিয়েই তো পারফিউম তৈরি হয় আপনি জানতেন না শুনে আমি অবাক হলাম।ধন্যবাদ আপনাকে।

ওয়াও আপু আপনার আইডিয়া দেখে তো আমি মুগ্ধ। সত্যিই প্রাকৃতিক ভাবে আপনি সুগন্ধি পারফিউম তৈরি করে ফেললেন। আমার কাছে জাস্ট অসাধারণ লেগেছে আপনার এই আইডিয়া। আপনার দক্ষতার প্রশংসা করতে হলে অবশ্যই। আমাদের সাথে এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য ধন্যবাদ জানাই আপনাকে। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

অনেক ধন্যবাদ আপু, আপনার চমৎকার প্রশংসা ভরা মন্তব্যের জন্য।

ওয়াও আপু এত সুন্দর আইডিয়া সেটা আমি অবাক হয়ে গেলাম।
এভাবে করলে কিছুটা টাকা বাঁচবে আবার হাতে বানানো পারফিউম বলে মনে এত তৃপ্তি ও থাকবে 🤭🤭।

আসলে আপু আপনার এই পোস্টটি একদম ভিন্নধর্মী একটি ডাই ছিল। আমার কাছে অনেক ভাল লেগেছে আপনার এই কাজটি। আপনার জন্য শুভকামনা জানাই আপু। শুভেচ্ছা ও ভালবাসা নিও আপু 🥰🥰

আপনি ঠিক বলেছেন আপু,আপনার সুন্দর অনুভূতি প্রকাশ করার জন্য ধন্যবাদ আপনাকে।

বাহ আপনি তো খুব ভাল একটি পোস্ট করেছেন আজ। প্রাকৃতিক ভাবে গন্ধরাজ ফুল থেকে এত সুন্দর ভাবে পারফিউম তৈরি করতে এই প্রথম দেখলাম। পারফিউম আমার অনেক পছন্দ কিন্তু আমরা এগুলো বাজার থেকে কিনে। এত সুন্দর ভাবে প্রাকৃতিক ভাবে তৈরি করা জানলে আমি আরো আগে তৈরি করে নিতাম। ধন্যবাদ এত সুন্দর গুরুত্বপূর্ণ পোষ্ট করার জন্য।

এখন জেনে গেলেন, তৈরি করবেন আপু।তাছাড়া বাজারের পারফিউমে অনেক ক্ষতিকারক পদার্থ ব্যবহার করা থাকে।ধন্যবাদ আপনাকে ।

আমি সত্যিই অবাক আপু এভাবে তৈরি করা যায় সেটি আমার আগে জানা ছিল না। গন্ধরাজ ফুলের ঘ্রাণ আমার কাছে খুবই ভালো লাগে। তাই ফুল তুলিতে পারফিউম তৈরি করা যায় তাহলে তো কোন কথাই নেই। আমিও একবার এইভাবে পারফিউম তৈরি করে দেখবো আপনাকে অনেক অনেক ধন্যবাদ এটি আমাদের মাঝে শেয়ার করার জন্য। আপনার জন্য শুভেচ্ছা রইল।

দেখতে পারেন চেষ্টা করে আপু,অনেক ধন্যবাদ আপনাকে সুন্দর মতামত ব্যক্ত করার জন্য।

দারুন সহজ পদ্ধতিতে পারফিউম বানিয়ে ফেললেন আপনি। এভাবে পারফিউম বানানো যায় একেবারেই জানা ছিল না। আসলেই কি বোতলের গায়ে জমে থাকা পানিতে ঘ্রান ছিল। হিসাব অনুযায়ী ওটা তো জলীয়বাষ্প হবার কথা। যাই হোক দারুন একটি পদ্ধতি শেখানোর জন্য অসংখ্য ধন্যবাদ।

আসলেই কি বোতলের গায়ে জমে থাকা পানিতে ঘ্রান ছিল।

হ্যাঁ ভাইয়া, মৃদু গন্ধ ছিল।কারণ ফুলের পাপড়ি থেকেই তো জল জমেছে তাই ঘ্রাণ তো থাকবেই।অনেক ধন্যবাদ আপনাকে সুন্দর বিষয় সম্পর্কে প্রশ্ন করার জন্য।

কিছু-কিছু পোষ্ট দেখলে আসলে খুবই ভালো লাগে। খুবই সুন্দর আইডিয়া শেয়ার করা হয় আপনার আজকের পোস্টটি সেরকমই ছিল আপু। আপনি প্রাকৃতিক ভাবে গন্ধরাজ ফুলের পারফিউম তৈরি করেছেন আইডিয়াটা আমার কাছে বেশ ভালো লেগেছে আর এটার ঘ্রাণ টা নিশ্চয়ই খুবই সুন্দর ছিল।

হ্যাঁ ভাইয়া, মৃদু মিষ্টি ঘ্রাণ ছিল গন্ধরাজ ফুলের।আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম।অসংখ্য ধন্যবাদ আপনাকে।

ফুলের পারফিউম কিভাবে তৈরি করে তা জানা ছিল না। আপনার আজকে গন্ধরাজ ফুলের পারফিউম তৈরি দেখে জানতে পারলাম। খুব চমৎকারভাবে আপনি প্রাকৃতিক উপায়ে পারফিউম তৈরি করেছেন। আপনার পুরো পদ্ধতি দেখে মনে হল যে পারফিউম তৈরি করা একটু কষ্টসাধ্য বটে। কিন্তু সব শেষে বেশ খানিকটা পারফিউম পেয়েছেন দেখে ভালো লাগলো।

আপু,আপনার কাছে প্রক্রিয়াটি ভালো লেগেছে জেনে ভালো লাগলো।অনেক ধন্যবাদ আপনাকে।

আপনি অনেক সুন্দর ভাবে গন্ধরাজ ফুলের পারফিউম আমাদের মাঝে উপস্থাপন করেছেন ।আপনার গন্ধরাজ ফুলের পারফিউম তৈরি দেখে আমার অনেক ভালো লাগলো ।জানিনা পারফিউম টা কেমন হয়েছে, কিন্তু আমি বাড়িতে তৈরি করে দেখব। ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য । আপনার জন্য শুভকামনা রইল।

অবশ্যই তৈরি করে দেখতে পারেন আপু,অনেক ধন্যবাদ আপনাকে।স্বাগতম আপনাকে আপু💐.

আপু আপনি অনেক সুন্দর ভাবে প্রাকৃতিকভাবে গন্ধরাজ ফুলের পারফিউম তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার কাছ থেকে আমরা ঘরোয়া পদ্ধতিতে পারফিউম তৈরি করা শিখে নিলাম। এরপরে নিজে তৈরী করার চেষ্টা করব ধন্যবাদ আপু আপনাকে এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

হ্যাঁ ভাইয়া, চেষ্টা করে দেখতে পারেন।আপনার সুন্দর মতামতের জন্য ধন্যবাদ আপনাকে।

Congratulations! This post has been upvoted through steemcurator04.

Curated By - @sofian88
Curation Team - The Efficient Seven

Thank you so much.💝

ফুলের রাজা গন্ধরাজ। আর এই ফুলের রাজাকে নিয়ে অনেক কবি তার কবিতা লিখেছে। অনেক গবেষক খুঁজে পেয়েছে তার সুন্দর গন্ধ। আবার এটাও জানি অনেকেই এটা ঔষধি হিসেবে ব্যবহার করার চেষ্টা করে। আপনিও সুন্দর একটা বিষয় উপস্থাপন করে আমাদের মাঝে শেয়ার করলেন এ দেখে আমার খুবই ভালো লেগেছে। নতুন কিছু শিখতে পারলাম আপনার এই কাজ দেখে।

গন্ধরাজ ফুল ঔষুধ হিসেবে ব্যবহার করা হয় নতুন জানলাম।অনেক ধন্যবাদ ভাইয়া, আপনার গঠনমূলক মন্তব্যের জন্য।

পুরো বিষয় টি আমার কাছে অভিনব মনে হয়েছে। সত্যি বোন দারুন একটা জিনিস শিখতে পারলাম আজ। কখনও ভাবিনি এভাবে প্রকৃতিক উপায়ে পারফিউম তৈরী করা যায়। ভাল লাগলো । ধন্যবাদ ।

আপনার কাছে বিষয়টি ভালো লেগেছে জেনে আমার ও ভালো লাগলো দাদা।অসংখ্য ধন্যবাদ আপনাকে।

আসলে আমরা ইউটিউব থেকে দেখে অনেক কিছু শিখতে পারি। যেমন আপনি গোলাপ ফুলের পারফিউম বানানো দেখে আজকে আপনি সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে গন্ধরাজ ফুলের পারফিউম তৈরি করেছে। এবং পারফিউম তৈরি প্রতিটি ধাপ সুন্দর হবে আমাদের সামনে উপস্থাপন করেছেন। বিশেষ করে আপনি কাচের বোতলের পরিবর্তে প্লাস্টিকের বোতলে পারফিউম সংরক্ষণ করেছেন। সব মিলিয়ে সুন্দর হয়েছে। ধন্যবাদ আপনাকে।

ঠিক বলেছেন ভাইয়া, তবে কাঁচের বোতলে সংরক্ষণ করলে অনেক দিন পর্যন্ত ভালো থাকে।আপনার গঠনমূলক মন্তব্যের জন্য ধন্যবাদ আপনাকে।

প্রাকৃতিকভাবে গন্ধরাজ ফুলের পারফিউম তৈরি দেখতে পেরে খুবই ভালো লাগলো। আগে কখনো এভাবে এইরকম পারফিউম তৈরি দেখা হয়নি। খুবই ভাল একটি দক্ষতা সম্পন্ন বিষয় নিয়ে আমাদের মাঝে তুলে ধরেছেন ভালো লাগলো।

অনেক ধন্যবাদ ভাইয়া আপনার সুন্দর মন্তব্যের জন্য।