নমস্কার
"ফলুই মাছের ঝাল রেসিপি"
অনেকদিন হয়ে গেল কোনো রেসিপি তৈরি করা হয়না।তাছাড়া আমাকে এখন বেশ ব্যস্ত সময় পার করতে হচ্ছে।নেহাতই স্বরস্বতী পূজার ছুটি পেয়েছি কয়েকটি দিন এইজন্য রেসিপি তৈরি করলাম আরকি!কথায় বলে---যে মাছের যত বেশি কাঁটা, সেই মাছ খেতে তত বেশি সুস্বাদু।তেমনি কাঁটা ভর্তি এই ফলুই মাছ,যার স্বাদ অতুলনীয়।তাই আজ আমি এই মাছের ঝাল রেসিপি তৈরি করেছি।ছোটবেলায় এই মাছ আমাদের পুকুরে বেশ দেখতাম কিন্তু বর্তমানে এর সংখ্যা অনেকটাই কমে গিয়েছে।অনেকেই আবার একে ফলি মাছও বলে থাকে।পরশুদিন মাছওয়ালার কাছ থেকে মাছ নেওয়ার সময় এই একটিই ফলুই মাছ চোখে পড়লো তাই অন্যান্য মাছের সঙ্গে এই মাছটিও নিয়ে নিলাম।এটি রেসিপি তৈরি করার পর বেশ স্বাদের হয়েছিলো খেতে।যাইহোক আশা করি এই রেসিপিটি ভালো লাগবে আপনাদের কাছেও।তো কথা না বাড়িয়ে চলুন রেসিপিটি শুরু করা যাক----
উপকরণসমূহ:
2.পেঁয়াজ কুচি- 2 টি
3.গোটা কাঁচা মরিচ - 4 টি
4.লবণ- 1.5 টেবিল চামচ
5.হলুদ-1 টেবিল চামচ
6.শুকনো মরিচ বাটা-1 টেবিল চামচ
7.কাঁচা মরিচ বাটা-1.5 টেবিল চামচ
8.পাঁচফোড়ন-1/3 টেবিল চামচ
9.গরম মসলা গুঁড়া-1/3 টেবিল চামচ
10.আদা-রসুন বাটা-1 টেবিল চামচ
11.জিরে বাটা-1.5 টেবিল চামচ
12.সরিষা বাটা -1 টেবিল চামচ
13.সরিষার তেল-80 গ্রাম
14.জল
প্রস্তুত-প্রণালী:
ধাপঃ 1
প্রথমে আমি ফলুই মাছের আঁশ ছাড়িয়ে নিয়ে কেটে নেব পিচ পিচ করে বটির সাহায্যে।এই মাছের আঁশ ছাড়ানো বেশ সময়সাপেক্ষ।
ধাপঃ 2
এরপর মাছগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে ঠান্ডা জল ও গরম জল ব্যবহার করে।
ধাপঃ 3
এখন মাছগুলোর গায়ে পরিমাণ মতো লবণ ও হলুদ মিশিয়ে নিলাম।
ধাপঃ 4
এরপর চুলায় মিডিয়াম আঁচে পরিষ্কার একটি কড়াই বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে গরম করে নিলাম।তারপর গরম তেলের মধ্যে মাছগুলো দিয়ে নেড়েচেড়ে ভেজে নিলাম।
ধাপঃ 5
এখানে আমি মাছগুলো বাদামি রঙের করে ভেজে নিয়ে একটি পাত্রে তুলে নিয়েছি।
ধাপঃ 6
এরপর পুনরায় কড়াই বসিয়ে দেব চুলাতে।তারপর আবারো তেল দিয়ে তার মধ্যে পেঁয়াজ কুচি ও পাঁচফোড়ন দিয়ে নেড়েচেড়ে হালকা ভেজে নেব।এরপর সমস্ত গুঁড়া মসলা ও বাটা মসলা দিয়ে দেব পরিমাণ মতো।
ধাপঃ 7
এবারে সমস্ত মসলা একত্রে ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নেব।
ধাপঃ 8
এরপর কষানো মসলা থেকে তেল ছেড়ে দিলে পরিমাণ মতো জল দিয়ে দিলাম।
ধাপঃ 9
এখন মসলার জলটি ফুটে উঠলে তার মধ্যে ভেজে রাখা মাছ ও গোটা কাঁচা মরিচগুলি দিয়ে দিলাম।
ধাপঃ 10
এবারে ছোট ছোট বুদবুদ ওঠা পর্যন্ত ঝোলটি ফুটিয়ে নেব।
শেষ ধাপঃ
সবশেষে মাছ ঝোলটি নামিয়ে নেব একটি পাত্রে।তো আমার তৈরি করা হয়ে গেল "ফলুই মাছের ঝাল রেসিপি"।
পরিবেশন:
এখন এটি গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করতে হবে।এটি দেখতে যেমন সুন্দর হয়েছিলো খেতেও তেমনি অনেক সুস্বাদু হয়েছিলো।
পোষ্ট বিবরণ:
শ্রেণী | রেসিপি |
---|---|
ডিভাইস | poco m2 |
অভিবাদন্তে | @green015 |
লোকেশন | বর্ধমান |
আমার পরিচয় |
---|
আমি সবসময় ভিন্নধর্মী কিছু করার চেষ্টা করি নিজের মতো করে।কবিতা লেখা ও ফুলের বাগান করা আমার শখ।এছাড়া ব্লগিং, রান্না করতে, ছবি আঁকতে,গল্পের বই পড়তে এবং প্রকৃতির নানা ফটোগ্রাফি করতে আমি খুবই ভালোবাসি।।
দিদি আপনি পূজোর ছুটি পেয়ে মজাদার সব রেসিপি শেয়ার করছেন দেখে ভালো লাগলো। ফলুই মাছ খেতে খুবই সুস্বাদু আর আমরা একে ফলি মাছ বলি। এভাবে ঝাল ঝাল ভুনা করলে খেতে খুবই সুস্বাদু লাগে। আপনার রেসিপি দেখেই বুঝা যাচ্ছে খেতে খুবই সুস্বাদু হয়েছিল। আপনার উপস্থাপনা লোভনীয় দেখাচ্ছে। ধাপগুলো খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। ধন্যবাদ দিদি মজাদার রেসিপি শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Upvoted! Thank you for supporting witness @jswit.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এই মাছকে আমরা ফলিপাতা মাছ বলে থাকি। এই মাছের স্বাদ কিন্তু দারুণ। আমি প্রায়ই এই মাছ কিনে থাকি। এই মাছ পেঁয়াজ, টমেটো এবং ধনিয়াপাতা দিয়ে ভুনা করলে খেতে খুবই সুস্বাদু লাগে। তবে আপনার রেসিপিটা দেখেও মনে হচ্ছে খেতে দারুণ লেগেছিল। যাইহোক এতো মজাদার একটি রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ফলুই মাছ নামটা আমার কাছে একদম নতুন,একটু একটু বোয়াল মাছের মত দেখা যাচ্ছে।মাছ যেটাই হোক আপনার তৈরি রেসিপি দেখে মনে হচ্ছে খেতে খুবই সুস্বাদু হয়েছে।বিশেষ করে যেকোন মাছ এরকম ভাবে ঝাল ঝাল করে রান্না করলে খেতে খুবই মজা লাগে।মাছের মজাদার একটি রেসিপি আমাদের মাঝে এত সুন্দর হবে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বাহ্ দারুন।
পূজোর ছুটি পেয়ে চমৎকার একটি রেসিপি নিয়ে হাজির হয়েছেন। তরকারিটা নিঃসন্দেহে দারুন এবং লোভনীয় স্বাদের হয়েছে। এই মাছগুলো ঝাল ঝাল করে রান্না করে খেতেই ভালো লাগে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ফলুই মাছ খেতে অসাধারণ লাগে। তবে আমি কখনো ঝাল করে খাইনি। সব সময় তেতুল দিয়ে টক বানিয়েছি। দেখি তোমার দেখে দেখে একদিন ঝাল বানাবো।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
টাস্ক প্রুফ:
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অনেকদিন হলো এই মাছ খাওয়া হয় না। আগে সব সময় এই মাছটি আমাদের কোপ্তা করতো বা টমেটো দিয়ে রান্না করলেও খেতে অনেক দারুন লাগে। তবে আজ আপনার রেসিপিটা দেখে ভীষণ লোভনীয় মনে হচ্ছে। ঝাল ঝাল ভাবে যে কোন মাছ রান্না করলে খেতে অনেক ভালো লাগে। আমরা এই মাছটিকে ফলি মাছ বলি। আপনার ফলি মাছের রেসিপিটা দেখে বোঝা যাচ্ছে অনেক স্বাদ হয়েছিল।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
একেবারে সঠিক কথা আপু ,যে মাছের যত কাটা সেই মাছ খেতে তো মজা। তবে ফলুই মাছের নামটি আজই প্রথম শুনলাম। আমাদের এইদিকে আছে কিনা তাও সন্দেহ। যাই হোক রেসিপিটা কিন্তু একেবারে চমৎকারভাবে তৈরি করেছেন। ফাইনাল আউটপুট দেখে মনে হচ্ছে যারা খেয়েছিলো তারা ভীষণ মজা পেয়েছে। খুবই সুন্দর এবং গোছালোভাবে প্রত্যেকটা ধাপ উপস্থাপন করেছেন। আশা করি আগামীতে এরকম মাছের রেসিপি আরো শেয়ার করবেন আমাদের সাথে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ফলুই মাছ এখন পর্যন্ত কোন দিন খাওয়া হয়নি। তবে, এই মাছ গুলো আমাদের দেশের মধ্যে খুবই কম দেখতে পাওয়া যায়। আপনি দেখছি আজকে খুবই সুন্দর করে সাজিয়ে গুছিয়ে ফলুই মাছের ঝাল রেসিপি তৈরি করেছেন। আপনার তৈরি করা রেসিপি টি অসাধারণ হয়েছে আপু। নতুন একটি মাছের রেসিপি দেখতে পেরে বেশ ভালো লাগলো আমার কাছে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ফলুই মাছের ঝাল রেসিপি শেয়ার করেছেন। আপনি আজকে চমৎকার একটি রেসিপি শেয়ার করেছেন। আপনি সব উপাদান পরিমাণ মতো দিয়ে মিশ্রণ করেছেন এবং সেটা ধাপে ধাপে উপস্থাপন করেছেন।সব মিলিয়ে দারুন হয়েছে আপু। আপনার রেসিপিটি অনেক লোভনীয় লাগছে, খেতে ও মনে হয় অনেক মজাদার হয়েছিল।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
দারুন রেসিপি শেয়ার করেছেন আপু।আগে আমাদের পুকুরেও এই মাছগুলো প্রচুর পাওয়া যেত।কিন্তু এখন পাওয়া যায় না।দেখে মনে হচ্ছে বেশ বড়ই ছিল এটা।এভাবে করে খেতে খুব মজা লাগবে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আরে বাহ্ দিদি, আপনি তো দেখছি আজকে অনেক মজাদার একটা রেসিপি তৈরি করেছেন। ফলুই মাছের ঝাল রেসিপি টা দেখেই তো আমার জিভে জল চলে আসলো। রেসিপিটা দেখেই বোঝা যাচ্ছে অনেক বেশি সুস্বাদু হয়েছিল। এরকম মজার মজার রেসিপি গুলো দেখলে সত্যি অনেক লোভ লেগে যায়। এই দুপুরবেলায় দেখে একটু বেশি লোভ লেগেছে রেসিপিটা।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অনেক লোভনীয় একটা রেসিপি ছিল এটা। দেখেই তো আমার অনেক লোভ লেগে গিয়েছে। মজার মজার রেসিপি গুলো দেখলে কার না লোভ লাগবে। এত সুন্দর ভাবে একটা রেসিপি তৈরি করেছেন, দেখতে অনেক সুস্বাদু হয়েছে বলে মনে হচ্ছে। ফলুই মাছের ঝাল রেসিপি তৈরি করার পদ্ধতি সুন্দর করে তুলে ধরেছেন, এটা দেখে অনেক বেশি ভালো লাগলো। ধন্যবাদ ফলুই মাছের ঝাল রেসিপিটা আমাদের সবার মাঝে শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit