"আমার সবজি বাগানের সারবিহীন কিছু সবজি সংগ্রহ"

in hive-129948 •  3 years ago 

নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা?নিশ্চয়ই ভালো আছেন সকলেই।আজ আর রান্না রেসিপি নয়।মন চাইছে সবজি বাগান থেকে ঘুরে আসতে।এই সবজি বাগানটি আমার বাবার হাতে লাগানো আর আমরা তাঁকে সাহায্য করেছিলাম।বাবা সবজি বাগান তো করেছিল কিন্তু এখনো পর্যন্ত তাতে কোনরকম সার কিংবা বিষ প্রয়োগ করা হয়নি ।হয়তো দেওয়ার দরকার ও পড়েনি তাছাড়া যত সার -বিষ বাদ দিয়েই খাওয়া যায়।যাইহোক বাবা কয়েকদিন ধরে বাড়ি নেই গুরুত্বপূর্ণ কাজে বাইরে গেছে।তো দায়িত্ব পড়ল আমার ঘাড়ে।এমনিতেই সবজি তুলতে আমার ভালোই লাগে কিন্তু সবজী বাগান দেখতে আরও বেশি ভালো লাগে।সকালে মা কিছু সবজি সংগ্রহ করতে বলল এবং একটি ঝাকা ধরিয়ে দিল হাতে।তো চলুন আপনাদেরকে সঙ্গে নিয়ে সারবিহীন সবজি সংগ্রহ করে আসি।

IMG_20210805_075930.jpg

IMG_20210805_075950.jpg

IMG_20210805_074108.jpg

1.প্রথমেই সবজি সংগ্রহ করার জন্যে একটি ঝাকা এবং একটি ব্লেট নিয়ে নিলাম।যাতে সবজি ভালোভাবে কাটা যায় এবং গাছে কোনো আঘাত না লাগে।

IMG_20210805_073832.jpg

2.এটি আমাদের চিচিঙ্গা বাগান।বাংলাদেশে আবার গ্রাম অঞ্চলের মানুষ কুশিও বলে থাকেন।যাইহোক বাগানটি বাঁশের খুঁটি ,কঞ্চি এবং জাল দিয়ে মাচা করা আছে।এটি উপরের অংশ চিচিঙ্গা গাছের।

IMG_20210805_074311.jpg

3.এবার গাছের নিচের অংশে বেশ কিছু চিচিঙ্গা ঝুলন্ত অবস্থায় আছে। মাচার নিচে কিছুটা অংশ জুড়ে রয়েছে ওল বাগান ।আমি এখান থেকে 2 টি চিচিঙ্গা সংগ্রহ করব।

IMG_20210805_073858.jpg

IMG_20210805_074022.jpg

IMG_20210805_073934.jpg

4.2 টি চিচিঙ্গা সংগ্রহ করলাম এবং ব্লেট দিয়ে কেটে নিলাম।

IMG_20210805_074034.jpg

5.আমার সবজি বাগানের পেঁপে গাছ।গাছটির পেঁপেগুলো এখনো ছোট।তাছাড়া অতিরিক্ত বৃষ্টিতে পেঁপে গাছের পাতা হলুদ রঙের হয়ে গিয়েছে সবুজ রঙ থেকে।

IMG_20210805_075634.jpg

IMG_20210805_080326.jpg

6.এবার আসি ভেন্ডি বা ঢেঁড়স বাগানে।আমাদের 2 টি ভেন্ডির বাগান রয়েছে।

IMG_20210805_073918.jpg

IMG_20210805_074241.jpg

7.ভেন্ডিগুলোই একইভাবে সংগ্রহ করলাম ।

IMG_20210805_075712.jpg

IMG_20210805_075727.jpg

8.দেখুন কত বড়ো ভেন্ডি এটি।যেমন মোটা তেমনি লম্বা।

IMG_20210805_075600.jpg

9.আমাদের সবজি বাগানে ভেন্ডি গাছের ফাঁকে ফাঁকে আবার পুঁইশাক রোপন করা হয়েছে।ফলে ভেন্ডি গাছগুলো বড়ো হয়ে গেছে এবং পুঁইশাকগুলি মাটিতে লতানো অবস্থায় আছে।

IMG_20210805_075521.jpg

10.অনেকে বলেন জোঁক নাকি অন্ধ কিন্তু আমার সেটা মনে হয় না।আর যদিও বা জোঁক অন্ধ হয়ে ও থাকে তবু জোঁকের তীক্ষ্ণ নাক আছে।এইজন্য মানুষসহ অন্যান্য প্রাণীর গন্ধে ছুটে আসে।

IMG_20210805_075537.jpg

11.যেহেতু পুঁইশাকগুলি ভেন্ডি গাছের মধ্যে অবস্থান সেহেতু ভেন্ডি সংগ্রহের সময় জোঁক আমাকে ধাওয়া করেছিল।বর্ষার সময় জোঁকগুলো পুঁইশাক পাতাতেই থাকে।এমনিতেই আমি জোঁককে তেমন ভয় পাই না।তবে সাপ এবং মানুষের কথাকে একটু- আধটু ভয় পাই।

IMG_20210805_075746.jpg

IMG_20210805_075801.jpg

12.আমার ভেন্ডি বাগানের সবচেয়ে এই 4 টি ভেন্ডি বড়ো।যেমন লম্বা তেমনি মোটা।এই ভেন্ডিগুলির কোনোটা আমার হাতের আড়াই আঙ্গুল আবার কোনোটা পুরোপুরি তিন আঙ্গুল।

IMG_20210805_080025.jpg

তো আমি কিছু ভেন্ডি এবং চিচিঙ্গা সংগ্রহ করেছি সকালে আমার সবজি ক্ষেত থেকে।এই ছিল আমার বাগানের সারবিহীন সবজি সংগ্রহ।আর কিছু ছবিও তুলে ফেললাম সেই সঙ্গে।বাড়ির সবজি মানে আলাদা স্বাদের।আশা করি "আমার সবজি ক্ষেত এবং সবজি সংগ্রহের ছবিগুলি" সকলের ভালো লাগবে।
ধন্যবাদ সবাইকে।

ক্যামেরা: poco m2
অভিবাদন্তে: @green015

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

ফটোগ্রাফি গুলো অনেক সুন্দর হয়েছে ধন্যবাদ আপু

অনেক ধন্যবাদ ভাইয়া।সুন্দর মন্তব্য করার জন্য।

ঢেঁড়শ ভালোই লাগে তবে চিচিঙ্গা খুবই কম পছন্দের

ধন্যবাদ দাদা।আপনার মতামত জানানোর জন্য।

কত বড়ো ভেন্ডি 😍। দিদি আপনার সবজী বাগান টা পছন্দ হয়েছে। শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ।

হ্যাঁ আপু ,অনেক বড়ো ভেন্ডি☺️আপনাকেও অনেক ধন্যবাদ আপু আমার সবজি বাগান পরিদর্শন করার জন্য।

আরে বাহ দারুন তো। একদম টাটকা শাকসবজি। দেখেই একটা তৃপ্তি পাওয়া যায়। তরকারি রান্না করে খেতে না জানি আরো কত মজা লাগবে। 😊

হ্যাঁ দাদা, একেবারেই টাটকা সবজি ক্ষেত থেকে তুললাম।এটি খেতে অনেক মজার😊😊আপনাকে অশেষ ধন্যবাদ দাদা।আপনার সুন্দর মন্তব্য এবং আমার সবজি ক্ষেতটি
পরিদর্শন করার জন্য।

সবুজ শাকসবজি যেমন দেখতে সুন্দর ।তেমন খেতেও পুষ্টিকর এবং সুস্বাদু। তার সাথে সারবিহীন সবজি। দারুন স্বাদের হয়। ধন্যবাদ।

হ্যাঁ দাদা।এটি দারুণ স্বাদের খেতে ।সারবিহীন সবজি বলে কথা।ধন্যবাদ দাদা মন্তব্যের জন্য।

সবুজ সবজি দেখতেও যেমন সুন্দর আর খেতেও অনেক মজা দিদি।আপনার বাগানটাও বেশ সুন্দর।

অনেক ধন্যবাদ দাদা।আপনার সুন্দর মন্তব্য শুনে খুশি হলাম।

স্বাগতম দিদি

Congratulations, your post has been upvoted by @dsc-r2cornell, which is the curating account for @R2cornell's Discord Community.

Curated by @blessed-girl

r2cornell_curation_banner.png

Enhorabuena, su "post" ha sido "up-voted" por @dsc-r2cornell, que es la "cuenta curating" de la Comunidad de la Discordia de @R2cornell.

খুব ভালো বিষয় এটা যে অর্গানিক পদ্ধতিতে ফার্মিং করা। এখন আসলে অর্গানিক পদ্ধতিতে চাষাবাদ খুব বেশি দেখা যায় না। এবং দেখতে অনেক তরতাজা ও চমৎকার হয়েছে সবজিগুলো

হ্যাঁ ঠিক বলেছেন, ভাইয়া।কিন্তু যারা সবজি বিক্রির উদ্দেশ্যে চাষ করেন তারা এই পদ্ধতি অবলম্বন করেন না।আমরা যেহেতু নিজেরা খাওয়ার উদ্দেশ্যে বাড়িতে সবজি চাষ করেছি এইজন্য এই জৈব পদ্ধতি অবলম্বন করেছি।ধন্যবাদ আপনাকে,আপনার সুন্দর মতামত প্রদানের জন্য।

হাজার টাকা দিয়েও এতো সুন্দর ফ্রেশ সবজি বাজার থেকে কিনে খাওয়া বর্তমানে সম্ভব নয়।অনেক সুন্দর লাগছে দিদি।

আপনার ভালো লেগেছে জেনে আমি খুব খুশি হয়েছি।অসংখ্য ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য দাদা।

আমার সবজির গাছে অনেক ধরনের সবজির। রয়েছে এখনো আমি সেগুলো ছিরিনি তবে ভাবছি যে খুব তাড়াতাড়ি সেগুলো রান্না করে খাব।

হ্যাঁ, ভাইয়া সবজি একটু কচি থাকতেই বেশি ভালো লাগে খেতে।আপনি ও রান্না করে খেয়ে ফেলুন।
ধন্যবাদ ভাইয়া।আপনার মতামত জেনে ভালো লাগল।

আচ্ছা খুব তারাতারি রান্ন করে খাব।