Diy- "ইঁদুরের লিফ আর্ট"

in hive-129948 •  11 days ago 

নমস্কার

বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই?আশা করি সবাই ভালো ও সুস্থ আছেন।আমিও মোটামুটি ভালোই আছি।যাইহোক আজ আমি একটি diy পোষ্ট নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে।

Diy- ইঁদুরের লিফ আর্ট:

IMG_20250122_081406.jpg

অনেকদিন ধরে কোনো diy পোষ্ট করা হয় না।diy করা কিছুটা সময়সাপেক্ষ,তারপরও আজ চেষ্টা করেছি একটি diy তৈরি করার।গাছের পাতা দিয়ে যেকোনো diy তৈরি করতে আমার খুবই ভালো লাগে।আমি আগেও গাছের পাতা দিয়ে কয়েকটি diy তৈরি করেছি।যেটার মাধ্যমে আমি বেশ উৎসাহমূলক সাড়া পেয়েছি।তাই আবারো আজ একটি পাতার কাজ নিয়ে হাজির হলাম।আজ ইঁদুরের diy তৈরি করেছি,এগুলোকে পাতা দিয়ে তৈরি এক ধরনের আর্টও বলা চলে।কারন পাতা দিয়ে কোনো কিছুর আকৃতি এতে স্পষ্টভাবে ফুটিয়ে তোলা সম্ভব হয়।ঠিক যেমন রং-তুলি কিংবা কলমের কালিতে কোনো প্রতিচ্ছবি ফুটিয়ে তোলা সম্ভব তেমনই।যাইহোক এগুলো তৈরি করার সময় খুবই সাবধানে পাতা কাটতে হয়।এটি তৈরি করার পর সুন্দর ও আকর্ষণীয় লাগে দেখতে।আশা করি আপনাদের কাছেও বেশ ভালো লাগবে আমার আর্টটি।তো চলুন শুরু করা যাক---

IMG_20250122_081351.jpg

উপকরণসমূহ:

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PkpkXyXwzmWEkSA7U2PjRr7VoGxjyzQFnZHCkVBWn57JTVUvY7omc512mhJJX...vDZX3Fcaov38Zxjxq21rAE9wN1b8HnrBKZamZjaRXZMJVUcaVKGLWFRFVNG6MXCo9ptvvGTefY61oasZ4TrQFVwMiYWBFUH8ivxFm1LbtvBRqtkowye4ZCeEyk.png

1.গাছের পাতা এবং
2.কেচি
3.নীল বলপেন ও
4.এক টুকরো সাদা কাগজ

IMG_20250122_075742.jpg

অঙ্কনের পদ্ধতিসমূহ:

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PkpkXyXwzmWEkSA7U2PjRr7VoGxjyzQFnZHCkVBWn57JTVUvY7omc512mhJJX...vDZX3Fcaov38Zxjxq21rAE9wN1b8HnrBKZamZjaRXZMJVUcaVKGLWFRFVNG6MXCo9ptvvGTefY61oasZ4TrQFVwMiYWBFUH8ivxFm1LbtvBRqtkowye4ZCeEyk.png

ধাপঃ 1

IMG_20250122_075753.jpg
প্রথমে আমি গাছ থেকে কিছু পাতা সংগ্রহ করে নিলাম।এখানে আমি জবা ফুলের একটি পাতা নিয়ে নিলাম।

ধাপঃ 2

IMG_20250122_075805.jpg
এখন কেচি দিয়ে পাতাটি কেটে প্রদীপের মতো আকৃতি করে নিলাম এবং অপর পাতাটির কুচানো ও সূচালো অংশ রেখে ডিম্বাকার করে কেটে নিলাম।

ধাপঃ 3

IMG_20250122_075826.jpg
এরপর দুটি পাতা সাজিয়ে নিয়ে কুচানো সরু লম্বা অংশটি নীচে উল্টো করে বসিয়ে নেব পাতা দুটির লাগোয়া করে।

ধাপঃ 4

IMG_20250122_075836.jpg
এখন পাতার ছোট অংশ কেচি দিয়ে কুচি করে কেটে নিয়ে ইঁদুরের বডির মাঝবরাবর সেট করে নেব।যেটা তৈরি হয়ে গেল ইঁদুরের হাত।

ধাপঃ 5

IMG_20250122_075930.jpg
এবারে ইঁদুরের দুটি কান তৈরি করে নিলাম পাতা কেটে এবং এক টুকরো সাদা কাগজ গোল করে কেটে নিয়ে তার মাঝে নীল রঙের বলপেন দিয়ে বিন্দু একে চোখ তৈরি করে নিলাম।

ধাপঃ 6

IMG_20250122_075849.jpg
এরপর ইঁদুরের মাথার পাতার অংশে কান দুটি সেট করে বসিয়ে নেব।

শেষ ধাপঃ

IMG_20250122_080001.jpg

IMG_20250122_080029.jpg
সবশেষে ইঁদুরের চোখ বসিয়ে নেব মুখের সুচালো অংশের দিকে।এটি তৈরি করার পর মনে হচ্ছিলো ইঁদুরটি হাতজোড় করে বসে আছে।

ছবি উপস্থাপন:

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PkpkXyXwzmWEkSA7U2PjRr7VoGxjyzQFnZHCkVBWn57JTVUvY7omc512mhJJX...vDZX3Fcaov38Zxjxq21rAE9wN1b8HnrBKZamZjaRXZMJVUcaVKGLWFRFVNG6MXCo9ptvvGTefY61oasZ4TrQFVwMiYWBFUH8ivxFm1LbtvBRqtkowye4ZCeEyk.png

IMG_20250122_080046.jpg

IMG_20250122_081420.jpg

IMG_20250122_081432.jpg
তো তৈরি করা হয়ে গেল আমার "ইঁদুরের লিফ আর্ট।"এই আর্টগুলি দেখতে খুবই সুন্দর লাগে তেমনি তৈরি করতেও ভালো লাগে।


আশা করি আমার আজকের লিফ আর্টটি আপনাদের সকলের কাছে ভালো লাগবে।পরের দিন আবার নতুন কোনো বিষয় নিয়ে হাজির হবো আপনাদের মাঝে, ততক্ষণ সকলেই ভালো ও সুস্থ থাকবেন।

পোষ্ট বিবরণ:

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PkpkXyXwzmWEkSA7U2PjRr7VoGxjyzQFnZHCkVBWn57JTVUvY7omc512mhJJX...vDZX3Fcaov38Zxjxq21rAE9wN1b8HnrBKZamZjaRXZMJVUcaVKGLWFRFVNG6MXCo9ptvvGTefY61oasZ4TrQFVwMiYWBFUH8ivxFm1LbtvBRqtkowye4ZCeEyk.png

শ্রেণীলিফ আর্ট
ডিভাইসpoco m2
অভিবাদন্তে@green015
লোকেশনবর্ধমান

3DLAmCsuTe3bV13dhrdWmiiTzq9WMPZDTkYuSGyZVu3GHrVMeaaa5zs2PBqZqSpD3mqpsYSX3wFfZZ5QwCBBzTwH9RFzqAQeqnQ3KuAvy8Nj1ZK1uL8xwsKK6MgDT8xwdHqPK76Y63rPyW9N4QaubxdwM3GV2pD.gif

আমার পরিচয়
আমি রিপা রায়।আমার স্টিমিট ইউজার আইডি @green015.আমি একজন ভারতীয়।আমি বর্ধমান ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করেছি,ইতিহাস বিষয় নিয়ে।বর্তমানে আমি ওখানেই অধ্যয়নরত আছি।এখানে বাংলা ভাষায় মন খুলে লেখালেখি করতে পেরে আমি খুবই আনন্দিত।এছাড়া আমি একজন বাঙালি হিসেবে গর্ববোধ করি।

IMG_20240429_201646.jpg
আমি সবসময় ভিন্নধর্মী কিছু করার চেষ্টা করি নিজের মতো করে।কবিতা লেখা ও ফুলের বাগান করা আমার শখ।এছাড়া ব্লগিং, রান্না করতে, ছবি আঁকতে,গল্পের বই পড়তে এবং প্রকৃতির নানা ফটোগ্রাফি করতে আমি খুবই ভালোবাসি।।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

টাস্ক প্রুফ:

GridArt_20250123_124330331.jpg

লিফ আর্ট গুলো আমি বেশ পছন্দ করি তবে নিজে কখনো ট্রাই করা হয়নি। আপনি খুব সুন্দর একটা ইঁদুরের লিফ আর্ট আমাদের মাঝে শেয়ার করেছেন। দেখতে দারুন লাগছে। খুব সুন্দরভাবে প্রত্যেকটা ধাপ উপস্থাপন করেছেন। ধন্যবাদ দিদি চমৎকার একটা ডাই প্রোজেক্ট শেয়ার করার জন্য।

দিদি আপনার ক্রিয়েটিভিটি দেখে সত্যিই মুগ্ধ হয়ে গেলাম। পাতা দিয়ে অনেক সুন্দর আর্ট করেছেন দেখতে অসাধারণ লাগছে। এ ধরনের লিফ আর্ট আমার বাংলা ব্লগে খুবই কম দেখা যায়। অনেক সুন্দর একটি পোস্ট বিস্তারিত ভাবে আমাদের মাঝে উপস্থাপন করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

জবা ফুল গাছের পাতা দিয়ে দারুন ভাবে একটি ইঁদুরের তৈরি করেছেন আপু। এ ধরনের আর্ট গুলো আমি শিশু শ্রেণীর বাচ্চাদের বইয়ে দেখেছি। খুবই সুন্দরভাবে অনেকগুলো পশুপাখির আর্ট করা ছিল। আপনার পোস্টের প্রতিটি ধাপ দেখে খুবই ভালো লাগলো ধন্যবাদ।

অনেকদিন পর ডাই প্রজেক্ট তৈরি করলেন। আর চোখ ধাঁধানো সুন্দর একটি লিফ আর্ট করে তাক লাগিয়ে দিয়েছেন। সত্যিই এটা একটা চমৎকার ক্রিয়েটিভ কাজ ছিল। এগুলো বেশ সময় সাপেক্ষ কাজ, তারপরও চমৎকারভাবে কাজটি করে দেখালেন।
অনেক ধন্যবাদ আপু চমৎকার কাজটি উপহার দেয়ার জন্য।

দিদি আপনি পাতা দিয়ে খুবই কিউট একটি ইঁদুর বানিয়েছেন। আপনার এই আইডিয়াটা খুবই ইউনিক লেগেছে। কালার মিললে একদম বাস্তবের ইঁদুর মতোই দেখাতো। প্রতিটা ধাপ খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। ধন্যবাদ দিদি ইউনিক ডাই প্রজেক্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

গাছের পাতা দিয়ে এত চমৎকার ইঁদুরের ডাই তৈরি করেছেন দেখে মুগ্ধ হয়ে গেলাম। পাতা দিয়ে যে এত চমৎকার জিনিস তৈরি করা যায় তাতো আগে জানা ছিল না। নিখুঁতভাবে কাজটি সম্পন্ন করেছেন আপনি। প্রতিটি ধাপ আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য ধন্যবাদ।

আজকে আপনি পাতা দিয়ে বেশ চমৎকার আর্ট করে দেখেছেন। আপনার চমৎকার আর্ট করতে দেখে বেশ ভালো লাগলো আমার। এক কথায় বলতে গেলে অসাধারণ হয়েছে আপনার আর্ট করা। বেশ কিউট একটি ইঁদুর হয়েছে।

"ইঁদুরের লিফ আর্ট" টি খুবই সুন্দর হয়েছে দিদি।আপনার আইডিয়াটা দারুন।পাতার সাহায্যে কি সুন্দর করে ইঁদুরের আর্ট করলেন।আমার কাছে ভীষণ ভালো লেগেছে আপনার এই সৃজনশীলতা।অনেক ধন্যবাদ দিদি শেয়ার করার জন্য।

বাহ্ আজকে দেখছি আপনি আমাদের মাঝে ইঁদুরের লিফ আর্ট শেয়ার করেছেন। আপনি অনেক সুন্দর করে সময় দিয়ে তৈরি করেছেন তা দেখেই বোঝা যাচ্ছে। আপনি প্রতিটি স্টেপ ধাপে ধাপে উপস্থাপন করেছেন দেখে আমিও শিখে ফেললাম ধন্যবাদ আপনাকে।

জবা পাতা দিয়ে এই লিফ আর্ট গত বছর মেয়ে যখন ক্লাস থ্রিতে পড়তো তখন করেছিলাম। সেখানে অবশ্য শুধুমাত্র ইঁদুর না প্রায় দশটা প্রাণী বানাতে হয়েছিল দশ রকমের পাতা দিয়ে। আমিও শিখে গিয়েছিলাম। তোমার বানানো এই দুটি বেশ কিউট হয়েছে দেখতে।

ইঁদুরের লিফ আর্ট অসাধারণ হয়েছে, দেখতে পেয়ে মুক্ত হলাম। আপনি খুবই সুন্দর ভাবে ধাপে ধাপে তৈরি করলেন ভালো লাগলো আমার।

ধন্যবাদ আপনাকে ভাইয়া।

সত্যিই আপু দারুন আইডিয়া।পাতা দিয়ে এত সুন্দর একটি ইঁদুর তৈরি করেছেন দেখে মুগ্ধ হয়ে গেলাম আর ইঁদুরটি একদম ইঁদুরের মতোই লাগছে।অনেক দক্ষতার সাথে ও নিখুঁতভাবে কাজটি করেছেন। ধন্যবাদ আপু ধাপে ধাপে পোস্টটি সুন্দরভাবে আমাদের মাঝে শেয়ার করার জন্য।