নমস্কার
Diy- ইঁদুরের লিফ আর্ট:
অনেকদিন ধরে কোনো diy পোষ্ট করা হয় না।diy করা কিছুটা সময়সাপেক্ষ,তারপরও আজ চেষ্টা করেছি একটি diy তৈরি করার।গাছের পাতা দিয়ে যেকোনো diy তৈরি করতে আমার খুবই ভালো লাগে।আমি আগেও গাছের পাতা দিয়ে কয়েকটি diy তৈরি করেছি।যেটার মাধ্যমে আমি বেশ উৎসাহমূলক সাড়া পেয়েছি।তাই আবারো আজ একটি পাতার কাজ নিয়ে হাজির হলাম।আজ ইঁদুরের diy তৈরি করেছি,এগুলোকে পাতা দিয়ে তৈরি এক ধরনের আর্টও বলা চলে।কারন পাতা দিয়ে কোনো কিছুর আকৃতি এতে স্পষ্টভাবে ফুটিয়ে তোলা সম্ভব হয়।ঠিক যেমন রং-তুলি কিংবা কলমের কালিতে কোনো প্রতিচ্ছবি ফুটিয়ে তোলা সম্ভব তেমনই।যাইহোক এগুলো তৈরি করার সময় খুবই সাবধানে পাতা কাটতে হয়।এটি তৈরি করার পর সুন্দর ও আকর্ষণীয় লাগে দেখতে।আশা করি আপনাদের কাছেও বেশ ভালো লাগবে আমার আর্টটি।তো চলুন শুরু করা যাক---
উপকরণসমূহ:
2.কেচি
3.নীল বলপেন ও
4.এক টুকরো সাদা কাগজ
অঙ্কনের পদ্ধতিসমূহ:
ধাপঃ 1
প্রথমে আমি গাছ থেকে কিছু পাতা সংগ্রহ করে নিলাম।এখানে আমি জবা ফুলের একটি পাতা নিয়ে নিলাম।
ধাপঃ 2
এখন কেচি দিয়ে পাতাটি কেটে প্রদীপের মতো আকৃতি করে নিলাম এবং অপর পাতাটির কুচানো ও সূচালো অংশ রেখে ডিম্বাকার করে কেটে নিলাম।
ধাপঃ 3
এরপর দুটি পাতা সাজিয়ে নিয়ে কুচানো সরু লম্বা অংশটি নীচে উল্টো করে বসিয়ে নেব পাতা দুটির লাগোয়া করে।
ধাপঃ 4
এখন পাতার ছোট অংশ কেচি দিয়ে কুচি করে কেটে নিয়ে ইঁদুরের বডির মাঝবরাবর সেট করে নেব।যেটা তৈরি হয়ে গেল ইঁদুরের হাত।
ধাপঃ 5
এবারে ইঁদুরের দুটি কান তৈরি করে নিলাম পাতা কেটে এবং এক টুকরো সাদা কাগজ গোল করে কেটে নিয়ে তার মাঝে নীল রঙের বলপেন দিয়ে বিন্দু একে চোখ তৈরি করে নিলাম।
ধাপঃ 6
এরপর ইঁদুরের মাথার পাতার অংশে কান দুটি সেট করে বসিয়ে নেব।
শেষ ধাপঃ
সবশেষে ইঁদুরের চোখ বসিয়ে নেব মুখের সুচালো অংশের দিকে।এটি তৈরি করার পর মনে হচ্ছিলো ইঁদুরটি হাতজোড় করে বসে আছে।
ছবি উপস্থাপন:
তো তৈরি করা হয়ে গেল আমার "ইঁদুরের লিফ আর্ট।"এই আর্টগুলি দেখতে খুবই সুন্দর লাগে তেমনি তৈরি করতেও ভালো লাগে।
পোষ্ট বিবরণ:
শ্রেণী | লিফ আর্ট |
---|---|
ডিভাইস | poco m2 |
অভিবাদন্তে | @green015 |
লোকেশন | বর্ধমান |
আমার পরিচয় |
---|
আমি সবসময় ভিন্নধর্মী কিছু করার চেষ্টা করি নিজের মতো করে।কবিতা লেখা ও ফুলের বাগান করা আমার শখ।এছাড়া ব্লগিং, রান্না করতে, ছবি আঁকতে,গল্পের বই পড়তে এবং প্রকৃতির নানা ফটোগ্রাফি করতে আমি খুবই ভালোবাসি।।
টাস্ক প্রুফ:
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
লিফ আর্ট গুলো আমি বেশ পছন্দ করি তবে নিজে কখনো ট্রাই করা হয়নি। আপনি খুব সুন্দর একটা ইঁদুরের লিফ আর্ট আমাদের মাঝে শেয়ার করেছেন। দেখতে দারুন লাগছে। খুব সুন্দরভাবে প্রত্যেকটা ধাপ উপস্থাপন করেছেন। ধন্যবাদ দিদি চমৎকার একটা ডাই প্রোজেক্ট শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
দিদি আপনার ক্রিয়েটিভিটি দেখে সত্যিই মুগ্ধ হয়ে গেলাম। পাতা দিয়ে অনেক সুন্দর আর্ট করেছেন দেখতে অসাধারণ লাগছে। এ ধরনের লিফ আর্ট আমার বাংলা ব্লগে খুবই কম দেখা যায়। অনেক সুন্দর একটি পোস্ট বিস্তারিত ভাবে আমাদের মাঝে উপস্থাপন করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
জবা ফুল গাছের পাতা দিয়ে দারুন ভাবে একটি ইঁদুরের তৈরি করেছেন আপু। এ ধরনের আর্ট গুলো আমি শিশু শ্রেণীর বাচ্চাদের বইয়ে দেখেছি। খুবই সুন্দরভাবে অনেকগুলো পশুপাখির আর্ট করা ছিল। আপনার পোস্টের প্রতিটি ধাপ দেখে খুবই ভালো লাগলো ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অনেকদিন পর ডাই প্রজেক্ট তৈরি করলেন। আর চোখ ধাঁধানো সুন্দর একটি লিফ আর্ট করে তাক লাগিয়ে দিয়েছেন। সত্যিই এটা একটা চমৎকার ক্রিয়েটিভ কাজ ছিল। এগুলো বেশ সময় সাপেক্ষ কাজ, তারপরও চমৎকারভাবে কাজটি করে দেখালেন।
অনেক ধন্যবাদ আপু চমৎকার কাজটি উপহার দেয়ার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
দিদি আপনি পাতা দিয়ে খুবই কিউট একটি ইঁদুর বানিয়েছেন। আপনার এই আইডিয়াটা খুবই ইউনিক লেগেছে। কালার মিললে একদম বাস্তবের ইঁদুর মতোই দেখাতো। প্রতিটা ধাপ খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। ধন্যবাদ দিদি ইউনিক ডাই প্রজেক্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
গাছের পাতা দিয়ে এত চমৎকার ইঁদুরের ডাই তৈরি করেছেন দেখে মুগ্ধ হয়ে গেলাম। পাতা দিয়ে যে এত চমৎকার জিনিস তৈরি করা যায় তাতো আগে জানা ছিল না। নিখুঁতভাবে কাজটি সম্পন্ন করেছেন আপনি। প্রতিটি ধাপ আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আজকে আপনি পাতা দিয়ে বেশ চমৎকার আর্ট করে দেখেছেন। আপনার চমৎকার আর্ট করতে দেখে বেশ ভালো লাগলো আমার। এক কথায় বলতে গেলে অসাধারণ হয়েছে আপনার আর্ট করা। বেশ কিউট একটি ইঁদুর হয়েছে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
"ইঁদুরের লিফ আর্ট" টি খুবই সুন্দর হয়েছে দিদি।আপনার আইডিয়াটা দারুন।পাতার সাহায্যে কি সুন্দর করে ইঁদুরের আর্ট করলেন।আমার কাছে ভীষণ ভালো লেগেছে আপনার এই সৃজনশীলতা।অনেক ধন্যবাদ দিদি শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বাহ্ আজকে দেখছি আপনি আমাদের মাঝে ইঁদুরের লিফ আর্ট শেয়ার করেছেন। আপনি অনেক সুন্দর করে সময় দিয়ে তৈরি করেছেন তা দেখেই বোঝা যাচ্ছে। আপনি প্রতিটি স্টেপ ধাপে ধাপে উপস্থাপন করেছেন দেখে আমিও শিখে ফেললাম ধন্যবাদ আপনাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
জবা পাতা দিয়ে এই লিফ আর্ট গত বছর মেয়ে যখন ক্লাস থ্রিতে পড়তো তখন করেছিলাম। সেখানে অবশ্য শুধুমাত্র ইঁদুর না প্রায় দশটা প্রাণী বানাতে হয়েছিল দশ রকমের পাতা দিয়ে। আমিও শিখে গিয়েছিলাম। তোমার বানানো এই দুটি বেশ কিউট হয়েছে দেখতে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ইঁদুরের লিফ আর্ট অসাধারণ হয়েছে, দেখতে পেয়ে মুক্ত হলাম। আপনি খুবই সুন্দর ভাবে ধাপে ধাপে তৈরি করলেন ভালো লাগলো আমার।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ আপনাকে ভাইয়া।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সত্যিই আপু দারুন আইডিয়া।পাতা দিয়ে এত সুন্দর একটি ইঁদুর তৈরি করেছেন দেখে মুগ্ধ হয়ে গেলাম আর ইঁদুরটি একদম ইঁদুরের মতোই লাগছে।অনেক দক্ষতার সাথে ও নিখুঁতভাবে কাজটি করেছেন। ধন্যবাদ আপু ধাপে ধাপে পোস্টটি সুন্দরভাবে আমাদের মাঝে শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit