নমস্কার
কবিতা হলো অনুভূতির ফসল।তাই কবিতা লিখতে আমার বরাবরই খুব ভালো লাগে।কবিতা মানুষের মনের উপলব্ধি,অন্ধকার মনের অনুভূতি দ্বারা ব্যক্ত কিছু বাক্য।একটি ছোট্ট কবিতার মাধ্যমে একটি বৃহৎ বিষয়কে তুলে ধরা যায় সুন্দরভাবে।তাই প্রতি সপ্তাহের মতো এই সপ্তাহেও চলে আসলাম সম্পন্ন নতুন একটি কবিতা নিয়ে।
জানি, আমি অতটা ভালো লেখক নই।তবুও অনেকের অনুপ্রেরণা ও উৎসাহে লেখার চেষ্টা করি সামান্যতম দক্ষতা দিয়ে।মাঝে মাঝেই ভয় থাকে ভিড়ের মাঝে আমার কবিতাগুলো হারিয়ে যাওয়ার।যাইহোক আমি সবসময় প্রকৃতি ও বাস্তব বিষয় নিয়ে কবিতা লিখতে বেশি ভালোবাসি।
আজকের কবিতাটি লেখা হয়েছে নানা সমস্যাকে ঘিরে।আসলে এই জীবনে সমস্যার অন্ত নেই।নানা সমস্যা দিয়েই মানুষের জীবন ঘেরা রয়েছে।সব সমস্যা কাটিয়ে তবেই সামনের পথ চলা শুরু।তো আমার এই ভাবনাগুলিই ফুটিয়ে তোলার চেষ্টা করেছি আজকের কবিতায়।আশা করি ভালো লাগবে আপনাদের সকলের কাছে আমার আজকের লেখা কবিতাটি।তো আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক----
হেঁয়ালি
হেয়ালিপনা সেখানে কড়া নাড়ছে,
ফাগুন হাওয়ারা অকপটে লিখে চলেছে
উত্তর হতে দক্ষিণের কল্পকথা,
তুমি সুরের ছন্দে ভেসে বেড়াও
পুঁথিগত বিদ্যার সন্ধানে।
হেঁয়ালিগুলি শীতের মতো আগড়ে ধরে
জীবনের পরতে পরতে গভীরভাবে,
কেউ উঠে দাঁড়ায় সমুদ্রে
কেউ তলিয়ে যায় ঢেউয়ের মাঝে,
আমি পথ খুঁজি দৈনন্দিন জীবনে
নিয়মিত বেড়াজালের গন্ডি পেরিয়ে।
দিনের লড়াইয়ে কখনো বাক্যহীনে
পথ চলার এক সুবিশাল পার্থক্য খুঁজে,
শব্দ চয়নের এই সন্ধিবিচ্ছেদে
হেঁয়ালিপনা বাসা বাঁধে,
পাশ থেকে সরে যাওয়া কচুরিপানাগুলি
আবারো জড়ো হয় ধূমকেতুর মতো।।
পোষ্ট বিবরণ:
শ্রেণী | কবিতা |
---|---|
ডিভাইস | poco m2 |
অভিবাদন্তে | @green015 |
লোকেশন | বর্ধমান |
আমার পরিচয় |
---|
আমি সবসময় ভিন্নধর্মী কিছু করার চেষ্টা করি নিজের মতো করে।কবিতা লেখা ও ফুলের বাগান করা আমার শখ।এছাড়া ব্লগিং, রান্না করতে, ছবি আঁকতে,গল্পের বই পড়তে এবং প্রকৃতির নানা ফটোগ্রাফি করতে আমি খুবই ভালোবাসি।।
টাস্ক প্রুফ:
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Upvoted! Thank you for supporting witness @jswit.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপু মানুষ এমন একটা জিনিস যতদিন এই দেহে প্রাণ আছে ততদিন বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হবে। সমস্যা আসবে যাবে এভাবেই দিন চলে যাবে। আপনার চেয়ে অনেক সুন্দর একটি কবিতা লিখেছেন। কবিতার সাথে সাথে কবিতার নামটিও আমার ভীষণ ভালো লেগেছে। আমাদের জীবনে চলার পথে ভাল খারাপ সব রকম মানুষের সাথে ওঠাবসা হবে। আর এদেরকে পিছনে ফেলে সামনের দিকে এগিয়ে যেতে হবে। ধন্যবাদ আপু।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অনেক সুন্দর অনুভূতি ব্যক্ত করেছেন আপু।ভালো খারাপের পাশ কাটিয়েই এগিয়ে যেতে হবে মূল লক্ষ্যে, ধন্যবাদ আপু।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
কবিতা অনুভূতির ফসল। আপনার মত কবিতা লিখতে আমারও অনেক ভালো লাগে।প্রত্যেকটি মানুষের জীবনে সমস্যার অন্ত নেই। যতদিন বেঁচে থাকবে ততদিন কেউ পরিপূর্ণ সুখী নয়। সমস্যা যাওয়া আসার মাঝে জীবনের সুন্দর মুহূর্তটিকে উপভোগ করতে হয়। দারুণ একটি কবিতা লিখেছেন আপনার কবিতাআমার বরাবরই ভালো লাগে।সকাল সকাল এত সুন্দর একটি কবিতা পড়ে অনেক ভালো লাগলো আপু ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অনেক সুন্দর কথা বলেছেন আপু,ধন্যবাদ আপনার গঠনমূলক মতামত ব্যক্ত করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অসাধারণ একটি কবিতা লিখেছেন আজকে আপনি।হেঁয়ালি কবিতাটি পড়ে অনেক ভালো লাগলো। আসলে মানুষের জীবনে অনেক ধরনের সমস্যা থাকে। এই পৃথিবীতে কেউ সম্পূর্ণ সুখী না।বাস্তবিক সমস্যা নিয়ে সুন্দর করে কবিতাটি লিখে আমাদের মাঝে উপস্থাপনা করেছেন। এত সুন্দর একটি কবিতা লিখার জন্য ধন্যবাদ আপনাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সত্যিই আমরা কেউ সম্পূর্ণ সুখী নয় আর এটা হওয়াও সম্ভব নয়। ধন্যবাদ আপু সাবলীল মতামত প্রকাশ করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমাদের জীবনটাই তো নানা সমস্যা কে নিয়ে
ঘেরা। সমস্যা না থাকলে তো জীবনের কোনো মানেই হয় না। আপনি অনেক সুন্দর করে এসব কিছুকে নিয়ে আজকের কবিতাটা লিখেছেন। আমার কাছে আপনার লেখা কবিতা পড়তে অনেক ভালো লেগেছে। ছন্দ মিলিয়ে খুব সুন্দর করে লিখেছেন পুরো কবিতাটা। আপনি সব সময় অনেক সুন্দর কবিতা লিখে থাকেন দিদি। এত সুন্দর একটা কবিতা শেয়ার করার জন্য ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনাদের কাছে ভালো লাগলেই আমার লেখা সার্থক আপু,এত সুন্দর মন্তব্য দ্বারা উৎসাহ দেওয়ার জন্য ধন্যবাদ আপু।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit