নমস্কার
বন্ধুরা,কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো ও সুস্থ আছেন ঈশ্বরের কৃপায়।আজ আমি আবারো হাজির হলাম একটি ভিন্নধর্মী ফটোগ্রাফী ব্লগ নিয়ে আপনাদের মাঝে।ফটোগ্রাফী করতে আমার এখন বেশ ভালো লাগে।আর সেই ভালো লাগা থেকেই আমি আজকেও কয়েকটি ফটোগ্রাফী নিয়ে চলে আসলাম আপনাদের সামনে।এখন শীতকাল তাই চারিদিকে নানান ফুলের সমাহার।চারিদিকে তেমন সৌন্দর্য্যময় গাছ লাগানোর ধুম পড়েছে।আমাদের কলেজে ও ছোট ছোট বিভিন্ন ফুল ও পাতাবাহারগাছ বসানো হয়েছে টবে।তাই কয়েকদিন আগে যখন কলেজ গিয়েছিলাম তখনই গাছগুলির ছবি সংগ্রহ করেছিলাম।তো চলুন দেখে নেওয়া যাক----
কিছু সৌন্দর্য্যময় পাতাবাহারের আলোকচিত্র:
কচু পাতাবাহার
এটি হলো কচু পাতাবাহার।পাতাবাহারের বিভিন্ন ভাগ রয়েছে।গ্রামের বাড়িতে আমাদের এই কচুপাতাবাহারগুলি ছিল।খুবই সুন্দর রঙের সমন্বয়ে গঠিত।মনে হয় পাতার গাঁয়ে সুন্দর নকশা অঙ্কন করে রাখা আছে।
অজানা উদ্ভিদ
এটি একটি অজানা উদ্ভিদ।তবে কয়েকদিন আগে আমাদের প্রিয় আরিফ ভাইয়ার ছাদ বাগানের পোষ্টে দেখছিলাম এই ধরনের গাছ।তারপর জানতে পারলাম এটি একটি মসলা জাতীয় উদ্ভিদ। এর পাতায় সুন্দর ঘ্রাণ পাওয়া যায় এবং এটি রান্নার কাজেও ব্যবহার করা যায়।
কচু পাতাবাহার
এই কচু পাতাবাহারটি অদ্ভুত সুন্দর দেখতে।আমার খুবই প্রিয়,এর শিকড় থেকে নতুন চারা জন্মায় বর্ষাকালে। বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান ও বড়ো বড়ো জায়গায় এই পাতাবাহার গাছটি চোখে পড়ে।
থুজা ঝাউগাছ
এটা একটি থুজা ঝাউগাছ।এটি আকৃতিতে অনেক বড়ো ও ঝোপঝাড়যুক্ত হয়ে থাকে।এই গাছের অনেক ঔষুধি গুনাগুন রয়েছে। ছোট চিরচির পাতাগুলো অসম্ভব সুন্দর লাগে দেখতে।আমি ইউটিউবের মাধ্যমে এর নামটি জেনেছি ,ভীষণই অদ্ভুত একটা নাম।
অজানা পাতাবাহার
পাতাতে নানান রূপ ও বাহারের জন্যই এর নাম পাতাবাহার বলে মনে হয় আমার।আসলে মানুষের হৃদয় ছুঁয়ে যায় পাতার সৌন্দর্য্য দেখে।এই পাতাবাহারটি সরু লম্বাকৃতির পাতায় ঘেরা।এর পাতাগুলো কিছুটা কেয়া পাতার মতোই সুন্দর দেখতে।
মানি প্লান্ট
এটা হচ্ছে মানি প্লান্ট।অবশ্য এই নামের পিছনে রহস্য রয়েছে। আমাদের গ্রামের বাড়িতে এই লতানো গাছ আম গাছ কিংবা ঘেরার গায়ে হয়ে থাকতো।বেশ বড় আকারের পাতা ছিল তার।কিন্তু এই গাছের অনেক দাম।আমি শুনেছি মানি প্লান্ট গাছ লাগালে বাড়িতে টাকার অভাব হয় না।এইজন্য এর নাম মানি প্লান্ট।
অজানা পাতাবাহার
এই ধরনের উদ্ভিদগুলোকে আমরা পাতাবাহার নামেই চিনি।এই পাতাবাহারটি একটু ভিন্ন ধরনের।অনেক লম্বাকৃতির পাতা ও নেতানো টাইপের।এর বিশেষত্ব হলো পাতার উপরে এক রং এবং পাতার নিচের দিকে ভিন্ন রঙের হয়ে থাকে।
আশা করি আপনাদের সকলের কাছে আমার আজকের পাতাবাহার গাছের ফটোগ্রাফিগুলি ভালো লাগবে।পরের দিন আবারো নতুন কোনো ব্লগ নিয়ে হাজির হবো।ততক্ষণ সকলে ভালো থাকবেন ও সুস্থ থাকবেন।
টুইটার লিংক
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনি সুন্দর কত গুলো পাতা বাহারের ফটোগ্রাফি শেয়ার করেছেন।বিশেষ করে কচু পাতা বাহার খুব সুন্দর হয়েছে আপু।আপনি কলেজের আঙ্গিনা থেকে বেশ সুন্দর করে ফটোগ্রাফি নিয়েছেন।অসংখ্য ধন্যবাদ আপু সুন্দর সুন্দর পাতা বাহার ফটোগ্রাফি করে শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনাকে ও অনেক ধন্যবাদ আপু,সুন্দর মন্তব্যের জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনার পাতাবাহারের ফটোগ্রাফি গুলো অনেক ভালো লেগেছে। আসলে এগুলোর পাতার সৌন্দর্য মানুষকে মুগ্ধ করে দেয়। আপনি স্কুলের আঙ্গিনা থেকে চমৎকার কিছু পাতাবাহারের ফটোগ্রাফি করেছেন।আপনাকে অনেক ধন্যবাদ চমৎকার কিছু পাতাবাহারের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপু স্কুলের নয়,কলেজের আঙ্গিনা থেকে সংগ্রহ করেছি।ধন্যবাদ আপনার মতামত জানানোর জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
শীতকালে চারদিকে পাতাও ফুলের সমারোহ থাকে। ঠিক বলেছেন আপনি।পাতাবাহারি গাছগুলো দেখতে ভিষণ ভালো লাগে আমার। এতো গুলো পাতাবাহারি গাছ একসাথে কখনো দেখা হয়নি৷ আপনার ফটোগ্রাফি গুলোর মাধ্যমে দেখতে পেলাম। অজানা পাতা বাইরে গাছটা আমার কাছে ভীষণ ভালো লেগেছে। নাম জানা নেই আমারও।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এখন দেখে নিলেন আপু।আপনার সুন্দর অনুভূতির জন্য,অসংখ্য ধন্যবাদ আপনাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
দিদি চমৎকার কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন ৷ পাতাবাহারের আলোকচিত্র গুলো আসলেই মুগ্ধ করার মতো ৷ আপনি কলেজ থেকে বেশ সুন্দর করে ফটোগ্রাফি গুলো করেছেন । পাতাবাহারের সৌন্দর্যের আলোকচিত্র দেখে অনেক ভালো লাগলো ৷ ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য ৷
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
পাতাবাহারের সৌন্দর্যের আলোকচিত্র দেখে আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম ভাইয়া, অনেক ধন্যবাদ আপনাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
খুবই চমৎকার পাতাবাহারের কিছু গাছের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন আসলে এমন অনেক কলেজ রয়েছে যেখানে কলেজকে শোভা বর্ধন করার জন্য আলাদা একটি জায়গা বরাদ্দ রয়েছে। আপনাদের কলেজ জিও হয়তো তেমন। খুবই চমৎকার কিছু পাতাবাহার গাছের ফটোগ্রাফি শেয়ার করেছেন এর আগে একসাথে এরকম ভাবে পাতাবাহার গাছের ফটোগ্রাফি কখনোই দেখা হয়নি। ভালো লাগলো আপনার আজকের এই সুন্দর কিছু পাতাবাহার গাছের ফটোগ্রাফির পোস্ট।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এখন দেখে নিলেন ভাইয়া, আশা করি ভালো লেগেছে আপনার কাছে।অসংখ্য ধন্যবাদ আপনাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit