"অনুসরণ"(10% বেনিফেসিয়ারী লাজুক খ্যাককে)

in hive-129948 •  3 years ago 

নমস্কার

বন্ধুরা,কেমন আছেন আপনারা সবাই?আশা করি সবাই ভালো ও সুস্থ আছেন ঈশ্বরের আশীর্বাদে।আমিও ভালোই আছি।আজ আমি আবারো আপনাদের সামনে হাজির হলাম একটি নতুন বিষয় নিয়ে।আজকে আমার ভাবনার বিষয় হলো- "অনুসরণ"।আমরা অনেক কিছুকে অনুসরণ করতে পারি বা বাস্তব জীবনে অনুসরণ করি।সেটা হলো---

আমরা ঈশ্বরকে অনুসরণ করতে পারি
একটি প্রাণীকে অনুসরণ করতে পারি
এবং নিজেই নিজেকে অনুসরণ করতে পারি
পরিণাম ভালো কিংবা খারাপ।

এটা নির্ভর করে সম্পূর্ণ সেই অনুসরণকারী ব্যক্তির উপর।কারণ তিনটির মাধ্যমেই আমরা আমাদের জীবনের আসল মূল্য বা মনের মধ্যে জন্মানো অঙ্কুরিত আলো কে খুঁজে পেতে পারি।

IMG_20220323_065311.jpg
সোর্স

🎊"অনুসরণ"🎊

★আমার ভাবনা বলে অনুসরণ মানে অন্য একজনের দেখানো বা নির্দেশিত পথে চলা,তাদের মুখের বাণীগুলোকে নিজের অন্তরে গেঁথে নেওয়া বা ধারণ করা।আবার অন্যভাবে বলতে গেলে অন্যের চিন্তাধারা, ভাবধারা,আদর্শ সবকিছু থেকে অনুপ্রেরণা নেওয়া, উৎসাহ নেওয়াকে বোঝায়।যেটার ফলশ্রুতি পুরোপুরি নির্ভর করে সেই ব্যক্তির উপর।সেটি ভালো কিংবা খারাপ হতে পারে।যদি আমাদের নেওয়া সিদ্ধান্তে ভুল হয় তাহলে জীবন তিক্ত হতে পারে আবার সঠিক সিদ্ধান্ত নিলে জীবন আলোতে ভরে যেতে পারে।অর্থাৎ আলোকময় সফল জীবন।

IMG_20220323_070254.jpg
সোর্স

নিজের আত্মবিশ্বাস দ্বারা অনুসারী

★জীবনে চলার পথে কাউকে না কাউকে অনুসরণ করে চলতে হয়।কিন্তু সেই অনুসরণকারী ব্যক্তি কতটা ভালোটাকে নিজের মধ্যে গ্রহণ করতে পারবে সেটি নির্ভর করে সম্পূর্ণ অনুসরণকারী ব্যক্তির উপর।আসলে আমরা অন্যের জীবন দেখে প্রভাবিত হতে পারি,কখনো বা একসময় মনে খেয়াল আসে এই পথে চলি।কিন্তু সেই চলার পথটি সুগম না হতেও পারে অর্থাৎ কাঁটা বিছানো বা দুর্লভ ও হতে পারে অন্ধকারের মতো।এক্ষেত্রে আমরা আমাদের নিজ নিজ ধর্মের প্রতি বিশ্বাস রেখে তা অনুসরণ করতে পারি মহান সৃষ্টিকর্তাকে মেনে।যার বাণী সর্বদা আমাদের ভালোর পথ দেখায়।কিন্তু অনেকেই এটি বাস্তবে প্রয়োগ করেন না।তবুও আমাদের অনুসরণ করে চলতেই হয় সমাজে বেঁচে থাকতে হলে।আমরা এক্ষেত্রে যেসকল প্রতিষ্ঠিত ও সফল ব্যক্তিকে দেখতে পাই তারা কাউকে না কাউকে অনুসরণ করে চলে এসেছে এবং জীবনটাকে সঠিক পথে এগিয়ে নিয়ে গেছে দক্ষতা,বুদ্ধি ও নিজের ইচ্ছেশক্তি দিয়ে।

এক্ষেত্রে একটি উদাহরণ দিই---

যখন আমরা ছোট থাকি কেউ একা একা হাঁটতে শেখেনি, কেউ না কেউ আমাদের হাঁটতে শিখিয়েছে।সেক্ষেত্রে আমরা কারো উপর নির্ভর ছিলাম, অর্থাৎ অন্যের শক্তিই ছিল আমাদের নিজের শক্তি বা ভর।তারপর একটু একটু করে বেড়ে ওঠা, জীবন পথের সিঁড়ি দিয়ে।যে সিঁড়ি ধীরে ধীরে ও ধাপে ধাপে তৈরি হয়।তখন আমরা আমাদের বাবা-মায়ের অনুসারী ছিলাম।যাদের দেখানো পথে বা নির্দেশিত বাণীতে আমাদের চলতে হতো।কিন্তু ধীরে ধীরে যখন আমরা বড়ো হয়েছি ,নিজের সিদ্ধান্ত নিতে শিখেছি।তখনই আমরা ভুল কিংবা সঠিক পথকে বেছে নিই।
এছাড়া আমরা কোনো লতানো উদ্ভিদকে দেখতে পারি।লতানো উদ্ভিদ যেমন একজন বড়ো উদ্ভিদকে জড়িয়ে বেঁচে থাকে এবং তাকে নির্ভর করেই বড়ো হয়ে থাকে।কিন্তু কখনো নিজের পায়েভর করে দাঁড়াতে পারে না।কিন্তু আমাদের জীবনটা প্রথমে লতানো উদ্ভিদ দিয়ে নির্ভর দিয়ে শুরু হলেও পরবর্তীতে নিজের পায়ে দাঁড়াতে হবে কারো অনুসরণ ও দেখানো ভালো পথকে সঙ্গী করে।তবেই জীবন আলোকময় হবে।আবার আমরা নিজেরাই নিজেদেরকে অনুসরণ করে চলতে পারি।কারণ প্রতি পদে পদে নিজের প্রতি গভীর আত্মবিশ্বাস ও ইচ্ছেশক্তি থাকতে হবে তা না হলে জীবনটা অন্ধকার হতে পারে।

IMG_20220323_064954.jpg
সোর্স

ভালো কিছু অনুসরণ করুন

★অনুসরণ করা মানে অন্যের উপর নির্ভর করে বেঁচে থাকা নয়,অন্যের দেখানো সুপথকে বেছে নিয়ে নিজের ভালো কাজে লাগানো।এককথায় বলতে গেলে কারো কাছ থেকে
বা অন্য কারো জীবনকে উপলব্ধি করে তা থেকে শিক্ষা নেওয়া। সকল কর্মেরই ফল আছে।যেটির ফল ভালো কিংবা খারাপ থাকে।যা বিচার করার ক্ষমতা আমাদের হাতে থাকে না।অন্যের কাজের মধ্য দ্বারা উদ্বুদ্ধ হয়ে নিজে কিছু করার নামই অনুসরণ।ভালো কিছু অনুসরণ করা মানেই ভালো ফল নিশ্চিত।

আশা করি আপনাদের সকলের কাছে আমার আজকের অনুভূতিগুলি ভালো লাগবে।সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন ও সাবধানে থাকবেন।

🌸🌸🌸ধন্যবাদ সকলকে🌸🌸🌸

অভিবাদন্তে: @green015

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

নিজের প্রতি আত্মবিশ্বাস থাকলে অনুসারন কে লক্ষ্য করে অনেক ভালো ভাবে পথ পারি দেওয়া যায়।আপনার লেখা অনুসরণ থেকে অনেক কিছু শিখতে পারি বলে আশা রাখি।

অনুসরণ করা মানে অন্যের উপর নির্ভর করে বেঁচে থাকা নয়,অন্যের দেখানো সুপথকে বেছে নিয়ে নিজের ভালো কাজে লাগানো

আপনি অনেক সুন্দর করে গুছিয়ে এবং উদাহরন সহ কারে বুঝি লিখতে পারেন, যা আমার কাছে অনেক ভালো লেগেছে আপনার কথা গুলো। শুভলামনা রইল।

আপনার কাছে আমার লেখাগুলো ভালো লাগে এটি আমার পরম পাওয়া এবং আমার লেখার সার্থকতা।অনেক অনেক ধন্যবাদ ভাইয়া, ভালো থাকবেন।