স্বরচিত কবিতা: "মৃত ফুলের বাগান"

in hive-129948 •  22 hours ago  (edited)

নমস্কার

কেমন আছেন বন্ধুরা? আশা করি সবাই ভালো ও সুস্থ আছেন ঈশ্বরের কৃপায়।আমিও মোটামুটি ভালোই আছি।যাইহোক আজ চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি কবিতা শেয়ার করার জন্য।

IMG_20250309_035635.jpg

কবিতা হলো মনের খোরাক,অনুভূতির ফসল কিংবা অনুভূতি প্রকাশের একমাত্র মাধ্যম।তাই কবিতা লিখতে আমার বরাবরই খুব ভালো লাগে।কবিতা মানুষের মনের উপলব্ধি,অন্ধকার মনের অনুভূতি দ্বারা ব্যক্ত কিছু বাক্য।একটি ছোট্ট কবিতার মাধ্যমে একটি বৃহৎ বিষয়কে তুলে ধরা যায় সুন্দরভাবে।তাই প্রতি সপ্তাহের মতো এই সপ্তাহেও চলে আসলাম সম্পন্ন নতুন একটি কবিতা নিয়ে।

আজকের কবিতাটি লেখা হয়েছে মানুষের ছোট্ট জীবনকে কেন্দ্র করে।এই ছোট্ট জীবন যখন অস্পষ্টতায় ঘেরা থাকে, আকুতিগুলি নিস্তেজ হয়ে পড়ে।তখন জীবনটা মৃত ফুলের বাগানের মতো রূপ নেয়।তো এই ভাবনাতেই লিখে ফেললাম একটি কবিতা।আশা করি ভালো লাগবে আপনাদের সকলের কাছে আমার আজকের লেখা কবিতাটি।তো আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক----

মৃত ফুলের বাগান


@green015

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PkpkXyXwzmWEkSA7U2PjRr7VoGxjyzQFnZHCkVBWn57JTVUvY7omc512mhJJX...vDZX3Fcaov38Zxjxq21rAE9wN1b8HnrBKZamZjaRXZMJVUcaVKGLWFRFVNG6MXCo9ptvvGTefY61oasZ4TrQFVwMiYWBFUH8ivxFm1LbtvBRqtkowye4ZCeEyk.png

পথের ধুলো,টলমলে জলের স্বচ্ছতা
ক্ষয়ে যাচ্ছে পাথর--পাথরের কথা মাটির সাথে
মাটি থেকেই আমার জীবন
আত্ম স্মৃতি সর্বদা
মৌখিকভাবে নিজ পরিচয় দান
পদ্ম পাতার মতো।
সম্মুখে হই আমার অস্পষ্টতায় আমি
দীঘির মতো শয়নে আছি
তরুণ যোদ্ধার লোচনে
গোধূলির মায়াভরা শীতল সন্ধ্যায়।
মৃতপ্রায় আবেদন---
রাতে যাচাই করে টুপটাপ।
বুঝলাম মৃত ফুলের বাগানে
সুগন্ধের কিছু অলীক কল্পনা।
অতর্কিতভাবে দেখি
আমার দেহখানি ঝোপের মধ্যে এক শিয়াল টেনে নিয়ে যায়।
অথচ কেউ না
আঁধারের শুষ্ক বালু ঝড়ে।
চাঁদনী রাতে হেঁটে চলার মতো প্রতিচ্ছায়ার
একাকী উৎপত্তি নদীর কিনারা কিংবা ভেসে আসা ঢেউ
কেউ কঠিন পদার্থের সূক্ষ্ম কণা নয় মহাকাশের আলো--
আবারও দেখি
আমি আর আমার সঙ্গী দাঁড়িয়ে সূর্যের শেষ কিরণে
প্রতিবিম্ব পড়েছে প্রচণ্ড
তরুণাস্থির কাঠামো দুটি হাত ধরে দাঁড়িয়ে আছে।।


আশা করি আমার আজকের কবিতাটি আপনাদের সকলের কাছে ভালো লাগবে।পরের দিন আবার নতুন কোনো বিষয় নিয়ে হাজির হবো আপনাদের মাঝে, ততক্ষণ সকলেই ভালো ও সুস্থ থাকবেন।

পোষ্ট বিবরণ:

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PkpkXyXwzmWEkSA7U2PjRr7VoGxjyzQFnZHCkVBWn57JTVUvY7omc512mhJJX...vDZX3Fcaov38Zxjxq21rAE9wN1b8HnrBKZamZjaRXZMJVUcaVKGLWFRFVNG6MXCo9ptvvGTefY61oasZ4TrQFVwMiYWBFUH8ivxFm1LbtvBRqtkowye4ZCeEyk.png

শ্রেণীকবিতা
ডিভাইসpoco m2
অভিবাদন্তে@green015
লোকেশনবর্ধমান

3DLAmCsuTe3bV13dhrdWmiiTzq9WMPZDTkYuSGyZVu3GHrVMeaaa5zs2PBqZqSpD3mqpsYSX3wFfZZ5QwCBBzTwH9RFzqAQeqnQ3KuAvy8Nj1ZK1uL8xwsKK6MgDT8xwdHqPK76Y63rPyW9N4QaubxdwM3GV2pD.gif

আমার পরিচয়
আমি রিপা রায়।আমার স্টিমিট ইউজার আইডি @green015.আমি একজন ভারতীয়।আমি বর্ধমান ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করেছি,ইতিহাস বিষয় নিয়ে।বর্তমানে আমি ওখানেই অধ্যয়নরত আছি।এখানে বাংলা ভাষায় মন খুলে লেখালেখি করতে পেরে আমি খুবই আনন্দিত।এছাড়া আমি একজন বাঙালি হিসেবে গর্ববোধ করি।

IMG_20240429_201646.jpg
আমি সবসময় ভিন্নধর্মী কিছু করার চেষ্টা করি নিজের মতো করে।কবিতা লেখা ও ফুলের বাগান করা আমার শখ।এছাড়া ব্লগিং, রান্না করতে, ছবি আঁকতে,গল্পের বই পড়তে এবং প্রকৃতির নানা ফটোগ্রাফি করতে আমি খুবই ভালোবাসি।।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

টাস্ক প্রুফ:

GridArt_20250309_121555068.jpg

Upvoted! Thank you for supporting witness @jswit.

আপু আপনি ঠিক বলেছেন কবিতা হলো মনের খোরাক। আপনি সপ্তাহে একটি কবিতা শেয়ার করেন জেনে অনেক ভালো লাগলো। আজও অসাধারণ একটা কবিতা লিখেছেন। কবিতার প্রতিটি লাইন দারুণ মিলিয়েছেন।ধন্যবাদ আপু সুন্দর একটা কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য।

আপু আপনি প্রতি সপ্তাহে একটি করে কবিতা শেয়ার করার চেষ্টা করেন যেন সত্যিই ভালো লাগছে। কবিতা পড়তে আমার কাছে ভীষণ ভালো লাগে। আপনি আজকে দারুন একটি কবিতা লিখেছেন। কবিতাটি পড়ে অসম্ভব ভালো লাগলো। শেয়ার করার জন্য ধন্যবাদ আপু।

মৃত ফুলের বাগান" কবিতাটি খুবই গভীর ও চিন্তা-উদ্রেককারী।মৃত ফুলের বাগানকে জীবনের ক্ষয়িষ্ণুতা, হারানো স্বপ্ন বা অতীতের স্মৃতির প্রতীক হিসেবে ব্যবহার করেছেন। আপনার কবিতাটি পড়ে মুগ্ধ হয়ে গেলাম আপু। আপনি প্রতি সপ্তাহে একটি করে কবিতা শেয়ার করেন পড়ে অনেক বেশি ভালো লাগে। এতো সুন্দর একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

বিভিন্ন রকম অনুভূতি নিয়ে এরকম কবিতা গুলো লিখলে আমার কাছে পড়তে অনেক বেশি ভালো লাগে। দিদি আপনি অনেক সুন্দর সুন্দর কবিতা লেগে থাকেন সবসময়। আমার কাছে আপনার লেখা কবিতা গুলো পড়তে খুবই ভালো লাগে। আজকের কবিতাটাও কিন্তু অসাধারণ ছিল।