প্রতিযোগিতা: "রাতের প্রাকৃতিক দৃশ্য অংকন"

in hive-129948 •  last year 

নমস্কার

কেমন আছেন বন্ধুরা? আশা করি সবাই ভালো ও সুস্থ আছেন ঈশ্বরের কৃপায়।আমিও মোটামুটি ভালোই আছি।তাই চলে আসলাম আমি @green015 যথা নিয়মে আপনাদের মাঝে নতুন একটি আর্ট নিয়ে।আমি চেষ্টা করি যেকোনো প্রতিযোগিতায় অংশ নেওয়ার।প্রতিযোগিতায় বিজয়ী হওয়া নয় অংশগ্রহণ করাটাই প্রধান বিষয় বলে আমি মনে করি।তাই নিজের সামান্য দক্ষতা দিয়ে একটি রাতের প্রাকৃতিক দৃশ্য ফুটিয়ে তোলার চেষ্টা করলাম অঙ্কনের মাধ্যমে।যদিও আমি তেমনভাবে ভালো অঙ্কন করতে পারিনা।কারন ছোটবেলা থেকেই কখনো কারো কাছেই অঙ্কন শেখা হয়ে ওঠেনি।তবুও চেষ্টা করি নিজের মন থেকে ও আপনাদের অনুপ্রেরনায় কিছু অঙ্কন শেয়ার করার।

রাতের প্রাকৃতিক দৃশ্য অংকন:

IMG_20230920_220052.jpg

অঙ্কন করতে আমার এমনিতেই ভালো লাগে।তার উপর আবার সবুজ প্রকৃতির অঙ্কন যেটা সবথেকে বেশি প্রশান্তি দেয় মানুষের মনে।রাতে অঙ্কন করতে বসেই খেয়াল করলাম,কালো মোম রং নেই।তাই পুরোনো কাজল দিয়েই অনেক কষ্টে কাজ চালিয়ে নিলাম।যেহেতু প্রতিযোগিতায় রাত কিংবা দিনের প্রাকৃতিক দৃশ্যের কথা কিছু উল্লেখ করা হয়নি, তাই আমি রাতের প্রাকৃতিক দৃশ্য ফুটিয়ে তোলার চেষ্টা করেছি।যেখানে কিছু প্রজাপতি আঁধারে পাখনা মেলে সবুজ ঘাসের উপর তাদের আলো ছড়িয়ে দিচ্ছে চারিদিকে।ঠিক যেমন আমাদের কমিউনিটি আমার বাংলা ব্লগ সব বাঙালির মনে আলোর আভাস ছড়িয়ে দিচ্ছে বিশ্বের দরবারে তেমন।তো আর কথা না বাড়িয়ে চলুন অঙ্কনটি শুরু করা যাক----

IMG_20230920_215823.jpg

উপকরণ:

◆সাদা কাগজ
◆পেন্সিল
◆রবার
◆মোম রং
◆টিস্যু পেপার
◆রঙিন পেন্সিল
◆কাজল
◆ব্রাশ

IMG_20230920_214900.jpg

অঙ্কনের পদ্ধতি:

ধাপঃ 1

IMG_20230920_214914.jpg
প্রথমে আমি একটি পেন্সিলের সাহায্যে সাদা কাগজের উপর কয়েকটি উড়ন্ত প্রজাপতির গঠন একে নেব।

ধাপঃ 2

IMG_20230920_214933.jpg
এরপর আমি হালকা হলুদ মোম রং নিয়ে নিলাম।

ধাপঃ 3

IMG_20230920_214956.jpg
এবারে হালকা হলুদ মোম রংটি প্রজাপতির গঠনের মধ্যে ব্যবহার করবো তবে মাঝে কিছুটা ফাঁকা রেখে।

ধাপঃ 4

IMG_20230920_215013.jpg
তো আমার হালকা হলুদ মোম রং করা হয়ে গেল প্রজাপতির গাঁয়ে।

ধাপঃ 5

IMG_20230920_215034.jpg
এবারে আমি গাড় বাদামি মোম রং ব্যবহার করবো।

ধাপঃ 6

IMG_20230920_215050.jpg
প্রত্যেকটি প্রজাপতির চারিপাশে গাড় বাদামি মোম রং দিয়ে একে নিলাম।

ধাপঃ 7

IMG_20230920_215104.jpg
এখন বাদামি রঙের পেন্সিল দিয়ে প্রজাপতির চারিপাশে সেপ দিয়ে একে নেব।

ধাপঃ 8

IMG_20230920_215124.jpg
তো আমি এভাবে একে নিলাম।এখন আমি কালো রঙের ব্যবহার করবো।

ধাপঃ 9

IMG_20230920_215147.jpg
এরপর কালো মোম রং না থাকায় আমি কালো কাজল নিয়ে নিলাম।তারপর ব্রাশ দিয়ে প্রজাপতির চারিপাশে কালো রং করে একে নিলাম।

ধাপঃ 10

IMG_20230920_215250.jpg
এবারে একটি টিস্যু পেপার নিয়ে কালো রংগুলি ঘষে ঘষে সেট করে নিলাম।যদিও এটা বেশ সময়ের কাজ ছিল আমার জন্য।

ধাপঃ 11

IMG_20230920_215324.jpg
এইভাবে সমস্ত জায়গায় কালো রং করে একে নিলাম।

ধাপঃ 12

IMG_20230920_215435.jpg
এখন নিচের ফাঁকা জায়গাতে গাড় সবুজ রঙের সেপ দিয়ে নিলাম।সবুজ রঙের নীচে গাড় হলুদ কালার করে নিলাম কিছুটা অংশ আর তার উপর দিয়ে হালকা সবুজ রং করে একে নিলাম।

ধাপঃ 13

IMG_20230920_215553.jpg
এবারে একটি কেচি দিয়ে ঘাসের মতো বাঁকা বাঁকা টান দিয়ে দাগ কেটে নিলাম।ব্রাশ দিয়ে হালকা কালো রঙের ঘাস একে নিলাম।

শেষ ধাপঃ

IMG_20230920_215617.jpg
এরপর সাদা মোম রং দিয়ে একটি কাচের পাত্রের দৃশ্য একে নিয়ে প্রজাপতির চারিপাশে সাদা রঙের বিন্দু বিন্দু করে একে নিলাম।তো অঙ্কন করা হয়ে গেল আমার "রাতের প্রাকৃতিক দৃশ্য"

ছবি উপস্থাপন:

IMG_20230920_215850.jpg

IMG_20230920_215914.jpg

IMG_20230920_220011.jpg

IMG_20230920_215946.jpg

IMG_20230920_220030.jpg
সবশেষে অঙ্কনের নীচে আমার নাম লিখে নিলাম কালো রঙের বলপেন দিয়ে।এটা খুবই সুন্দর ও আকর্ষণীয় দেখতে লাগছিল।

আশা করি আমার আজকের অঙ্কনটি আপনাদের সকলের কাছে ভালো লাগবে।পরের দিন আবার নতুন কোনো বিষয় নিয়ে হাজির হবো আপনাদের মাঝে, ততক্ষণ সকলেই ভালো ও সুস্থ থাকবেন।

পোস্ট বিবরণ:

শ্রেণীঅঙ্কন
বিষয়প্রতিযোগিতা: "রাতের প্রাকৃতিক দৃশ্য"
ডিভাইসpoco m2
অভিবাদন্তে@green015
লোকেশনবর্ধমান

3DLAmCsuTe3bV13dhrdWmiiTzq9WMPZDTkYuSGyZVu3GHrVMeaaa5zs2PBqZqSpD3mqpsYSX3wFfZZ5QwCBBzTwH9RFzqAQeqnQ3KuAvy8Nj1ZK1uL8xwsKK6MgDT8xwdHqPK76Y63rPyW9N4QaubxdwM3GV2pD.gif

আমার পরিচয়
আমি রিপা রায়।আমার স্টিমিট ইউজার আইডি @green015.আমি একজন ভারতীয়।আমি একজন বাঙালি হিসেবে গর্ববোধ করি।আমি অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্রী।বাংলা ভাষায় মন খুলে লেখালেখি করতে পেরে আমি খুবই আনন্দিত।

IMG_20230822_061108.jpg
আমি সবসময় ভিন্নধর্মী কিছু করার চেষ্টা করি নিজের মতো করে।কবিতা লেখা ও ফুলের বাগান করা আমার শখ।এছাড়া ব্লগিং, রান্না করতে, ছবি আঁকতে,গল্পের বই পড়তে এবং প্রকৃতির নানা ফটোগ্রাফি করতে আমি খুবই ভালোবাসি।

Posted using SteemPro Mobile

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

প্রতিযোগিতা অংশগ্রহণ করার জন্য প্রথমেই আপনাকে শুভেচ্ছা ও শুভকামনা জানাই। প্রতিযোগিতায় অংশগ্রহণ করে খুবই সুন্দর একটি রাতের দৃশ্য আর্ট করেছেন। একটা কাঁচের বয়াম থেকে ছোট ছোট অনেকগুলো প্রজাপতি বের হচ্ছে এই দৃশ্য খুবই সুন্দর ভাবে আপনি ফুটিয়ে তুলেছেন।

ধন্যবাদ আপু,সুন্দর মন্তব্যের জন্য।

রাতের বেলা প্রকৃতির সৌন্দর্যে যেন একটু বেশি বৃদ্ধি পেয়ে যায়। আর আজকে আপনি এই আর্টের মধ্য দিয়ে রাতের বেলার সৌন্দর্যকে আরো বেশি পরিমানে বৃদ্ধি করে দিয়েছেন। একইসাথে আপনার আর্টের মধ্যে এরকম সুন্দর একটা জিনিস দেখতে পেলে খুবই ভালো লাগলো৷

আপনার কাছে আর্টটি ভালো লেগেছে জেনে খুশি হলাম, ধন্যবাদ ভাইয়া।

বাহ আপু আপনি আজকে আমাদের মাঝে অনেক সুন্দরভাবে প্রতিযোগিতার পোস্ট তৈরি করে শেয়ার করেছেন। আপনার শেয়ার করা রাতের প্রাকৃতিক দৃশ্য অংকন দেখতে আমার কাছে বেশ ভালো লেগেছে। প্রতিটা স্টেপ আপনি বেশ অসাধারণ ভাবে আমাদের মাঝে শেয়ার করেছেন। ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

আপনার উৎসাহমূলক মন্তব্যের জন্য, ধন্যবাদ ভাইয়া।

রাতের অসাধারণ দৃশ্য অঙ্কন করে আজ আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। চমৎকার হয়েছে আপনার এই চিত্র অংকন। অনেক অনেক ভালো লাগলো আপনার এই সুন্দর দৃশ্য অঙ্কন করা দেখে।

আপনার সুন্দর মতামত জানানোর জন্য ধন্যবাদ ভাইয়া।