Diy-এসো নিজে করি|"চারটি 5 দিয়ে ও দুইটি 3 দিয়ে কুকুরের চিত্ৰ অঙ্কন"(10% বেনিফেসিয়ারী লাজুক খ্যাককে)

in hive-129948 •  3 years ago 

নমস্কার

বন্ধুরা, আশা করি হেমন্তের সুন্দর সময়ে সকলেই ভালো আছেন।হেমন্ত এসেছে,তার সঙ্গে নিয়ে এসেছে হালকা ঠান্ডার বাতাবরণ।আজ আমি আবারো আপনাদের মাঝে হাজির হয়েছি একটি অঙ্কিত চিত্র নিয়ে।আশা করি আপনাদের ভালো লাগবে।আসলে আজ আমি ইংরেজি দুটি সংখ্যা বা অক্ষর (5 ও 3)দিয়ে চিত্ৰ অঙ্কন করবো।আমি পূর্বেও আমার অঙ্কিত 5 দিয়ে "সুভাষচন্দ্র বসুর" একটি চিত্ৰ আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম।তাই আবারো আজ আমি একটি কুকুরের চিত্ৰ অঙ্কন করলাম।আর সেই কুকুরটি গান গাইছে প্রকৃতির মাঝে।আর কুকুরের গানটি পাতার শিরায় শিরায় ধ্বনিত হচ্ছে।তো চালুন শুরু করা যাক--

IMG_20211028_180949.jpg
আমার লোকেশন

উপকরণ:

1.পেনসিল
2.রবার
3.বল পেন (কালো)
4.সাইন পেন (কালো)
5.সাদা কাগজ

অঙ্কনের পদ্ধতি:

IMG_20211028_180625.jpg

●প্রথমে আমি আকার জন্য সাদা কাগজ,পেনসিল, রবার ও সাইন পেনসহ উপকরণগুলি নিয়ে নেব।

IMG_20211028_180635.jpg

●আমি এখানে দুই সারিতে 5 ও 3 সংখ্যাকে সাজিয়ে নিলাম।যেমন প্রথম সারিতে পাশাপাশি দুটি 5 ও একটি 3 সংখ্যা বসিয়ে নেব ।একইভাবে একটু দূরত্ব রেখে তার ঠিক নিচে নিচে একই সংখ্যাগুলি বসিয়ে নেব।

IMG_20211028_180647.jpg

●তারপর একটি 5 এর সঙ্গে অন্য সংখ্যাগুলি মিলিয়ে দেব দাগ টেনে।

IMG_20211028_180702.jpg

IMG_20211028_180717.jpg

●তো আমি দাগ টেনে মিলিয়ে একটি কুকুর এর দেহ তৈরি করে নিলাম পেনসিল দিয়ে।

CollageMaker_20211028_181507345.jpg

●এরপর আমি কালো সাইন পেন দিয়ে দাগ দিয়ে নেব পেনসিল দাগের উপর দিয়ে।

IMG_20211028_180805.jpg

IMG_20211028_180816.jpg

●তো আমার কালো সাইন পেন দিয়ে কুকুরের দেহটি অঙ্কন করা হয়ে গিয়েছে।

CollageMaker_20211028_181710728.jpg

●এবার আমি কুকুরের চোখ অঙ্কন করে নিলাম।

IMG_20211028_180850.jpg

●এরপর আমি কুকুরের মুখের কাছে কিছু ডড চিহ্ন দেব ।যাতে মনে হয় কুকুরটির মুখ থেকে বলা শব্দ বের হচ্ছে।

IMG_20211028_180902.jpg

●আমি কুকুরের দেহের অর্ধাংশ এর পাশবরাবর পেনসিল দিয়ে একটি পাতার চিত্র অঙ্কন করে নেব।

IMG_20211028_180913.jpg

●তারপর কালো সাইন পেন দিয়ে পাতার পাশে বর্ডার করে নেব এবং তার ভিতরে কালো বল পেন দিয়ে ছোট ছোট ম্যান্ডেলা আর্টের মতো নকশা করে নেব।

CollageMaker_20211028_181537705.jpg
আমার লোকেশন

●সবশেষে পাতার ভিতরে শিরা-উপশিরা একে নেব এবং মনে হবে কুকুরটি পাতার সঙ্গে কিছু বলতে চাইছে এবং পাতার গায়ে কুকুরের বলা শব্দটি প্রতিধ্বনিত হচ্ছে।তো শেষমেশ আমি একটি কুকুরের চিত্ৰ অঙ্কন করে ফেললাম সংখ্যা দিয়ে।

আশা করি ,আমার অঙ্কিত চিত্রটি আপনাদের সকলের কাছে ভালো লাগবে।
ধন্যবাদ সবাইকে।
সকলেই ভালো ও সুস্থ থাকবেন।

ক্যামেরা: poco m2

অভিবাদন্তে: @green015

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

ওয়াও দিদি,সত্যি খুবই অসাধারণ আপনার প্রতিভা খুবই তীক্ষ্ণ এটা মানতেই হবে। চারটি 5 দিয়ে এবং দুটি 3 দিয়ে কিভাবে আপনি এত সুন্দর কুকুরের ড্রয়িং করেছেন? আমি দেখে একদম অবাক হয়ে গেলাম। আপনি ড্রয়িং টির প্রতিটি ধাপ খুব সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। দিদি, আপনার জন্য শুভকামনা রইল।💖💖

আপনার গঠনমূলক মন্তব্য শুনে অনুপ্রাণিত হলাম আপু।অসংখ্য ধন্যবাদ আপনাকে, শুভেচ্ছা নিবেন।💝

আপনার কুকুরের ছানা অংকন টিতে নতুন রয়েছে। এবং এই অংকটি করেছেন আপনি ব্রেন খাটিয়ে। আমরা যে কোন কিছুই করি না কেন আমাদের মস্তিষ্ক ঠান্ডা করে যদি আমরা ভালো করে চিন্তা করি তাহলে যেকোনো কিছু করা সম্ভব। এত সুন্দর করে কুকুরের ছানা অংকন টি আমাদের সাথে শেয়ার করায় অসংখ্য ধন্যবাদ রইল আপু।

ঠিক বলেছেন ভাইয়া, আমাদের চিন্তা ও চেষ্টার দ্বারা অনেক কিছুই করা সম্ভব।অসংখ্য ধন্যবাদ আপনাকে, আপনার গঠনমূলক মন্তব্যের জন্য।

আপনি ৫ ও ৩ দিয়ে খুব সুন্দর করে একটি কুকুর এঁকেছেন। আপনার আর্ট দিয়ে আমি মুগ্ধ।

আর্টটি দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

  ·  3 years ago (edited)

আপু আপনার আর্ট খুব সুন্দর হয়েছে। আমার কাছে খুবই ভালো লেগেছে। আর আপনার উপস্থাপনা টা খুব সুন্দর হয়েছে। সুন্দর একটি আর্ট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

আপনাদের ভালো লাগাই আমার কিছু বানানোর সফলতা।ধন্যবাদ আপু,আপনার সুন্দর মন্তব্যের জন্য।

চারটি 5 দিয়ে ও দুইটি 3 দিয়ে কুকুরের চিত্ৰ অঙ্কন করেছেন অনেক সুন্দর হয়েছে আপু আপনি অনেক সুন্দর সুন্দর ইউনিক পোস্ট করেন দেখে অনেক ভালো লাগলে। অনেক সুন্দর উপস্থাপনা করেছেন ধন্যবাদ আপনাকে আপনার জন্য শুভকামনা রইলো

আপনার ভালো লেগেছে জেনে আমি খুবই আনন্দিত ভাইয়া।অসংখ্য ধন্যবাদ আপনাকে, আপনার সুন্দর মন্তব্যের জন্য।

আমি এই প্রথম কোন সংখ্যা দিয়ে চিত্র অংকন করার দেখলাম। আর আপনার অভিজ্ঞতা নিয়ে আমারও কিছুটা অভিজ্ঞতা হয়ে গেল। যাই হোক আমিও চেষ্টা করব এরকম চিত্র অংকন করার জন্য। আর এরকম পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে আন্তরিক ভাবে ধন্যবাদ আপু।

আমার অভিজ্ঞতা থেকে আপনি কিছু অর্জন করতে পেরেছেন এতেই আমার সার্থকতা।শুনে খুশি হলাম।অসংখ্য ধন্যবাদ আপনাকে, আপনার সুচিন্তিত মতামত জানানোর জন্য।

সৃজনশীলতায় শক্তি।

অসাধারণ ছিল আপু। ছোটবেলা সংখ্যা দিয়ে এইরকম কোনো কিছু তৈরির আমি করেছি। কিন্তু আপনার টা দারুণ ছিল। খুব সহজভাবে কাজটি করেছেন। কুকুর টি দারুণ হয়েছে দিদি।।

ঠিক বলেছেন ভাইয়া, ছোটবেলা এই ধরনের আমরা অনেক কিছুই তৈরি করতাম ।কিন্তু ভুলে গেছি অনেক কিছুই।অনেক ধন্যবাদ আপনাকে, সুন্দর মন্তব্যের জন্য।

  ·  3 years ago (edited)

সত্যিই আপু অসাধারণ চিন্তাধারা। এত সুন্দর চিন্তাধারা নিয়ে ৫ এবং ৩ দিয়ে আপনি সুন্দর একটি কুকুরের ছবি অঙ্কন করেছেন। প্রতিটি ধাপ সুন্দরভাবে উপস্থাপন করেছেন। দেখে খুবই ভালো লাগলো। আপনার জন্য শুভকামনা রইলো অনেক।

ভাইয়া ৫ এবং ৩ দিয়ে এঁকেছি ,৪ দিয়ে নয়।যাইহোক আপনার সুন্দর মন্তব্য শুনে খুশি হলাম।ধন্যবাদ আপনাকে।

আপু দুঃখিত 😌

কোনো ব্যাপার নয় ভাইয়া।স্মাইল😊

ওয়াও আপু আপনি ৫ আর ৩ দিয়ে সুন্দর করে কুকুর এঁকেছেন। আপনার কাজ থেকে সত্যি আমি অনেক অনুপ্রাণিত হই। ধন্যবাদ আপু আপনাকে।

আপু আপনি ও অনেক সুন্দর আঁকেন,যা আমার খুবই ভালো লাগে।অসংখ্য ধন্যবাদ আপনাকে।

অসাধারন হয়েছে দিদি।সংখ্যা দিয়ে এমন চিত্র অংকন খুব কমই দেখা যায়।আপনি অনেক সুন্দর ভাবে একেছেন এবং খুব সুন্দর করে গুছিয়ে উপস্থাপন করেছেন।শুভ কামনা রইলো।

ঠিক বলেছেন ভাইয়া, এটি কম দেখা যায় ,তাই আমি চেষ্টা করলাম।অনেক ধন্যবাদ আপনার সুচিন্তিত মতামত জানানোর জন্য।

চারটি 5 দিয়ে ও দুইটি 3 দিয়ে কুকুরের চিত্ৰ অন্য রকম হয়েছে। এরকম অক্ষর দিয়ে অনেকেই অনেক কিছু বানাতে পারেনা। আমার দেখতে খুব ভাল লেগেছে আপনার এই ছোট্ট কুকুর ছানাটাকে। অনেক ধন্যবাদ আপু এত সুন্দর কুকুরছানা আঁকা আমাদের সাথে শেয়ার করার জন্য

আপনার মন্তব্য শুনে উৎসাহ পেলাম আপু,অনেক ধন্যবাদ আপনাকে, সুন্দর মন্তব্যের জন্য।

ওয়াও আপু আপনার দক্ষতা দেখে আমি সত্যি মুগ্ধ হয়ে গেছি। চারটি ৫ এবং 2টি ৩ দিয়ে এত সুন্দর একটি কুকুরের চিত্র অঙ্কন করা যায়।আমি আগে কখনো ভাবিনি, আজকে আমি এটা শিখতে পারলাম। আপনার জন্য শুভকামনা রইল।

হ্যাঁ ভাইয়া, চেষ্টা করলে অনেক কিছুই বানানো যায়।ছোটবেলায় অনেক কিছুই পারতাম, এখন ভুলে গেছি সব😢।আপনার সুন্দর মন্তব্য শুনে অনুপ্রেরণা পেলাম।ধন্যবাদ আপনাকে।

কুকুর ছানার চিত্র টা দারুন হয়েছে আপু। খুব সুন্দর পদ্ধতিতে বেশ সহজ ভাবেই এঁকে ফেলেছেন দেখছি। দেখতেও খুব সুন্দর হয়েছে। শুভকামনা রইল আপু অপনার জন্য।

হ্যাঁ ভাইয়া, একদম সহজ উপায় এ কিউট কুকুর ছানা।আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম।অসংখ্য ধন্যবাদ আপনাকে।

দিদি আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি খুবই সুন্দর একটি কুকুরের চিত্র আমাদের মাঝে উপহার দিয়েছেন। আপনি খুবই দক্ষতার পরিচয় দিয়েছেন আপনার অংকন এর মধ্যে দিয়ে। আমার কাছে খুবই ভালো লেগেছে, শুভ কামনা রইল আপনার জন্য।

আপনাদের কাছে ভালো লাগাই আমার কোনো কিছু তৈরি করার পরম সার্থকতা।আপনার ভালো লেগেছে জেনে আমি খুবই আনন্দিত।অনেক ধন্যবাদ আপনাকে ভাইয়া।

কতটা সৃজনশীল মনোভাব চিন্তাধারা থাকলে এমন চিত্রকর্ম আঁকা সম্ভব তা আপনাকে দেখে অনুধাবন করছি। সংখ্যা দিয়ে যে এত সুন্দর একটি কুকুর তৈরি করা যায় এই প্রথম দেখলাম। অসম্ভব সুন্দর হয়েছে আপু। এত সুন্দর একটি ইউনিক চিত্রকর্ম আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ

হ্যাঁ ভাইয়া, সংখ্যা দিয়ে আরও অনেক কিছুই তৈরি করা যায়।কিন্তু আমি সব ভুলে গেছি।অসংখ্য ধন্যবাদ আপনাকে, আপনার সুচিন্তিত মতামত জানানোর জন্য।

বাহ অসাধারণ আপু আপনি সংখ্যা ব্যবহার করে অনেক সুন্দর একটি আর্ট করেছেন দেখে খুবই ভালো লাগলো। শুরু থেকে শেষ পর্যন্ত অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন আমাদের মাঝে শুভকামনা রইলো আপনার জন্য

অসংখ্য ধন্যবাদ ভাইয়া, আপনার সুন্দর মন্তব্য দ্বারা অনুপ্রাণিত হলাম।ভালো থাকুন।

নাম শুনেই আমার অনেক কৌতুহল হচ্ছিল। সত্যি দিদি আপনি ট্যালেন্টেড। কিভাবে বুদ্ধি করে এমন একটি অংকন শিখিয়ে দিলেন!!

এভাবে বলবেন না আপু,লজ্জা পাই।আপনাদের মতো অতো ট্যালেন্টেড নই ,আমি তো প্রতিনিয়ত শিখছি আপনাদের কাছ থেকে আপু।ধন্যবাদ আপনাকে, ভালোবাসা নিবেন 💝।

অসাধারণ হয়েছে আপনারা আকাটি যাইহোক ইউনিক একটা আইডিয়া ছিলো আপু শুভকামনা রইল।

অনেক ধন্যবাদ আপনাকে।

ভাইয়া আপনার বুদ্ধির সত্যি প্রশংসা করতে হয়। কুকুরছানার এভাবে চিত্রটি অঙ্কন করে সত্যি ভাই আপনি দারুন একটি সৃজনশীল কাজের পরিচয় দিয়েছেন। অনেক শুভকামনা রইল।

@bidyut01 ভাইয়া ,আমি ভাই নয়,আপু।মন্তব্য করার পূর্বে ছবি দেখে নিলে ভালো হয়।আমি আপনাকে পূর্বে ও মেনশন করেছিলাম।আপনি যেকাউকে মন্তব্য করার আগে দয়া করে ছবি দেখে নিবেন।অসংখ্য ধন্যবাদ আপনাকে, আপনার সুন্দর মন্তব্যের জন্য।