নমস্কার
বিভিন্ন ফুলের ফটোগ্রাফি:
শীতকাল মানেই বাহারি ফুলের সমাহার।আর এই রকমারি ফুল নানা রঙের,নানা জাতের এবং নানা সাইজের হয়ে থাকে।সবগুলো ফুল দেখলেই যেন তৃপ্তি ভরে আরো তাকিয়ে থাকতে ইচ্ছে করে।এককথায় যেন চোখ জুড়িয়ে যায়।তো আমাদের অনার্স 6 সেমিস্টারের একটি সার্টিফিকেট নেওয়ার ছিল কলেজ থেকে।যেটা ফাইনাল সার্টিফিকেট না হলেও কাজ চালানোর জন্য তাই একদিন কলেজ যাওয়ার প্রয়োজন ছিল।আর সেখানে গিয়েই করিডোর থেকে ছবিগুলো তুললাম।যেহেতু কলেজ জীবন শেষ তাই কলেজ গেলেই মনে হয় যেন কিছু স্মৃতিচিহ্ন নিয়ে যাই সঙ্গে করে।আশা করি ভালো লাগবে ফটোগ্রাফিগুলি আপনাদের কাছে।তো চলুন দেখে নেওয়া যাক---
অজানা ফুল:
এই ফুলটি একটি শীতকালীন ফুল।যদিও এর নাম আমার অজানা,তবে কথায় বলে কিছু জিনিস অজানাতেই বেশি ভালো লাগে।সেটা মানুষ হোক কিংবা ফুল তফাৎ কি!হি হি☺️☺️শীতকালের এই ফুলটিও অনেক রঙের হয়ে থাকে।ছয় পাপড়িবিশিষ্ট ফুলটির মাঝের অংশ ও কৃষ্ণচূড়া ফুলের মাঝের অংশের সঙ্গে অনেকখানি মিল খুঁজে পাওয়া যায়।
দুটি রঙের অজানা ফুল ছিল।একটি লাল রঙের ও অপরটি কমলা রঙের।সবথেকে বেশি ভালো লাগে এই অজানা ফুলের গাছটি দেখতে।পাতাগুলো এতটাই ঘন ও ছোট ছোট যেন মনে হয় ক্যাকটাস প্রজাতির।
হলুদ বড় গাঁদা ফুল:
আমাদের অতি পরিচিত আরো একটি ফুল গাঁদা।এই গাঁদা ফুল বিভিন্ন রঙের ও প্রজাতির হয়ে থাকে।তবে এটি বড় জাতের হলুদ গাঁদা ফুল।একবার ফুটলে দীর্ঘদিন পর্যন্ত সজীব অবস্থায় থাকে।গাঁদা ফুলের পাপড়িগুলো ধীরে ধীরে মেলতে থাকে তারপর বড় আকার ধারণ করে।যেটা দেখতে অনেক সুন্দর লাগে।আমাদের বাড়িতেও হলুদ রঙের গাঁদা ফুল গাছ রয়েছে।
সাদা চন্দ্রমল্লিকা ফুল:
শীতকালের আরো একটি জনপ্রিয় ফুল হচ্ছে চন্দ্রমল্লিকা।যেটাও নানা প্রজাতির ও রঙের হয়ে থাকে।একটি চন্দ্রমল্লিকা ফুল গাছে প্রচুর পরিমাণে ফুল ধরে থাকে এবং অনেক দিন পর্যন্ত সজীব থাকে।এই ফুলের গাছ একবার লাগালে তা থেকেই বারেবারে নতুন চারা গজাতে থাকে।যতই দিন যায় ততই এই ফুলের রঙের পরিবর্তন হয়ে থাকে।
লাল চন্দ্রমল্লিকা ফুল:
এটি হচ্ছে লাল চন্দ্রমল্লিকা ফুল।তবে এটার ভিতর দেখে একদমই বোঝা যায় না এটি চন্দ্রমল্লিকা ফুল।কারন পাপড়ির ভিতরে দেখে মনে হচ্ছিলো, অসংখ্য ছোট ছোট ফুলের সমাবেশ ঘটেছে।যেগুলো দেখতে অনেকটা হাসনাহেনা ফুলের মতোই ছিল।
সাদা গোলাপ ফুল:
আমাদের অতি পরিচিত ফুল গোলাপ।যেটা ছাড়া সবকিছুই অসম্ভব।ভালোবাসা দিবস থেকে শুরু করে সমস্ত অনুষ্ঠানের সম্মান ও শ্রদ্ধাজনক কাজে গোলাপ ফুলের ভূমিকা অপরিসীম।সবকিছু জ্ঞাপন করতে যেন এই ফুল ছাড়া অসম্পূর্ণ।বিভিন্ন রঙের গোলাপ ফুল রয়েছে।তবে আমি এখানে শেয়ার করেছি সাদা ও হালকা গোলাপি রঙের গোলাপ ফুলের ফটোগ্রাফি।
হলুদ গোলাপ ফুল:
গোলাপ ফুল আমার অনেক প্রিয়।আর এই ফুল পছন্দ করে না এমন মানুষ বোধহয় খুঁজে পাওয়া মুশকিল।গোলাপ ফুল কম-বেশি সারাবছরই ফুটে থাকে।তাছাড়া হলুদ রঙের গোলাপ ফুলটিও বেশ সুন্দর দেখতে লাগছিলো।
পোষ্ট বিবরণ:
শ্রেণী | ফটোগ্রাফি |
---|---|
ডিভাইস | poco m2 |
অভিবাদন্তে | @green015 |
লোকেশন | বর্ধমান |
আমার পরিচয় |
---|
আমি সবসময় ভিন্নধর্মী কিছু করার চেষ্টা করি নিজের মতো করে।কবিতা লেখা ও ফুলের বাগান করা আমার শখ।এছাড়া ব্লগিং, রান্না করতে, ছবি আঁকতে,গল্পের বই পড়তে এবং প্রকৃতির নানা ফটোগ্রাফি করতে আমি খুবই ভালোবাসি।।
Upvoted! Thank you for supporting witness @jswit.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বাহ্ আপনি তো বেশ সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করছেন আপু। বিশেষ করে অজানা ও গোলাপ ফুলের ফটোগ্রাফি দারুণ হয়েছে। এইরকম এলোমেলো ফুলের ফটোগ্রাফি আমার কাছে ভীষণ ভালো লাগে। ফটোগ্রাফির সাথে সুন্দর বর্ননা উপস্থাপন করছেন। ধন্যবাদ আপনাকে পোস্ট টি শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
গোলাপ, গাঁদা বা চন্দ্রমল্লিকা থেকে শুরু করে সবকটি ফুলের ছবি অসাধারণ হয়েছে। এত সুন্দর করে ছবিগুলি তুলে ব্লগে শেয়ার করলে বলে খুব ভালো লাগলো। শীতকালে ফুল সব সময় খুব ভালো ফোটে। এত শীতকাল কিছুটা চলে গেলেও এখনো ফুলের সৌন্দর্য গুলি বাগানে রয়ে গেছে। আর সেগুলো ছবিতে ধরে রাখলে আরো মনোরম এবং সুন্দর লাগে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ফুল সকলেরই পছন্দ আমিও অনেক পছন্দ করি।আপনি এই যে ফুলের নাম অজানা বলেছেন সেই ফুলের নাম হচ্ছে গাজানিয়া রিগেন্স । বিশেষ করে এই গাজানিয়া রিগেন্স এর বিভিন্ন জাত রয়েছে এই ফুল গুলো অন্যরকম সৌন্দর্য বহন করে। ধন্যবাদ আপনাকে আমাদের সুন্দর কিছু ফুলের ফটোগ্রাফি শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনি দেখছি ভিন্ন ভিন্ন ফুলের ফটোগ্রাফি করেছেন। প্রত্যেকটা ফুল দেখতে খুবই সুন্দর ছিল্ গাঁদা ফুল গোলাপ ফুল এবং অন্যান্য ফুল গুলো সুন্দর ছিল। ফুলের সৌন্দর্য উপভোগ করতে যেমন পছন্দ করি। যেটা পরিবেশের সৌন্দর্য বৃদ্ধি করে আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনাদের ওখানে কি সেমিস্টার অনুসারে সার্টিফিকেট দেওয়া হয় নাকি? আমাদের তো একবারে অনার্স শেষ হলে তারপর সার্টিফিকেট। যাইহোক, আপনার ফুলের ফটোগ্রাফি গুলো দেখে খুবই ভালো লাগলো। হলুদ গোলাপ ফুল আমার খুব পছন্দ। আপনার ফটোগ্রাফিতে লাল চন্দ্রমল্লিকা এবং হলুদ গোলাপ সবচেয়ে বেশি ভালো লেগেছে আমার কাছে। সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করার জন্য ধন্যবাদ দিদি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বিভিন্ন ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছেন। আপনার শেয়ার করা প্রতিটি ফটোগ্ৰাফি দেখে মুগ্ধ হয়ে গেলাম আপু। আপনার প্রতিটি ফটোগ্ৰাফি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে, বিশেষ করে আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে গাঁধা ফুল, সাদা গোলাপ এবং চন্দ্রমল্লিকা ফুলের ফটোগ্রাফিটি। এছাড়াও বাকি ফটোগ্ৰাফি গুলো বেশ দারুন হয়েছে আপু ধন্যবাদ আপনাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
খুবই সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি করেছেন। প্রত্যেকটা ফটোগ্রাফি দেখতে পেয়ে অনেক ভালো লাগলো। এত সুন্দর সুন্দর ফটোগ্রাফি শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit