কত মিছিল চলে গেছে রাজপথ দিয়ে,
কত সিংহ কণ্ঠের গর্জনে ময়দান আজ কাঁপে ।
কত স্বপ্নের রঙিন ফানুস উড়িয়েছে কত শত নেতা,
তবু হতভাগাদের সেই শূন্য উদর রয়ে যায় আজও ফাঁকা,
মাথার উপরে সুনীল আকাশ, তাদের রাজপথেই বিছানা ।
একদম বাস্তবধর্মী কবিতা লিখেছেন দাদা,নেতাদের শুধু ভোটের আগেই দেখা যায় বড়ো বড়ো ভাষণ দিতে ।যখন নেতা হয়ে যায় তখন বস্তির খেটে খাওয়া গরিব মানুষগুলি, তাদের কাছে কুকুর বলে মনে হয়।আবার বছর ঘুরে 5 বছর গেলে মনে পড়ে ওদের কথা কিন্তু এতদিনে তারা না খেয়ে কোনরকমে দিন যাপন করেছে।ভেবেই কষ্ট লাগে, তবুও কিছু করার নেই।ক্ষমতাবানরা ক্ষমতার অপব্যবহার করলে, সুন্দর ছিল কবিতাটি।ধন্যবাদ দাদা।
Thank You for sharing...
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
https://cutt.ly/2Hwm1UW
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit