ডিভাইস- poco m2
ফোকাল ল্যান্থ-3.789mm
ফ্ল্যাশ- ফ্ল্যাশ নেই
ইডিটেড ওর নন ইডিটেড- নন ইডিটেড
বিবরণ:এটি হচ্ছে কুয়াশাচ্ছন্ন ভোরের প্রকৃতির ফটোগ্রাফি।সাদা কুয়াশায় ঢেকে গিয়েছিল চারিদিক আর আকাশ ফেটে যেন সূর্যের আলো ছড়িয়ে পড়ার চেষ্টা করছিলো।খেজুর গাছ, কুল গাছ ও ঘরটি সবই কুয়াশার চাদরে মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে।সবুজ গাছের ফাক দিয়ে আমাদের এখানের জলের বড় ট্যাংকটি দেখা যাচ্ছে।