RE: Power Up 10 Steem

You are viewing a single comment's thread from:

Power Up 10 Steem

in hive-129948 •  29 days ago 

১০ স্টিম পাওয়ার আপ এর জন্যে আপনাকে অভিনন্দন।

নিয়মিত পাওয়ার আপ করলে ভবিষ্যতে ইনকাম বাড়বে বৈ কমবে বা।

শুভকামনা রইল।


ক্ষুদে স্বাস্থ্যবার্তা

মাংশপেশী ক্ষয় একটা স্বাভাবিক বিষয়। কিন্তু একজন সুস্থ্য মানুষের ক্ষেত্রে এই ক্ষয়টা পূরণ হয়ে যায়। তবে সাধারণত দেখায় যায় যে, একটা পর্যায় পরে (মধ্য বয়সের পর) প্রতি ১ দশকে প্রায় ৪-৬ পাউন্ডের মত মাংসপেশী ক্ষয় হয়। এটাও দেখা গেছে যে, ৮০ বছরের বেশী বয়স্ক লোকদের মধ্যে ৫০ ভাগেরও বেশী মানুষের উল্লেখযোগ্য মাংশপেশী ক্ষয় থাকে। পর্যাপ্ত প্রোটিন গ্রহণ এবং নিয়মিত ব্যায়াম করার মাধ্যমে এই মাংশপেশী ক্ষয় ঠেকানো যেতে পারে।

প্রতি কেজি ওজনের জন্যে একজন মানুষকে প্রতিদিন ০.৮ গ্রাম করে প্রোটিন গ্রহণ করা উচিত। সুতরাং একজন ৭৫ কেজি ওজনের মানুষের জন্যে প্রতিদিন অন্তত ৬০ গ্রাম প্রোটিন গ্রহণ করা দরকার। এটা প্লান্ট সোর্স থেকেও হতে পারে আবার মাছ/মাংশের সোর্স থেকেও আসতে পারে। খেয়াল রাখতে হবে যে প্রোটিন যেন সববেলার খাবারের মধ্যেই কম-বেশী থাকে। একবারে পুরো প্রোটিন খেয়ে নিয়ে অন্য খাবারের সময় প্রোটিন ছাড়া খাবার গ্রহণ করার অভ্যাস করা যাবে না। প্রত্যেক ওয়াক্তের খাবারের ভিতরেই প্রোটিন রাখতে হবে। বাজারে বিভিন্ন প্রোটিন সাপ্লিমেন্ট কিনতে পাওয়া যায়। এগুলো ব্যবহারে সতর্কতা অবলম্বন করা জরুরী। আরো জানতে চাইলে এই আর্টিকেলটা পড়তে পারেন (ইংরেজীতে)

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!