শুরুতে মোবাইলে কোড পেতে বেশ ঝামেলা হয়। ডিসকোর্ডে SuperWalk এর সাপোর্ট টিম এর সাথে কথা বলি। কাজ হয় না। তারপর app থেকে ১-টু-১ চ্যাটের মাধ্যমে ঐ সমস্যার সমাধান হয়। বেসিক ইউজার হিসাবে কিছুদিন ব্যবহার করি। কিন্তু বেসিক ইউজার হিসাবে আসল ক্রিপ্ট অর্জন হবে না। তাই প্রো ইউজার হবার ডিসিশান নেই।
নভেম্বর এর ২২ তারিখে Binance এ কিছু স্টিম কে USDT তে কনভার্ট করি। সেটা দিয়ে $KAIA টোকেন কিনি। তারপর $KAIA গুলো SuperWalk এর ওয়ালেট এ ট্রান্সফার করি। SuperWalk এর ওয়ালেটে সেটাকে $GRND এ কনভার্ট করি। কারণ Pro মেম্বর হিসাবে আর্ন করতে NFT shoe কেনা লাগে যা $GRND দিয়েই কিনতে হয়।
আমি প্রথমে একটা Walker সু কিনি। কিন্তু জানতাম না যে একটা সু দিয়ে মাত্র ১৫ মিনিট হাটা যায়। আবার walker সু এর স্পিড লিমিট ১-৬ কিমি/ঘন্টা। আরোও কিছু $GRND টোকেন ছিল তাই দিয়ে একটা All-Rounder সুও কিনলান। মোট ২ টা সু। ভেবেছিলাম একটা সু এ যেহেতু ১৫ মিনিট হাটা যায়, তাহলে ২টা সু হলে ১৫+১৫=৩০ মিনিট হাটা যাবে। কিন্তু না। ২টার যেটাই ব্যবহার করি, মোট ১৫ মিনিটের বেশী হাটা যায় না। ডিসকোর্ড যোগাযোগ করলাম। ওরা একটা লিস্ট দিল যেখানে লেখা আচ্ছে কতটা সু থাকলে কত মিনিট হাটা যায়। বেশ হতাশ হয়েছিলাম।
হাটার সময় আমি একটা সমস্যা ফেইস করি। মাঝে মাঝে জিপিএস পায় না। MoonWalking মোডে চলে যায়। মানে স্টেপস কাউন্ট করতে পারে না। টাইম কিন্তু ঠিকই চলে যায়। মোট ১৫ মিনিট! এটা আরেকটা হতাশার দিক।
যাহোক। আসতে ধীরে app টা ব্যবহার করতে থাকি। প্রতিদিন হাটলে কিছু কিছু পয়েন্ট পাওয়া যায় যা কোরিয়ার মিডনাইটএ $WALK টোকেন হিসাবে আমাদের ওয়ালেট এ জমা হয়। নিচে আমি বিগত ৭ দিনের $WALK টোকের ইনকামের স্ক্রিনশট তুলে ধরছি।
২৫ ডিসেম্বর
২৬ ডিসেম্বর
২৭ ডিসেম্বর
২৮ ডিসেম্বর
২৯ ডিসেম্বর
৩০ ডিসেম্বর
৩১ ডিসেম্বর
উপরের ছবিগুলোতে যে পয়েন্টগুলো লেখা আছে, সেই এমাউন্টটাই $WALK টোকেন হিসাবে পেয়েছি।
আমার ওয়ালেটে এখন পর্যন্ত ৬৫ $WALK জমা হয়েছে।
আজকে এ পর্যন্তই। কেমন লাগলো আজকে লেখাটি তা অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। ভাল থাকুন সবাই।
ধন্যবাদ এবং শুভেচ্ছা নিরন্তর
ডা হাফিজ
Discord: hafiz34#3722
X: @hafiz2k21
ওমান
৩১শে ডিসেম্বর, ২০২৪
কাজের প্রমানঃ
SuperWalk
X
CMC
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
গত ৭ দিনে তো দেখছি আপনি অনেক বেশি হাঁটাচলা করেছেন। আপনি না বুঝে দুইটা সু কিনেছেন দেখছি ভাইয়া। দেখো কিভাবে হাঁটাচলা করলে আপনি প্রতিনিয়ত কয়েন উপার্জন করতে পারবেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Nominated 💧
অবশ্যই করণীয়: SuperWalk এর একটি NFT জুতা buy করতে হবে। যদি সেটা মিনিমাম প্রাইসের ( ) হলেও। পরবর্তী SuperWalk পোস্টে ভোট পেতে আজই কিনে ফেলুন।
নোট: Buy করা NFT পুনরায় মার্কেটে sell করতে পারবেন।
আদেশক্রমে: কমিউনিটি ফাউন্ডার।
টিউটোরিয়াল: https://steemit.com/hive-129948/@rex-sumon/superwalk-nft-usdgrnd
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভাই। আমি তো অলরেডি কিনেছি। আমি প্রো ইউজার।
ধন্যবাদ, নমিনেশন এর জন্যে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit