আবোল তাবোল জীবনের গল্প [ ফ্রাইডে স্পেশাল ]

in hive-129948 •  2 months ago 

হ্যালো বন্ধুরা,

কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এবং ভালো থাকার চেষ্টা করছি। যদিও নতুন চমশা এ্যাডজাস্ট হতে কিছুটা সমস্যা হচ্ছে, অবশ্য ডাক্তার বলেই দিয়েছিলেন তিন-চারদিন একটু সমস্যা হবে তারপর সব ঠিক হয়ে যাবে। অবশ্য আমাদের দেশের ডাক্তারদের কথা খুব কমই মিলে। যাইহোক, সেটা নিয়ে কোন সমস্যা নেই, মানিয়ে নিতে যেহেতু হবে সেহেতু সময় বেশী আর কম নিয়ে কোন কথা নেই। বাস্তবতা মেনেই আমাদের এগিয়ে যেতে হবে, যেমন এই মাসে এখনো বেতন পাইনি, দুই মাস পূর্ণ হয়ে গেলো, এদিক হতেও বেশ চাপে রয়েছি।

চাপে চাপে কোন দিন জানি চ্যাপা শুঁটকি হয়ে যাই, আচ্ছা ভালো কথা চ্যাপা শুঁটকি চিনেন তো নাকি? আমাদের দেশের সবচেয়ে জনপ্রিয় এবং স্বাদের শুঁটকি। তবে যারা শুঁটকি পছন্দ করেন না কিংবা খায় না, তাদের কাছে এসব বলে কোন ভাল নেই। যে মিষ্টির স্বাদ বুঝে না, তাকে যতই বুঝানো হোক না কেন, মিষ্টির রহস্য সে কোনদিনই উপলব্ধি করতে পারবে না, হি হি হি । যা বলছিলাম চ্যাপা শুঁটকি না হই চাপে চাপে চ্যাপ্টা হয়ে যাচ্ছি সেটা কিন্তু সত্য কথা। আসলে বেশ কঠিন একটা সময় পার করছি, আরো একটা কারণ বলছি অক্টোবর মাসে বউয়ের জন্মদিন, বিবাহ বার্ষিকী এবং ছেলের জন্মদিন আর এদিকে পকেট একদম ফাঁকা।

PUSS_Banner_3rd.png

ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময় আর আমার ক্ষেত্রে এই মুহুর্তে হলো ফাঁকারে রাজে পৃথিবী শূন্যময়, বুঝতেই পারছেন আমার অবস্থা কতটা নাজুক। মাঝে মাঝে জীবনের মুহুর্তগুলো এমন হয়ে যায় যে, না সরে আসা যায় না সেটা সহ্য করা যায়। যাইহোক, আবোল তাবোল কথা বলাটা আমার একটা অভ্যেস হয়ে গেছে, কোথায় শুরু করি আর সেটা কোথায় নিয়ে শেষ করি, তবে আজ কিন্তু মুলো নিয়ে একটা কথাও বলি নাই হি হি হি। যেহেতু শীতের আগমন শুরু হয়ে গেছে সেহেতু মুলো নিয়ে কিছু বলারও প্রয়োজন নেই, কেন বেশী কথা বলবো? কোন প্রয়োজন নেই, প্রয়োজন হলেই তো মুলোর স্যুপ খেতে পারবো, হি হি হি।

ভালো কথা, কাল একটা স্যুপ এর রেসিপি দেখেছি প্রথম আলোতে, সেটা কিন্তু নোট করে রেখেছি। চিংড়ি দিয়ে দেশীয় পদ্ধতিতে চিচিঙ্গার স্যুপ, পড়েছি এটা কিন্তু আমি কল্পনা করেছি চিংড়ি দিয়ে মুলোর স্যুপ, হি হি হি। শীতের সন্ধ্যায় এক বাটি এমন স্যুপ হলে আর কি চাই? কিছুই চাওয়ার নেই শুধু অফিসের বসের কাছে একটা চাওয়া আচে দুই মাসের সেলারি যেন একত্রে দেয়, হি হি হি না হলে বাড়িতে যুদ্ধ লেগে যেতে পারে, সেটার চরম সম্ভাবনা আছে বলে আবহাওয়াবিদগণ বলেছেন। যদি সেটা সত্য হয়ে যায় তাহলে হয়তো সত্যি সত্যি চ্যাপা শুঁটকির মতো অবস্থা হয়ে যাবে আমার, কারন ঐ যে আমি নিরীহ মানুষ।

Poloniex tweet.png

সবশেষে, সবাই নিশ্চয় ইতিমধ্যে Poloniex এর সেই টুইটটি দেখেছেন, মাত্র কয়েক ঘন্টা আর বাকি আছে $PUSS ট্রেডিং হওয়ার। একটা কথা অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে, এটা আমার বাংলা ব্লগের নেটিভ কয়েন এবং প্রত্যেক ইউজারদের একটা নির্দিষ্ট পরিমাণ টোকেন হোল্ড করতে হবে বাধ্যতামূলকভাবে। আর হ্যা, এটা হতে পারে আপনার আমার সোনার ডিমের হাঁস, তাই এটাকে বাঁচিয়ে রাখলে আদতে লাভবান আমরাই হবো, সুতরাং অনাকাংখিতভাবে সব $PUSS Poloniex এ নিয়ে গিয়ে পাইস ডাম্প করবেন না। কারন এটাই শেষ লিষ্টিং না এরপর আরো অনেকগুলো বড় এক্সচেঞ্জ এ আমরা লিষ্টিং হবো। সুতরাং সু সময়ের জন্য একটু ধৈর্য ধরতে হবে আমাদের না হলে সোনার ডিম এবং হাঁস দুটোই নষ্ট হবে।

ধন্যবাদ সবাইকে।
@hafizullah

break .png
Leader Banner-Final.pngbreak .png

আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

break .png

Banner.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

ভাইয়া,অক্টোবর মাসে তাহলে বড়সড় একটা ধরা আছে,যদি পকেট তখনও খালি থাকে তাহলে চ্যাপা শুটকি হয়ে যাবেন নিশ্চিত, হাহাহা।আসলে জীবনের কিছু সময় এমনভাবে যায় যে ইচ্ছে করলেও সেই অবস্থা থেকে পালানো যায় না।যাইহোক দোয়া করি যেন ২মাসের স্যালারি একসাথেই দিয়ে দেয়।অন্তত ভাবী খুশি হবে বেশি। আর এদিকে পুশ কয়েন নিয়ে চিন্তাভাবনা যেমন তেমনি এটা এগিয়ে যাচ্ছে।আমরা চাই আমাদের এই কয়েন যেন আরও এগিয়ে যায়। আমাদের সবাইকে আরও উৎসাহী হতে হবে পুশ কয়েন হোল্ড করার ক্ষেত্রে।সোনার ডিম পাড়া হাঁস এটি বলা যায়🤗।

হা হা হা, যদি পকেট ফাঁকা থাকে তাহলে কি যে হবে সেই চিন্তায় অস্থির হয়ে আছি আমি।

আরে ভাইয়া,,সবাইকে পুশ গিফট করে দেন। আর বলবেন সব প্রফিট তাদের, হাহাহা।

কিছুই চাওয়ার নেই শুধু অফিসের বসের কাছে একটা চাওয়া আচে দুই মাসের সেলারি যেন একত্রে দেয়।

ভাই শুনলাম যে অফিসের বস নাকি তিন মাসের বেতন একসাথে দিয়ে দিবে। মানে আপনার অক্টোবর মাসের শিডিউল গুলোর জন্যই নাকি এক মাসের বেতন অগ্রিম দিয়ে দিবে😂। নয়তো আপনি যদি চাপে পড়ে চ্যাপা শুঁটকি হয়ে যান,তাহলে তো অফিসের বস বিপদে পড়ে যাবে এতো ভালো একজন লোককে হারিয়ে হা হা হা। যাইহোক এবার শীতে তাহলে মুলা’র স্যুপ আমিও ট্রাই করবো😂। পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।