ফলাফল ঘোষণাঃ শেয়ার করো তোমার পছন্দের শীতকালীন সবজির রেসিপি

in hive-129948 •  3 years ago 

Contest.png

হ্যালো বন্ধুরা,

আমরা আনন্দের সাথে জানাচ্ছি যে, আমার বাংলা ব্লগ কমিউনিটির পক্ষ হতে ১০তম প্রতিযোগিতার সফল সমাপ্তি হলো। এটা সত্যি আমাদের জন্য দারুণ একটা বিষয়। সত্যি বলতে কমিউনিটির সকল সদস্যদের দারুণ অংশগ্রহণ এবং চমৎকার সকল ইউনিক কনটেন্ট আমাদের আরো বেশী অনুপ্রাণীত করছে। আমরা চাই এই ধারাবাহিকতাটা বজায় থাকুক এবং আমার বাংলা ব্লগ হোক ক্রিয়েটিভি এবং সৃজনশীল কর্মের শ্রেষ্ঠ কমিউনিটি।

এই সপ্তাহে আমাদের বিষয় ছিলোঃ শেয়ার করো তোমার পছন্দের শীতকালীন সবজির রেসিপি বেশ ভালো অংশগ্রহণ ছিলো নিঃসন্দেহে তবে সংখ্যাটা আমাদের হতাশ করেছে, যা আগের তুলনায় খুবই কম। তবুও আমরা আশা করবো পরবর্তী অর্থাৎ ১১তম প্রতিযোগিতায় সকলের আরো ভালো উপস্থিতি দেখতে পাবো। আমার বাংলা ব্লগ প্রতিযোগিতার ক্ষেত্রে নতুনত্ব এবং বৈচিত্র ধরে রাখার চেষ্টা করবে।

চলুন তাহলে এই সপ্তাহের মানে প্রতিযোগিতা-১০ এর বিজয়ীদের নাম দেখি এবং তাদের অভিনন্দন জানাই, কারন আপনাদের শুভেচ্ছা তাদের আরো বেশী অনুপ্রাণিত করবে, ভবিষ্যতে ভালো কিছু শেয়ার করার ক্ষেত্রে।

তবে যারা বিজয়ী হতে পারেন নাই, তাদের অনুরোধ করবো মন খারাপ করবেন না। পরবর্তী প্রতিযোগিতা সমূহে আরো ভালো অংশগ্রহণ নিশ্চিত করার চেষ্টা করুন, কারন আপনার সঠিক প্রচেষ্টা অবশ্যই আপনাকে বিজয়ী করে তুলবে।

Contest-10 Winner

PlaceUserPost LinkPrize
1st Place@isha.ishhttps://steemit.com/hive-129948/@isha.ish/2pju37-or-or-shy-fox15 Steem
2nd Place@nusuranurhttps://steemit.com/hive-129948/@nusuranur/7meo7c12 Steem
3rd Place@green015https://steemit.com/hive-129948/@green015/or10 Steem
4th Place@saymaakterhttps://steemit.com/hive-129948/@saymaakter/6tx9a18 Steem
5th Place@sshifahttps://steemit.com/hive-129948/@sshifa/2pwu42-or-or5 Steem
6th Place@rita135https://steemit.com/hive-129948//6nt9cn-shy-fox-10-beneficiary5 Steem
7th Place@swagata21https://steemit.com/hive-129948/@swagata21/3axxnw-or-or5 Steem

Special Prize

UserPost LinkPrize
@tanujahttps://steemit.com/https://steemit.com/hive-129948/@tanuja/adjed10 Steem
@emranhasanhttps://steemit.com/hive-129948/@emranhasan/zgvnn-or-or10 Steem


Screenshot 2021-12-09 234052.png



ধন্যবাদ সবাইকে।
@hafizullah

break.png
Leader Banner-Final.pngbreak.png

আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

break.png

New Benner ABB.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আমি একজন নতুন ইউজার এবং আমি ১০ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলাম। আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো লাগছে এই প্রতিযোগিতায় যুক্ত হয়ে। আমি আশা করছি সামনে আরো ভালো কনটেন্ট দিয়ে প্রিয় কমিউনিটির পাশে থাকবো।

যারা যারা উইনার হয়েছে, সকলের প্রতি শুভেচ্ছা এবং ভালোবাসা।

সব প্রতিযোগী এবং যারা বিজয়ী হয়েছেন সবাই কে অভিনন্দন জানাচ্ছি। এগিয়ে যাক আমার বাংলা ব্লগ। ❤️❤️❤️

শীতকালীন সবজি রেসিপি নিয়ে পোস্ট করা সকল ইউজারদের জানাই অভিনন্দন। শুভকামনা রইলো সবার জন্য।

কি যে আনন্দ লাগছে আমার প্রিয় কমিউনিটি আমার বাংলা ব্লগে আসার পর এই প্রথম কোন প্রতিযোগিতায় আমি বিজয়ী হয়েছি।আমার খুব আনন্দ লাগছে তা বলে বোঝাতে পারবো না 🥰🥰

সবাইকে অভিনন্দন....

  ·  3 years ago (edited)

সবাইকে শুভেচ্ছা ও শুভকামনা রইলো । বেশি বলতে গেলে সবগুলোই মেয়েরাই জিৎ পাইলো ছেলেদের কোন ট্যালেন্ট কাজে দিলোনা ।ধন্যবাদ আপুদের।

শীতকালীন রেসিপির কনটেস্ট এর রেজাল্ট খুবই সুন্দরভাবে দিয়েছেন। যোগ্য ব্যক্তিরা এ বিজয়ী হয়েছেন। সকলের প্রতি রইল শুভকামনা।

যারা রেসিপির জন্য পুরুষ্কার পেয়েছেন তাদেরকে আমার পক্ষ থেকে অভিনন্দন।আর আমার মত যারা প্রতিযোগিতায় অংশ নিয়েও জয়ী হতে পারেননি তাদের জন্যে সমবেদনা রইল।আর যারাপ্রতিযোগিতায় অংশ নেননি তারাও পরবর্তী সপ্তাহে অংশ নিবেন বলে আশা করি।শুভকামনা রইলো ভাই আপনার জন্য।

আমি খুবই আনন্দিত এ প্রতিযোগিতায় বিজয়ী হতে পেরে। সকল বিজয়ী কে আমার পক্ষ থেকে জানাই অভিনন্দন। যারা বিজয়ী হতে পারেননি তাদেরকে বলব মন খারাপ করবেন না চেষ্টা করে যান অবশ্যই একদিন বিজয়ী হবেন। সবার জন্য শুভকামনা রইল।

যে সকল ইউজার কনটেস্টে পার্টিসিপেট করেছিল সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। যারা বিজয়ী হয়েছে তাদেরকে অভিনন্দন। আর যারা বিজয়ী হতে পারেননি তারা মন খারাপ করবেন না ইনশাল্লাহ সামনে হবে।

শীতকালীন সবজি রেসিপি প্রতিযোগিতায় বিজয়ীদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। সব ভালো মানের পোস্টগুলো নির্বাচন করা হয়েছে। প্রত্যেকটি পোস্ট অসাধারণ এবং সবাই তাদের তৈরি করা দারুন ধরনের রেসিপি শেয়ার করেছে। অনেক নতুন নতুন রেসিপি শিখতে পেরেছি। শুভকামনা রইল সকলের জন্য।

যারা বিজয়ী হয়েছেন সবাইকে অনেক অভিনন্দন জানাই ❤️
সেই সাথে যারা বিজয়ী হতে পারেননি তাদের বলবো সবসময় নতুন কিছু চিন্তা করতে হবে আর একটু অন্যভাবে চিন্তা করলে হয়তো ভবিষ্যতে আরো ভালো কিছু হবে 👌

প্রতিযোগিতায় অংশগ্রহণকারী এবং বিজয়ী, সকলকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। আমাদের কমিউনিটি দিন দিন অনেক সমৃদ্ধ হচ্ছে।

আসলে খুব সুন্দর একটি কনটেস্টের আয়োজন হয়েছে। আমার অনেক ভালো লেগেছে এবং সকলের জন্য শুভকামনা রইল। অনেক ভালো করছে সবাই

প্রতিযোগিতায় বিজয়ী সকল বন্ধুদের জানাই আমার অন্তরের অন্তস্থল থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। সাধুবাদ জানাই সবাইকে যারা যারা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল। পরবর্তী প্রতিযোগিতার জন্য অপেক্ষায় থাকলাম। 🥰

কি যে ভালো লাগে কনটেস্ট জিততে কি আর বলবো।
🤪😍😍🥰
তবে যারা জিতেননি তারা মোটেও মন খারাপ করবেন না, চেষ্টা করে যান, বিজয় হবেন ই।

কনটেস্ট এ জিততে পেরে খুবই ভালো লাগছে।কিন্তু আমি মনে করি শুধু জেতার মধ্যেই আনন্দ নয়,অংশগ্রহণ করাটাই বড়ো আনন্দের বিষয়।আপনাদের সকলের জন্য আমার শুভকামনা ও ভালোবাসা রইলো মন থেকে।

খুবই সুন্দর একটি কনটেষ্ট ছিল। প্রতিযোগিতায় যারা অংশগ্রহণ করেছিলেন তাদেরকে ধন্যবাদ জানাই। যারা বিজয়ী হয়েছেন তাদেরকে অভিনন্দন।

সঠিক প্রতিযোগিতার বিজয়ী ঘোষণা করা হয়েছে। বিজয়ী বন্ধুদের জানাই প্রাণঢালা অভিনন্দন।

সবগুলো রেসিপিই খুব অসাধারণ ছিল। আমার কাছে অনেক ভালো লেগেছে। যদিও আমি অংশগ্রহণ করতে পারি নি,কিন্তু এত্তসব রেসিপি খুব ভালো লেগেছে। সকলের জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল।

Congratulations, your post has been upvoted by @dsc-r2cornell, which is the curating account for @R2cornell's Discord Community.

Manually curated by @jasonmunapasee

r2cornell_curation_banner.png

অভিনন্দন সবাইকে যারা বিজয়ী হয়েছেন। সকলের প্রতি শুভকামনা রইল। যারা বিজয়ী হতে পারেনি তাদের জন্যও শুভকামনা রইল।

প্রতিযোগিতায় অংশ গ্রহণ না করলেও সবার অংশ গ্রহণ দেখে খুবই ভালো লাগলো,তবে প্রত্যেকে অনেক দক্ষতার সাথে নিজেকে উপস্থাপন করেছেন সেটা সব থেকে বেশি ভালো লাগলো। তবে যারা জিতেন নি মন খারাপের কিছু নেই কথায় আছে একবার না পারিলে দেখো শত বার।

  ·  3 years ago (edited)

যারা পুরষ্কার জিতেছেন তাদেরকে অভিনন্দন। আপনারা দেখিয়েছেন পরিশ্রম করলে সফলতা আসে। ধন্যবাদ আপনাদের

সকল বিজয়ীদের অন্তরের অন্তস্থল থেকে জানাই আন্তরিক শ্রদ্ধা এবং অভিনন্দন। এভাবেই এগিয়ে যাও সকলেই সেই প্রত্যাশা এবং শুভ কামনা করি সবসময়।

সকল বিজয়ীদের এবং সকল অংশগ্রহণকারীদের প্রতি রইল আন্তরিক ভালোবাসা শ্রদ্ধা এবং শুভেচ্ছা।।

এবং আমার বাংলা ব্লগ কে অনেক অনেক ধন্যবাদ জানাই সুন্দর এই রেসিপির আয়োজন করার জন্য। আয়োজন করার জন্য সুন্দর রেসিপি প্রতিযোগিতার।

শীতকালীন প্রিয় সবজি রেসিপি প্রতিযোগিতায় সকল অংশগ্রহণকারীকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি এবং এই প্রতিযোগিতায় পুরস্কার বিজয়ীদের অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আমিও এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলাম। এত সুন্দর একটা আয়োজন করার জন্য কর্তৃপক্ষকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।

সমস্ত বিজয়ীদের অভিনন্দন. অংশগ্রহণকারীদের পোস্টটি পড়তে মজা লাগে এবং এটি দুর্দান্ত বিষয়বস্তু ছিল এবং এখন ফলাফল দেখতে ভাল, সমস্ত সম্প্রদায়ের সদস্যদের শুভেচ্ছা।

বিজয়ীদের অভিনন্দন

সবাইকে অভিনন্দন যারা বিজয়ী হয়েছেন।

😀