আবোল তাবোল জীবনের গল্প [ পরিস্থিতি ]

in hive-129948 •  3 months ago 

sunset-3156176_1280.jpg

হ্যালো বন্ধুরা,

কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এবং সুস্থ আছি। তার সাথে সাথে হৃদয়কে চঞ্চল রাখার চেষ্টা করছি, কারন চঞ্চল হৃদয়ে যে কোন কিছুর সহ্য ক্ষমতা অধীক থাকে। মন যখন ভালো থাকে তখন অনেক কিছুকেই সহনীয় মনে হয় আবার মন যখন খারাপ থাকে তখন কিন্তু সহনীয় বিষয়গুলোকেও অসহ্য ও অনেক বেশী কঠিন মনে হয়। আর এই কারনেই আমরা চেষ্টা করছি নিজের হৃদয়ের চঞ্চল ভাব সর্বদা ধরে রাখার যাতে সব কিছু সহ্য করার সক্ষমতা থাকে হৃদয়ের মাঝে। আসলে আমাদের জীবনটা খুবই কঠিন, বিশেষ করে আমি জীবনের খুব কঠিন রূপ নিদারুণভাবে খুব কাছ হতে দেখেছি, তাই হয়তো আমার উপলব্ধি করার ক্ষমতাটা একটু বেশী।

যদিও মাঝে মাঝে আমিও কেমন জানি হয়ে যাই, আপনাদের ভাবি বলেন মাঝে মাঝে এটা, কিন্তু বিশ্বাস করেন আমি কখনো কোন পরিবর্তন দেখি নাই নিজের মাঝে, কালো শরীর কখনো সাদা হতে দেখলাম না, কালো মুখ কখনো লাল হতে দেখলাম না, কিন্তু তবুও আপনাদের ভাবি বলে আমি নাকি কেমন হয়ে যাই, হা হা হা হা। একটু মজা করলাম, আসলে এটা হলো আমাদের ব্যবহার মানে ভেতরের পরিবর্তন, হৃদয়ের ভিন্ন আবেগের বহিঃপ্রকাশ। এটা সত্য যে, আমার মাঝে নিয়ম এবং রাগ দুটোই খুব বেশী পরিমানে আছে, হয়তো প্রাথমিক অবস্থায় আপনি সেটা খুব একটা টের পাবেন না কিন্তু ধীরে ধীরে আপনি বুঝতে পারবেন আমি আদতে একটা কঠিন হৃদয়ের মানুষ, সামান্য আঘাতে যার কিছুই হয় না।

mountain-2563610_1280.jpg

সত্যি বলতে বাস্তবতা মানুষকে অনেক বেশী কঠিন করে দেয়, যেমন কিছু কিছু আঘাত মানুষের জীবনের গতিকে কঠিন করে দেয়। ঠিক তেমনি কিছু কিছু বিষয়ও কিন্তু মানুষের হৃদয়কে অনেক বেশী নরম করে দেয়। যদি সেটা না করতো তাহলে আমাদের জীবনে প্রেম ভালোবাসা বলে কিছুই থাকতো না, শুধু রাগ আর অভিমান থাকতো, হি হি হি। তবে তুলনামূলকভাবে পুরুষের চেয়ে নারীদের মন একটু বেশী নরম, এটা হয়তো সৃষ্টিকর্তার ইচ্ছায় হয়েছে, না হলে হয়তো আমাদের জীবনের প্রদীপ এতোটা সুন্দর থাকতো না, এতোটা সুন্দরভাবে শৈশব হতে বেড়ে উঠতে পারতাম না। শত অন্যায় করার পরও শাস্তি হতে মাফ পেতাম না, ভালোবাসার সিক্ততায় হৃদয় চঞ্চল হতো না।

দেখুন পরিস্থিতি আমাদের জীবনকে নিদারুণভাবে নিয়ন্ত্রণ করে, আমাদের মানসিকতাকে পাল্টে দেয়, চঞ্চল থাকা হৃদয়টাকে নির্জীব করে দেয় এবং আমাদের মনকে কঠিন করে দেয়, যদিও পরিস্থিতির উপর আমাদের কোন হাত থাকে না। তাই মাঝে মঝে আমরা সব কিছু সৃষ্টিকর্তার উপর চাপিয়ে দিয়ে নিজেদের মনকে কিছুটা শান্তনা দেয়ার চেষ্টা করি, কিন্তু তবুও কি আমরা শান্তনা খুঁজে পাই, পাই না। আসলে এটাই হলো বাস্তবতা, আমাদের চারপাশের জগৎটা সেই বাস্তবতার আবরণটাকে আরো বেশী শক্ত ও কঠিন করে দিয়েছে, অনাকাংখিত লোভ এবং হিংসা সেটাকে টেনে টেনে আরো বিস্তৃত করে দিয়েছে। এখানে হয়তো নিদারুণ নষ্ট মানসিকতা, অনাকাংখিত উদ্ধত আচরণ এবং সব কিছু নিজেদের পক্ষে নিয়ে আসার প্রচেষ্টা ছিলো অধীক পরিমানে।

মানুষের সৃষ্ট বিরূপ মানসিকতার আবরণই আমাদের সকল অনাকাংখিত পরিস্থিতির জন্য দায়ী, কিন্তু সবটা জেনেও আমরা মাঝে মাঝে নিশ্চুপ থাকি। কারন তারা আমাদেরই কারো কারো আপনজন, তাই চাইলেও বিদ্রোহী হয়ে উঠতে পারি না এবং প্রতিবাদ করতে পারি না। আর এই কারনেই আমাদের মানসিকতার উপর নিদারুণ একটা চাপ পড়ে, আমরা স্তম্ভিত হয়ে যাই, অনেকটা নির্বাকের মতো চুপসে যাই। ভালোবাসার আবরণ এখানে কাজ করে না, চঞ্চলতা এখানে প্রবেশ করতে পারে না, আমরা পরিস্থিতির শেকলে অনেকটা বন্দি হয়ে যাই। আজকের আবোল তাবোল জীবনের গল্পের কথাগুলো অনেকটাই অগোছালো ছিলো, যেমনটা পরিস্থিতি মাঝে মাঝে আমাদের জীবনটাকে অগোছালো করে দেয়।

Image taken from Pixabay 1 and 2

ধন্যবাদ সবাইকে।
@hafizullah

break .png
Leader Banner-Final.pngbreak .png

আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

break .png

Banner.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

সত্যি ভাইয়া সব সময় মুগ্ধ করে দেওয়ার মত কিছু কথা সব সময় আপনি আমাদের মাঝে শেয়ার করে থাকেন। আজকের কথা গুলোও বেশ মন ছুয়ে যাওয়া। তবে আপনার কথা গুলোর মধ্যে নিচের কথা গুলো কিন্তু মনকে দারুন ছুঁয়ে দিলো-

মানুষের সৃষ্ট বিরূপ মানসিকতার আবরণই আমাদের সকল অনাকাংখিত পরিস্থিতির জন্য দায়ী, কিন্তু সবটা জেনেও আমরা মাঝে মাঝে নিশ্চুপ থাকি। কারন তারা আমাদেরই কারো কারো আপনজন, তাই চাইলেও বিদ্রোহী হয়ে উঠতে পারি না এবং প্রতিবাদ করতে পারি না।

বাস্তবতা কে খুব সুন্দর করে আমাদের মাঝে উপস্থাপন করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

বাস্তবতার অনুভূতি থেকে লেখা এবং সব কথাগুলোই নিজের অভিজ্ঞতা দিয়ে সাজানো, ভালো লেগেছে শুনে আমার কাছেও ভালো লাগলো আপু।

ভাবি দেখছি বেশ ভালোই খেয়াল করে। তাই আপনার বদলে যাওয়াটাও বুঝতে পারে। তবে যাই বলুন না কেন ভাইয়া আমরা সবাই জীবনের কঠিন সময় গুলো পার করি। কখনো নিজেকে সামনে নিতে পারি কখনো বা দুমড়ে মুচড়ে যাই।

হ্যা, এটা যথার্থ বলেছেন মাঝে মাঝে হয়তো এগিয়ে যাই কিন্তু আবার মাঝে মাঝে হারিয়েও যাই। অনেক ধন্যবাদ

Congratulations, your post has been upvoted by @dsc-r2cornell, which is the curating account for @R2cornell's Discord Community.

Manually curated by @jasonmunapasee

r2cornell_curation_banner.png

মানুষের সৃষ্টি বিরূপ মানসিকতাই আমাদেরকে বিপদের মধ্যে ফেলে দেয়। আর প্রতিনিয়তই বাস্তবতা থেকে আমরা শিক্ষা লাভ করি। বাস্তবতা আমাদেরকে অনেক কিছু শেখায়। আপনার লেখা পোস্ট পড়ে খুবই ভালো লাগলো ভাইয়া। জীবনের বাস্তব কথাগুলো তুলে ধরেছেন আপনি।

কিন্তু দুঃখজনক হলেও সত্য যে, বাস্তবতা হতে শেখা বিষয়গুলোতে আমরা খুব একটা পারদর্শিতা প্রদর্শন করতে পারি না। ধন্যবাদ

আমাদের জীবনটা আসলেই খুব কঠিন। মাঝেমধ্যে আমরা এমন পরিস্থিতিতে পড়ে যাই,তখন মনে হয় পৃথিবীতে আপন বলতে কেউ নেই। কাছের মানুষগুলোকে একেবারে অচেনা মনে হয়। নিজেদের স্বার্থ হাসিল করার জন্য কাছের মানুষেরাও, অনেক সময় অমানবিক আচরণ করে আমাদের সাথে। তবুও দিনশেষে চাইলেও তাদের সাথে সম্পর্ক ছিন্ন করতে পারি না,একমাত্র মায়ার বাঁধনে আবদ্ধ রয়েছি বলে। আসলে মায়া খুব খারাপ একটি জিনিস। যাইহোক দারুণ লিখেছেন ভাই। এতো চমৎকার একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

এটাই হয়তো কঠিন বাস্তবতা, সব কিছু আড়ালে রেখে সম্পর্কটাকে গতিশীল রাখার প্রচেষ্টায় আমাদের গতিশীল থাকতে হয়। অনেক ধন্যবাদ

পরিস্থিতি নিয়ে চমৎকার একটি ব্লগ শেয়ার করেছেন ভাইয়া। লেখাগুলো জীবন থেকে নেয়া তাই অনেকের জীবনের সাথে ভীষণ মিল পাওয়া যায়।এটা খুব সত্যি কথা পরিস্থিতি আমাদের জীবনকে নিদারুণভাবে নিয়ন্ত্রণ করে।আমরা নিজেদেরকে ঠিক একইভাবে এমন সব পরিস্থিতিতে নিয়ন্ত্রণ করি।অনক সময় কিছুই করার থাকে না।অনেক কিছুই সয়ে নিতে হয়।

জীবনের কথা কিংবা গল্পগুলো এমনই, না চাইলে অন্যের সাথে মিলে যায় এবং নিজের মনে কথা বলে মনে হয়। ধন্যবাদ