কক্সবাজার- অনুভূতির সতেজতায় আনন্দ ভ্রমণ (পর্ব-২)

in hive-129948 •  last month 

হ্যালো বন্ধুরা,

কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো এবং সুস্থ আছেন। সময়ের সঠিক ব্যবহার নিশ্চিত করার মাধ্যমে জীবনকে আরো বেশী সুন্দর ও গতিশীল রাখার চেষ্টা করছেন। সফলতা আসুক বা না আসুক প্রচেষ্টাগুলোকে কখনো নির্জীব হতে দেয়া যাবে না, কারন বলা যায় না কোন প্রচেষ্টার মাঝে সফলতা লুকিয়ে আছে আর কোন প্রচেষ্টার মাঝে ব্যর্থতা। ঐ যে একটা কথা আছে না, যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখ তাই, পাইলেও পাইতে পারো ........। বলা তো যায় না, এইখানে কিন্তু অনেক কিছু লুকিয়ে আছে যদি আমরা সেটা বুঝতে সক্ষম হই তাহলে।

যাইহোক, কথা না বাড়িয়ে মূল কথায় ফিরে আসি। আজকে অনুভূতির সতেজতায় আনন্দ ভ্রমণের দ্বিতীয় পর্ব শেয়ার করবো, প্রথম পর্বে অবশ্য বলেছিলাম আসনের অনাকাংখিত অসুস্থ্যতার বিষয়টি, যতই চেষ্টা করি না কেন তাকে কোনভাবেই কাইত করতে পারি নাই। যার কারনে যাওয়ার সময়টা খুব বেশী সুখকর হয়নি আমাদের জন্য। না না না পুরো চাপটা সুমন ভাইয়ের উপর দিয়ে গিয়েছিলো। যেহেতু আমি সুমন ভাইয়ের সীটে আর সুমন ভাই আমার সীটে বসেছিলেন। আর যেহেতু রাতের যাত্রা ছিলো তাই ফটোগ্রাফি করার খুব একটা আগ্রহ ছিলো না আমার মাঝে, তবে সেদিন আকাশ বেশ পরিচ্ছন্ন ছিলো এবং চাঁদের অবস্থাও বেশ উজ্জ্বল ছিলো। ফাঁকে ফাঁকে সুমন ভাই ঠিকই ফটোগ্রাফি করে নিয়েছিলেন।

IMG_20240525_045500.jpg

IMG_20240525_045509.jpg

তবে সকালের দিকে মানে ভোর সকালের সময় যখন সূর্য উদয় হওয়ার সময় হয়, তখন দারুণ একটা পরিবেশ তৈরী হয়েছিলো। প্রকৃতি যেন রঙিন হয়ে আমাদের স্বাগতম জানানোর চেষ্টা করছিলো। দৃশ্যটা সত্যি অনেক বেশী মুগ্ধকর হয়ে উঠে যখন আমরা কর্ণফুলী নদী পার হই। চারপাশের দৃশ্যগুলোর সৌন্দর্য এবং হৃদয়ে ছড়ানো মুগ্ধতা সত্যি বলে বুঝানো যাবে না। তাই সাথে সাথে নিজের অস্ত্র মানে স্মার্টফোটটি বের করে ফটাফট কয়েক রাউন্ড শট নিয়ে নিই। অবশ্য এই ক্ষেত্রে সুমন ভাই সহযোগিতা করেন, তিনি নিজেও কয়েকটি শট নিয়ে দেন। পুরো টীম অবশ্য তখন দফায় দফায় শট নেয়া নিয়ে ব্যস্ত ছিলেন। শুধু যে আমাদের টীম সেটা বললে ভুল হবে বরং জানালার পাশে যাদের সীট ছিলো সবাই চেষ্টা করেছিলেন নিজেদের ফোনে কিছু মুহুর্ত ক্যাপচার করার।

IMG_20240525_045403.jpg

IMG_20240525_045432.jpg

মাঝে মাঝে এমন হয় যে, সাধারণ দৃশ্যের মাঝে অসাধারণ কিছু খুঁজে পাওয়া যায়, ভালো লাগার একটা অন্য রকম অনুভূতি হৃদয়ে তৈরী হয়ে যায়। সকালের প্রকৃতি এবং বাহিরের পরিবেশটা অনেকটাই তেমন ছিলো। যতই দেখছি ততোই যেন মুগ্ধতা অনুভব করছি। ভালো লাগা কিংবা ভালোবাসা যেটাই বলেন না কেন, দারুণভাবে জাগ্রত ছিলো তখন। নদীর বুকে বেশ কিছু পরিমানে নৌকা ছিলো, যার কারনে রং ছড়ানো লাল আভা দারুণ একটা পরিবেশ তৈরী করেছিলো। পানির রংটা আরো বেশী নীল ও আকর্ষনীয় মনে হয়েছিলো।

IMG_20240525_045514.jpg

IMG_20240525_045517.jpg

কর্ণফুলী নদীর উপর রেললাইনের সেই ব্রিজটি পার হওয়ার পর আরো ঘুম আসেনি, কারণ তার কিছুটা সময় পরই সূর্যের কিরণ নিজের তেজ প্রকাশ করতে শুরু করে এবং পরিবেশটা ধীরে ধীরে উষ্ণ হতে থাকে। অবশ্য তখনও সুমন ভাই দারুণ দারুণ দৃশ্য ক্যাপচার করায় ব্যস্ত ছিলেন। আর আমি সময়ের অপেক্ষা, কখন ট্রেন কক্সবাজার পৌঁছাবে আর আমরা কাংখিত স্টেশনে নামবো। কারন কক্সবাজারের আইকনিক স্টেশনটি বেশ আকর্ষণীয় ও দেখার মতো ছিলো। সেটার কল্পনার সাথে সাথে বাস্তবে দেখার আগ্রহটা দ্বিগুণ হতে থাকে, আর ট্রেন ছুটে চলেছিলো কাংখিত গন্তব্যে।

তারিখঃ এপ্রিল ০৪, ২০২৪ইং।
লোকেশনঃ কর্ণফুলী নদী, চট্টগ্রাম।
ক্যামেরাঃ রেডমি-৯ স্মার্টফোন।

ধন্যবাদ সবাইকে।
@hafizullah

break .png
Leader Banner-Final.pngbreak .png

আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

break .png

Banner.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

এরকম সুন্দর দৃশ্য উপভোগ করতে করতে গিয়েছেন দেখেই তো অনেক ভালো লেগেছে ভাইয়া। এরকম সুন্দর দৃশ্য দেখলে সবাই তো ব্যস্ত হবেই শট নেওয়ার জন্য। আমি তো একেবারে আপনার ফটোগ্রাফি গুলোর মাঝেই হারিয়ে গিয়েছিলাম একেবারে। আকাশের অপরূপ সৌন্দর্য দেখতে দারুন লাগতেছে। সুমন ভাইয়া তো ব্যস্ত হবেই এরকম দৃশ্য ক্যাপচার করার জন্য। কারণ কেইবা বসে থাকবে এগুলো দেখলে। দ্বিতীয় পর্বটা তোর দারুন লাগলো। তৃতীয় পর্বটার জন্য তাহলে অপেক্ষায় থাকলাম। আশা করছি আরও দারুন কিছু দেখবো।

পরিবেশ এবং দৃশ্যগুলোর মুগ্ধতায় হৃদয় জুড়িয়ে গিয়েছিলো তখন। অনেক ধন্যবাদ

কক্সবাজার গিয়েছিলেন জেনেছিলাম।সেই বিষয় নিয়ে পোস্ট করেছেন তবে পড়া হয়নি।আজ দেখছি দ্বিতীয় পর্ব শেয়ার করলেন।নিজের অনুভূতি দিয়ে চমৎকার ভাবে উপস্থাপন করলেন।এটা সত্যিই জানালার কাছে বসলে ঝটপট যেকোনো দৃশ্যের ক্যাপচার মোবাইলে করে নেয়া যায়। আর সাধারণের মাঝে অসাধারণ কিছু ক্যাপচার পাওয়া ও যায়।ধন্যবাদ ভাইয়া আপনাকে অনুভূতি গুলো সুন্দর ভাবে উপস্থাপন করার জন্য।

হুম, আবার ভয়ও থাকে বেশী কারন আজকালতো ট্রেনে পাথর ছুড়ে মারে বাহির হতে অনেকেই। ধন্যবাদ

আপনাদের কথা অনেকদিন শুনছি না।রিপ্লায় দিলেন আপনার অস্তিত্ব টের পেলাম।আর বুঝতে পারলাম নেট আছে আপনার।ধন্যবাদ....

ডায়নামিক সুন্দর কিছু ভিউ আপনি মিস করেছেন ঘুমিয়ে ঘুমিয়ে। ডাকছিলাম তাও ওঠেননাই। 😅

ভাই যারা বেশি বেশি ঘুমায়,তারা অনেক কিছুই মিস করে ফেলে😂।

ভোর সকালের এমন সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে গিয়েছি ভাই। ফটোগ্রাফি গুলো সত্যিই দারুণ হয়েছে। ট্রেন জার্নির সময় জানালার পাশে বসলে প্রাকৃতিক সৌন্দর্য দারুণভাবে উপভোগ করা যায়। যাইহোক সবমিলিয়ে পোস্টটি দেখে খুব ভালো লাগলো ভাই। পরবর্তী পর্বের অপেক্ষায় রইলাম।