আমার বাংলা ব্লগ গাইডলাইন || নতুন মেম্বার হওয়ার নিয়মাবলীsteemCreated with Sketch.

in hive-129948 •  2 years ago 

Tutorial Cover3.png

হ্যালো বন্ধুরা,

আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি আমার বাংলা ব্লগের নতুন মেম্বারদের উদ্দেশ্যে কিছু কথা বলবো এবং কিছু বিষয়ে তাদের স্পষ্ট গাইড করার চেষ্টা করবো। আমার বাংলা ব্লগ শুরু হতেই তার ইউজারদের নিয়ে চিন্তা করে আসছে এবং নানা ভাবে তাদের মাঝে সৃজনশীলতা তৈরী করার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। আমরা বিশ্বাস করি দক্ষতা স্বপ্ন পূরণের সিঁড়ি আর সেই সিঁড়ি পর্যন্ত আপনাদের নিয়ে যাওয়ার জন্য আপনাদের মানসিকতার পরিবর্তনসহ গুনগত মান উন্নউয়ে চেষ্টা করে যাচ্ছে আমার বাংলা ব্লগ। আমাদের সকল উদ্যোগ এবং চেষ্টাগুলো শুধুমাত্র আমাদের ইউজারদের কেন্দ্র করে আর এখানেই আমার বাংলা ব্লগের সাথে অন্যান্য কমিউনিটির মাঝে পার্থক্য।

আমরা বিশ্বাস করি পুরো স্টিমিট প্লাটফর্মে আমার বাংলা ব্লগ একটা রোল মডেল। কমিউনিটির সদস্যদের দক্ষতা, সৃজনশীলতা, কাজের ধারাবাহিকতা, দীর্ঘ সময় থাকার মানসিকতা এবং সকল ধরনের এবিউজ হতে দূরে থাকার অবস্থাই সেটা স্পষ্ট করে দেয়। আমরা প্রতিটি ইউজারের চেষ্টাকে যেমন মূল্যায়ন করি, ঠিক তেমনি কাজের সাপোর্ট দিয়ে মানসিকভাবে উজ্জিবীত রাখার চেষ্টা করি। আমরা বিশ্বাস করি আমার বাংলা ব্লগের সদস্যরাই হলো আমার বাংলা ব্লগের মূল সম্পদ, তারা যতদিন ক্রিয়াশীল থাকবে, বাংলা ভাষা ততদিন স্টিমিট প্লাটফর্মের শীর্ষে থাকবে। আর এই ক্ষেত্রে আমার বাংলা ব্লগের প্রতিষ্ঠাতা @rme দাদার যে স্বপ্ন পুরো স্টিমিট প্লাটফর্মে রাজত্ব করবে বাংলা, সেটাও সহজ হয়ে যাবে।

আর এই কারনেই আমরা চেষ্টা করি, প্রতিনিয়ত নতুন ইউজারকে শুরু হতেই যথাযথভাবে গাইড করার, কাজের মানসিকতা তৈরীর পাশাপাশি কমিউনিটির নিয়মাবলীর ব্যাপারে সচেতন করে তোলার। ১০০ জন্ অদক্ষ ইউজারের তুলনায় একজন দক্ষ ইউজারের মূল্য অনেক বেশী। আর এই কারনেই আমার বাংলা ব্লগ শুরু হতেই প্রতিটি ইউজারের পিছনে যথেষ্ট সময় ব্যয় করছে, তাদের ভেতরগত দক্ষতা এবং বাহিরগত দক্ষতার উন্নয়ন করার। কারন ভেতরের অন্ধকার দূর হলেই বাহিরের পথটা সহজেই আলোকিত করা যাবে। তার সাথে সাথে সফলতার শীর্ষে পৌঁছানো সম্ভব হবে।

আমার বাংলা ব্লগের নতুন মেম্বার হতে হলে আপনাকে শুরুতেই কিছু বিষয়ে নিজের অবস্থান স্পষ্ট করতে হবে। কমিউনিটির নিয়মগুলোর প্রতি আন্তরিক থাকতে হবে এবং একটা নির্দিষ্ট পদ্ধতি অনুসরণ করে মেম্বার হওয়ার আবেদন করতে হবে। চলুন সেই বিষয়গুলো ধারাবাহিকভাবে বুঝার চেষ্টা করি।

প্রথম করণীয় কাজঃ

আপনাকে আমার বাংলা ব্লগ সাবস্ক্রাইব করতে হবে। এটা সবাই ঠিক মতোই করতে পারে কিন্তু তার পরের বিষয়টি সবাই ভুলে যান। একটা কমিউনিটি সাবস্ক্রাইব করার পর প্রথম দায়িত্ব হয় সেই কমিউনিটির নিয়মাবলী ভালো ভাবে পড়ার, কিন্তু অধিকাংশ ইউজার এই কাজটি করে না বা উপেক্ষা করে যায় এবং কাজ করার ক্ষেত্রে ভুল করে নিজের রেপুটেশন নষ্ট করে। সুতরাং আপনি যেমন নিজ আগ্রহে আমার বাংলা ব্লগ সাবস্ক্রাইব করবেন, ঠিক সেই ভাবে নিজ দায়িত্বে কমিউনিটির নিয়মাবলী ভালো ভাবে পড়ে নিবেন। নিচের লিংকটি ওপেন করুন, আপডেট নিয়মাবলী দেখতে পাবেন।

"আমার বাংলা ব্লগ" এর নিয়মাবলীর সর্বশেষ আপডেট


দ্বিতীয় করণীয় কাজঃ

আমার বাংলা ব্লগের ডিসকর্ড চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে। কারন কমিউনিটির বিষয়ে বিস্তারিত তথ্য জানার পাশাপাশি সঠিক গাইড পাওয়ার জন্য কিংবা কাজের বিষয়গুলো সম্পর্কে সঠিক ধারনা নেয়ার জন্য আপনাকে আমাদের সহযোগিতা নিতে হবে। এছাড়াও আমাদের কাছে আসার সহজ উপায় হলো কমিউনিটির ডিসকর্ড চ্যানেল। আমাদের সাথে যোগাযোগ করার পর পরই আমরা বাকি বিষয়গুলোর সম্পর্কে আপনাকে অবহিত করতে পারবো। ডিসকর্ডে জয়েন করার পর পরই আপনার কাজ হবে আপনার স্টিমিট আইডিটি ডিসকর্ডের সাথে লিংকআপ করা। লিংক আপ করার বিষয়টি নিচের লিংকটি ওপেন করে দেখতে পারেন।

কিভাবে আপনার স্টিমিট আইডি লিংকআপ করবেন


তৃতীয় করণীয় কাজঃ

আমার বাংলা ব্লগে নিউ মেম্বার রুল পাওয়ার সাথে সাথে আপনাকে সর্ব প্রথম যে কাজটি করতে হবে সেটা হলো আমার বাংলা ব্লগের উইটনেসকে ভোট দিতে হবে, এটা সকলের জন্য বাধ্যতামূলক। এই কাজটি না করলে আপনাকে লেভেল-১ এর ক্লাশে অংশগ্রহন করতে দেয়া হবে না। এর জন্য আপনাকে খুব বেশী কষ্ট করতে হবে না, আপনার কোন খরচাও হবে না, শুধুমাত্র নিয়ম অনুসরণ করে ভোটটি দিতে হবে। এছাড়াও আপনি চাইলে আমার বাংলা ব্লগের প্রতিষ্ঠাতা @rme দাদাকে উইটনেস ভোটের প্রক্সি সেট করতে পারেন। নিচের লিংকটি ওপেন করে ভোট দেয়ার নিয়ম দেখতে পারেন।

Witness Vote কিভাবে দিবেন?


চতুর্থ করণীয় কাজঃ

উপরের কাজগুলে করার পরই কিন্তু আপনি ভেরিফিকেশন পোষ্ট করতে পারবেন না। কারন আমার বাংলা ব্লগের সদস্য হওয়ার সুযোগটি উন্মুক্ত না। প্রতি মাসের শেষ সপ্তাহে নতুন সদস্য সংগ্রহ করা হয়, কমিউনিটির সাপ্তাহিক হ্যাংআউটে এ বিষয়ে প্রতি মাসে ঘোষণা দেয়া হয়। নতুন সদস্য নেয়ার ঘোষণা দেয়ার পরই কেবল আপনি ভেরিফিকেশন পোষ্ট করতে পারবেন। তবে তার পূর্বে আপনাকে আরো দুটো কাজ করতে হবে, এক) ভেরিফিকেশন পোষ্ট করার নিয়মাবলী জানতে হবে কারন সঠিক ভাবে ভেরিফিকেশন পোষ্ট করা না হলে সেটা গ্রহণযোগ্য হবে না, দুই) আমার বাংলা ব্লগের ভেরিফাইড কোন ইউজারের রেফারাল নিতে হবে কারন আমরা শতভাগ ফেইক আইডিমুক্ত কমিউনিটি। তাই রেফারাল ছাড়া নতুন ইউজার নেয়া হয় না। নিচের লিংকটি ওপেন করে নিয়মাবলী জানতে পারবেন।

"আমার বাংলা ব্লগে" ভেরিফিকেশন পোস্ট করার নিয়মাবলী


পঞ্চম করণীয় কাজঃ

আমারবাংলা ব্লগে সঠিক সময়ে সঠিক নিয়মে ভেরিফিকেশন পোষ্ট করার পর আমাদের দায়িত্বপ্রাপ্ত মডারেটর আপনার পোষ্টটি চেক করবেন এবং সব কিছু ঠিক থাকলে আপনাকে নিউ মেম্বার রুল দিবেন। তারপর আপনাকে লেভেল-১ এর ক্লাশে ভেরিফিকেশন এর জন্য এটেন্ড করতে হবে। তারপর লেভেল-১ এর ক্লাশ করে পরীক্ষা দিতে হবে। এভাবে আপনাকে লেভেল-১ হতে লেভেল-৫ পর্যন্ত উত্তীর্ণ হওয়ার মাধ্যমে আমার বাংলা ব্লগের ভেরিফাইড মেম্বার হওয়ার চেষ্টা করতে হবে। এর মাঝে আপনাকে নিয়মিত পোষ্ট করতে হবে, এনগেজমেন্ট করতে হবে, ডিসকর্ড চ্যানেলে নিয়মিত থাকতে হবে এবং কমিউনিটির নিয়মগুলো সম্পর্কে যত্নশীল হতে হবে। এই সময়ে আপনি সঠিক এনগেজমেন্ট ধরে রাখার জন্য কমিউনিটি হতে ফ্রি ডেলিগেশন নিতে পারবেন। নিচের লিংকটি ওপেন করে বিস্তারিত তথ্য দেখতে পারেন।

"আমার বাংলা ব্লগ" এর নতুন ইউজারদের জন্য ফ্রি ডেলিগেশন সার্ভিস


ষষ্ঠ করণীয় কাজঃ

আমার বাংলা ব্লগে নিউ মেম্বার রুল পাওয়ার সাথে সাথে আপনার উপর আরো একটা দায়িত্ব আসবে আর সেটা হলো কমিউনিটির প্রাইভেসি রক্ষা করা। আমার বাংলা ব্লগে এ বিষয়ে নির্দিষ্ট নীতিমালা রয়েছে এবং এটা সবাইকে যথাযথভাবে মেনে চলতে হবে। যদি এই নীতিমালার ব্যত্যয় ঘটে তাহলে তার ব্যাপারে যথাযথ ব্যবস্থা নেয়ার অধিকার আমার বাংলা ব্লগ সংরক্ষন করে। কোন নোটিশ ছাড়াই যে কোন এ্যাকশন নেয়া হতে পারে। সুতরাং প্রাইভেসি রক্ষার ব্যাপারে আপনাকে শতভাগ সচেতন থাকতে হবে। নিচের লিংকটি ওপেন করে আমাদের প্রাইভেসি পলিসি জেনে নিতে পারেন।

"আমার বাংলা ব্লগ" এর Privacy Policy-র সর্বশেষ আপডেট


আমার বাংলা ব্লগ তার ইউজারদের উপর কোন বিষয়ে জোর খাটানোর চেষ্টা করে না, বরং সকলের সাথে ভালো ব্যবহার করার মাধ্যমে এবং সঠিক বিষয়ে শিক্ষা দেয়ার মাধ্যমে একটা সুন্দর পরিবেশ তৈরীর চেষ্টা করে এবং সবাইকে নিয়মের মাঝে থাকার ব্যাপারে প্রবুদ্ধ করে। নিয়মের মাঝে থেকে এবং নিজের সেরাটা প্রকাশ করার মাধ্যমে আপনি যদি ভেরিফাইড মেম্বার হওয়ার ‍যোগ্যতা অর্জন করতে পারেন, তাহলে আপনিও আমার বাংলা ব্লগের জন্য নতুন মেম্বার রেফার করে রিওয়ার্ড আয় করতে পারবেন। নিচের লিংকটি ওপেন করে সে বিষয়টিও জেনে নিতে পারেন।

"আমার বাংলা ব্লগ" এর নিউ ইনিশিয়েটিভ "রেফার করো রিওয়ার্ড জেতো"


মনে রাখবেন স্টিমিট একটা ওপেন প্লাটফর্ম কিন্তু এখানে কাজ করতে হলে আপনাকে নিয়মের মাঝে থেকে সেটা করতে হবে, নিয়মের ব্যত্যয় যেমন কেউ পছন্দ করে না ঠিক তেমনি নিয়মের বাহিরে থাকলেও কেউ সাপোর্ট করে না। সুতরাং আমার বাংলা ব্লগের মাঝে কাজ করতে হলে আপনাকে নিয়মের ভেতর থাকতে হবে এবং আমার বাংলা ব্লগের সকল সুযোগ ব্যবহার করে নিজের সফলতা নিশ্চিত করার চেষ্টা করতে হবে। আর এই ব্যাপারে আমার বাংলা ব্লগের সকল এ্যাডমিন ও মডারেটরগন আপনার পাশে থাকবে এবং প্রয়োজনীয় পরামর্শ দিবে।

ধন্যবাদ সবাইকে।
@hafizullah

break .png
Leader Banner-Final.png
break .png

আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

break .png

Banner.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

অনেক বিশ্লেষণ করে আপনি নতুন ইউজারদের জন্য এই পোস্টটি তৈরি করেছেন। সবকিছুই ধাপে ধাপে দিয়েছেন পাশাপাশি আরো সহজতর করার জন্য লিংক শেয়ার করেছেন। নিশ্চয়ই এই পোস্টটি তৈরি করতে আপনার অনেক সময় লেগেছিল। আর সত্যি বলতে আসলেই আপনার একজন দক্ষ ইউজার তৈর করার জন্য অনেক চেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং সফল হচ্ছেন।

Hello friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

ঠিক বলেছেন ভাই একশত জন্য
অদক্ষ ইউজার এর থেকে একজন দক্ষ ইউজার ভালো। ইউজারদেরকে ক্লাস করিয়ে সব শিখিয়ে তারপর আবার সাপোর্ট দেওয়া স্টিমিট প্লাটফর্মে আমার বাংলা ব্লগ ব‍্যতিত আর কোনো কমিউনিটি করে না। আমার বাংলা ব্লগের নতুন সদস‍্য হওয়ার নিয়মাবলি গুলো আমার ভালো লেগেছে। আশাকরি সবাই এটা পালন করে আমার বাংলা ব্লগকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে।।

এই রুল গুলোর জন্যই আমাদের কমিউনিটি এত সুন্দর ভাবে চলছে আর উন্নতি করছে।এই পোস্ট টি নতুন মেম্বার হতে ইচ্ছুকদের অনেক হেল্প করবে।আশা করি সবাই নিয়ম মেনে চলবে

খুবই স্পষ্ট ভাষায় উপস্থাপন করেছেন। একজন নিউবি এর কাছে সহজেই বোধগম্য হবে ব্যাপার গুলো। এমন সুসজ্জিত নিয়মকানুন শুধুমাত্র বাংলা ব্লগ কমিউনিটিতেই দেখা মেলে ।

নতুন মেম্বার হওয়ার নিয়মাবলী পড়ে ভালো লাগলো। আমি এই পোস্টটিকে নতুনদের জন্য আলোক বার্তা হিসেবে দেখছি। তারা যদি আপনার দেখানো পথ অনুসরণ করে তাহলে সঠিক রাস্তায় সামনে এগিয়ে যেতে পারবে বলে আমি মনে করি। আমি বিশ্বাস করি আমার বাংলা ব্লগ মানে নতুন কিছু।

নতুনদের নতুন আলোকিত পথে সুস্বাগতম।

যেকোনো কাজের দক্ষতা খুবই গুরুত্বপূর্ণ যেটা একজনকে ভিত্তি হিসেবে গড়ে তোলে। আমার বাংলা ব্লগ কমিউনিটি স্টিমিট প্ল্যাটফর্মের ভিত্তি হিসেবে কাজ করে চলেছে। নতুন ইউজারদের জন্য যেটা খুবই গুরুত্বপূর্ণ। প্রত্যেকটা রুল নতুনদের জন্য অনেক কিছু যেটা তাদের জানার প্রয়োজন আশা করি সবাই এই বিষয়ে অবগত হবে।

নতুন মেম্বারদের জন্য খুবই গোছালো একটি নিয়ম কানুনের শ্রেণীবিন্যাস। খুব সহজেই একজন নতুন মেম্বর তার সদস্য পদ পাওয়ার জন্য করণীয় ও তথ্য এই পোস্টটি পড়লেই বিশদভাবে পেয়ে যাবে। এত সহজ ও সরল ভাবে একটি পোস্ট তৈরি করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

দক্ষতা হলো সফলতার সিঁড়ি। আমরা যদি দক্ষতার সাথে কাজ করি তবে সফলতার লক্ষ্যে পৌঁছাতে পারবো। আমার বাংলা ব্লগের প্রত্যেকটি ইউজার নিজের দক্ষতা প্রকাশ করে চলেছে এবং নিজের মেধায় নিজের সেরা কিছু উপহার দেওয়ার চেষ্টা করছে। এটা শুধুমাত্র সম্ভব হয়েছে আমার বাংলা ব্লগের সম্মানিত সকল এডমিন, মডারেটরের জন্য। কারণ তারা অনেক পরিশ্রম করে প্রত্যেকটি ইউজারকে সঠিক শিক্ষা প্রদান করেন এবং সুন্দরভাবে প্রতিটি বিষয়ে বুঝিয়ে দেন। ১০০ জন অদক্ষ ইউজারের চেয়ে একজন দক্ষ ইউজার অনেক বেশি গুরুত্বপূর্ণ। ভাইয়া আপনার গুরুত্বপূর্ণ লেখাগুলো পড়ে অনেক ভালো লাগলো। আশা করছি এই লেখাগুলো পড়ে নতুনরা অনেক কিছু জানতে পারবে।

নিউ মেম্বারদের জন্য আপনি যথার্থ একটি পোস্ট তৈরি করেছেন। এই পোস্টে থেকে নিউ মেম্বার তাদের করণীয় দিকনির্দেশনা গুলো যথার্থভাবে জানতেও বুঝতে পারবেন। আমার বাংলা ব্লগ বলেই এসব সম্ভব।

  ·  2 years ago (edited)
আমি প্রথমেই আপনাকে ধন্যবাদ জানাই।এই পোষ্টের মাধ্যমে আপনি অনেক সুন্দর ভাবে আমার বাংলাব্লগের সমস্ত নিয়মকানুন এখানে তুলে ধরেছেন। এই নিয়ম গুলো নতুন ইউজারদের অনেক উপকার হবে। আর এত সুন্দর সুযোগ সুবিধা গুলো আমার বাংলা ব্লগ কমিউনিটির পক্ষে সম্ভব।

নতুন মেম্বার হওয়ার নিয়মাবলী আপনি খুবই সুন্দরভাবে তুলে ধরেছেন। এগুলো একদম স্পষ্ট এবং সহজভাবে আপনি আমাদের মাঝে আবার তুলে ধরলেন। আসলেই এই পোস্টটি দেখলেই নতুন মেম্বাররা বুঝতে পারবে আমার বাংলা ব্লগের নতুন মেম্বার হওয়ার জন্য কি কি করতে হবে। সত্যি ভাইয়া আমার খুবই ভালো লেগেছে, নিয়মাবলীগুলো আপনি খুবই সহজভাবে আবার আমাদের মাঝে তুলে ধরেছেন। আসলে আমার বাংলা ব্লগ কমিউনিটি একটি অন্যরকম এবং সুন্দর পরিবেশ যুক্ত কমিউনিটি এটা নিয়ম দেখলেই বোঝা যায়।

ভাইয়া পোষ্টটি পড়ে খুব ভাল লাগলো। অনেক কিছু জানতে পারলাম। আাপনি স্টেপ বাই স্টেপ নতুন থেকে ভেরিফাইড হওয়া পর্যন্ত সব কিছু বনর্না করেছেন। এমনকি ভেরিফাইড হয়ে কমিউনিটির নিয়ম কানুন মেনে কিভাবে কাজ করতে হবে। সব কিছুই বনর্না করেছেন। এর থেকে সহজ ভাবে আর বুঝানো যায় না। ধন্যবাদ ভাইয়া।

চমৎকার ভাবে প্রতিটি জিনিস তুলে ধরেছেন ভাই। যারা আমার বাংলা ব্লগ কমিউনিটিতে জয়েন করতে চান তাদের জন্য একটি পরিপূর্ণ গাইডলাইন হয়েছে এই পোস্টটি। ধন্যবাদ আপনাকে।

একেবারে স্পষ্টভাবে লেখা একটি পোস্ট,এ পোস্ট পড়েও কেও ভুল করলে আমি তাকে কমিউনিটিতে নেওয়ার ই পক্ষপাতী নই।কারণ এর চেয়ে ক্লিয়ার ভাবে আসলে কিছু লেখার বা বলার নেই ই।

আমি বিশ্বাস করি আমার বাংলা ব্লগের যে উদ্দেশ্য প্রত্যেকটি ইউজারের মাঝে সৃজনশীলতার প্রতিভাগুলোকে বিকশিত করার চেষ্টা সেটা সফল হয়েছে। অদূর ভবিষ্যৎ ও হবে। নতুন যারা আসবে আশা করি তারা সবাই উপরের স্টেপগুলো ফলো করবে। এমন কিছু করবেনা যা কমিউনিটির জন্য মঙ্গলকর নয়। নতুন ইউজারদের জন্য শুভকামনা রইল

এত সুন্দর ভাবে আর সহজ ভাষায় নিয়মাবলী লিখে দেওয়ার জন্য ধন্যবাদ। এটা এমন ভাবেই লেখা হয়েছে যেটা সদ্য পড়াশোনা শেখা বাচ্চাও বুঝবে। আর সত্যি বলতে কেউ যদি না ও বোঝেন সংকোচের কিছু নেই। কারণ এখানকার অ্যাডমিন, মডারেটররা এতটাই সাপোর্টিভ যে আমি ফেসবুক, হোয়াটসঅ্যাপে এত কমিউনিটি বা গ্রুপে আছি বা ছিলাম এমন ভাবে ধরে ধরে বাচ্চাদের মত শেখাতে কাউকে দেখি নি। এখানে কেউ শিখতে চাইলে তাদেরই লাভ। আলাদা করে মডারেটর বা অ্যাডমিনদের কোন স্বার্থ নেই।তাই নিজের গরজেই শেখা উচিত সবার।

ভাইয়া একটা কথা বলে কানা মামা থাকার চেয়ে নাই মামা অনেক ভালো ৷ আসলে ১০০ জন্য অদক্ষ না থেকে ১ জন দক্ষ থাকলেই চলবে ৷একটি চমৎকার কথা বলেছেন ৷
এরা এটা ঠিক আমার বাংলা ব্লগ শুধু একটি কমিউনিটি নয় এটা একটা পরিবার ৷ আর তাই তো সবাই যত মেম্বার আছে সবাই সমান ৷ আর আমার বাংলা ব্লগ সর্বদা আমাদের সুখে দুঃখে পাশে আছে ৷ যেখানে প্রতিনিয়ত আমাদের সবার শিখিয়ে পড়িয়ে মানুষ করছে ৷ সত্যি বড় আমাদের মাথার ছায়া হয়ে আছে ৷

আসলে বলার শেষ নেই এই আমার বাংলা ব্লগ কে নিয়ে ৷
যা হোক দাদা নতুন মেম্বারদের ভালোর জন্য চমৎকার একটি নিয়মাবলি তৈরি করেছে৷ নিশ্চিই সেটা নতুনদের জন্য ভালো কিছু বয়ে আনবে ৷
আর ভাইয়া আপনি বেশ চমৎকার করে গুছিয়ে লিখেছেন বিষয় গুলো ৷
ধন্যবাদ ভাই

বাহ খুব চমৎকার একটি পোস্ট লিখেছেন। পুরো পোস্টটি খুব মনোযোগ দিয়ে পড়লাম। এই পোস্টটি নতুনদের জন্য খুবই উপকারী একটি পোস্ট হবে। সবকিছু স্পষ্ট ভাবে গুছিয়ে লেখা হয়েছে। আশা করি এখান থেকে অনেক কিছু বুঝতে পারবে ও সহজ ভাবে সবকিছু করে সামনে এগিয়ে যেতে পারবে।

খুব সুন্দর করে কথাগুলো গুছিয়ে লিখেছেন ভাইয়া।এই নিয়ম গুলো ফলো করে নিউ মেম্বার হওয়া খুব সহজ হবে।আসলে এত সুন্দর সুন্দর নিয়ম গুলো আমাদের বাংলা ব্লগে বেশ মানা হয়।হাজার টা অদক্ষ ইউজার চেয়ে কম হলে দক্ষ ইউজার আমাদের প্রয়োজন। আপনার প্রতিটি লিখা বেশ গুরুত্বপূর্ণ। ধন্যবাদ

সত্যি ভাইয়া অসম্ভব সুন্দর করে নতুনদের জন্য গাইডলাইন পোস্টটি করেছেন। প্রত্যেকটা বিষয় খুব সুন্দর করে খুব সহজভাবে লিখেছেন। এই গাইডলাইন টি পড়লে আমার মনে হয় না আর কারো ভুল হওয়ার কথা। আপনি কিন্তু ঠিকই বলেছেন ভাইয়া ১০০ জন অদক্ষ ইউজারের চেয়ে একজন দক্ষইউজারের মূল্য অনেক বেশি। আশা করি প্রত্যেকটা নতুন ইউজারই আপনার এই গাইড লাইনটি পড়ে আমার বাংলা ব্লগের নিয়ম সম্পর্কে বুঝতে আর কোন ভুল হবে না। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া এত সুন্দর একটি গাইডলাইন তৈরি করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল ভাইয়া।

Upvoted! Thank you for supporting witness @jswit.

ভাইয়া আপনার পোষ্টের মাধ্যমে খুবই গুরুত্বপূর্ণ বিষয় খুব সহজ করে সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছেন। এতে করে নতুন ইউজারদের সুদক্ষ ও নিখুঁতভাবে কাজ করার অনুপ্রেরণা যোগাবে। প্রতিটি ধাপ এত সুন্দর করে পর্যালোচনা করেছেন যা পড়ে নতুন ইউজাররা তাদের ভুলত্রুটি এড়িয়ে সামনের দিকে ধাবিত হতে পারবে। ভাইয়া আমার বাংলা ব্লগের সকল এডমিন ও মডারেটরগণ কঠোর পরিশ্রমের মাধ্যমে একজন দক্ষ ইউজার গড়ে তোলার পাশাপাশি তাদের ভেতরগত ও বহিরাগত দক্ষতার উন্নয়ন করে আমার বাংলা ব্লগে চলার পথকে ত্বরান্বিত করে দিচ্ছেন। আপনাদের এই অক্লান্ত পরিশ্রমকে স্যালুট জানাচ্ছি। আশা করি আমার বাংলা ব্লগ গাইড লাইনের এই পোস্ট নতুন ইউজারদের সামনের পথকে সুগম করে দিবে। আপনার জন্য অনেক অনেক শুভকামনা ও ভালোবাসা রইলো ভাই।

আমার দৃষ্টিকোণ থেকে অত্যন্ত উপকারী হবে আপনার এই পোস্টটি। বিশেষ করে যারা আমার বাংলা ব্লগের একজন গর্বিত ইউজার হতে চান। আপনি অত্যন্ত চমৎকার করে আমার বাংলা ব্লগে নতুন মেম্বার হওয়ার সমস্ত গাইডলাইন দিয়েছেন। যে কেউ ইচ্ছা করলে আপনার গাইডলাইন অনুসরণ করে নির্বিঘ্নে তাদের স্টিমিট যাত্রা শুরু করতে পারবেন।
চমৎকার একটি উদ্যোগ নেয়ার জন্য অসংখ্য ধন্যবাদ।

ধাপে ধাপে এবং সুন্দরভাবে স্পষ্ট ভাষায় একজন নতুন ইউজার এর কি কি করনীয় তা বোঝানো হয়েছে। এখন মনে হয় না নতুন কোন ইউজার আসলে তার কোন অসুবিধা হবে। কারণ এখানে ধারাবাহিকভাবে এবং সহজ ভাষায় বোঝানো হয়েছে।

সময়োপযোগী একটি নিয়ম হয়েছে ভাই। আশা করি সকল নিউ মেম্বাররা গুরুত্ব সহকারে এই নিয়মগুলো পালন করবে এবং যারা ভেরিফাইড মেম্বার রেফারেল করবেন তারা যেন এই সব বিষয়ে অবশ্যই মাথায় রাখেন।

আমার বাংলা ব্লগ গাইডলাইন নতুন মেম্বার হওয়ার নিয়মাবলী গুলো খুব সুন্দর ভাবে তুলে ধরেছেন ভাইয়া। আমাদের শ্রদ্ধেয় দাদা বাংলা ভাষাকে গোটা বিশ্বের কাছে তুলে ধরার জন্য যে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে আমরা তার প্রতি কৃতজ্ঞতা জানাই। আমার বাংলা ব্লগ এ একজন নতুন সদস্য কে যেভাবে সবকিছু শেখানো হয় তাতে করে কোনকিছু শেখার বাকি থাকে না,এখানকার শিক্ষকমণ্ডলীদের কোন তুলনা হয় না। ভাইয়া আপনার পোস্ট টি নতুন দের জন্য খুবই উপকারী একটা পোস্ট আপনি ধাপে ধাপে প্রতিটি নিয়ম খুব সুন্দর করে তুলে ধরেছেন।আমার বাংলা ব্লগ এর মতো সুন্দর কমিউনিটি আমি আর কোথাও দেখিনি। আমি এই কমিউনিটির একজন সদস্য হতে পেরে নিজেকে ধন্য মনে করি। আমি সবসময়ই আমার বাংলা ব্লগ কমিউনিটির সাফল্য কামনা করি। ধন্যবাদ ভাইয়া। 🙏🙏

আপনি যথার্থই বলেছেন ১০০ জন অদক্ষ ইউজার থেকে একজন দক্ষ ইউজারী যথেষ্ট। কারণ সে তার দক্ষতা দ্বারা কমিউনিটির কাজগুলো সঠিকভাবে করতে পারে ।ধন্যবাদ আপনাকে‌।

বিষয়গুলো আপনি খুবই সুন্দরভাবে উপস্থাপন করেছেন ভাইয়া। এই পোষ্টির মাধ্যমে নতুন ইউজারদের খুবই সুবিধা হবে বলে আমি মনে করি কেননা তারা একই জায়গা থেকে কমিউনিটি সকল নিয়ম-কানুন গুলো ভালোভাবে জেনে নিতে পারবে। সকলে এই নিয়মগুলো মানতে পারলেই আমাদের কমিউনিটি হয়ে যাবে আরও সুন্দর।

বাহ,খুবই পুঙ্খানুপুঙ্খভাবে লিখেছেন ভাইয়া, যেটা দেখে নতুনরা সহজেই অবগত হবেন।আমাদের কমিউনিটির সকলেই ইউজারদের জন্য চিন্তা করে এবং শুরু থেকে শেষ পর্যন্ত তাদের সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করে।এটা নতুনদের জন্য দারুণ সুযোগ ।আমাদের কমিউনিটি আরো সুদৃঢ় হোক সেই প্রত্যাশায় করি।নতুন নিয়মগুলো ও স্পষ্টভাবে বোঝানো হয়েছে, ধন্যবাদ ভাইয়া।

Congratulations, your post has been upvoted by @dsc-r2cornell, which is the curating account for @R2cornell's Discord Community.

Manually curated by @jasonmunapasee

r2cornell_curation_banner.png

আপনাদের ভেরিফাই মেম্বার তো কেউ রেফার কোরতে চাইনা আর আপনাদের কমিউনিটিতেতো ভেরিফাই বেম্বার তারা ফেমেলির কাউকে সারা রেফার করে না অথএব যেভেরিফাই সেইসুধু এখানে লাভবান হবে অন্য কারওর সুযোগ নেই,,,, নিজের সার্থ দেখা হয়েগেলো না,,,,,

ভাইয়া আপনার এই পোস্ট পড়ে খুব ভালো লাগলো। আপনি একদম স্পষ্ট ভাষায় খুব সুন্দর ভাবে নতুন মেম্বার হওয়ার নিয়মাবলী বিশ্লেষণ করেছেন। কোনো নতুন মেম্বার খুব সহজেই আপনার এই পোস্ট পড়ে আমার বাংলা ব্লগের নিয়মকানুন শিখে নিতে পারবে। আপনি অল্প কথায় গুছিয়ে খুব সুন্দর ভাবে আমার বাংলা ব্লগের নিয়মকানুন বুঝিয়ে দিয়েছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ এত গুরুত্বপূর্ণ একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য। আপনার জন্য শুভকামনা রইল।

অত্যন্ত উপকারী পোস্ট এটা। নতুনরা তো বটেই‚ সবাইই এর থেকে উপকৃত হবে।

সুন্দর তবে নিয়ম কানুনগুলো বেশি জটিল মনে হয়েছে। সহজ কোনো উপায় বের করা উচিত যাতে সবাই আমার বাংলা ব্লগ কমিউনিটি জয়েন করতে পারেন। অনেক অভিজ্ঞ এবং কোয়ালিটি স্টিমিয়ান আছেন যারা এখানে জয়েন করতে চান কিন্তু তাদের পরিচিত কেউ না থাকার কারণে জয়েন করতে পারেন না। যেহেতু এটা একটা সোশ্যাল মিডিয়া এবং এই কমিউনিটি একটা রোল মডেল হিসেবে বিবেচনা করা হয় তাই ভেরিফিকেশনের বিষয়গুলো আরেকটু সহজ হলে জয়েন করতে সুবিধা হত। ❤️

ধন্যবাদ আপনাকে এত সুন্দর ভাবে সবকিছু লিখার জন্য। আমার মত নতুন যারা আছেন আশা করি তারা বেশ উপকৃত হবেন।
আমি গত দুই মাস আগে আগস্ট মাসের ০৯ তারিখে 'আমার বাংলা ব্লগ'- এ একটি পরিচিত পোস্ট দেই এবং ডিসকর্ড চ্যানেলে জয়েন করি, সেখানে স্টীমিট আইডি লিংক আপ করি কিন্তু আমি নিউ মেম্বার রুল পাই নি এবং ডিসকর্ডে মডারেটর আপুকে বললে তিনি জানান আগষ্ট মাসের মেম্বার নেওয়া শেষ, সেপ্টেম্বরে আমি আবার উনাকে নক করলে তিনি আমাকে কমিউনিটির পরিচিত ভেরিভাইড মেম্বারের সাথে যোগাযোগ রাখতে বলেন কিন্তু আমার এই কমিউনিটিতে পরিচিত ভেরিফাইড মেম্বার নেই। আমার কি করা উচিত এখন?

প্রতিটি গুরুত্বপূর্ণ বিষয় গুলো লিংকসহ খুবই চমৎকার ভাবে উপস্থাপন করেছেন। একটি পোস্টের মধ্যে যাবতীয় নিয়মাবলী একই সাথে পেয়ে যাচ্ছে। আলাদাভাবে নিয়মাবলী পড়ার জন্য ভিন্ন কোনো পোস্টে আর যেতে হবে না। নিউ মেম্বারদের জন্য সত্যিই একটি গুরুত্বপূর্ণ পোস্ট।

নতুন ইউজারের জন্য প্রত্যেকটি বিষয় খুবই চমৎকার এবং স্পর্শভাবে উপস্থাপন করেছেন। নতুন ইউজার যেকোনো বিষয় সম্পর্কে ধারণা নিতে পারবে। নতুন ইউজারের জন্য এই পোস্টটি গাইডলাইন । এতো চমৎকার পোস্ট আমাদের মাঝে উপস্থাপন করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাই।

অনেক ধন্যবাদ আপনাকে ভাইয়া ৷ অনেক সুন্দর একটি পোস্ট তৈরি করে শেয়ার করেছেন ৷ নতুন মেম্বারদের আপনার এই পোষ্টি অনেক কাজে দিবে ৷ শুরু থেকে শেষ পর্যন্ত সব নিয়মাবলী অনেক সুন্দর ভাবে সাজিয়ে দিয়েছেন যা নতুন মেম্বাররা পড়ে খুব সহজে আমাদের প্রিয় কমিউনিটিতে যোগদান করতে পারবে ৷

সুন্দর ও স্পষ্ট ভাষায় নিয়ম গুলোকে উল্লেখ করে দিয়েছেন। যেকোনো নতুন ইউজারদের খুবই কাজে লাগবে। আসলে যারা নতুন আসে তাদের এরম গাইডলাইনেরই প্রয়োজন।

এই পোস্ট টি যদিও বা আমি এর আগে ও পড়েছিলাম কিন্তু আজকে হঠাৎ চোখ পড়ায় আবার এই পোস্টটি পড়ে নিলাম। আসলে আপনি ঠিকই বলেছেন ভাইয়া ১০০ জন অদক্ষ ইউজারের থেকে মাত্র একজন দক্ষ ইউজার অনেক বেশি উত্তম। আর আমাদের সকলের প্রিয় আমার বাংলা ব্লগ যদিও বা একটি উন্মুক্ত প্ল্যাটফর্ম কিন্তু এখানে কাজ করার জন্য অবশ্যই নিয়মের মধ্যে থেকে করতে হবে। নিউ মেম্বার হতে গেলে যে সকল করণীয় সেই বিষয়টি নিয়ে খুব সুন্দর একটি পোস্ট এটি। এই পোস্টটি যখন আমি প্রথমবার পড়েছিলাম তখন আমার কাছে অনেক বেশি ভালো লেগেছিল।

Posted using SteemPro Mobile