সকলের প্রতি বিশেষ পরামর্শ

in hive-129948 •  4 years ago  (edited)

Cover .jpg

আমার বাংলা ব্লগ কমিউনিটির পক্ষ হতে সবাইকে শুভেচ্ছা।

শুরুতেই আমি কমিউনিটির উদ্যোক্তাদের আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি, মাতৃভাষা বাংলা নিয়ে চমৎকার এই রকম একটি আইডিয়া বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ গ্রহন করার জন্য।

এটা সত্য যে, ব্লকচেইনে প্রতিটি জাতি তাদের নিজস্ব ভাষায় মনেরভাব প্রকাশে বেশ কার্যকর এবং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। কিন্তু অত্যন্ত দুঃখজনক হলেও সত্য যে, আমরা বাঙালীরা এখনো এক প্লাটফর্মে একত্র হতে পারি নাই। যার কারনে বাংলা ভাষায় নির্দিষ্ট কোন কমিউনিটি প্রতিষ্ঠা এবং সেখানে বাঙালী ব্যবহারকারীদের যথেষ্ট সমর্থন করার সুযোগ তৈরী হয় নাই। তবে দেরীতে হলেও আমাদের এই প্রত্যাশা পূরন হতে চলেছে “আমার বাংলা ব্লগ” কমিউনিটির মাধ্যমে।

যেহেতু চমৎকার একটি উদ্যোগ নেয়া হয়েছে এবং তা বাস্তবায়নে যথেষ্ট কার্যকর ভূমিকা পালন করা হচ্ছে। সেহেতু এটা আমাদের সকলের দায়িত্ব কমিউনিটির শৃংখলা এবং মান বজায় রাখার চেষ্টা করা। কারন ইতিমধ্যে কমিউনিটিতে এ্যাকটিভ সদস্যদের ভালো সাপোর্ট দেয়া শুরু হয়েছে। তাই সকল সদস্যদের কমিউনিটির নিয়মাবলী এবং স্টিমিট কমিউনিটি কর্তৃক @steemitblog এর সকল নিয়ম অনুসরন করার অনুরোধ জানাচ্ছি। তার সাথে সাথে বিশেষত বাংলাদেশী ব্যবহারকারীদের প্রতি আমার বিশেষ অনুরোধ থাকবে, বাংলাদেশের সম্মানহানি হয় এই রকম কাজ করা থেকে বিরত থাকার।

পরামর্শ-১

আপনার প্রোফাইল ভালোভাবে বিন্যাস করুন । আপনার প্রয়োজনীয় কিছু তথ্য সেখানে সঠিকভাবে উপস্থাপন করুন। আপনার সম্পর্কে ছোট একটু ধারনা দিন এবং আপনার অবস্থানের সঠিক তথ্য দিন। কারন আপনার ব্লগ দেখে অনেকেই আপনার প্রোফাইল ভিজিট করবে, সুতরাং এটা আপনার ব্লকচেইন যাত্রার জন্য খুবই গরুত্বপূর্ণ। উদাহরণস্বরুপ আমার প্রোফাইলের চিত্র দেয়া হলো-

one.png

পরামর্শ-২

আপনি যাই উপস্থাপন করেন না কেন, প্রতিটি ব্লগ এর শেষে নিজের পরিচিতি উপস্থাপন করার চেষ্টা করুন। কারন ইতিমধ্যে বাঙালীদের সম্পর্কে একটি নেতিবাচক ধারনা তৈরী হয়েছে যে, বাঙালীরা ভূয়া আইডি বেশী ব্যবহার করে। সুতরাং এই ধরনের তথ্য উপস্থাপনের মাধ্যমে আপনি নিজের সঠিক অবস্থান সহজেই প্রমান করতে পারবেন এবং ভালো সমর্থন পাওয়ার অবস্থান তৈরী করতে পারবেন। উদাহরন হিসেবে আমার নিজেরটি সংযুক্ত করা হলো-

টু.png

পরামর্শ-৩

নিজের যে কোন কাজের আসলতা প্রমানের জন্য ঘোষণা দিন, যেমন এটি আমার আসল কিংবা অরিজিনাল কাজ। এটা খুবই সহজসাধ্য একটি বিষয় কিন্তু এর মাধ্যমে আপনি নিজের একটি শক্ত অবস্থান তৈরী করতে পারবেন এবং কিউরেটরদের দৃষ্টি আকর্ষন করতে পারবেন। বিশেষত যারা ফটোগ্রাফি করতে পছন্দ করেন, এটা তাদের ক্ষেত্রে বেশী প্রযোজ্য। এছাড়া আরো একটি বিষয় সংযুক্ত করুন, সেটা হলো what3words লিংক। আর আপনার ফটোগ্রাফির নিচে অথবা ব্লগের শেষাংশে আপনার ক্যামেরা অথবা ফটোগ্রাফি ডিভাইসের তথ্য সংযুক্ত করুন, তাতে আলোকচিত্রগুলো আপনার নিজের এবং আসল এটা প্রমান করা সহজ হবে।

3.png

4.png

পরামর্শ-৪

আপনি যদি আমার মতো যে কোন বিষয় নিয়ে ব্লগ লিখতে পছন্দ করেন, তবে নিজের বৈশিষ্ট্য ধরে রাখুন। কপিরাইটের বিষয়টি যথাসম্ভব এড়িয়ে চলুন। যাই উপস্থাপন করবেন পুরোটাই আপনার বাস্তব অভিজ্ঞতার আলোকে প্রকাশ করুন। বিশেষত সবাইকে মার্কডাউনের বিষয়ে দক্ষতা অর্জনের অনুরোধ জানাচ্ছি। কারন ব্লগের ক্ষেত্রে উপস্থাপন শৈলী বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটা শুধু মাত্র ব্লকচেইনের ক্ষেত্রে নয় বরং আপনার বাস্তব জীবনের যে কোন ক্ষেত্রে প্রযোজ্য এবং এর ভূমিকা খুবই গরুত্বপূর্ণ।

এগুলো হলো প্রথমিক তথ্য, যা সঠিকভাবে উপস্থাপন করার মাধ্যমে আপনি যেমন আপনার নিজের অবস্থান শক্তিশালী করতে পারবেন ঠিক তেমনিভাবে শুধু কমিউনিটির কিউরেটর নয় বরং ব্লকচেইনে কার্যকর অন্যান্য কিউরেটরদের দৃষ্টি আকর্ষনে সামর্থ হবেন। সুতরাং পরামর্শগুলোর প্রতি সচেতন হওয়ার আহবান জানাচ্ছি। এছাড়া যে কোন বিষয়ে পরামর্শের জন্য কমিউনিটির ডিসকর্ড গ্রুপে আমাদের সাথে যোগাযোগ করতে।

ধন্যবাদ সবাইকে বিষয়গুলোর গুরুত্ব অনুধাবন করার জন্য, পরবর্তীতে আরো কিছু বিষয় নিয়ে আলোচনার আগ্রহ প্রকাশ করে আজ এখানেই শেষ করলাম।
@hafizullah

কমিউনিটির নিয়মাবলী এবং অন্যান্য তথ্য চেক করুন এখানে

Discord: https://discord.gg/5aYe6e6nMW

break.png
Leader_Banner-hafizullah.png
break.png

আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

break.png

Follow me on Twitter: https://twitter.com/hafizdhaka
Add me on Facebook : https://www.facebook.com/hafiz.metu
Subscribe my Channel on YouTube: https://www.youtube.com/channel/UCMjwsztBrprT7XWeVwURrjA

break.png


Support @amarbanglablog by Delegation your Steem Power

100 SP250 SP500 SP1000 SP2000 SP

-cover copy.png

|| Community Page | Discord Group ||


Cc:-
@rme
@steemitblog
@steemcurator01

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

সত্যিই অনেক গুরুত্বপূর্ণ পরামর্শ। অনেক ধন্যবাদ মূল্যবান পোস্ট করার জন্য।

ধন্যবাদ সবাইকে, আপনাদের চমৎকার মন্তব্যের মাধ্যমে আমাকে অনুপ্রাণীত করার জন্য।

অবশ্যই এই নিয়ম গুলো আমাদের মেনে চলা উচিত।অসংখ্য ধন্যবাদ এতো চমৎকার পরামর্শ দেওয়ার জন্য।

অনেক সুন্দর ও বর্ণনামূলক পোষ্ট ছিল। অনেকের উপকারে আসবে এই পরামর্শগুলো।

সত্যিই আপনি অনেক বিস্তারিত তর্থ দিয়েছেন। অনেক ভালো । স্বরণে রাখবো। ধন্যবাদ মূল্যবান পোস্ট করার জন্য।

ভালো লিখেছেন। ধন্যবাদ আপনাকে।

সত্যিই অনেক গুরুত্বপূর্ণ পরামর্শ। অনেক ধন্যবাদ মূল্যবান পোস্ট করার জন্য।

অনেক গুরুত্বপূর্ন তথ্য দিয়েছেন ভাই। ধন্যবাদ।

সঠিক দিকনির্দেশনা । অনেক ধন্যবাদ বিষয়গুলি সকলকে অবগত করার জন্য ।

ধন্যবাদ ভাই অনেক সুন্দর একটি পোষ্ট আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।

খুবই সুন্দর প্রচেষ্টা, আমিও সংযুক্ত হবো ইনশাআল্লাহ।

পরামর্শ গুলো অনেক গুরুত্বপূর্ণ ভাই। এগুলো আমাদেরকে পালন করা উচিত।

অনেক সুন্দর পরামর্শ শুভকামনা রইলো❤️

প্রিয় @hafizullah ভাই আপনার প্রতিটি তথ্য অনেক গুরুত্বপূর্ণ এবং সময়োপযোগী। ইনশাআল্লাহ ভবিষ্যতেও এভাবেই দিকনির্দেশনা দিয়ে যাবেন।

"শুভ কামনা অবিরাম"

এখানে, প্রতিটি পরামর্শই আমাদের নতুনদের অনুসরণ করা উচিত।
প্রতিটি পরামর্শই অনেক গুরুত্বপূর্ণ।

এই সত্যই আশ্চর্যজনক এটি মূল্যবান তথ্য অন্তর্ভুক্ত করার জন্য ধন্যবাদ ধন্যবাদ

অত্যন্ত চমৎকার কিছু পরামর্শ দেয়া হয়েছে এখানে।বিশেষ করে মার্কেট ডাউন এর উপর দক্ষতা অর্জন করা অত্যন্ত প্রয়োজন স্টিমেট এ ভালো করার জন্য।

ভালো লাগলো কথা গুলো

বেশ গুরুত্বপূর্ণ কিছু তথ্য ও পরামর্শ দিয়েছেন। ধন্যবাদ আপনাকে

আসলেই ভাইয়া খুবই ভালো পরামর্শ।

দারুন পরামর্শের জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

নিজের ওয়েবসাইটের আর্টিকেল এখানে(স্টিমিটে) দিলে বা পোস্ট করলে কি কপিরাইট হবে? দয়া করে বলবেন।

আরো ভালো হয় যদি কপিরাইটই সম্পর্কে বিস্তারিত একটি পোস্ট করেন।

নিজের পুরোনো লেখা অবশ্যই এখানে শেয়ার করতে পারবেন । তবে সোর্স উল্লেখ করবেন আর লেখাটা যে আপনারই লেখা সেটাও জানাতে ভুলবেন না ।

হ্যা, আমার আজকের পোষ্টটি দেখতে পারেন।

@hafizullah নিম্নের discord invitation লিংকটি দিন । আগেরটা expired হয়ে গেছে । নিচেরটা কখনই expired হবে না এবং মেম্বার acceptance number হলো আনলিমিটেড -

https://discord.gg/5aYe6e6nMW

জ্বী করে দিয়েছি ভাই।

ধন্যবাদ @hafizullah ভাই আপনার গুরুত্বপূর্ন পরামর্শের জন্য। ইনশা-আল্লাহ্ আমরা সকলেই আপনার পরামর্শ মতো চলবো এবং কমিউনিটির নিয়ম অনুযায়ী কমিউনিটি পরিষ্কার-পরিচ্ছন্ন রাখবো।

অসংখ্য ধন্যবাদ।পরামর্শগুলো আমার জন্য অনেক সহায়ক।

খুবই গুরুত্বপূর্ণ আলোচনা। সবার এ বিষয় সচেতন হওয়া উচিত।

@hafizullah স্যার গুরুত্বপূর্ণ তথ্য গুলো দেওয়ার জন্য🙂

অনেক চমৎকার ভাবে বিষয়টি বোঝানোর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আশাকরি নতুনরা আপনার পরামর্শ গুলো থেকে খুবই উপকৃত হবে যদিও আমি এই পরামর্শ প্রায় সবগুলো অনুসরণ করার চেষ্টা করি। আপনার অভিজ্ঞতা থেকে এরকম আরো নতুন নতুন এবং সুন্দর পোষ্ট আশা করছে যেটা থেকে কমিউনিটির উপকৃত হবে। ধন্যবাদ আবারো