ভুল মানসিকতা বনাম সঠিক উপলব্ধি (পর্ব-১)

in hive-129948 •  3 years ago 

শুভ সন্ধ্যা সবাইকে, আমি মোঃ হাফিজ উল্লাহ বাংলাদেশ হতে।

আমাদের সমস্যার মূলে রয়েছে আমাদের মানসিকতা, কারন আমরা ভুল মানসিকতা নিয়ে ভুল কিছু করার চেষ্টা করি এবং ফলাফলটা পাই বিপরীতমুখী। এটা এক কঠিন বাস্তবতা। আমি আজ এই বিষয়টি নিয়ে কিছু কথা ও বাস্তবতা উপস্থাপনের চেষ্টা করবো নিজের অবস্থান ব্যাখ্যা করার মাধ্যমে।

কারন শুরুতে মানে আমার স্টিম যাত্রাটাও খুব বেশী ভালো ছিলো না কিন্তু পরবর্তীতে ভালো হয়েছে নিজের চেষ্টা এবং কিছু মানুষের আন্তরিক সহযোগিতার মাধ্যমে। দেখুন আপনি যখন কোন বিষয় নিয়ে আন্তরিক হবেন, তখন আপনার চারপাশের মানুষরাও আন্তরিকতা নিয়ে আপনার পাশে এগিয়ে আসবে কিন্তু আপনি যখন আন্তরিকতা প্রকাশের পরিবর্তে নিজের ভুল অবস্থান তুলে ধরবেন তখন অন্যরাও আপনার কাছ হতে দূরে চলে যাবে, এটাই সাভাবিক নীতি।

IMG_20210807_144044.jpg

W3W Code: https://what3words.com/exact.dawn.positives
Device: Redmi 9, Xiaomi

আমি যখন এখানে আসি তখন আপনাদের মতো আমারও প্রথম লক্ষ্য ছিলো কিছু ইনকাম করার এবং এই জন্য আমিও শর্টকাট পদ্ধতিগুলো খোঁজার চেষ্টা করতে থাকি। কিন্তু না আমি কোন শর্টকাট পদ্ধতি গ্রহন করি নাই শুরুতে সেই চেষ্টা থেমে যায়, কারন আমি চারপাশের ভালো মানুষগুলোর প্রোফাইল চেক করতাম এবং তারা কি করছে, কিভাবে করছে? সেটা বুঝার চেষ্টা করতাম। আর এই চেষ্টার মাধ্যমেই ন্যাথানমারস এর সাথে যুক্ত হওয়ার সুযোগ পাই এবং তার নীতিগুলো অনুসরন করার মাধ্যমে নিজের অবস্থান পরিবর্তন করি সাথে মানসিকতাকেও।

আমার লক্ষ্য ঠিক ছিলো কিন্তু মানসিকতার কারনে ভুল পথে কিংবা ভুল পদ্ধতিতে যুক্ত হওয়ার দৌড়ে এগিয়ে ছিলাম। কিন্তু যখনই বুঝতে পারলাম, এই পদ্ধতিটি কার্যকর হয় না দীর্ঘ সময়ের জন্য এবং এখান হতে ভালো ফলাফল পাওয়া সম্ভব না। তখনই নিজেকে বদলে ফেলার চেষ্টা যুক্ত হলাম এবং লক্ষ্য ঠিক রেখে পদ্ধতি ও মানসিকতার পরিবর্তন করলাম। দেখুন বিষয়টি খুবই সহজ যদি একটু বুঝার চেষ্টা করি-

IMG_20210807_144055.jpg

W3W Code: https://what3words.com/tribe.voltages.brightly
Device: Redmi 9, Xiaomi

দরুন আপনার একটি পতিত জমি আছে এবং সেটার উর্বর শক্তি খুবই ভালো, কেউ একজন পরামর্শ দিলো বাজারে আমের খুব দাম, তুমি তোমার খালি জমিতে আম গাছ লাগিয়ে ভালো টাকা উপার্জন করতে পারবে। এই কথা শুনেই আপনি যদি দৌড় দেন এবং রাতেই আম গাছের চারা লাগান, তাহলে কি সকালেই আম পাবেন? কখনোই না কারন এভাবে কখনোই তা সম্ভব না। বরং আপনাকে প্রথমে জমিটিকে চারা গাছ লাগানোর উপর্যুক্ত করতে হবে এবং চারা গাছ লাগানোর সঠিক সময়ের জন্য অপেক্ষা করতে হবে। চারা গাছ লাগানোর পর তার পিছনে সময় ব্যয় করতে এবং তাদের সঠিকভাবে পরিচর্যা করতে হবে। একটা নির্দিষ্ট সময় পর্যন্ত তাদের বৃদ্ধি বা বড় হওয়ার সুযোগ দিতে হবে। তারপর আপনি হয়তো কাংখিত ফলাফল পাবেন।

আমরা যারা স্টিমিটে ভালো কিছু করার স্বপ্ন নিয়ে এসেছি আমাদের এই বিষয়টি অবশ্যই স্মরনে রাখা উচিত, রাতারাতি যেমন আম গাছে ফলন আসবে না ঠিক তেমনি আমরাও শর্টকাট কোন পদ্ধতিতে ভালো কিছু করতে পারবো না। স্টিমিটের বিষয় ও নিময়গুলোকে আগে ভালোভাবে বুঝতে হবে, নিজেকে প্রস্তুত করতে হবে, নিজের দক্ষতার যত্ন নিতে হবে, সৃজনশীলতার বিকাশ ঘটাতে হবে এবং সর্বোপরি সকলের সাথে একটি ‍সুন্দর সু-সম্পর্ক তৈরী করতে হবে, তবেই ভালো কিছুর প্রত্যাশা করতে পারবো। অন্যত্থায় রাতের তারার মতো হুট করেই হারিয়ে যাবো, হতাশা নিয়ে অন্ধকারে বিলিন হয়ে যাবো।

IMG_20210807_144033.jpg

W3W Code: https://what3words.com/contracts.purifier.probable
Device: Redmi 9, Xiaomi

এখন সিদ্ধান্ত আপনার হাতে, কি করবেন আপনি, কোন দিকে যাবেন? যদি ভালো কিছু করতে চান তবে নিজের মানসিকতার পরিবর্তন আনুন, সহজে কিংবা শটকাটে কিছু করার চিন্তা বাদ দিন। দীর্ঘ মেয়াদি চিন্তা করুন, নিজেকে প্রস্তুত করুন, নিজের সময়কে বিনিয়োগ করুন তারপর ধৈর্য নিয়ে চেষ্টা করুন আর ধীরে ধীরে সফলতার দিকে হাঁটুন। কোন কিছুই অসম্ভব না, তবে যেভাবে সম্ভব সে পথে হাঁটতে হবে, অন্যত্থায় হোঁচট খেয়ে সব নষ্ট করে ফেলতে পারেন।

ধন্যবাদ বিষয়টি বুঝতে পারার জন্য, অন্যদিন আরো কিছু অভিজ্ঞতা ভাগ করে নেয়ার চেষ্টা করবো।

break.png
Leader_Banner-hafizullah.png
break.png

আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

break.png

Follow me on Twitter: https://twitter.com/hafizdhaka
Add me on Facebook : https://www.facebook.com/hafiz.metu
Subscribe my Channel on YouTube: https://www.youtube.com/channel/UCMjwsztBrprT7XWeVwURrjA

break.png


Support @amarbanglablog by Delegation your Steem Power

100 SP250 SP500 SP1000 SP2000 SP

-cover copy.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

এটি খুবই শিক্ষনীয় বিষয়।খুবই ভালো উপস্থাপনার মাধ্যমে আপনি সহজেই সকলকে বুঝিয়ে দিয়েছেন।আসলে প্রত্যেক ক্ষেত্রে অভিজ্ঞ বড়দেরকে অনুসরণ করে তাদের জীবন পর্যালোচনা করে চলা উচিত।তাহলেই ভালো ফলাফল মিলবে।সঠিক পথে খুব সহজেই এগিয়ে যাওয়া যায় এবং মনে অনাবিল প্রশান্তি জাগে।অনেক ধন্যবাদ ভাইয়া।

হ্যা, আমাদের বর্তমান প্রজন্মের বড় সমস্যা হলো এরা সব সময় অভিজ্ঞদের এড়িয়ে চলতে চায় এবং সব নিজে নিজে করতে চায় কিন্তু এটা যে ভুল অনেক দেরীতে সেটা বুঝতে পারে তারা। ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য।

অনেক সুন্দর করে শিক্ষনীয় একটি পোস্ট শেয়ার করেছেন। স্টিভ যাত্রা সফল করার জন্য অনেক সুন্দর টিপস দিয়েছেন। ধন্যবাদ ভাই সুন্দর দিকনির্দেশনা দেয়ার জন্য।

ধন্যবাদ ভাই লেখাগুলো পরে আপনার মন্তব্য ভাগ করে নেয়ার জন্য।

দাদা আপনার লেখাটা পড়ে যা মনে হল, আপনি কোন একটা বিষয় অত্যন্ত গভীরে ঢুকে সেটা উপলব্ধি করে তারপরে লেখার চেষ্টা করেন। সত্যি লেখাগুলো বেশি মূল্যবান ছিল।

সত্যি বলতে আপু চেষ্টা করি যতটা সুন্দরভাবে বিষয়টি উপস্থাপন করা যায়, আপনাদের ভালো মন্তব্য আরো বেশী উৎসাহ দেয় কিছু ভাগ করে নেয়ার। ধন্যবাদ

সবারই উচিত যে কোন কাজ শুরু করার আগে একটি লক্ষ্য স্থির করা। তারপর ধীরে ধীরে সেই লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়া। হুটহাট কোন কিছু সাময়িক সফলতা দিলেও দীর্ঘমেয়াদে তা কোনো কাজে আসবে না।

হ্যা, এটাই বাস্তবতা কিন্তু আমরা সেটা উপেক্ষা করে সব কিছু হুটহাট করে ফেলতে চাই। ধন্যবাদ

খুবই সুন্দর ভাবে বাস্তবসম্মত কথা গুলো তুলে ধরেছেন ভাই।আপনাকে অনেক ধন্যবাদ শেয়ার করার জন্য।

আপনাকেও ধন্যবাদ আপু লেখাটি পড়ে আপনার মন্তব্য ভাগ করে নেয়ার জন্য।

আপনার লেখাটি পড়ার পর আমার মনে হচ্ছে,আপনি কোনো বিষয় এর গভীরে ঢুকে উপলদ্ধি করে তারপরে লিখেন।একটি শিক্ষণীয় পোস্ট করার জন্য আপনাকে ধন্যবাদ।আরো অনেক সুন্দর ভাবে দিকনির্দশনা দিয়েছেন।

চেষ্টা করেছি ভাবি যতটা সম্ভব সহজভাবে উপস্থাপন করার, যাতে সবাই কিছুটা হলেও সঠিক বিষয়টি বুঝতে পারেন। ধন্যবাদ আপনাকে।

বেশ মূল্যবান এবং কথাগুলো অনেক গভীরতা রয়েছে

ধন্যবাদ ভাই বুঝতে পারার জন্য।

আপনাকেও ধন্যবাদ ভাই

আপনার মাঝে হাজারো গুন,সত্যিই যদি আমার বাংলা ব্লগে যুক্ত না হইতাম তাহলে হয় তো ভুল মানসিকতার মাঝেই চলতে হতো। ধন্যবাদ ভাই

তথ্যবহুল এবং শিক্ষণীয় বিষয় সম্পর্কে জানতে পারলাম।উদাহরণগুলো অসাধারণ ছিল।বিখ্যাত ব্যক্তিদের অনুসরণ করেই মানুষ বিখ্যাত হয়।আরেকটি বিষয় জানতে পারলাম সততার পুরষ্কার সবসময় ভালোই হয়।ধন্যবাদ ভাইয়া।

খুবই সুন্দর হয়েছে।