হ্যালো বন্ধুরা,
আশা করছি সবাই ভালো আছেন, কমন একটা কথা দিয়ে সব সময় শুরু করি এবং তার সাথে সাথে আপনারা ভালো আছেন এই প্রত্যাশাও কিন্তু করি। আজকে প্রত্যাশার বাহিরে বিদ্রোহী হওয়ার কিছু ভিন্ন অনুভূতির কথা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো। ইদানিং কবিতা লেখার প্রতি ঝোকটা আবার কিছুটা বেড়ে গেছে। সত্যি বলতে একটা বিষয় আমি বেশ গভীরভাবে অনুধাবন করতে পেরেছি, সেটা হলো ভাব, সেটা যত বেশী ক্রিয়াশীল থাকে কবিতা লেখার আবেগটা ততো বেশী জাগ্রত থাকে। তবে এই কথাও আমি স্বীকার করছি কবিতা লেখা আমার জন্য খুব সহজ কিছু না। কারন কবিতা লেখার পূর্বে একটা বিষয়বস্তু চিন্তা করতে হয়, তার শুরু হতে শেষটা ভাবতে হয়, তারপর শব্দ চয়ন এবং অর্থের মিল রেখে ছন্দময় করতে হয়। এটা সত্যি অনেক কষ্টের একটা বিষয়, তবে এটাও সত্য যে আমি বেশ উপভোগ করছি কবিতা লেখার বিষয়টি।
এখানে ভালোবাসার আবেগ যেমন থাকে, ঠিক তেমনি থাকে বিদ্রোহী হওয়ার আবেগ। এখানে ন্যয়ের বাণী যেমন থাকে ঠিক তেমনি থাকে অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হওয়ার বাণী। আসলে বিষয়টি নির্ভর করে কখন কবিতাটি লিখছি সেই সময়ের অনুভূতির উপর। দরুণ আপনার মনটা আজ খুব ভালো, দারুণ একটা অনুভূতি কার্যকর রয়েছে, তখন কবিতা লিখতে বসলে অবশ্যই ভালোবাসার কিংবা রোমানটিক কোন কবিতা সবার আগে সম্মুখে আসছে। আবার দরুণ কোন একটা বিষয় নিয়ে আপনি খুব বেশী হতাশ, বিষয়টি মোটেও আপনার কাছে সঠিক বলে মনে হয়নি, তখন কিন্তু বিদ্রোহী হওয়ার কবিতা আপনার মনে ভেসে উঠবে। বিষয়টি ঠিক এই রকমই আমার কাছে মনে হয়েছে, এটা হয়তো আপনারা কিছুটা অনুধাবনও করতে পেরেছেন, মাঝে মাঝে আমার রোমান্টিক কবিতাগুলো পড়ে, হি হি হি।
যাইহোক, আজ শুরুতেই বলেছি ভিন্নধর্মী অনুভূতির একটা কবিতা আজ শেয়ার করবো, এটাকে বিদ্রোহী কবিতাও বলতে পারেন। কারন আজকের কবিতায় বাস্তব জীবনের কিছু সত্যকে ভিন্নভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে, যেখানে অনুরাগ কিংবা হতাশা আছে, আছে আগ্নেয়গিরি মতো জ্বলে উঠার বাসনা। অবশ্য কবিতাটি আপনারা পড়লেই বুঝতে পারবেন। তাহলে চলুন কবিতাটি পড়ি-
মাঝে মাঝে ভাবনাগুলো অন্ধাকারে
হারিয়ে যায়,
মাঝে মাঝে ইচ্ছেগুলো অপূর্ণতায়
ঢেকে যায়।
মাঝে মাঝে শংকিত হৃদয় ভিন্ন চিন্তায়
আলোড়িত হয়,
মাঝে মাঝে কাছের চরিত্রগুলো মুখোশের
আড়ালে রয়।
মাঝে মাঝে আকাশটার তারাগুলো হঠাৎ
বিবর্ণ হয়ে যায়,
মাঝে মাঝে সম্পর্কগুলোর বন্ধন অকারণে
হালকা হয়ে যায়।
মাঝে মাঝে ন্যায় সমতার লড়াই নিবরে
নির্জীব হয়ে যায়,
মাঝে মাঝে অসততার বিজয় বড্ড বেশী
ফ্যাকাশে করে দেয়।
মাঝে মাঝে নিজেকে অনেক বেশী অপরাধী
মনে হয়,
মাঝে মাঝে ন্যায়ের পক্ষে নিজেকে খুঁজে পেতে
কষ্ট হয়।
মাঝে মাঝে ইচ্ছে করে মুখোশগুলো ছিড়ে ফেলি
অসিম সাহসিকতায়,
মাঝে মাঝে ইচ্ছে করে সম্পর্কগুলোর পরিবর্তন আনি
নতুন ভাবনায়।
মাঝে মাঝে ইচ্ছে করে বিদ্রোহী সেজে
ধ্বংস করি সব,
মাঝে মাঝে ইচ্ছে করে মশাল হাতে
জ্বালিয়ে দেই সব।
Image taken from Pixabay 1 and 2
ধন্যবাদ সবাইকে।
@hafizullah
আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।
কবিতা লেখার জন্য যে ভাবনা প্রয়োজন তা সবার মাঝেই তৈরি হয় না। শুধুমাত্র সৃষ্টিশীল মানুষ নিজের ভাবনা থেকেই কবিতার লাইনগুলো তৈরি করতে পারে। আর এখানে শব্দ চয়ন এবং অর্থের মিল রেখে ছন্দ খোঁজা সত্যিই অনেক কঠিন কাজ। তবে যাই হোক আপনি আপনার ভাবনা থেকে অনেক সুন্দর ভাবে কবিতাগুলো লিখে আমাদের মাঝে উপস্থাপন করেন। যেগুলো পড়ে আমার কাছে অনেক ভালো লাগে। তেমনি আজকেও আপনার লেখা কবিতা পড়ে অনেক ভালো লেগেছে। কবিতার মাধ্যমে অনেক সুন্দর ভাবে নিজের মনের ভাব প্রকাশ করার জন্য আপনাকে জানাচ্ছি ধন্যবাদ। সেই সাথে আপনার জন্য শুভকামনা ও ভালোবাসা রইলো। ❤️❤️
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
জ্বী ভাই আপনার ভাবনার সাথেও সহমত পোষণ করছি, কিন্তু ইদানিং অনেকেই কবিতার নামে কমিউনিটিতে অন্য কিছু চালানোর চেস্টা করছেন, যা সত্যি দুঃখজনক।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভাই আপনার কবিতা পড়লেই বুঝা যায় আপনি কতটা গভীর চিন্তা থেকে লিখেছেন। ভাব ধারার কবিতাগুলো আমার কাছে ছন্দ মিলনো কবিতার চেয়ে ভালো লাগে। আজকের বিদ্রোহী কবিতাটি সত্যি ভালো ছিলো। কবিতার লাইনগুলো বাস্তবের সাথে পুরোপুরি মিল আছে। আপনাকে অনেক ধন্যবাদ ভাই। অসাধারণ একটি কবিতা আমাদের সাথে শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Upvoted! Thank you for supporting witness @jswit.
Please check my new project, STEEM.NFT. Thank you!
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভাইয়া সত্যি বলতে আবেগের কবিতা গুলো পড়লে নিজের অতীতের কিছু স্মৃতি ভেসে উঠে৷ সত্যি বলতে সব মানুষেরই কিছু না কিছু আবেগ থেকে যায়। সত্যি অনেক সুন্দর লিখছেন ভাইয়া। আপনার কবিতাটি পড়ে খুব ভালো লাগলো। আমি চাই আপনি আরো সুন্দর কোন কবিতা আমাদের মাঝে উপহার দেন। এই আশায় রইলাম ভাইয়া। ভালো থাকবেন আপনার জন্য শুভেচ্ছা রইল।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ওরে ভাই কবিতা লেখা সত্যি অনেক কঠিন একটা কাজ, যদিও চেষ্টা করছি লেখার।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এই লাইনগুলো পড়ে মনে হলো ঠিক যেনো আমার মনে ভাবপ্রকাশ এসব।আমিও চাই নকল মানুষগুলোকে সবার সামনে আনতে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
মিলে গেলো তাহলে, দেন দেন একটা আস্তা বার্গার দিন এখন হি হি হি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আসলেই আমরা যখন সমাজে বা অন্য কেথায় ও কোন অন্যায় অবিচার দেখি তখন আপনার এইগুলো খুবই তাড়া দিবে আমাদের বিবেককে।
কবিতার নাম যেমন দিয়েছেন তেমনি কবিতাটি ও রচিত করেছেন যথাযর্থভাবে।আসলেই আপনার লিখনির প্রশংসা করতেই হবে ভাইয়া।বিদ্রোহী সত্ত্বা নিয়ে আপনি খুবই দারুণ একটা কবিতায় আমাদের মাঝে শেয়ার করেছেন তাঁর জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
একদম হৃদয়ের অনুভূতি আপনি ঠিক ধরতে পেরেছেন, তখন মনে চায় বিদ্রোহী হয়ে যাই।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
হুম,, তাই তো ইদানিং বেশ কবি কবি ভাব।এত কবিতায় ডুব দেওয়ার রহস্য কি উদঘাটন করতে হবে,😉।যাই হোক কবিতা খুব সুন্দর হয়েছে।
লাইনগুলো বেশ সুন্দর। ধন্যবাদ
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
হুম ইদানিং কিসের জানি একটা ভাব জাগ্রত হচ্ছে হৃদয়ে, হুম কাজে লেগে যান তবে আপনার ভাবি যেন টের না পায় হা হা হা।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
কবিতা লেখা সত্যি অনেক কঠিন একটি কাজ। ছন্দের সাথে মিল রেখে শব্দ চয়ন এবং অর্থের প্রকাশ করা মোটেও সহজ কথা না। সেটা অনেক দক্ষতার সাথে করেছেন আপনি ভাই। এখানে এসে আমি নিজেও অনেক কবিতা পড়ি যেটা আগে সম্ভব হয়নি।
এটা একেবারে আমার জীবনের সাথেও মিলে গেল। আমাদের চারপাশে কতশত লোক আছে মুখোশের আড়ালে। বাইরে যেটা যাদের এক ভেতরটা তার থেকে অনেক আলাদা।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভাই কবিতাগুলো এমনই হওয়া উচিত যেখানে জীবনের একটা ছায়া অদৃশ্য হয়ে থাকবে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আসলে কবিতা লিখতে অনেক কিছু ভাবতে হয়। ছন্দের মিল রাখতে হয় এবং শেষ প্রথম থেকে শেষ পর্যন্ত কবিতা নিয়ে ভাবতে হয়। যাইহোক আপনি কবিতা উপভোগ করেন, এটা জানতে পেরে খুবই ভালো লাগলো। আপনার কবিতাটি আমার খুবই ভালো লেগেছে। আসলে আপনার কবিতাগুলো পড়ে খুবই ভালো লাগে। কবিতার ভাষা গুলো এবং ছন্দের মিল পাওয়া যায়, ভালো লাগলো শুভকামনা রইল আপনার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমি চেষ্টা করি শুরু হতে শেষ পর্যন্ত একটা ভাব ধরে রাখার এবং বাস্তবতা নিয়ে লেখার।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আশা করি ভালো, আছেন ভাইয়া।আপনার বিদ্রোহী মনের ভাব দেখে খুব ভালো লাগলো। সত্যি আপনি খুব অসাধারণ ভাবে আপনার মনের অনুভূতি গুলো কবিতার মাধ্যমে আমাদের মাঝে উপস্থাপন করছেন।
ভাই আপনার এই লাইনগুলো আমার জীবনে খুব প্রত্যক্ষভাবে অনুভব করেছি। এত অসাধারণ কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অন্তরের অন্তস্থল থেকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি ভালো থাকবেন ভাইয়া।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Congratulations, your post has been upvoted by @dsc-r2cornell, which is the curating account for @R2cornell's Discord Community.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বিদ্রোহী মানসিকতা নিয়ে আপনি অনেক চমৎকার একটি কবিতা ভাল লিখেছেন।আমার কাছে জীবনে চলার পথে কৈাশল পরিবর্তন করা শ্রেয় যেমন সম্পর্কগুলোর মধ্যে পরিবর্তন আসে নতুন ভাবনায়।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
মাঝে মাঝে বিদ্রোহী মানসিকতা চলার পথটাকে আরো সুন্দর ও উজ্জ্বল করে দেয়।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
দারুণ, আবেগের কবিতা লিখেছেন ভাইয়া।সত্যিই মাঝে মাঝেই বিদ্রোহী চেতনাগুলি মাথাচাড়া দিয়ে উঠতে চায়।
আপনার কবিতার সঙ্গে কিছুটা মনের মিল খুঁজে পেলাম।তবে ইচ্ছে থাকলে ও মুখোশগুলি ছিঁড়ে ফেলতে পারি না, নীরবে সইতে হয়।ধন্যবাদ ভাইয়া।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit