শুভ বিকেল বন্ধুরা,
আমরা মানুষ, আর পৃথিবীতে আমাদের মাঝেই সম্ভবত সবচেয়ে বেশী দেখা যায় লোভ নামক বস্তুটির উপস্থিতি। তবে এই ক্ষেত্রে সবচেয়ে অগ্রগামী অবস্থানে রয়েছে অর্থের লোভ। নিম্নশ্রেণী হতে শুরু করে উচ্চশ্রেণী, শিশু হতে শুরু করে বৃদ্ধা পর্যন্ত সবাই এই রোগে আক্রান্ত। সুযোগ পেলেই বাড়তি অর্থ অর্জনের আপ্রাণ চেষ্টা চলান। কিন্তু কেন?
কেন মানুষ এভাবে অর্থের পিছনে ছুটে? কেন মানুষ এভাবে অধিক অর্থ উপার্জন করার চেষ্টা করে? সত্যিই কি অর্থের মাঝে প্রকৃত সুখ রয়েছে, যেই সুখের জন্য মানুষ দিনকে রাত এবং রাতকে দিন করে?
এজন্যই মানুষ দিন দিন স্বার্থবাদী হিসেবে নিজেকে উপস্থাপন করছে। শুধু নিজেরটুকুই না বরং আপন ভাইয়ের অর্থও গ্রাস করার চেষ্টা করছে। অধিক অর্থের লোভে নিজের জন্মদাতা পিতাকে হত্যা করতেও দ্বিধাবোধ করছে না। সত্যি অর্থের লোভে মানুষগুলো কেমন জানি পাল্টে যাচ্ছে, নিজেদের যান্ত্রিক রোবট হিসেবে তৈরী করছে। সবাই চায় উচ্চ অবস্থানে পৌছাতে, কেউ নীচের অবস্থানে থাকতে রাজি না।
বিশেষ করে, সবাই সেখানে পৌছাতে চায় যেখানে অর্থের যোগান বেশী। সবাই সেখানে থাকতে চায় যেখানে অর্থের আধিক্য বেশী। মানুষগুলো এখন আর গ্রামমুখী হয় না বরং সবাই শহরের দিকে ছুটছে, ছুটছে তো ছুটছেই, যেন বিশ্রাম নামক শব্দটির অস্তিত্ব বিলীন হয়ে গেছে। তবে কি এটাই সত্যি, অর্থের মাঝে রয়েছে প্রকৃত সুখ। অধিক অর্থ মানেই অধিক সুখ ক্রয় করার সক্ষমতা অর্জন করা? যার জন্য মানুষের এই অবস্থা! যার জন্য মানুষ নিজের বিবেককে নষ্ট করতে দ্বিধা করছে না!
আসলে আমি নিজেও অর্থের পিছনে ছুটছি, কিন্তু ততোটা না। যতটা করলে পরিবারকে সময় দেয়া যায় না, ততটা না যতটা করলে নিজের বিবেককে নষ্ট করতে হয়, ততটা না যতটা করলে নিজের সততাকে বিক্রি করতে হয়। আমি শুধু অর্থ না বরং সুখকেও প্রাধান্য দেয়ার চেষ্টা করি, দিন শেষে নিজেকে পরিবারের বন্ধনের মাঝে ফিরে যেতে পছন্দ করি। নিজেকে রক্ত মাংসে মানুষ হিসেবে ধরে রাখতে চাই, রোবট হিসেবে অর্থের মোহে অন্ধ হতে চাই না।
অধিক অর্থে নিজের মাঝে এক ধরনের অহমিকার জন্ম হয় শুধু কিন্তু প্রকৃত সুখ কখনো আসে না, আসতে পারে না। তাহলে সম্পর্কগুলো শুধু ভালোবাসা না বরং অর্থের মাপকাঠিতে বিবেচিত হতো। মায়ের ভালোবাসাও অর্থ দিয়ে ক্রয় করতে হতো তখন।
স্কুল জীবনে সুখি মানুষের গল্প পড়েছিলাম, দিন শেষে কাঠুরি কাঠ বিক্রি করে অল্প খাবার খেয়ে নিশ্চিন্তে ঘুমাতে পারে নিজের ঘরে। যেখানে তাকে নিজের ঘর কিংবা সম্পত্তির জন্য পাহারাদার বসাতে হয় না বাড়ীর সম্মুখে। কিংবা সিসি ক্যামেরা লাগিয়ে স্ক্রিনের দিকে তাকিয়ে থাকতে হয় না। বরং নিজের ঘরের খিরকি খুলে নিশ্চিন্তে ঘুমাতে পারে সুখি মনোভাব নিয়ে। গল্পটি আমরা সবাই পড়েছি, কিন্তু প্রকৃত শিক্ষাটা নিতে পারি নাই। যদি পারতাম, তাহলে শুধু অর্থ না বরং সুখী হওয়ার পিছনে বেশী সময় ব্যয় করতাম।
উপরের প্রশ্নগুলো নিয়ে একটু চিন্তা করুন, নিজের অবস্থানকে একটু যাচাই করুন, হয়তো অনেক কিছুর বিষয়ে নিজের পরিস্কার অবস্থান স্পষ্ট দেখতে সক্ষম হবেন। শুধু অর্থ না বরং প্রকৃত ভালোবাসা, পরিবারিক বন্ধন এবং সুষ্ঠু সম্পর্কের মাঝেই থাকে প্রকৃত সুখ। যা অর্থ দিয়ে না বরং নৈতিকতা, সততা, সঠিক উপলব্ধি ও মানসিকতার মাধ্যমে আসতে পারে।
ধন্যবাদ সবাইকে।
@hafizullah
আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।
Support @heroism Initiative by Delegating your Steem Power
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
অর্থই অনর্থের মূল কারণ। বর্তমান সমাজে মানুষ অর্থকে বেশি প্রাধান্য দেয়। যেখানে সততা,নিষ্ঠা,ন্যায়পরায়ণতা, সামাজিক মুল্যবোধ হয়েছে মূল্যহীন।জীবনের প্রতিটি স্তরে স্তরে যেটা পৌঁছে গিয়েছে। এটা মনুষ্যত্বের আসল পরিচয় নয়।সমাজের একজন সততা ও নিষ্ঠাবান ব্যক্তির জন্য খুবই কষ্টের ও অসম্মান জনক।ভাই আপনি প্রতিনিয়তই সমাজের বাস্তবতা নিয়ে কথা বলেন।যা জীবনের চলার পথে অনেক কাজে দিবে। শিক্ষা মুলক পোস্ট করার জন্য ধন্যবাদ ভাই।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
জি ভাই আপনি ঠিক বলেছেন। টাকায় সব কিছু হয়।টাকায় বন্ধু হয় আত্মীয় ঘনিষ্ঠ হয়।টাকা নাই তাহলে বন্ধু ও নাই আত্মীয় নাই। ধন্যবাদ ভাই আপনাকে এমন সু স্পষ্ট জিনিস আলোচনা করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনাকেও ধন্যবাদ লেখাটি পড়ে আপনার মন্তব্য ভাগ করে নেয়ার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অর্থের লোভ এমন একটি নেশা যা মানুষকে অন্ধ করে দিতে বেশি সময় নেই না।
আপনার এই লেখাটা আমার কাছে অনেক ভালো লেগেছে। ...
আসলে প্রতিটা মানুষের অর্থের প্রয়োজন থাকে। তবে সেটাকে এমন ভাবে নেয়াটা উচিত না যেখানে আমার ভালোবাসা হত্যা করে আপন মানুষদের মনে কষ্ট দিয়ে অর্থ উপার্জন করবো। সব সুখ অর্থের মধ্যে থাকে না। নিজের পরিবারকে সময় দেয়ার মাঝেও রয়েছে অফুরন্ত সুখ। ধন্যবাদ ভাই আপনার সুন্দর একটি পোস্টের জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ ভাই পুরো লেখাটি পড়ে আপনার মতামত শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
মানুষের লোভ সর্বোচ্চ স্তরে পৌঁছে গেছে। অর্থের লোভে আজকাল মানুষ অন্ধ হয়ে গেছে। মানুষ যতো পায় তাও তাদের কম মনে হয়। এসব মানুষের জন্য একটাই পথ আছে সেটা হলো সারা পৃথিবীর দৌলত এক জায়গায় করে দিলে ভাল হয়।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনি ঠিক বলেছেন ভাই, যতই দেয়া হোক আমাদের মন কখনো ভরবে না।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অসাধারণ একটি লেখা ভাই আমি যতই পড়ছি ততই মুগ্ধ হচ্ছি। একটা ব্যাপার আমি লক্ষ করেছি অর্থ এমন একটা জিনিস যা মানুষকে পুরোপুরি অন্ধ বানিয়ে ফেলে, চোখ থাকতে অন্ধ তারা। তার মধ্যে আবার অর্থ ইনকামের যে একটা লোভ-লালসা সেটা মানুষকে এমন পর্যায়ে নিয়ে যায় যে সে তখন কি করছে, কেন করছে, কার জন্য করছে কিছুই মনে থাকে না তার। তখন খালি তার একটাই চিন্তা কিভাবে আরো বেশি বেশি থেকে বেশি অর্থ ইনকাম করা যায়। ধন্যবাদ ভাই এরকম একটি অসাধারণ বাস্তব চিত্র আমাদের মাঝে ফুটিয়ে তোলার জন্য। ধন্যবাদ আপনাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভাই চেস্টা করেছি ভালো লেখার, আপনাদের ভালো লাগে এটাই আমার অনুপ্রেরণা। ধন্যবাদ
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অর্থের লোভে আজকাল মানুষ অন্ধ হয়ে গেছে।অতিরিক্ত পাওয়ার ইচ্ছা আমাদেরকে প্রবল করে ফেলেছে। এই জিনিসটা আমাদের ধ্বংস করে দিচ্ছে খুবই প্রয়োজনীয় মূল্যবান কথা বলেছেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
হুম, সাথে বিবেকটাও নষ্ট হয়ে যায়। ধন্যবাদ
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
জীবনের অনেক কঠিন বাস্তবতা তুলে ধরেছেন। সবসময় আপনার লেখনী থেকে অনেক শিক্ষা অর্জন করি। অনেক কিছু নতুন করে শেখার সুযোগ করে দেন আপনার কন্টেন্ট এর মধ্যে দিয়ে। সত্যিই লেখনীর ছোয়ায় প্রতিটি অক্ষরে কঠিন বাস্তব চিত্রের উজ্জ্বল নিদর্শন ফুটিয়ে তুলেছেন অতি যত্নে । শুভ কামনা ভাইয়া।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ ভাই আপনার সুন্দর মন্তব্যের জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনার লেখার মধ্যে সবসময় শিক্ষণীয় কিছু থাকে। যার কারণে আপনার লেখা পড়তে ভালো লাগে। অর্থের মাঝে কখনোই প্রকৃত সুখ খুঁজে পাওয়া সম্ভব না। আবার সুখে থাকতে গেলেও টাকার প্রয়োজন আছে তবে সেটা নিমিটের মধ্যে থাকতে হবে। সব কিছু ছেড়ে দিয়ে টাকার পিছনে দৌড়ালে এক সময় টাকা থাকলেও বাকি সবকিছুই হারাতে হবে যা টাকার থেকেও অনেক মূল্যবান। অনেক ধন্যবাদ ভাইয়া আপনাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
চেষ্টা করি সবর্দা আপনাদের সাথে ভালো কিছু শেয়ার করার জন্য, আপনাদের ভালো লাগে এটাই আমার স্বার্থকতা। ধন্যবাদ
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অর্থই অনর্থের মূল।অর্থ মানুষকে অনেক সময় বড় খারাপ মানুষে পরিনত করতে পারে ।তবে সবাই এক রকম না ।ভাল মানুষ ও আছে যে অর্থের সহি ব্যবহার করে ।দেশ ও দশের ভালো করে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
হুম ঠিক কিন্তু তবুও আমরা অন্ধের মতো অর্থের পিছনে ছুটতে থাকি, সব কিছু ভুলে গিয়ে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ঠিক ভাই
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভাই আপনি ঠিক বলেছেন টাকার লোভ মানুষকে পশুব় চেয়ে নিচে নামিয়ে দেয়।নিজের ভাই বোনকেও চেনেনা তারা।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমাদের সমাজে এই রকম অনেক বাস্তব উদাহরণ এখনো বিদ্যমান রয়েছে, টাকার জন্য নিজের ভাই-বোনকে অস্বীকার করছে। ধন্যবাদ
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভাইয়া এই কথাগুলো একদম যেনো মন ছুঁয়ে গেলো।আমরা সবাই যদি ঠিক এইভাবেই ভাবতাম তাহলে এই পৃথিবীটা হয়তো আজ অন্য রকম হতো। আমরা সবাই শুধু ছুটছি।
লোভে যে মৃত্যু ই তা ভুলে যাই আমরা।
খুব প্রয়োজনীয় কথা লিখেন আপনি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এগুলোই বাস্তব এবং কাংখিত বিষয় আপু, কিন্তু দুঃখজনকভাবে সত্য যে আমরা সবর্দা বাস্তবতাকে অস্বীকার করে কিছু করার চেষ্টা করি। যার ফলশ্রুতিতে দিন শেষে আমরা একাকিত্বে ভোগি প্রচুর অর্থ সম্পদ অর্জন করার পরও। ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য ভাগ করে নেয়ার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অনেক সুন্দর বলছেন ভাইয়া। 😍
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভাইয়া, আপনার লেখাতে আপনি সমাজের এবং পৃথিবীর মানুষের বাস্তব চিত্র গুলো তুলে ধরেছেন। পৃথিবীতে অর্থের লোভে যেন অনেক বেশি অর্থের লোভে ভাইকে চিনেনা, সন্তানকে তার পিতাকে চিনে না,এই অর্থ আমাদের কি হবে। সত্যিই আপনি অসাধারণ একটি লেখা লিখেছেন। এই লেখাটি পড়ে অনেকেই উপকৃত হবে।ধন্যবাদ
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অর্থ উপার্জন মানুষের বেঁচে থাকার জন্য অবশ্যই প্রয়োজন।কিন্তু শুধু অর্থই মানুষকে প্রকৃত সুখ দিতে পারে না।কারণ প্রকৃত সুখ মানুষের মনমানসিকতার উপর নির্ভর করে।কারণ সে কতটুকুতে খুশি থাকবে ,কাদের নিয়ে খুশি থাকবে সে সেই ব্যক্তির উপর নির্ভর করে।সুতরাং আমি আপনার সঙ্গে সহমত পোষণ করে মনে করি ,অর্থ মানুষকে প্রকৃত সুখ দিতে পারে না, মানুষের ভালো ব্যবহার ও একটুখানি মুখের হাসি মানুষকে স্বর্গ ও সুখ দিতে পারে।ধন্যবাদ ভাইয়া।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সত্যিই পোস্টটি পড়ে অনেক উপকৃত হবে অনেক জন এবং অনেক নতুন কিছু জানতে পারবে' আপনি অনেক বাস্তবমুখী কথা তুলে ধরেছেন ।সত্যিই আমাদের কেন এত অতিরিক্ত লোভ করে। অতিরিক্ত পাওয়ার ইচ্ছা আমাদের প্রবল এবং এই লোক নিজের বাপ কেউ হত্যা করতে দ্বিধাবোধ করে না আপনি ভাল কথা বলেছেন এবং তারপরও আমাদের টাকা থাকলেও আমাদের আরো চাই এই জিনিসটা আমাদের ধ্বংস করে দিচ্ছে খুবই প্রয়োজনীয় মূল্যবান কথা বলেছেন
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
মানুষের স্বভাবটাই এমন যত পাবে ততো বেশী চাইবে। ধন্যবাদ আপনার মন্তব্য ভাগ করে নেয়ার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
লোভ মানুষকে বদলে দেয়। লোভের কবলে পড়ে হাজারো জীবন হারিয়ে গেছে অন্ধকারের দিকে। পৃথিবীতে সুখের সংজ্ঞাটি খুবই স্বল্প। তবে সবাই সুখী হতে পারেনা। যাদের অনেক অর্থের লোভ রয়েছে তারা সবসময়ই অর্থের পিছনে দৌড়াতে দৌড়াতে একসময় জীবনের শেষ প্রান্তে গিয়ে হোঁচট খেয়ে পড়ে যায়। তখন সে বুঝতে পারে জীবনের কতটা সময় সে নষ্ট করেছে। একমুঠো ডাল ভাত খেয়ে নিশ্চিন্তে ঘুমানোর মধ্যে যে শান্তি রয়েছে তা অন্য কিছুর মধ্যে নেই। লোভ মানুষকে এতটাই নিচে নামিয়ে দেয় যে নিজের আপন রক্তের সাথেও বিশ্বাসঘাতকতা করতে দ্বিধাবোধ করে না। জীবন্ অতি ছোট তবে কেন এই বিলাসিতার প্রতিযোগিতা। ভাইয়া আপনার লেখাটা পড়ে অনেক ভালো লাগলো। আপনি সমাজের বাস্তব চিত্র গুলো আপনার লেখনীর মাঝে তুলে ধরেছেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভাই একজন মানুষের সুখের জন্য আমি মনে করি এই কয়টা লাইনের অর্থ বুঝলে যথেষ্ট!
অসাধারণ লিখেছেন আপনাকে মনের গহীন থেকে ধন্যবাদ যানাই প্রিয় ভাই।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সত্যি ভাই আপনার প্রত্যেকটি পোস্ট অনেক গুরুত্বপূর্ণ এবং শিক্ষনীয় অনেকগুলো কথা থাকে যেগুলো আমাদের বাস্তব জীবনে আমরা প্রয়োগ ঘটাতে পারলে আমরা অনেক ভালো থাকতে পারবো। আপনার কথাগুলো অনেক অভিজ্ঞতা থেকে লেখা তাই এগুলো সবার জন্যই খুব উপকারী। জীবনের দৌড়ে কেউ যদি সফল হতে চায় তাহলে আপনার কথাগুলো থেকে অনেক চমৎকার শিক্ষা গ্রহণ করতে পারে। অনেক ধন্যবাদ
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অর্থ যদি সৎ পথে উপার্জন হয়! এবং সেই অর্থ দ্বারা যদি এক্টি প্রাণীর ও ক্ষতি না হয়। ঐ অর্থ যদি অসহায়, নিপীড়িত মানুষের কল্যাণে ব্যায় হয় তাহলে বলব অর্থে সুখ আছে অন্যথায় কখনোই সুখ নাই যে অর্থের অন্যের ঘাম, রক্ত, দুঃখের কারন সেই অর্থে সুখ কখনোই সম্ভব না।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমরা মনুষ্য জাতির সবথেকে বড় সমস্যা হল আমরা কেউ অল্পে সন্তুষ্ট থাকতে পারিনা। পাওয়ার আশা কখনোই কম হয় না আমাদের। আর তার চেয়েও বড় কথা হলো আমরা মৃত্যুকে নিয়ে কখনো ভাবি না। সবকিছু ফেলে যে একদিন চলে যেতে হবে এই চিন্তা ধারা টা আমাদের মাঝে অনেক কম। আর এটাই আমাদের লোভী করে তুলছে ,হিংস্র করে তুলছে। ভালো লাগলো দাদা এত সুন্দর লেখা পড়ে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit