আমার বাংলা ব্লগ- সাপ্তাহিক হ্যাংআউট রিপোর্ট-১৬৫ || ABB Weekly Hangout Report-165

in hive-129948 •  2 months ago 

Hangout Format NEW.png

ভূমিকাঃ

“আমার বাংলা ব্লগ”- এখন শুধু একটি কমিউনিটির নাম না বরং সকলের নিকট জনপ্রিয় মাধ্যম, নিজের ভাষায় আবেগ, অনুভূতি ও ভালোবাসা প্রকাশের। দিন দিন যার জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে এবং শীর্ষে উঠে আসছে র‌্যাংকিং এ। আসলে আমার বাংলা ব্লগ এর যাত্রা শুরু হয় মাতৃভাষায় মনের ভাব প্রকাশে স্টিম ব্লকচেইন এ সুযোগ সৃষ্টি করার লক্ষ্য নিয়ে। পুরো পৃথিবীতে ছড়িয়ে থাকা বাংলা ভাষাভাষী কমিউনিটিকে এক প্লাটফর্মে নিয়ে আসা এবং পারস্পরিক সম্পর্ক সৃষ্টির মাধ্যমে ভাষার প্রতি ভালাবাসা সৃষ্টি করা এবং নিজেদের বন্ধনকে আরো মজবুত করা। আমাদের বিশ্বাস আমরা খুব দ্রুততম সময়ের মাঝে আমাদের লক্ষ্যে পৌঁছাতে সক্ষম হবো। আমার বাংলা ব্লগ কমিউনিটিতে এখন পর্যন্ত ৮৩০৮ জন সদস্য হয়েছেন এবং বর্তমান এ্যাকটিভ পোষ্টের সংখ্যা ১৬৬। এই সপ্তাহে হ্যাংআউটে উপস্থিতির সংখ্যা ছিলো ৪৮জন।

হ্যাংআউট-১৬৫

আমার বাংলা ব্লগের এ্যাডমিন @shuvo35 ভাই সময়ের পূর্বে চলে আসেন। পরিবেশ ও প্রকৃতি নিয়ে কথা বলেন, যদিও বিদ্যুৎ এর অবস্থা ভালো নেই। তারপর সকলের কাছে জানতে চান তাদের এলাকার পরিবেশ কেমন? বৃষ্টিপাত হয়েছিলো কিনা? সবার অবস্থা জানার চেষ্টা করেন। আবহাওয়া নিয়ে নিজের অনুভূতি শেয়ার করেন, তার সাথে কমন সমস্যার বিষয়গুলো তুলে ধরেন এবং সবাইকে সাবধানে ও নিরাপদে থাকার পরামর্শ দেন। তারপর চলমান কনটেস্ট নিয়ে কথা বলেন, নিজের অনুভূতি শেয়ার করেন। এরপর সবার উদ্দেশ্যে বলেন পুরো সপ্তাহের আপডেট শেয়ার করা হবে আজ। ক্রিপ্টো মার্কেট নিয়ে বলেন, ডাউন মানেই সুযোগ। $PUSS এর চলমান এয়ারড্রপ নিয়ে কথা বলেন। তারপর সবাইকে অনুরোধ করেন তাকে কাংখিতভাবে সহযোগিতা করার জন্য এবং হ্যাংআউটের মূল পর্ব শুরু করেন।

এরপর কথা বলি আমি @hafizullah, যথারীতি সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার বাংলা ব্লগের ১৬৫ তম সাপ্তাহিক হ্যাংআউটে। আশা করছি সবাই ভালো আছেন। তবে একটু সচেতন ও সাবধানে থাকার চেষ্টা করুন কারন এই সময়টায় বেশ ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছে মানুষ। এই মুহুর্তে কমিউনিটিতে ২৩জন গেষ্ট ব্লগার আছে তাদের মাঝে ১৪জন ইনএ্যাকটিভ, ২জন ইরেগুলার এবং ৭জন রেগুলার। তবে রেগুলারদের কেউ কেউ আবার মাঝে মাঝে ইরেগুলার হয়ে যাচ্ছেন, যার কারনে স্লট থাকা সত্বেও কিউরেশন করতে পারছি না।

শুধু গেষ্ট ব্লগাররাই নন বরং পুরো কমিউনিটির ইউজারগণই অনেক বেশী ইনএ্যাকটিভ এখন। যার কারনে সুপার এ্যাকটিভ তালিকায়ও যথেষ্ট নাম জমা দিতে পারছি না। সুতরাং বুঝতেই পারছেন এ্যাকটিভ ব্লগারদের অবস্থানও একই রকম। যারা এই সপ্তাহে আমার অধীনে ছিলেন তাদের অধিকাংশের এ্যাকটিভিটিস ভালো ছিলো না। তবুও যোগ্যদের সুপার এ্যাকটিভ তালিয়ায় জায়গা দেয়ার চেষ্টা করেছি। @shopon700 আপনার পোষ্ট কেয়ালিটি এবং কমেন্ট এনগেজমেন্ট ভালো থাকলেও শুধুমাত্র ডিসকর্ড এনগজেমেন্ট ঠিক না থাকার কারণে বেষ্ট ব্লগারের নমিনেশনে আপনার নাম দিতে পারি নাই। ধন্যবাদ সবাইকে।

এরপর কথা বলেন আমার বাংলা ব্লগের এক্সিকিউটিভ এ্যাডমিন @winkles ভাই, এই সপ্তাহে যে সকল ইউজার তার অধীনে ছিলেন তাদের এ্যাকটিভিটিস তেমন ভালো ছিলো না, বিশেষ করে ডিসকর্ড এনগেজমেন্ট থাকেই না সে বিষয়ে রেগুলার বলা হচ্ছে। কেউ তেমন এক্যাকিটভ থাকছেই না, সবাইকে এ্যাকটিভ থাকার পরামর্শ দেন। সুপার এ্যাকটিভ তালিকায় নাম দেয়ার সুযোগ থাকছেই না, ডিসকর্ড এবং কমেন্ট এনগেজমেন্ট বেশ খারাপ তাই নাম্বারও কম পাচ্ছে সবাই। পোষ্ট কোয়ালিটি মোটামুটি ঠিক থাকলেও এই দুই জায়গায় গ্যাপ থাকার কারনে নাম্বার কম পাচ্ছেন। তাই এগুলো ঠিক রাখার পরামর্শ দেন এবং এই কারনে খুব বেশী ইউজারদের নাম দিতে পারেন নাই সুপার এ্যাকটিভ তালিকায় এই সপ্তাহে।

তারপর কথা বলেন আমার বাংলা ব্লগের এ্যাডমিন @nusuranur আপু, @jannatul01 আপনার ফটোগ্রাফী পোস্ট এ ফটোগ্রাফীর কোয়ালিটি একটু বৃদ্ধি করতে হবে। @emonv আপনার পোস্ট কোয়ালিটি,কোয়ান্টিটি সব ই টায়ারে থাকার মতোন ছিলো। কিন্তু ৫০০০ পুশ না থাকার কারণে আপনাকে টায়ারে রাখতে পারিনি। আশা করি দ্রুত কিনে নেবেন। আর @tauhida আপু আপনার কমেন্ট এর সংখ্যা কম ছিলো তাই আপনাকে টায়ারে রাখতে পারিনি। @rahnumanurdisha আপনার জন্যেও একই বক্তব্য। আর আমাদের যে এয়ারড্রপ চলছে। সেটা অবশ্যই আপনাদের সকল পরিচিত, বন্ধুদের সাথে শেয়ার করবেন।তাহলে আমাদের পুশ কয়েন আরো বেশি মানুষের কাছে পৌঁঁছে যাবে। আর আপুদের যদি কোনো সমস্যা হয় তাহলে আমাকে ডিএম করতে পারেন। আমি যথাসাধ্য সাহায্য করার চেষ্টা করবো।

আমার বাংলা ব্লগের প্রতিষ্ঠাতা ব্যস্ত থাকার কারনে হ্যাংআউটে উপস্থিত ছিলেন না, তাই দাদার পক্ষ হতে @nusuranur আপু এই সপ্তাহের বেষ্ট ব্লগার অব দ্যা উইক এর নামগুলো ঘোষণা করেন। তারা হলেন, @monira999, @tasonya এবং @mohinahmed । এছাড়াও এই সপ্তাহের ফাউন্ডার'স চয়েস বিজয়ী হলেন @jamal7। এক্স (টুইটার) অব দ্যা উইক হলেন @bijoy1

এরপর কথা বলেন কমিউনিটির অ্যাডমিন (রেগুলেটরি কমপ্লায়েন্স) @rex-sumon সুমন ভাই, বাংলা ব্লগের অবস্থা হচ্ছে উল্লেখ্যযোগ্য হারে ব্লগ কোয়ালিটি ড্রপ করেছে, আগে যাদের কোয়ালিটি অনেক ভালো ছিলো এমন অনেক ব্লগারদের ব্লগ চেক করে খুব হতাশ হয়েছেন তিনি। লেখার পরিমানও অনেক কম, অল্প লিখেই একটা পোষ্ট করে দিচ্ছেন। এবিবির পুরো টীম পুশ নিয়ে ব্যস্ত কিন্তু আমরা যে কোন কিছু দেখছি না সেটা ঠিক না, আমরা সবই চেক করছি নিয়মিত। তারপর সকলের উদ্দেশ্যে কাংখিত পরামর্শ দেন এবং কোয়ারটি ধরে রাখার অনুরোধ করেন। এটা আপনাদের জন্যই ভালো হবে। না হলে পোষ্ট রেটিং অনেক কমে যাবে।

Untitled-0001.png

এবিবির যত প্রজেক্ট আছে সকল কিছুর সাথে সংযুক্ত থাকার পরামর্শ দেন, এটা সবার জন্যই ভালো। তাহলে সুযোগগুলো মিস হবে না। পুশ শুরুতে যারা বাই করতে পারেন নাই তারা পরবর্তীতে বাই করতে বেশ বেগ পেতে হয়েছিলো দাম বেড়ে যাওয়ার কারনে। তারপর এবিবি কিউরেশন এর কথা বলেন, ভবিষ্যতে যারা বেশী পুশ হোল্ড করবেন তাদের বোনাস ভোটটাও বেশী পাবেন। সবশেষে তারপর পাওয়ার আপ প্রতিযোগিতার ফলাফলের কথা বলেন, আমাদের মডারেটর তানজিরা ম্যাডাম 7th Dolphins ক্লাবে গিয়েছেন। সেটা বলেন এবং তাকে অভিনন্দন জানান। এরপর পুনরায় সবাইকে পোষ্ট কোয়ালিটি ধরে রাখার। কিছু দিন আগেও আমরা পোষ্ট কিউরেশনে হিমশিম খেতাম সুপার এ্যাকটিভ তালিকার ক্ষেত্রে কিন্তু এখন সেটা নেই।

তারপর কমিউনিটির এ্যাডমিন (উইটনেস এবং ডেভ টীম) @moh.arif আরিফ ভাই কথা বলেন, প্রথমত স্টিমিট ডেভলপমেন্ট নিয়ে বলেন, স্টিমিট এর একটা পরিবর্তন দেখেছেন যে রিওয়ার্ডস কমে গেছে, আগে যেখানে বেশী শো করতে এখন সেখানে কম দেখাচ্ছে, এটাই পকৃত রিওয়ার্ডস, আগে বাগ ছিলো এখন সেটা ঠিক করা হয়েছে। এছাড়াও পোষ্টে ৫-৬ টা কলাম থাকলে সবগুলো শো করে না সেটাও ঠিক করা হবে, এ ব্যাপারেও রিপোর্ট করা হয়েছে। তারপর সুপার এ্যকাটিভ তালিকা নিয়ে কথা বলেন, সবাই যথেষ্ট সাপোর্ট পাচ্ছেন এখন, এটা বেশ ভালো। এরপর চলমান প্রতিযোগিতা নিয়ে কথা বলেন এবং ফটোগ্রাফি সম্পর্কে নিজের অনুভূতি শেয়ার করেন। বেশ ভালো ভালো কিছু ফটোগ্রাফি দেখেছেন এবার। প্রতিযোগিতার ফলাফল আজকেই প্রকাশ করা হবে বলে জানান।

কমিউনিটির এ্যাডমিন (সোশ্যাল মিডিয়া এবং মার্কেটিং) @shuvo35 শুভ ভাই কথা বলেন এরপর, গত দু সপ্তাহের থেকে এবার টুইটারে পোস্ট এবং সক্রিয় ইউজারের সদস্য সংখ্যা অনেকটাই বেশি ছিল । যেহেতু সকলের পোস্ট ভিজিট করতে হয়, তাই চেষ্টা করেছি যারা ভাল কাজ করেছিল, তাদের ভেতর থেকে মনোনীত সদস্যকে বাছাই করার জন্য। আশাকরি এই ধারাবাহিকতা বজায় থাকবে এবং সক্রিয় সদস্য সংখ্যা আরো বাড়বে এমনটাই প্রত্যাশা ব্যক্ত করছি। তাছাড়া যারা রেগুলার পুশ কয়েন নিয়ে পোস্ট প্রমোশন করছেন, তাদেরকে ধন্যবাদ।

এরপর কমিউনিটির মডারেটরগণ কথা বলেন, শুরুতে মডারেটর @alsarzilsiam ভাই বলেন, বর্তমানে লেবেল তিনে ছয় জন মেম্বার রয়েছেন তার মধ্যে তা কয়েকজন ইনএকটিভ রয়েছেন। বাকি ২-৩ জন একটিভ রয়েছেন। যারা ইনএকটিভ রয়েছেন তাদের বেশ কিছু সমস্যার কথা জানিয়েছেন এবং যারা এখন পর্যন্ত কোন কারণ না জানিয়ে ইনএক্টিভ ব্যবস্থায় রয়েছেন তারা যদি খুব দ্রুত একটিভ না হন। তাহলে তাদের নাম গুলো ইন অ্যাক্টিভ লিস্টে দিয়ে দেওয়া হবে। বর্তমানে আর লেবেল তিনে ক্লাস করানোর মত কোন ইউজার নেই। যদি লেবেল ২ পাস করে আসে তাহলে তাদের ক্লাস খুব দ্রুত সময়ের মধ্যে নেওয়া হবে। এবং যারা লেবেল তিন অলরেডি অতিক্রম করে ফেলেছেন তাদের ফটোগ্রাফি পোস্টের ক্ষেত্রে লোকেশন দেওয়ার এর বিষয়টা একটু ঘাটতি দেখতে পেয়েছি। এই বিষয়টি আমি কমেন্ট করে জানিয়েছি। আপনারা সেই বিষয়গুলো ঠিক করে নেওয়ার চেষ্টা করবেন।

কমেন্ট মনিটরিং নিয়ে কিছু কথা বলতে চাই। এ সপ্তাহে আমার লিস্টে যারা ছিলেন তারা মোটামুটি সকলেই অনেক ভালো করেছেন। তবে বেশ কিছু ইউজারের ই রেগুলার কমেন্ট একটিভিটিস নোটিশ করতে পেরেছি। যেটা গত সপ্তাহে আমি বলার চেষ্টা করেছিলাম। এইসব বিষয় থেকে বেরিয়ে আসতে হবে এবং নিয়মিত কিছু হলেও কমেন্ট করার চেষ্টা করতে হবে। এছাড়াও বাকি বিষয়গুলো আপনারা রিপোর্ট থেকে ভালোভাবে বুঝে নেবেন, আপনাদের কাদের কোথায় কোন সমস্যাটি রয়েছে

$PUSS নিয়ে কিছু কথা বলতে চাই। বর্তমানে পুস এর পরিস্থিতি অনেক ভালো অবস্থানেই রয়েছে এবং আমাদের প্রমোশনের দিকটাও বেশ ভালো ভাবেই চলছে কিন্তু আপনাদের সহযোগিতা হলে আরও ভালোভাবে এর প্রচার-প্রচারণা আমরা করতে সক্ষম হব। আপনারা নিজ নিজ জায়গা থেকে এই কয়েন কে প্রমোশনের চেষ্টা করুন। এছাড়াও আসছে দিনে খুব অল্প সময়ের মধ্যেই কিন্তু আরো বেশ কয়েকটা এক্সচেঞ্জে লিস্টিং হবে। এমতাবস্থায় কেউ বড় ধরনের সেল দিয়ে মার্কেট ক্রাস করাবেন না এটা আপনাদের প্রতি আমার একান্তই অনুরোধ। ধন্যবাদ।

এরপর কথা বলেন কমিউনিটির মডারেটর @rupok ভাই, এই মুহূর্তে লেভেল ফোরে সাতজন মেম্বার আছেন। সাতজনের ভেতর দুজন একেবারেই নতুন। বাদ বাকি যে ৫ জন লেভেল আছেন তাদের ভেতর দুজনের একটিভিটিস বেশ ভালো। বাদ বাকি তিনজনের এক্টিভিটিস ইরেগুলার। আপনারা সকলে চেষ্টা করবেন রেগুলার পোস্ট করার এবং অন্যের পোস্ট পড়ার। তাহলে আপনারা অনেক কিছু শিখতে পারবেন। আগামী সোমবার বাংলাদেশ সময় রাত সাড়ে নটা এবং ইন্ডিয়ান সময় নটায় লেভেল ফাইভের পরীক্ষা অনুষ্ঠিত হবে। আপনারা জানেন লেভেল ফাইভ পাস করতে পারলে আপনারা ভেরিফাইড মেম্বার হতে পারবেন। আশা করি সকলে ভালো প্রস্তুতি নিয়ে ক্লাসে উপস্থিত থাকবেন।

Untitled-00012.png

আর কমেন্ট মনিটরিং নিয়ে বলতে চাই এই সপ্তাহে আমার আন্ডারে যারা ছিলেন। তারা সবাই মোটামুটি বেশ ভালো কমেন্ট করেছেন। তবে কিছু মেম্বার রেগুলার যে ভুল করেন সেটাই করেছেন। আপনারা ভালোমতো না দেখেই কমেন্ট সাবমিট করে দিয়েছেন। যার ফলে কমেন্টে ছোটখাটো বেশ কিছু ভুল রয়ে গিয়েছে। আশা করি এরপর থেকে বিষয়গুলো একটু খেয়াল রাখবেন। ধন্যবাদ সবাইকে।

এরপর কথা বলেন কমিউনিটির মডারেটর @kingporos ভাই, নমস্কার। চলতি সপ্তাহেও কাউকেই টেম্পোরারি ইন্যাকটিভ লিস্ট থেকে একটিভ লিস্টে পাঠানো সম্ভব হয়নি। মূলত বর্তমানে যারা টেম্পোরারি ইন্যাকটিভ লিস্টে রয়েছেন তাদের কারোরই একটিভিটিস মানসম্মত নেই। শুধুমাত্র পার্মানেন্ট ইন্যাকটিভ লিস্টে যেতে না হয় সে কারণে একটা করে পোস্ট করছেন। টেম্পোরারি ইন্যাকটিভ লিস্টে যারা আছেন সবাইকে বলবো, পোস্ট করার পাশাপাশি, কমিউনিটি এক্টিভিটিস এবং ডিস্কোর্ড এক্টিভিটিস দুটোই করবেন। লেভেল ১ এ থাকা যেসব সদস্যরা যারা লেভেল ২ এর ক্লাস করেছেন তারা লিখিত পরীক্ষা দিয়ে দেবেন। আপনারা লিখিত পরীক্ষায় পাশ করলে ভাইবার তারিখ জানানো হবে। ধন্যবাদ।

এরপর শুভ ভাই ফিরে আসেন এবং প্রমোশনাল কথা শুরু করেন। শুরুতেই হিরোইজমের রিওয়ার্ডস এর বিষয়টি বলেন স্টিম এর পরিবর্তে এখন পুশ দেয়া হচ্ছে। এ প্রসঙ্গে আরিফ ভাই বলেন এবং সবাইকে বিষয়টি বুঝিয়ে দেন। রিওয়ার্ডস এখনো এক সপ্তাহ পেন্ডিং আছে, সেটা এই সপ্তাহে দেয়া হবে। তারপর হিরোইজম এর টায়ার এর বিষয়টি ব্যাখা করেন এবং সবাইকে এখন হতে সেম % রিওয়ার্ডস দেয়া হবে। স্টিমিট ওয়ালেটে যে টিআরএক্স এড্রেস আছে সেটায় সবার রিওয়ার্ডস পাঠিয়ে দেয়া হবে বলেন জানান। এ বিষয়ে একটা এনাউন্সমেন্ট পোষ্ট করা হবে, তখন সবাই ক্যালকুলেশন এর বিষয়টি বুঝতে পারবেন।

তারপর শুরু ভাই এবিবি স্কুল নিয়ে কথা বলেন, যারাই স্কুলে আছেন সবাইকে এবিবি স্কুলকে ৫% বেনিফিশিয়ারি দিতে হবে এবং বাধ্যতামূলকভাবে সাইফক্সকে ১০% বেনিফিশিয়ারি দিতে হব । এরপর ডেলিগেশন সার্ভিস এবিবি কিউরেশন নিয়ে কথা বলেন তারপর, নিশ্চিত সাপোর্ট পেতে চাইলে এবিবি কিউরেশন এ ডেলিগেশন করতে বলেন। নিয়মিত ডেলিগেশন বৃদ্ধি করার পরামর্শ দেন সবাইকে। যারা যথেষ্ট পরিমানে পুশ হোল্ড করবেন ভবিষ্যতে তারা বেশী বোনাস ভোট পাবেন সেটা তিনি পুনরায় উপস্থাপন করেন।

তারপর এবিবি চ্যারিটি নিয়ে বলেন, প্রতি বুধবার সবাইকে রিমাইন্ডার দেয়া হয়, ডোনেশন অথবা বেনিফিশিয়ারী দিতে বলেন। এরপর এবিবি পিনড পোষ্ট নিয়ে কথা বলেন, কমিউনিটির গুরুত্বপূর্ণ সকল পোষ্ট সেখানে রয়েছে, সবাইকে সেগুলো ভালোভাবে পড়তে অনুরোধ করেন। তারপর এবিবি ফিচার্ড পোষ্ট নিয়ে কথা বলেন, মূলত আপনাদের পোষ্টগুলোকে হাইলাইট করার চেষ্টা করা হচ্ছে। এরপর এবিবি ফান নিয়ে বলেন, ফান করে আর্ন করুন, এই কাজটি সবাই করার চেষ্টা করছেন বলে আশা প্রকাশ করেন। নতুনদের জন্য একটা বাড়তি সুবিধা আছে, কারো আরসি স্বল্পতার সমস্যা থাকলে আমাদের মডারেটরদের সাথে যোগাযোগ করে ডেলিগেশন সুবিধা নিতে পারবেন। তারপর এবিবি ফান অল চ্যানেল নিয়ে কথা বলেন সবাইকে সেখানে কাংখিত প্রশ্ন কিংবা অনু কবিতা জমা দেয়ার কথা বলেন। তারপর শুভ ভাই এবিবি স্টেজ শো নিয়ে কথা বলেন, খুব সুন্দরভাবে শো’টি চলছে, আমাদের প্রতিনিধি আপনাদের সাথে যোগাযোগ করবেন । যারা অতিথি হিসেবে থাকবেন তাদের জন্য সম্মানীর ব্যবস্থা থাকবে।

এরপর শুভ ভাই ফিরে আসেন এবং চলমান প্রতিযোগিতার ফলাফল ঘোষণা করেন এবং বিজয়ীদের অনুভূতি শেয়ার করার সুযোগ দেন। তারপর কুইজ সেগমেন্টটি পরিচালনা করতে কমিউনিটির এ্যাডমিন আরিফ ভাইকে আহবান জানান। আর তাকে সহযোগিতা করেন মডারেটর রুপক ভাই, এ্যাডমিন সুমন ভাই এবং আমি। যেহেতু কুইজ পর্বের নিয়মগুলো একই রয়েছে তাই দ্রুত কুইজ শুরু করা হয়। পর পর চারটি কুইজ শেয়ার করা হয় এবং পরবর্তীতে বিজয়ীদের রিওয়ার্ডস পাঠিয়ে দেয়া হবে বলে জানানো হয়। এরপর শুভ ভাই সুপার এ্যাকটিভ তালিকা প্রকাশ করেন এবং সবাইকে কাংখিতভাবে এ্যাকটিভ থাকার আহবান জানান।

তারপর শুভ ভাই গানের আসরটি শুরু করেন। তারপর একে একে @ah-agim কবিতা আবৃত্তি, @saymaakter কবিতা আবৃত্তি, @selinasathi1 কবিতা আবৃত্তি এবং সব শেষে @mohinahmed গান পরিবেশন করেন । সবাই এই আসরটি বেশ মুগ্ধতা নিয়ে উপভোগ করেন।

তারপর সবাইকে ধন্যবাদ জানিয়ে অফিসিয়ালি হ্যাংআউটের সমাপ্ত ঘোষণা করেন শুভ ভাই।

ধন্যবাদ আমার বাংলা ব্লগের এ্যাডমিন এবং মডারেটদের, যারা রিপোর্টটি তৈরী করতে সার্বিকভাবে সহযোগিতা করেছেন।
@hafizullah

break .png

Community TEAM

@rme ADMIN ✠ Founder 🔯
@blacks ADMIN Co-Founder & Operations Head ♛【IND】
@winkles ADMIN Executive Admin 🇮🇳 ✨
@hafizullah ADMIN Executive Admin 🇧🇩 ✨
@swagata21 ADMIN Community Admin 【IND】
@nusuranur ADMIN Community Admin 🇧🇩 ✨
@rex-sumon ADMIN Regulatory compliance Admin ✨
@moh.arif ADMIN Witness & Dev Team Admin ✨
@shuvo35 ADMIN Social Media & Marketing ✨
@rupok MOD Community Moderator 🇧🇩 ✨
@kingporos MOD Community Moderator 🇮🇳 ✨
@alsarzilsiam MOD Community Moderator 🇧🇩 ✨
@tangera MOD Community Moderator 🇧🇩 ✨
@abb-school MOD Steem School ✍
@shy-fox MOD Extreme Curator
@amarbanglablog MOD Primary Curator ♛♝
@curators MOD Secondary Curator ♝
@photoman MOD Secondary Curator ♝
@royalmacro MOD Secondary Curator ♝
@abuse-watcher MOD Steem Watcher

break .png
Banner 3 years.png
break .png
Banner.png

আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃডিসকর্ড লিংক

break .png

Support @Bangla.Witness by Casting your witness vote


VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Witness Banner 2.png

Banner PUSS0.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

সাপ্তাহিক হ্যাংআউট রিপোর্ট পড়ে অনেক ভালো লাগলো। আসলে হ্যাংআউট এ আমাদের ভালো মন্দ সম্পর্কে জানতে পেরে অনেক ভালো লাগলো। আসলে হ্যাংআউট এ উপস্থিত থাকলেও ভালো মত শুনতে পারিনি। তবে রিপোর্ট পড়ে অনেক ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে পুরো রিপোর্ট সুন্দর ভাবে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Upvoted! Thank you for supporting witness @jswit.

প্রত্যেকটা সপ্তাহের মতো এই সপ্তাহের হ্যাংআউট ও অনেক ভালোভাবে উপভোগ করেছিলাম। তবে এটা আরো অনেক বেশি সুন্দর হয়েছিল। কারণ সুন্দর একটা প্রতিযোগিতার এনান্সমেন্ট করা হয়েছিল। অনেক ধন্যবাদ ভাইয়া, এই রিপোর্টটি টি এত সুন্দর করে সবার মাঝে উপস্থাপন করার জন্য।

গত কয়েক দিন যাবৎ দেখতেছিযে রিওয়ার্ডস কমে গেছে, আগে যেখানে বেশী শো করতে এখন সেখানে কম দেখাচ্ছে। আরিফ ভাই এই বিষয়টা ক্লিয়ার করলেন। তাছাড়া আমরা গত সাপ্তাহে দাদার মূল্যবান কথা মিস করেছি। ধন্যবাদ।

বেশ দারুন ভাবে হ্যাংআউটের রিপোর্ট আমাদের মাঝে উপস্থাপন করেছেন। প্রত্যেক সপ্তাহে চেষ্টা করি হ্যাংআউটে উপস্থিত থাকার জন্য এই সপ্তাহেও বেশ দারুন উপভোগ করেছি হ্যাংআউট।রিপোর্টে এত সুন্দর ভাবে সব বিষয় আপনি তুলে ধরেন যা পড়ে মনে হয় আবারও হ্যাংআউটে অবস্থান করছি।ধন্যবাদ ভাই সুন্দরভাবে রিপোর্টটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

সাপ্তাহিক হ্যাং আউট রিপোর্ট দেখে অনেক ভালো লাগলো। সব সময় হ্যাংআউটের জন্যই অপেক্ষায় থাকি। এই হ্যাং আউটটা অনেক ভালোভাবে উপভোগ করেছি। সময়টা অনেক ভালো কেটেছে অন্য দিন গুলোর মত। যারা হ্যাংআউটে উপস্থিত ছিল না, তারা পুরোটা জেনে নিতে পারবে এটি পড়ে। রিপোর্টটা এত সুন্দর করে সবার মাঝে উপস্থাপন করেছেন এজন্য ধন্যবাদ।

এ‌ সপ্তাহে আমি একটু বাহিরে থাকার কারণে হ্যাংআউটের মধ্যে অংশগ্রহণ করতে পারিনি, সেজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আপনি দেখছি এই সপ্তাহের কমিউনিটি হ্যাংআউট টি খুবই সুন্দর করে আমাদের মাঝে উপস্থাপন করেছেন।আমি পুরো রিপোর্ট টি পড়ে গত বৃহস্পতিবারের হ্যাংআউটের সকল ধরনের বিষয়বস্তু সম্পর্কে জানতে পারলাম। ধন্যবাদ এতো সুন্দর একটি রিপোর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

বরাবরের মতো এই সপ্তাহের হ্যাংআউট বেশ উপভোগ করেছি। তবে দাদার কথাগুলো এই সপ্তাহে মিস করেছি। আশা করি দাদা পরবর্তী হ্যাংআউটে উপস্থিত থাকবেন। যাইহোক পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

সবসময়ের মতো আজকেও সাপ্তাহিক হ্যাংআউট রিপোর্ট দেখে খুব ভালো লাগলো। আমরা যদি কোনো কথা শুনতে মিস করে যাই তাহলে এই রিপোর্ট পড়ে আবারও সবকিছু জানা যায়। প্রতি সপ্তাহে হ্যাংআউট এ খুবই গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করা হয়। ধন্যবাদ ভাইয়া সম্পূর্ণ রিপোর্ট সুন্দর ভাবে আমাদের সাথে শেয়ার করার জন্য।

প্রতি সপ্তাহের মতো এই সপ্তাহেও সুন্দর ভাবে হ্যাংআউট উপভোগ করছি।কাজ থাকার কারনে মাঝ পথে বের হয়ে আসি।যতক্ষণ ছিলাম খুবই সুন্দর ভাবে উপভোগ করছি। ধন্যবাদ ভাই আবার এতো সুন্দর করে হ্যাংআউট টি উপস্থাপন করার জন্য।

সাপ্তাহিক হ্যাংআউট রিপোর্ট দেখে খুব ভালো লাগলো। পুরো সপ্তাহ জুড়ে অপেক্ষায় থাকি হ্যাংআউট শোনার জন্য। হ্যাংআউটের প্রতিটি পর্ব বেশ অসাধারণ ছিলো। শ্রদ্ধেয় দাদাসহ সকলের কথা শুনতে পেয়ে খুব ভালো লাগলো। হ্যাংআউটের প্রতিটি মুহূর্ত বেশ সুন্দরভাবে অতিবাহিত করেছি। ধন্যবাদ আপনাকে পোস্টটি শেয়ার করার জন্য।

গত সপ্তাহে ডাক্তার দেখাতে যাওয়ার কারণে হ্যাংআউটে উপস্থিত থাকতে পারি নাই খুবই খারাপ লাগছিল আমার কাছে। তবে এই রিপোর্টটি পড়ে বিস্তারিত তথ্য গুলো জানতে পেরেছি। অসংখ্য ধন্যবাদ জানাই আপনাকে রিপোর্টটি শেয়ার করার জন্য।