হ্যালো বন্ধুরা,
কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি এবং সুস্থ আছি। শীতের উষ্ণতায় হৃদয়ের চঞ্চলতা সতেজ রাখার চেষ্টা করছি। সত্যি বলতে এখন পর্যন্ত মানসিক চাপ এড়িয়ে শীতের উষ্ণতা উপভোগ করার চেষ্টায় দারুনভাবে নিজেকে ধরে রাখতে পেরেছি এবং বেশ সুন্দর সময় উপভোগ করার চেষ্টা করছি। বাস্তবতা আমাদের প্রতিনিয়ত নতুনভাবে পরিস্থিতি মোকাবেলা করতে শেখায় এবং সময়ের সাথে সাথে নিজেকে আরো বেশী পরিবর্তন করতে বাধ্য করে, আমি কিংবা আমরা কেউ এই নিয়মের বাহিরে নাই।
যাইহোক, সময়ের সাথে আমাদের নিজেদের জীবনকেও গতিশীল রাখার চেষ্টা করতে হয়, কারন তা না হলে হয়তো আমরা পরিবেশ কিংবা পরিস্থিতির সাথে খাপ খাইয়ে চলতে পারবো না। চলতে পারি আর নাই পারি নতুন একটা পথের মাধ্যমে আমাদের দারুণভাবে চঞ্চল থাকার সুযোগ তৈরী করে দিয়েছেন দাদা, আমার বাংলা ব্লগের নেটিভ কয়েন $PUSS এর মাধ্যমে। সময়ের সাথে হয়তো অনেক কিছু বদলে গেছে কিন্তু বদলে যায়নি $PUSS বরং নতুন ভাবে আমাদের আরো বেশী রঙিন করার চেষ্টা করে যাচ্ছে। শুরু হতেই আমাদের দারুণভাবে রঙিন করার দিকে এগিয়ে নিয়ে গেছে।
তাই ভালোবাসা নিয়ে $PUSS এর পাশে থাকাটা আমাদের জন্যও গুরুত্বপূর্ণ কিংবা সময়ের দাবী হয়ে দাঁড়িয়েছে। আর সেই বিষয়টিকে আরো বেশী সহজ ও সুন্দর করে দিয়েছে আমার বাংলা বাংলা ব্লগের প্রতিষ্ঠাতা এবং $PUSS এর ভবিষ্যৎ স্বপ্নদ্রষ্টা। এইতো কিছু দিন আগেও দাদা একটা ঘোষণার মাধ্যমে সকলের দৃষ্টি আকর্ষণ করেছিলেন, আমরা যার যার অবস্থান হতে একটু যেন চেষ্টা করি $PUSS এর পাশে থাকার। শুধু পাশে থাকার মানসিকতা নিয়ে নয় বরং হৃদয়কে একটু উদার করে। তার জন্য চাই PussFi Dev account এ কিছু ভালোবাসার প্রকাশ, সেটা হতে পারে PUSS/TRX/USDT donate করে আর তার পুরোটাই ব্যবহৃত হবে PussFi প্রজেক্ট এর Development এর কাজে।
অতীতেও নানা বিষয়ে আমরা নানাভাবে সহযোগিতার হাত বাড়িয়েছি এবং সকল উদ্যোগ দারুণভাবে সফল করার চেষ্টায় পাশে থেকেছি। সুতরাং এই ক্ষেত্রেও আমরা সবাই PussFi প্রজেক্ট এর পাশে থাকবো এবং সকল ধরনের Development এর কাজে নিজেদের আরো বেশী সংযুক্ত রাখবো। কারন এখনে আদতে আমাদের নিজেদের লাভই বেশী হবে, আমাদের নিজেদের ভবিষ্যতই আরো বেশী রঙিন হবে। PussFi প্রজেক্ট যত বেশী সফল হবে $PUSS এর হাসি ততো বেশী উজ্জ্বল হবে, আর $PUSS এর হাসি যত বেশী উজ্জ্বল হবে আমাদের ভবিষ্যৎ ততো বেশী আলোকিত হবে। আশা করছি বিষয়টি বুঝাতে পেরেছি আমি।
ভালোবাসা প্রকাশের এই প্রচেষ্টায় আমি আজকে ১০ হাজার পুশ দিয়েছি, হয়তো সেটা সংখ্যায় খুব বেশী না কিন্তু তবুও নিজের অবস্থান হতে নিজের ভালোবাসা প্রকাশ করার চেষ্টা করেছি। এর সাথে সাথে আমার বাংলা ব্লগের সকল ইউজারদের দৃষ্টি আকর্ষণ করছি এবং তাদেরকেও কিছুটা হলেও উৎসাহ দেয়ার চেষ্টা করছি, আসুন না যতটা সম্ভব হয় নিজের অবস্থান হতে PussFi এর উদ্যোগের পাশে নিজেকে রাখি এবং নিজেদের ভালোর জন্য Development এর কাজের সাথে নিজেদের সংযুক্ত রাখি। সম্মিলিত যে কোন উদ্যোগ কখনো বিফল হয় না।
ধন্যবাদ সবাইকে।
@hafizullah
আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।
|| আমার বাংলা ব্লগ-শুরু করো বাংলা দিয়ে ||
>>>>>|| এখানে ক্লিক করো ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<
Support @heroism Initiative by Delegating your Steem Power
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
Support @Bangla.Witness by Casting your witness vote
Support @Bangla.Witness by Casting your witness vote
VOTE @bangla.witness as witness
OR
Upvoted! Thank you for supporting witness @jswit.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
পুস প্রজেক্ট এর ডেভেলপমেন্ট এর জন্য আমাদের সবার উচিত যথাসম্ভব ডোনেট করা। আপনি ১০,০০০ পুস কয়েন ডোনেশন দিয়েছেন,এটা দেখে ভীষণ ভালো লাগলো। আমি ১,০০০ পুস কয়েন ডোনেশন দিয়েছিলাম এবং আবারও দেওয়ার চেষ্টা করবো। যাইহোক পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
জ্বী, সবাই মিলে অল্প অল্প করে সহযোগিতার হাত বাড়িয়ে দিলে যে কোন কাজই সহজ হয়ে যাবে। যাইহোক, মাত্র আরো ৫,০০০ পুশ দিলাম ভালোবাসার উপহার হিসেবে। অনেক ধন্যবাদ ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Puss আমাদের সকলের স্বপ্ন এবং আমাদের সকলের ভালোবাসার একটি নাম। আশা করছি এই প্রজেক্ট এর সাথে সবাই যুক্ত থাকবে এবং নিজেদের সামর্থ্য অনুযায়ী সঞ্চয় করবে। ভাইয়া আপনার পোস্ট পড়ে অনেক ভালো লাগলো।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit