‘আমার বাংলা ব্লগ’-সাপ্তাহিক হ্যাংআউট রিপোর্ট-৫৪ (Weekly Hangout Report-54)

in hive-129948 •  2 years ago 

weekly hangout cover 54.png

ভূমিকাঃ

“আমার বাংলা ব্লগ”- এখন শুধু একটি কমিউনিটির নাম না বরং সকলের নিকট জনপ্রিয় মাধ্যম, নিজের ভাষায় আবেগ, অনুভূতি ও ভালোবাসা প্রকাশের। দিন দিন যার জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে এবং শীর্ষে উঠে আসছে র‍্যাংকিং এ। আসলে আমার বাংলা ব্লগ এর যাত্রা শুরু হয় মাতৃভাষায় মনের ভাব প্রকাশে স্টিম ব্লকচেইন এ সুযোগ সৃষ্টি করার লক্ষ্য নিয়ে। পুরো পৃথিবীতে ছড়িয়ে থাকা বাংলা ভাষাভাষী কমিউনিটিকে এক প্লাটফর্মে নিয়ে আসা এবং পারস্পরিক সম্পর্ক সৃষ্টির মাধ্যমে ভাষার প্রতি ভালাবাসা সৃষ্টি করা এবং নিজেদের বন্ধনকে আরো মজবুত করা। আমাদের বিশ্বাস আমরা খুব দ্রুততম সময়ের মাঝে আমাদের লক্ষ্যে পৌছাতে সক্ষম হবো। আমার বাংলা ব্লগ কমিউনিটিতে এখন পর্যন্ত ৩৪৫৪ জন সদস্য হয়েছেন এবং বর্তমান এ্যাকটিভ পোষ্টের সংখ্যা ২১৪।

আমরা পুরো বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা বাঙালিদের নিজের মাতৃভাষায় আবেগ, অনুভূতি ও জীবনের গল্পগুলোকে ভাগ নেয়ার সুযোগ করে দিতে চাই। কারন তথ্য প্রযুক্তির এই যুগে ব্লকচেইন সবার মাঝে একটি সেতু বন্ধন তৈরী করতে সক্ষম হয়েছে। আমরা এই সুযোগটির পূর্ণ ব্যবহার এবং বাঙালি কমিউনিটির একটি নির্দিষ্ট অবস্থান নিশ্চিত করার মাধ্যমে পারস্পরিক সম্পর্ক এবং অভিজ্ঞতা বিনিময় সহজসাধ্য করতে চাই।

হ্যাংআউট-৫৪

যথারীতি সময়ের পূর্বে ভেসে আসে আমার বাংলা ব্লগের এ্যাডমিন, মিষ্টি কণ্ঠের অধিকারী @shuvo35 ভাইয়ের কণ্ঠস্বর, সবাইকে স্বাগতম জানান আমার বাংলা ব্লগের হ্যাংআউটে। তারপর শুরু করার পূর্বেই সকলের উদ্দেশ্যে কিছু কথা বলেন, কিছু বিষয়ে সকলের সহযোগিতা প্রত্যাশা করেন। বিশেষ করে হ্যাংআউট চলাকালীন সময়ে সকলের মাইক বন্ধ রাখতে অনুরোধ করেন, অপ্রত্যাশিত কোন ঘটনা যেন না ঘটে সেই দিকে লক্ষ্য রাখতে বলেন। আজকের শো’টি আরো বেশী প্রন্তবন্ত থাকবে, সবাই আরো বেশী উপভোগ করতে পারবেন। তারপর কাউন্ট ডাউন এর মাধ্যমে শুরু করা হয় হ্যাংআউটের মূল পর্ব। উচ্ছ্বসিত কন্ঠে সবাইকে হ্যাংআউটের শেষ পর্যন্ত উপস্থিত থাকার অনুরোধ করেন, ধন্যবাদ জানান আমার বাংলা ব্লগের প্রতিষ্ঠাতাকে, সুন্দর এই প্লাটফর্মটি তৈরী করার জন্য।

এরপর আমি @hafizullah কথা বলি, সবাইকে আমার বাংলা ব্লগের ৫৪তম হ্যাংআউটে স্বাগতম জানাচ্ছি। কিছু বিষয়ে আমরা বার বার বলার পরও অনেক ভালো ইউজারদের সে বিষয়ে উদাসীনতা আমাদের দারুণভাবে ব্যথিত করেছে। দেখুন আপনার মান উন্নয়ন হলে আপনি নিজেই তাতে লাভবান হবেন, সেই লাভটা আমরা নিয়ে যাবো না, এই বিষয়টি আপনারা কেন বুঝতে চাচ্ছেন না? সেটা আমার বোধগম্য না। বিশেষ করে এবারের প্রতিযোগিতার বেশ কিছু পোষ্ট আমি চেক করেছি, সহজ সহজ বানান ভুল, মার্কডাউনের সঠিক উপস্থিতির অভাব, সত্যি এগুলো আমাদের জন্য অপ্রত্যাশিত। যদিও প্রতিযোগিতার ব্যাপারে বিস্তারিত তথ্য উপস্থাপন করবেন এ্যাডমিন সুমন ভাই।

আমি শুধু এতটুকু বলতে চাই, যে কোন প্রতিযোগিতায় অংশগ্রহণের ক্ষেত্রে মূল বিষয়টি আগে বুঝার চেষ্টা করবেন, বানান ভুলের বিষয়ে অবশ্যই সচেতন থাকবেন এবং সঠিক মার্কডাউনের উপস্থিতি নিশ্চিত করবেন, কারন এটা প্রতিযোগিতা। সুতরাং নিজের অবস্থান নিশ্চিত করতে চাইলে, নিজের সেরাটা দিয়ে সেখানে চেষ্টা করতে হবে। যাইহোক, এই সপ্তাহে যে সকল এ্যাকটিভ ইউজার ছিলেন তাদের কার্যক্রম খুব একটা সন্তোষজনক ছিল না।

Untitled54.png

আরো একটি বিষয়ে কথা বলতে চাই, ইতিপূর্বে আমার বাংরা ব্লগের প্রতিষ্ঠাতা @rme দাদা তার পোষ্টের মাধ্যমে বিস্তারিত বলে দিয়েছেন সুপার এ্যাকটিভ তালিকায় আসতে হলে কি কি করণীয় এবং সেই সম্পর্কিত নতুন ফর্মুলা। সুতরাং যারা কোয়ালিটি বাদ দিয়ে শুধু কমেন্ট সংখ্যা বৃদ্ধির পিছনে ছুটছেন তারা অবশ্যই ভুল করছেন। এখানে আরো একটা কথা বলে দিচ্ছি কমেন্টগুলো যদি কাংখিত মানের না হয় তাহলে আমরা সেই সংখ্যাটা অর্ধেকে নামিয়ে আনবো। এছাড়া যারা ধারাবাহিকভাবে একই ধরনের পোষ্ট করছেন পুরো সপ্তাহ জুড়ে, তাদেরকে এটা ভেবে দেখতে হবে। পোষ্টের ভিন্নতা ছাড়া প্রতিযোগিতায় টিকে থাকা অসম্ভব, সবশেষ ডিসকর্ডের এ্যাকটিভি ভালো না থাকলে পিছনে থাকবেন সব সময়। কারন অনেকগুলো বিষয়ের পয়েন্ট আপনাকে সুপার এ্যাকটিভ তালিকায় থাকাটা নিশ্চিত করতে পারে, তাই বিষয়গুলোর প্রতি যত্নশীল হওয়ার আহবান জানাচ্ছি। @iraniahmed ডিসকর্ড এ্যাকটিভিস ভালো না থাকার কারনে এ সপ্তাহে সুপার এ্যাকটিভ তালিকায় আসতে পারে নাই। সবশেষে ভালো এ্যাকটিভিস ধরে রাখার জন্য @tauhida ৫ স্টিম পুরস্কার পাচ্ছেন এ সপ্তাহে আমার নিকট হতে।

এরপর কথা বলেন কমিউনিটির মডারেটর @kingporos ভাই, শুরুতেই তিনি দুঃখ প্রকাশ করেন ব্যক্তিগত কারনে তাকে বাহিরে যেতে হবে এই জন্য শুরুতেই তিনি সময় চেয়ে নিয়েছেন। প্রথমে তিনি লেভেল-২ নিয়ে কথা বলেন, বর্তমানে যারা লেভেল-২ রয়েছে তারা এই সপ্তাহে খুব একটা পোষ্ট করেন নাই, এই জন্য তাদের ব্যাপারে কোন কিছু বলতে পারছেন না। তবে বিগত সপ্তাহে যে সকল পোষ্ট উনি দেখেছেন এবং চেক করেছেন সেখানে কিছু বিষয় উনার কাছে ভালো লেগেছে। বিশেষ করে কবিতা লেখার প্রবণতাটা, কবিতা লেখার নতুন একটা প্রবণতা তৈরী হয়েছে যদিও উনি নিজে কবিতা খুব একটা পারেন না। তবুও যারা লিখছেন সেগুলো পড়ে বেশ আনন্দ উপভোগ করছেন। তারপর বলেন লেভেল-২ তে যারা পরীক্ষা দিচ্ছেন বা ইতিমধ্যে দিয়েছেন, যারা লেভেল-২ পাশ করে যাবেন, তাদের প্রতি অনুরোধ করেন, একটু সময় দিন কমিউনিটিতে, এ্যাকটিভি বৃদ্ধি করার চেষ্টা করুন, এটা আপনার জন্যই ভালো হবে।

কমিউনিটির এ্যাডমিন @winkles ভাই কথা বলেন এরপর, শুরুতে কনটেস্ট নিয়ে কথা বলেন, বানান ভুল নিয়ে নিজের অভিমত ও দুঃখ প্রকাশ করেন, সহজ সরল অনেক বানান ভুলের উপস্থিতি ছিলো, যা পড়ার সময় নিজের কাছেও অনেক খারাপ লেগেছে । পরবর্তীতে বানান ভুল ঠিক না হলে অংশগ্রহণ গন্য করা হবে না, এবার কিছুটা ছাড় দেয়া হয়েছে। তারপর তার অধীনে থাকা ইউজারদের নিয়ে কথা বলেন, @isha.ish আপুর কথা বলেন যার এ্যাকটিভি এই সপ্তাহে একেবারে খারাপ ছিলো, সামনের সপ্তাহে এ্যাকটিভি বৃদ্ধি করার অনুরোধ করেন। বাকী ইউজারের অবস্থা মোটামোটি ভালো ছিলো। তারপর কাংখিত কমেন্ট এ বিজয়ীদের নাম প্রকাশ করেন।

Untitled winkles vi.png

এরপর কথা বলেন কমিউনিটির এ্যাডমিন এবং কোয়ালিটি কন্ট্রোলার @rex-sumon সুমন ভাই, নিজের ইউজারদের নিয়ে কথা বলেন, তিনজনকে বাদ দেয়া হয়েছে এ্যাকটিভ তালিকা হতে, তাদের নাম প্রকাশ করেন। তারপর আরো তিনজন ইউজারের নাম ঘোষণা করেন যাদের এ্যাকটিভি খুবই খারাপ ছিলো, এভাবে চললে পরবর্তীতে তারাও বাদ যাবেন, এটা নিয়ে নিজের দুঃখজনক অনুভূতি প্রকাশ করেন। শুধুমাত্র এ্যাকটিভ তালিকায় থাকার জন্য সপ্তাহে একটা পোষ্ট করবেন এটা ঠিক না। এই ধরনের মানসিকতা পরিবর্তন করার অনুরোধ করেন। তারপর সুপার এ্যাকটিভ তালিকার নুতন ফর্মূলা নিয়ে কথা বলেন, পোষ্ট কোয়ালিটি, ডিসকর্ড উপস্থিতি এবং এনগেজমেন্ট সবগুলো বিষয়ই এখন বিবেচনায় নেয়া হয়। তারপর কথা বলেন রিভিউ পোষ্ট নিয়ে, অনেকেই প্রতি সপ্তাহে নিয়মিত রিভিউ পোষ্ট করেন, তাই সেটা নিয়ে কিছু কথা বলেন। প্রসঙ্গক্রমে বলেন হ্যাংআউটে উপস্থিত সবাই আমাদের কথাগুলো ঠিকমতো শুনেন নাই। যে সমস্যাগুলো নিয়ে আলোচনা করা হয় সেটা থেকেই যায়, যা দেখে বুঝা যায় আমাদরে কথাগুলো তারা শুনেন না। রিভিউ পোষ্ট করা নিয়ে পুনরায় সবাইকে কিছুটা গাইড করেন।

রিভিউ পোষ্টগুলো কোয়ালিটি পোষ্ট হিসেবে গন্য করা হবে না, এ বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা করেন। কোয়ালিটি কনটেন্ট তৈরীর ক্ষেত্রে একটু বেশী জোর দেন। দায় সারা কমেন্ট করা যাবে না। এ প্রসঙ্গে একজন ইউজারের পোষ্ট নিয়ে কথা বলেন, ভালো কনটেন্ট লেখার পরও সেখানে তেমন কোন কমেন্ট ছিলো না, এটা দুঃখজনক। ভালো পোষ্টে কমেন্ট করতে বলেন, ভুল থাকলে তা ধরিয়ে দেয়ার অনুরোধ করেন, কাংখিত পরামর্শ দিতে বলেন। আমরা কিন্তু সকলের পোষ্ট দেখি এবং মন্তব্যগুলো পড়ার চেষ্টা করি। কমেন্টের মাধ্যমে ভালো মন্দ কিছু শেয়ার করলে সেটা দিনশেষে আপনাদের জন্যই ভালো হবে। তারপর পাওয়ার আপ কনটেষ্ট নিয়ে কথা বলেন, প্রতিযোগিতার ফলাফল ইতিমধ্যে ঘোষণা করা হয়েছে।

Untitled54 1.png

তারপর আমার বাংলা ব্লগের এ্যাডমিন @shuvo35 ভাই কথা বলেন, শুরুতেই তিনি তার ইউজারদের নিয়ে কথা বলেন, সকলের এ্যাকিটিভি ভালো ছিলো। দিনশেষ সেই ইউজারগুলোই ‍ঘুরে ফিরে আমাদের সম্মুখে চলে আসছেন, এ বিষয়টি অবশ্য তার কাছে ভালোই লাগে। কারণ যে থাকার সে ঠিকই থাকবে আর যে থাকার না সে থাকবে না। কথা হচ্ছে যারা ভালো করছে এবং যারা শুরু হতে আমাদের সাথে ছিলো, যারা খারাপ সময়ও ছিলো এবং এখনো আছে। আমি মনে করি দিনশেষ তারাই গেইন করছে এবং আমরা সেই মানুষগুলোকেই চাই। সবশেষে একটা কথাই বলবো, তারা অবশ্যই ভালো করছে আর যারা দিন শেষে দায়সারা পোষ্ট করে, একটা দুইটা পোষ্ট করে নিজেদের উপস্থাপন করে, একটা সময় তারাও ঝড়ে যাবেন।

কমিউনিটির এ্যাডমিন @moh.arif আরিফ ভাই কথা বলেন এরপর, এ্যাডভান্স ক্যাশ নিয়ে কথা বলেন শুরুতে, মোট তিনটি পর্বর ক্লাস শেষ হয়েছে, প্রথম ব্যাচটি রিলিজ হয়ে গেছে। আশা প্রকাশ করেন তারা সবাই ঠিক ঠাক মতো ক্যাশ আউট করতে পারবেন এখন হতে। অনেক কিছু বুঝাতে হয়েছে, অনেক কষ্ট করে ক্লাসগুলো সম্পন্ন করা হয়েছে। সুতরাং আপনারা যদি এটা ঠিক ঠাক মতো না করেন, তাহলে সেটা আমাদের ব্যর্থতা বলে বিবেচিত হবে।

সুপার এ্যাকটিভ তালিকা নিয়ে কথা বলেন, নতুন স্টিস্টেম নিয়ে আরো কিছু কথা বলেন, যা দাদার পোষ্টে বিস্তারিত বলা হয়েছে। তারপরও এ ব্যাপারে আরো কিছু তথ্য বিস্তারিতভাবে উপস্থাপন করেন এবং ইউজারদের বিষয়গুলো বুঝানোর চেষ্টা করেন। যেমন আগে ভালো পোষ্ট করলে কিংবা একটু বেশী এনগেজমেন্ট করতে পারলেই সুপার এ্যাকটিভে আসতে পারতেন, এখন কিন্তু সেটা আর হবে না। এখানে হ্যাংআউটে থাকা, ডিসকর্ডে উপস্থিতি, এই বিষয়গুলোকে হিসেব করা হবে। যারা এখানে সময় দেন এবং এ্যাকটিভ থাকেন, তারা কিন্তু সুপার এ্যাকটিভ তালিকায় সহজেই আসতে পারবেন। এ সম্পর্কিত দাদার পোষ্টটি সবাইকে চেক করতে বলেন।

Untitled54 2.png

এরপর কথা বলেন কমিউনিটির মডারেটরগন। প্রথমে কথা বলেন @rupok ভাই, আমি আজকের নতুনদের উদ্দেশ্যে কিছু বলবো। এখানে যারা কাজ করতে এসেছেন তারা চেষ্টা করবেন সৎভাবে কাজ করার। আপনাদের এটা মনে করার কোন কারণ নেই যে আপনারা কোন খারাপ কাজ করলে সেটা আমাদের চোখে পড়বে না। আপনাদের প্রত্যেকটি পোস্ট চেক করা হয়। যার ফলে কেউ দুই নম্বরি করলে সে অবশ্যই ধরা খাবেন।

আপনাদের ভেতর এমন বেশ কিছু মেম্বার দেখেছি যারা অন্য কমিউনিটিতে স্প্যামিং পোস্ট করছিলো। তাদেরকে নিষেধ করা হয়েছে। এখন আবার যদি আপনারা সেই ধরনের কোন কাজ করেন বা অন্য কারো কনটেন্ট চুরি করে নিজের বলে চালানোর চেষ্টা করেন। তাহলে এটা আপনাদের জন্য মোটেই ভালো হবে না। ইতিমধ্যে একজন নতুন মেম্বার এই কাজ করেছেন। আমি তার নাম বলতে চাচ্ছি না। কিন্তু এই ব্যাপার গুলিতে আপনাদেরকে সতর্ক থাকতে হবে। এই ধরনের কাজ করলে আপনারা কখনোই ভালো অবস্থানে পৌঁছাতে পারবেন না। আপনাদের পোস্ট যারা নমিনেশনে পাঠাবে তাদের কাছে আপনাদের ভাবমূর্তি নষ্ট হলে, তাতে আপনারাই ক্ষতিগ্রস্ত হবেন।

এরপর মডারেটর @alsarzilsiam ভাই কথা বলেন, লেভেল-৩ নিয়ে কথা বলেন, তেমন কোন ইউজার নেই এখন , যারা আছেন তারা পোষ্ট করেন না, তারা মার্কডাউনের সঠিক ব্যবহার করছেন না। এছাড়াও অনেকেই লেভেল-৩ পার করেছেন কিন্তু তবুও মার্কডাউনের সঠিক ব্যবহার করছেন না। লেভেল-২ যারা উত্তীর্ণ হয়েছেন তাদের উদ্দেশ্যে কিছু কথা বলেন, লেভেল-৩ এর শীটগুলো ভালোভাবে পড়ার অনুরোধ করেন। তারপর আমার বাংলা ব্লগের ফেসবুকের বিষয়টি নিয়ে কথা বলেন, সবাইকে বেশী বেশী পোষ্ট করার অনুরোধ করেন।

Untitled54 3.png

এরপর মডারেটর @ayrinbd আপু কথা বলেন, নিউ মেম্বার নিয়ে কিছু কথা বলবো, এই পর্যন্ত যতজন নিউ মেম্বার পরিচিত মূলক পোস্ট করেছেন তাদের মোট সংখ্যা হচ্ছে ২৬ জন। ভেরিফাইড মেম্বার রেফারার শুধু তিন জনের আর বাকি সবাই হচ্ছে ইউটিউব দেখে আসা। আর এখন আমি সকলের উদ্দেশ্যে বলতে চাই আজ রাত ১২ টা পর্যন্ত নিউ মেম্বার নেয়ার সময় রয়েছে, যদি কেউ রেফার করতে চান তবে আর দেরি না করে এখনই তাদের পোস্ট করার কথা অবগত করতে পারেন।

আর নিউ মেম্বারদের উদ্দেশ্যে বলছি, আপনারা কমিউনিটির ভেরিফাইড মেম্বারদের পোস্ট গুলো পড়বেন ও কমিউনিটির পিন করা সকল গুরুত্বপূর্ণ আপডেট গুলো পড়বেন। গুরুত্বপূর্ণ কিছু পোস্টের লিংক আপনাদের পোস্টে মন্তব্যের মাধ্যমে দেয়া হয়েছে। আর সকলের উদ্দেশ্যে বলছি যে নিউ মেম্বাররা পোস্ট করার পর আপনারা অনেকেই নিউ মেম্বারদের গাইড করে থাকেন আর আপনাদের এভাবে গাইড করতে কোনো বারণ নেই, তবে কোন লিংক দিয়ে আপনারা গাইট করবেন না কারণ এই কাজটি আমি করে থাকি, এতে আমার সঠিক ভাবে কাজ করতে সমস্যা হয়। আশা করি সবাই বুঝতে পেরেছেন।

আর একটা কথা আবারো বলতে চাই যারা ডিসকোর্ডে কথা বলেন অবশ্যই খেয়াল রাখবেন যেন আপনাদের কথা বা ব্যবহার অন্য কোন ব্যক্তিকে কোনভাবে কষ্ট না দেয় আর এমন কোন ইমোজি বা এমন কোন বিষয় নিয়ে আলোচনা করবেন না যেটা ডিসকোর্ডে পরিবেশ নষ্ট করে। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।

এরপর শুভ ভাই আমার বাংলা ব্লগ কমিউনিটির মডারেটর @tangera আপুর বিষয়ে কথা বলেন, তারপর আপু তার বক্তব্য লিখে প্রকাশ করেন। বরাবরের মতো সবকিছু ঠিকঠাক মতোই চলছে। র্দীঘদিন ধরে দেখা যাচ্ছে অ্যাক্টিভ লিস্ট থেকে কেউ আর সাপোর্ট বঞ্চিত হচ্ছেন না, আর সুপার একটিভ লিস্ট থেকে কেউ যদি বাদ পড়ে যায়, তাহলে তাদেরকেও খুঁজে বের করা হচ্ছে। তাহলে এমন সুযোগ আর কোথায় মিলবে? তবে এ সপ্তাহে' একটি জিনিস দেখে খারাপ লাগলো, অনেক ইউজারের বিগত ৫/৭ দিনের মধ্যে কোন পোস্ট নেই। হয়তো প্রাইস এর দাম পড়ে যাওয়ার জন্য এমনটি হচ্ছে। কিন্তু একটি কথা মনে রাখবেন সকলে যারা সুসময়ে ও দুঃসময়ে সবসময়ই আমাদের পাশে থাকছেন তাদেরকেই আমরা সব সময় মনে রাখব।

Untitled54 4.png

শুভ ভাই কথা বলেন এরপর, সুখে দুখে যারা আমাদের পাশে থাকবেন আমরা তাদেরই মনে রাখার চেষ্টা করবো, তানজিরা আপুর সাথে সহমত পোষণ করে শুভ ভাই এ কথাগুলো বলেন। তারপর বলেন, সোমবার হতে রবিবার হলো আমাদের সাইফক্স সপ্তাহ, এটা সবাইকে স্মরণ রাখতে বলেন। তারপর এবিবি স্কুল নিয়ে কথা বলেন, ২০তম ব্যাচ নিয়ে কথা বলেন, সামনে আরো নতুন ব্যাচ আসবে। এবিবি স্কুল নিয়ে বিস্তারিত তথ্য উপস্থাপন করেন। এরপর হিরোইজম নিয়ে কথা বলেন, এটা আমাদের প্রজেক্ট, হয়তো কমিউনিটি হতে নিয়মিত সাপোর্ট পাবেন না, সেই ক্ষেত্রে আপনার এসপি হিরোইজমকে ডেলিগেশন দিয়ে প্রতিনিয়ত একটা সাপোর্টপাওয়া নিশ্চিত করতে পারবেন। এবিবি চ্যারিটি এবং সিলেটের বন্যা নিয়ে কথা বলেন। যারা বিশ্বাস করেন মানুষ মানুষের জন্য তাদের উপস্থিতি দেখতে চান। তারপর আমার বাংলা ব্লগ কর্তৃক গৃহীত উদ্যোগটি নিয়ে বিস্তারিত কথা বলেন।

এরপর শুরু করা হয় কুইজ পর্ব, আমার বাংলা ব্লগের এ্যাডমিন আরিফ ভাই পর্বটি পরিচালনা করেন। সব সময়ের মতো শুরুতেই নিয়মগুলো সবাইকে স্মরণ করিয়ে দেন। আরিফ ভাইকে এই পর্বে আমি আর সুমন ভাই সহযোগিতা করি। আরিফ ভাইয়ের পক্ষ হতে পর পর ৪টি কুইজ ধরা হয় এবং বিজয়ীদের পুরস্কৃত করা হবে তার পক্ষ হতে। তারপর সব শেষে তানজিরা ম্যাডাম এর পক্ষ হতে একটা কুইজ ধরা হয় এবং বিজয়ীকে তার পক্ষ হতে পুরস্কৃত করা হয়। বেশ দারুণভাবে সবাই পর্বটি উপভোগ করেছে।

Untitled54 5.png

এরপর শুভ ভাই ফিরে আসেন সাথে ফিরে আসে তার চমৎকার অনুভূতি। কারন এরপর উনি শেয়ার করেন আমার বাংলা ব্লগের ১৯তম প্রতিযোগিতার ফলাফল। এবারের প্রতিযোগিতাটি ছিলো বৃষ্টি নিয়ে, বৃষ্টিময় দিনে বৃষ্টির অনুভূতিতে সবাই বেশ দারুণ উজ্জীবিত ছিলেন। শুভ ভাই প্রথমে শেষের দিক হতে বিজয়ীদের নাম ঘোষণা করেন এবং তাদের অনুভূতি প্রকাশের সুযোগ করে দেন। এরপর শেয়ার করেন সবচেয়ে কাংখিত ও আকর্ষণীয় সুপার এ্যাকটিভ তালিকা। তবে তালিকা প্রকাশের পূর্বেই নতুন নিয়মটি সম্পর্কে শুভ ভাই তার অভিমত প্রকাশ করেন। তারপর টায়ার-১ হতে টায়ার-৩ পর্যন্ত এ সপ্তাহে সুপার এ্যাকটিভ তালিকায় জায়গা পাওয়া ইউজারদের নাম ঘোষণা করেন।

এরপর শুরু করা হয় আমার বাংলা ব্লগের হ্যাংআউটের দ্বিতীয় পর্ব অর্থা গানের পর্ব। তবে এবারের সেগমেন্টটি একটু ব্যতিক্রম ছিলো। কারন এবার আমার বাংলা ব্লগের কোন ইউজার এই সেগমেন্ট এ গান কিংবা কবিতা আবৃত্তি করার কোন সুযোগ পান নাই। বরং আমার বাংলা ব্লগের এ্যাডমিন শুভ ভাইয়ের বন্ধু, হ্যাংআউটের বিশেষ অথিতি শিল্পী, সাম্প্রতিক সময়ের জনপ্রিয় কন্ঠ শিল্পী জাকির হোসেন লিমন ভাই তার চমৎকার কন্ঠে গান পরিবেশন করেন। সত্যি বলতে এবারের গানের সেগমেন্টটি দারুণ আকর্ষণীয় হয়েছিলো, একটু ভিন্নতার স্বাদ সকল ইউজার দারুণভাবে উপভোগ করেছিলেন। মুগ্ধকর গানের কন্ঠ এবং চমৎকার মিষ্টি সূরে গান পরিবেশন, বেশ দারুণ কিছু মুহুর্ত সবাই উপভোগ করেছেন। যার গানে মুগ্ধ হয়ে আমার বাংলা ব্লগের প্রতিষ্ঠাতা @rme দাদা তাকে ১০০ ডলার পুরস্কৃত করেন। নির্দিষ্ট সময় পার হয়ে যাওয়ার পরও জাকির হোসেন লিমন ভাইয়ের গানগুলো দারুণভাবে উপভোগ করেছিলেন, আমার বাংলা ব্লগের হ্যাংআউটে সময় দেয়ার জন্য তাকে আমার বাংলা ব্লগের এক্সিকিউটিভ এ্যাডমিনের পক্ষ হতে ধন্যবাদ জানানো হয়।।

এরপর সবাইকে ধন্যবাদ জানিয়ে শুভ ভাই হ্যাংআউটের সপ্তাপি ঘোষণা করেন।

ধন্যবাদ সবাইকে।

@hafizullah

break .png

Community TEAM

@rme ADMIN ✠ Founder 🔯
@blacks ADMIN Executive Admin ♛
@winkles ADMIN Admin India Region 🇮🇳 ✨
@rex-sumon ADMIN Admin Quality Controller ✨
@hafizullah ADMIN Admin Bangladesh Region 🇧🇩 ✨
@shuvo35 ADMIN Admin Bangladesh Region 🇧🇩 ✨
@moh.arif ADMIN Admin Bangladesh Region 🇧🇩 ✨
@rupok MOD Community Moderator 🇧🇩 ✨
@alsarzilsiam MOD Community Moderator 🇧🇩 ✨
@kingporos MOD Community Moderator 🇮🇳 ✨
@nusuranur MOD Community Moderator 🇧🇩 ✨
@tangera MOD Community Moderator 🇧🇩 ✨
@ayrinbd MOD Community Moderator 🇧🇩 ✨
@swagata21 MOD Apprentice Mod 🇮🇳
@shy-fox MOD Extreme Curator 🐺
@abb-school MOD Steem School ✍
@endplagiarism04 MOD Steemit Watcher 🔍
@amarbanglablog MOD Primary Curator ♛♝
@royalmacro MOD Secondary Curator ♝
@curators MOD Secondary Curator ♝
@photoman MOD Secondary Curator ♝
break .png

Banner Annivr4.png
break .png
Banner.png

আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃডিসকর্ড লিংক

break .png

Support @heroism Initiative by Delegating your Steem Power and get Amazing Support

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

এইবারের হ্যাংআউটটি সবথেকে ব্যতিক্রম ছিল ।যেখানে আমার বাংলা ব্লগের অন্তর্ভুক্ত সদস্য না হয়েও
জনপ্রিয় কন্ঠশিল্পী জাকির হোসেন লিমন ভাই তার চমৎকার কন্ঠে গান পরিবেশন করে আমাদের মাঝে উপস্থিত থেকেছেন।এটি উপহার দেওয়ার জন্য শুভ ভাইয়াকে অনেক ধন্যবাদ।মাঝে মাঝেই বাইরের এইরকম কেউ গেস্ট হয়ে আসলে আমার বাংলা ব্লগ পরিপূর্ণতা পাবে বলে আমার মনে হয়।এবারের কুইজ প্রতিযোগিতায় উত্তর আগে দিয়েও সম্পূর্ণ উত্তর না লেখার দরুন পুরস্কার মিস হয়ে গেল এটা আমার জন্য হতাশার,হি হি☺️☺️হাফিজ ভাইয়া ,আপনার উপস্থাপনা বরাবরের মতোই সুন্দর।অসংখ্য ধন্যবাদ আপনাকে।

আমি এই পোষ্টটির জন্য অপেক্ষা করছিলাম। কারণ আমি প্রথমদিকে থাকতে পারিনি। সেই কারণে আজকে পড়ে সবটা জানতে পারলাম ধন্যবাদ ভাইয়া।

প্রথমে জানাই অসংখ্য ধন্যবাদ বিশেষ হাংআউট কে নিয়ে এত সুন্দর একটি লেখা আমাদের সামনে উপস্থাপন করার জন্য। ভাই আপনার স্মৃতিশক্তি নিয়ে কোন কথা, কোন বিশেষণ দিয়ে ছোট করবো না। তবে একটি কথাই শুধু বলবো স্মৃতিশক্তিতে আপনিই সেরা।

লিমন ভাইয়ের গানের জন্য এই হ্যাংআউটটি বেশ আকর্ষনীয় ছিলো। তার প্রতিটি গান অনেক ভালো ছিলো। আর এই হ্যাংআউটটি আমার জন্য বেশি আকর্ষনীয় ছিলো। কারণ আমি প্রতিযোগিতায় অংশগ্রহণ করে দ্বিতীয় স্থান দখল করেছি। তবে আমি আমার অনুভুতি হ্যাংআউটে প্রকাশ করতে পারি নাই। এর কারণ হচ্ছে আমি খাইতে বসছিলাম।।তবে যাইহোক আমি অনেক অনেক এক্সাইটেড ছিলাম।

বরাবরের মতো হ্যাংআউটের পরে আজকের দিনে এসে আপনার এই রিপোর্টের জন্য আমি অপেক্ষা করে থাকি। অনেক সময় নেটওয়ার্ক ইস্যুর কারণে অনেক গুরুত্বপূর্ণ তথ্য এড়িয়ে যায়। আপনি অনেক বিস্তারিতভাবে রিপোর্টটি প্রকাশ করেন। আপনার পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ পড়তে আমার খুব ভালো লাগে। সুপার একটিভ লিস্টে থাকার জন্য করনীয় আপনি খুব চমৎকার ভাবে আমাদের বুঝিয়ে দিয়েছেন। যাইহোক এই সপ্তাহে অতিথি শিল্পীর গানগুলো আমরা খুব ভালোভাবে উপভোগ করেছি। সব মিলিয়ে খুব ভালো ছিল এই আয়োজন। ধন্যবাদ আপনার আজকের রিপোর্টটি প্রকাশ করার জন্য। অনেক অনেক শুভকামনা রইল।

ভাইয়া আপনি হ্যাংআউটের খুঁটিনাটি ষ এত নিখুঁত ভাবে সবকিছু তুলে ধরেন যেটা পড়ে সত্যিই মুগ্ধ হয়ে যাই ।এই সপ্তাহের হ্যাংআউটে জাঁকজমকপূর্ণ ভাবে হয়েছে। বিশেষ করে শুভ ভাই লিমন ভাইকে আমন্ত্রণ করে নিয়ে এসে আমাদের সুন্দর সুন্দর গান শুনাইছে। সত্যিই অনেক ভালো ছিল অনেক সুন্দর একটি দিন পার করেছি।

প্রথমে জানাই আপনাকে অন্তরের অন্তস্থল থেকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনি বরাবরের মতো প্রতিটি হ্যাংআউটের বিষয়গুলো। খুব সুন্দর করে আমাদের মাঝে গুছিয়ে গুছিয়ে তুলে ধরেন। সত্যিই আপনার এই পোস্টটি দেখে খুবই ভালো লাগে। আমাদের হ্যাংআউটে কি হয়েছে। তা আপনার এই পোস্ট পড়লে আবার নতুন করে বুঝা যায়। আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাইয়া। শুভকামনা রইল আপনার জন্য। ও অনেক অনেক দোয়া রইল।❤️❤️❤️

ভাইয়া এবারের হ্যাংআউট একটু ব্যাতিক্রম হয়েছে তাই অনেক ভাল লাগছে। বিশের করে লিমন ভাইয়ের জন্য। ওনার গান গুলো শুনে অনেক এনজয় করেছি। ধন্যবাদ ভাইয়া প্রতি সপ্তাহে ধারুন একটি পোষ্ট করেন।

৫৪ তম হ্যাংআউট এর পুরো সময় উপস্থিত ছিলাম এবং ৫৪ তম হ্যাংআউট স্পেশাল ছিল, বিশেষ করে শুভ ভাইয়ের বন্ধুর লিমন ভাইয়ের কন্ঠে গান ছিল অসাধারণ। সত্যিই অনেক স্পেশল ছিল। যাইহোক হ্যাংআউট এর পুরো সময় উপস্থিত ছিলাম, অনেক মজা করেছি এবং বৃষ্টি দিনের অনুভূতি প্রতিযোগীতায় ৩য় হতে পেরে খুবি ভালো লাগতেছিলো। আপনি খুবই সুন্দরভাবে হ্যাংআউট এর বিষয়গুলো আমাদের মাঝে উপস্থাপন করলেন ভাইয়া।

এই হ্যাংআউটটা আমি এইবার মিস করেছি আমার নেট এতটা পরিমাণ খারাপ ছিল যে আমি কিছুই শুনতে পাইনি ,তারপর হাফিজুল্লাহ ভাই আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত এত ডিটেলসে সুন্দরভাবে তুলে ধরেছেন মনে হচ্ছে না যে এটা আমি মিস করেছি। শুধু একটাই মিস করেছি যে আমি গানগুলো শুনতে পারিনি ।তারপরে দুই জায়গায় আমার নাম উঠেছে সেটা দেখে আমার খুব ভালো লাগছে। এভাবেই এগিয়ে যান ভাইয়া অনেক অনেক দোয়া রইল।

এই 54 তম বিশেষ হ্যাংআউটে বিশেষ ক্ষণে,, অর্থাৎ বিনোদন পর্বে শুভ ভাইয়ের সাথে নতুন একটি রোল প্লে করার জন্য,,,কিংবা আমাকে সুযোগ করে দেয়ার জন্য,, সন্মানীত এডমিন প্যানেল সহ শুভ ভাইয়াকে অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।♥♥

গত হ্যাংআউট বেশ জাঁকজমকপূর্ণ ছিল কিন্তু দুঃখের বিষয় আমার নেটওয়ার্ক ভীষণ সমস্যা করায় অনেক কিছু ঠিকমতো শুনতে পাইনি। যাক যতটুকু শুনেছি ততটুকু ভালো লেগেছে। আরো ভালো লেগেছে যখন শুনলাম প্রতিযোগিতায় বিজয়ী তালিকায় রয়েছি কিন্তু অনেক চেষ্টা করেও কথা বলতে পারিনি 😔 খারাপ লেগেছে। সবমিলিয়ে দারুন ছিল।

এই হ্যাংআউট টি আমাদের সকলের জন্য অনেক স্পেশাল একটি হ্যাংআউট ছিল। বিশেষ করে লিমন ভাই এর গান গুলো সত্যি অসাধারন ছিল এবং আপনি প্রত্যেকটি বিষয় অনেক সুন্দরভাবে গুছিয়ে উপস্থাপন করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ।।

সত্যি বলতে এবারের গানের সেগমেন্টটি দারুণ আকর্ষণীয় হয়েছিলো, একটু ভিন্নতার স্বাদ সকল ইউজার দারুণভাবে উপভোগ করেছিলেন।

প্রতিটি হ্যাংআউটের মত এবারের হ্যাংআউটেও অনেক সুন্দর সময় কাটিয়েছি। বিশেষ করে আমাদের সকলের প্রিয় শুভ ভাইয়ার বন্ধুর নিজের গান আমাদের মাঝে উপস্থাপন করেছেন এবং গান শুনে অনেক ভালো লেগেছে। সেই মুহূর্তটি আমরা সকলেই অনেক উপভোগ করেছি। অনেক গুরুত্বপূর্ণ তথ্য আপনার এই পোষ্টের মাধ্যমে উপস্থাপন করেছেন এজন্য আপনাকে জানাচ্ছি ধন্যবাদ। শুভকামনা ও ভালোবাসা রইলো ভাইয়া। ♥️♥️♥️

Congratulations, your post has been upvoted by @dsc-r2cornell, which is the curating account for @R2cornell's Discord Community.

Manually curated by @jasonmunapasee

r2cornell_curation_banner.png

অত্যান্ত সুন্দর আয়োজন এটা। প্রতি সপ্তাহে এক সাথে কমিউনিটির সকলে একত্রিত হয়ে শিক্ষা এবং বিনোদন দুটোই এক সাথে। আমার কাছে এটা অসাধারণ লেগেছে। আমি এই মাত্র কমিউনিটি discord এ যুক্ত হয়েছি। আমার বাংলা ব্লগের জন্য শুভ কামনা। আপনার জন্যও অনেক শুভেচ্ছা ভাই।

Upvoted! Thank you for supporting witness @jswit.
default.jpg

আমি সব সময় এই রিপোর্টটির অপেক্ষায় থাকি। এই রিপোর্টটি ব্যক্তিগতভাবে আমাকে অনেক বেশি উপকৃত করে। গ্রাম অঞ্চলে বসবাস করার কারণে অনেক সময় নেটওয়ার্ক সমস্যার কারণে অনেক কথা ভালোভাবে শুনতে বা বুঝতে পারিনা। কিন্তু আপনার দেয়া এই রিপোর্টের মাধ্যমে আমি সেই সকল বিষয়গুলো খুবই সহজেই দেখে নিতে পারি।

প্রত্যেক সপ্তাহের আউট আমাদের সবার জন্য খুবই স্পেশাল হয়ে থাকে। বিশেষ করে আমার কাছে গান এবং কবিতা গুলো আর দাদার গুরুত্বপূর্ণ কথাগুলো খুবই ভালো লাগে। বিশেষ করে আপনার এই দেখে আরো অনেক ভালো লাগলো। প্রতি সপ্তাহে এই পোস্টটা আমাদেরকে আরো উৎসাহিত করে তোলে। মাঝে মাঝে নেটে ডিস্টার্ব করার কারণে মনটা খুব খারাপ হয়ে যায়। সবকিছু মিলিয়ে খুব সুন্দর এবং দারুন একটি পোস্ট আমাদেরকে উপহার দিলেন। আমার বাংলা ব্লগের পরিবারের সবার জন্য ভালোবাসা আর অনেক অভিনন্দন রইল।

আসলে একবারে হ্যাং আউট একটু ভিন্ন ধর্মী ছিল।‌‌জাকির হোসেন লিমন ভাইয়ের কন্ঠের গান গুলো শুনতে আমার বেশ ভালো লেগেছে। আর তাছাড়া এবারের ডেট অনেক সমস্যা ছিল তাই রিপোর্টের মাধ্যমে যে কথাগুলো মিস করে গেছে সেগুলো পড়ে দিয়েছি । আমি মনে করি আপনি রিপোর্টগুলোর মধ্যে কোন পয়েন্ট মিস করে জাননা।

প্রতি সপ্তাহের মতো এই সপ্তাহের হ্যাংআউট অনেক ভালো কেটেছে। তবে শুভ ভাইয়ের বন্ধু বেশ ভালো গান শুনেছিল। আর এক সপ্তাহ শেষে সুপার অ্যাক্টিভ লিস্ট শোনার জন্য অপেক্ষায় ছিলাম আর সবশেষে যখন সুপার অ্যাক্টিভ লিস্টে প্রকাশ করা হলো তখন দেখলাম সেই তালিকায় আমি আবার ফিরে এসেছি।

প্রতিবারই হ্যাং আউট ভালো লাগে আমার কাছে। এই হ্যাং আউট ও ভালো লেগেছে। বিশেষ করে একটু অন্যরকম হওয়াতে। শুভ ভাই এর মেহমান খুবই সুন্দর গান করেছেন। সব কিছু মিলিয়ে দারুন এক হ্যাং আউট।

হাংআউটের এই পরবর্তী অনেক উপভোগ্য ছিল আমার কাছে। তবে প্রথম ৫-১০ মিনিট নেটওয়ার্ক সমস্যার কারণে শুনতে পারিনি। ইদানিং আটটা থেকে রাত্র ১০ঃ০০ টা পর্যন্ত নেট প্রবলেম করছে ‌। ১০ মিনিট পর পর অফ করে হ্যাংআউটে ঢুকলে নেটওয়ার্ক পাওয়া যায়। এবার শুভ ভাইয়ের বন্ধু জাকির হোসেন ভাই হ্যাংআউটে যোগদান করার কারণে মজাটা অনেক বেশি হয়েছে। এবারের হ্যাংআউটে হাফিজ ভাই আপনার কণ্ঠটি আমার নিকট একটু অন্যরকম মনে হয়েছে। অনেক চমৎকার উপস্থাপনা ছিল। তবে কষ্ট ছিল কুইজের জানা প্রশ্নগুলো উত্তর দিতে পারি নাই সময়ের কারণে কিংবা নেটওয়ার্ক প্রবলেম এ। শুভকামনা রইল ভাই আপনার জন্য।

আমার বাংলা ব্লগ’-সাপ্তাহিক হ্যাংআউট রিপোর্ট-৫৪ দেখে ভীষণ ভালো লাগলো। দেখতে দেখতে ৫৪ তম হ্যাংআউট শেষ হলো। হ্যাংআউট এ লিমন ভাইয়ার গান গুলো ভীষণ ভালো লেগেছে। দোয়া করি খুব শিগগিরই আমার বাংলা ব্লগ কমিউনিটির ১০০ তম হ্যাংআউট দেখতে পারবো। সবার জন্য শুভ কামনা রইলো 🤲

বৃহস্পতিবার আসলেই যেন অন্য রকম একটা অনুভূতি কাজ করে।হ্যাংআউটে থাকার জন্য কতইনা অপেক্ষা করি। মজা এবং অনেক মাস্তির মধ্যে দিয়ে চলে যায় বৃহস্পতিবার রাত।আর তারপরে আপনি আমাদের মাঝে সেই রাতের হাংআউট এর লিখিত বর্ণনা পেশ করেন।এত সুন্দর ভাবে শুরু থেকে শেষ পর্যন্ত বর্ণনা করেন তা আসলেই অনেক প্রশংসনীয়। আপনার প্রতি রইলো অসংখ্য ভালবাসা ভাইয়া। 💝

এবারের হ্যাংআউট আমার জন্য বিশেষ কিছু ছিল । কারণ আমি কখনো ভাবতেও পারিনি যে লেখালেখি করে আমার বাংলা ব্লগ থেকে পুরস্কার পাবো । আবার প্রথম পুরস্কার পাওয়া মনে হয় আমার বাংলা ব্লগ থেকে । খুবই ভালো লেগেছিল আমার কাছে আর বিনোদন পড়বে শুভ ভাইয়ার একজন পছন্দের শিল্পী গান গেয়েছেন উনার গানগুলো খুবই ভালো ছিল ।

পুরো হ্যাংআউটটি এক পলকে আপনার এই সাপ্তাহিক হ্যাংআউট রিপোর্ট এর পোষ্ট এ দেখতে পাই।ধন্যবাদ আপনাকে ভাই ভালো থাকবেন সব সময়।