ভূমিকাঃ
“আমার বাংলা ব্লগ”- এখন শুধু একটি কমিউনিটির নাম না বরং সকলের নিকট জনপ্রিয় মাধ্যম, নিজের ভাষায় আবেগ, অনুভূতি ও ভালোবাসা প্রকাশের। দিন দিন যার জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে এবং শীর্ষে উঠে আসছে র্যাংকিং এ। আসলে আমার বাংলা ব্লগ এর যাত্রা শুরু হয় মাতৃভাষায় মনের ভাব প্রকাশে স্টিম ব্লকচেইন এ সুযোগ সৃষ্টি করার লক্ষ্য নিয়ে। পুরো পৃথিবীতে ছড়িয়ে থাকা বাংলা ভাষাভাষী কমিউনিটিকে এক প্লাটফর্মে নিয়ে আসা এবং পারস্পরিক সম্পর্ক সৃষ্টির মাধ্যমে ভাষার প্রতি ভালাবাসা সৃষ্টি করা এবং নিজেদের বন্ধনকে আরো মজবুত করা। আমাদের বিশ্বাস আমরা খুব দ্রুততম সময়ের মাঝে আমাদের লক্ষ্যে পৌছাতে সক্ষম হবো। আমার বাংলা ব্লগ কমিউনিটিতে এখন পর্যন্ত ৩৫৭৬ জন সদস্য হয়েছেন এবং বর্তমান এ্যাকটিভ পোষ্টের সংখ্যা ২০৬।
আমরা পুরো বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা বাঙালিদের নিজের মাতৃভাষায় আবেগ, অনুভূতি ও জীবনের গল্পগুলোকে ভাগ নেয়ার সুযোগ করে দিতে চাই। কারন তথ্য প্রযুক্তির এই যুগে ব্লকচেইন সবার মাঝে একটি সেতু বন্ধন তৈরী করতে সক্ষম হয়েছে। আমরা এই সুযোগটির পূর্ণ ব্যবহার এবং বাঙালি কমিউনিটির একটি নির্দিষ্ট অবস্থান নিশ্চিত করার মাধ্যমে পারস্পরিক সম্পর্ক এবং অভিজ্ঞতা বিনিময় সহজসাধ্য করতে চাই।
হ্যাংআউট-৫৭
সময়ের পূর্বে চলে আসেন আমার বাংলা ব্লগের এ্যাডমিন
@shuvo35 ভাই এবং যথারীরিত সকলের দৃষ্টি আকর্ষন করেন। তারপর সবাইকে কিছু বিষয়ে সতর্ক থাকার অনুরোধ করেন এবং শো চলাকালীন সময়ে সকলের সহযোগিতা প্রত্যাশা করেন। শুভ ভাই সবাইকে ধন্যবাদ জানান, এতো সমস্যার পরও সবাই যথা সময়ে উপস্থিত থাকার চেষ্টা করেছেন, এই ভালোবাসাটা চলমান থাকুক। সবাই আরো বেশী আনন্দ এবং বিনোদন উপভোগ করতে পারবেন আজ, অনেক কিছুই রয়েছে আজকের আয়োজনে, তবে সবাইকে যথাযথভাবে সহযোগিতা করতে হবে।
এরপর আমি
@hafizullah কথা বলি, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার বাংলা ব্লগের ৫৭তম হ্যাংআউটে। আশা করছি সবাই ভালো এবং সুস্থ আছেন। কিছু বিষয় আমরা বার বার বলার চেষ্টা করি এবং আপনাদের দৃষ্টি আকর্ষন করি, কিন্তু আপনাদের কেন জানি বিষয়গুলোর প্রতি খুব একটা যত্নশীল হতে দেখা যায় না। আসলে আমি শুরু হতেই একটু ভিন্ন রকম পোষ্ট লেখার চেষ্টা করি আর আমার পোষ্টের মন্তব্যগুলো দেখলেই সহজেই বুঝা যায়, মন্তব্যকারী পোষ্টটি যথাযথভাবে পড়েছেন নাকি শুধুমাত্র কমেন্ট সংখ্যা বৃদ্ধি করার চেষ্টা করছেন।
আমি দুঃখের সাথে বলছি, এই সপ্তাহে কিছু ভালো ইউজারের কমেন্ট পেয়েছি আমি, যারা পোষ্টগুলো না পড়েই মন্তব্য করেছেন, আবার একজনতো কমেন্টে আমাকে আপু বানিয়ে দিয়েছেন, জানি না ভবিষ্যতে আর কি কি বানাবেন আমাকে। আমি অনুরোধ করবো, দয়াকরে পোষ্ট না পড়ে মন্তব্য করবেন না, কোন দরকার নেই সেটার। এই সপ্তাহের ইউজারদের মাঝেও আমি আগের মতো গতিশীলতা খুঁজে পাই নাই, তবুও যোগ্যদের সুপার এ্যাকটিভ তালিকায় রাখার চেষ্টা করেছি।
কমিউনিটির এ্যাডমিন
@winkles ভাই কথা বলেন এরপর, শুরুতেই তার অধীনে থাকা এ্যাকটিভ ইউজারদের নিয়ে কথা বলেন, সবই ঠিক আছে এবং সবাই ঠিক ঠাক কাজ করছেন। তবে
@isha.ish আপুর ব্যাপারে কিছু কথা বলেন। কারন ডিসকর্ডে উনার উপস্থিতি খুব একটা দেখা যাচ্ছে না, তাই উনাকে আবারও অনুরোধ করেন ডিসকর্ডের এ্যাকটিভি বৃদ্ধি করার জন্য, তারপর সতর্ক করেন এব্যাপারে না হলে সুপার এ্যাকটিভে জায়গা নিশ্চিত করা যাবে না। তারপর কমেন্ট বিজয়ীদের নাম ঘোষণা করেন।
এরপর কথা বলেন কমিউনিটির এ্যাডমিন এবং কোয়ালিটি কন্ট্রোলার
@rex-sumon সুমন ভাই, শুরুতেই তিনি কমেন্ট করা প্রসঙ্গ নিয়ে কথা বলেন, অনেকেই কিছু কমেন্ট রেডি করে রাখেন গতানুগতিকভাবে ভিন্ন ভিন্ন পোষ্টে সে কমেন্টগুলো ব্যবহার করা হয়। যে কারনে অনেক সময়ই অনাকাংখিত ভুলগুলো হয়ে যায়। তবে সুপার এ্যাকটিভ তালিকা প্রস্তুত করার সময় আমরা কিন্তু কিছু নিয়ম অনুসরণ করি, তার মাঝে সবচেয়ে বেশী যে বিষয়টির উপর আমরা গুরুত্বারোপ করি সেটা হলো পোষ্টের কোয়ালিটি, সুতরাং মন্তব্য বেশী করতে হবে, ৩০০+ করতে হবে, এটা ভাবার কোন প্রয়োজন নেই বরং নিজের কোয়ালিটি বৃদ্ধি করার চেষ্টা করুন। এটা আপনার জন্য অনেক বেশী ভালো হবে।
এরপর কথা বলেন পোষ্ট নিয়ে, মনে রাখতে হবে পোষ্টের সংখ্যার চেয়ে পোষ্টের কোয়ালিটি অনেক বেশী গুরুত্বপূর্ণ। এ সপ্তাহে যাদের সুপার এ্যাকটিভে জায়গা দেয়া হয়েছে, তাদের পোষ্টের কোয়ালিটির উপর বেশী জোর দেয়া হয়েছে। তাই পোষ্টের কোয়ালিটির বিষয়টি সবাইকে খেয়াল রাখতে বলেন এবং তার সাথে সাথে পোষ্টের সৌন্দর্যও ঠিক রাখতে বলেন, মার্কডাউনের ক্ষেত্রে আরো সতর্ক হতে হবে এবং মার্কডাউন নিয়ে যে সকল টিউটোরিয়াল রয়েছে সেগুলো দেখে দেখে ট্রাই করতে বলেন। অনেকেই অপ্রয়োজনীয় মার্কডাউন ব্যবহার করে সৌন্দর্য নষ্ট করে ফেলেন, সেটা না কলে সঠিক মার্কডাউন ব্যবহার করে সৌন্দর্যটি ঠিক রাখতে বলেন। এটা আপনার জন্য সুপার এ্যাকটিভে যাওয়ার ক্ষেত্রে বেশী ভূমিকা পালন করবে।
তারপর তার অধীনে থাকা এ্যাকটিভ ইউজারদের নিয়ে কথা বলেন, নিঃসন্দেহে আগের তুলনায় তাদের এ্যাকটিভিটি অনেক কম। এটা শুধু আমার ক্ষেত্রে না, বরং আমাদের সকল এ্যাডমিনদের অধীনে থাকা ইউজারদের একই অবস্থা। এই সপ্তাহে তিনজনকে এ্যাকটিভ তালিকা হতে বাদ দেয়া হয়েছে একদমই এ্যাকটিভিটি না থাকার কারনে। আর যারা এ্যাকটিভ আছেন এবং চেষ্টা করেছেন, তারা নিজেদের সঠিক অবস্থান নিশ্চিত করতে পেরেছেন। সুপার এ্যাকটিভ তালিকা দেখলেই সেটা বুঝতে পারবেন।
কমিউনিটির এ্যাডমিন
@moh.arif আরিফ ভাই কথা বলেন এরপর, শুরুতেই উনি হ্যাংআউটে উপস্থিত সকলের দৃষ্টি আকর্ষন করার চেষ্টা করেন এবং সকলের উদ্দেশ্যে বলেন যখন এ্যাডমিন এবং মডারেটরগন আলোচনা করেন তখন সেগুলো মনযোগ দিয়ে শুনা উচিত। খুব বেশী সময় নিয়ে আমরা আলোচনা করি না আমরা, আর যে কথাগুলো আমরা বলি সেগুলো আপনাদেরকে নিয়ে এবং কমিউনিটির সম্পর্কে, সুতরাং অযথা নানা ধরনের ইমোজি না দিয়ে কথাগুলো মনযোগ দিয়ে শুনলে আপনাদেরই লাভ হবে। তারপর কথা বলেন এ্যাকটিভ তালিকা নিয়ে, বিগত কয়েক সপ্তাহ ধরেই অনেকেই রেগুলার এ্যাকটিভ থাকছেন না, যারা টানা দশদিন অনুপস্থিত থাকছেন তাদেরকে আমরা এ্যাকটিভ তালিকা হতে বাদ দিচ্ছি, এই সপ্তাহে মোট আটজন ইউজারকে এ্যাকটিভ তালিকা হতে বাদ দেয়া হয়েছে।
এখানে অনেকেই টিকেট কেটে আমাদের জানিয়ে যাচ্ছেন তাদের সমস্যার কথা, সমস্যার কথা জানিয়ে যাওয়ার পরও আমরা তাদের এ্যাকটিভ তালিকা হতে বাদ দিয়ে দিবো, কারন এটা একটা প্রসেস। যারা এ্যাকটিভ থাকবেন না তাদের এ্যাকটিভ তালিকা হতে বাদ দেয়া হবে। তারা আবার ফিরে আসলে এবং আমাদেরকে জানালে পুনরায় তাদের এ্যাকটিভ তালিকায় নিয়ে আসবো। তবে যারা জানিয়ে যাচ্ছেন তাদের কোন প্রকার প্রশ্নের সম্মুখীন হতে হবে না কিন্তু যারা জানিয়ে যাবেন না তাদের এ্যাকটিভ তালিকায় নেয়া হবে না। সুতরাং যারা জানিয়ে যাচ্ছেন তাদের কোন সমস্যা হবে না, আপনারা ফিরে আসলে আবার আমাদের জানিয়ে দিবেন। এরপর বলেন তার অধীনে থাকা ইউজারদের মাঝ হতে সুপার এ্যাকটিভ তালিকার জন্য ১১জন বাছাই করতে খুব কষ্ট করতে হয়েছিলো। অনেকের এনগেজমেন্ট ছিলো অনেক লো, তাই এনগেজমেন্ট বৃদ্ধি করতে তাদের পরামর্শ দেন।
তারপর আমার বাংলা ব্লগের এ্যাডমিন
@shuvo35 ভাই কথা বলেন, শুরুতেই সকলের দৃষ্টি আকর্ষণ করেন এবং অহেতুক নানা ধরনের ইমোজি ব্যবহার করতে না করেন। কারন গুরুত্বপূর্ণ অনেক ম্যাসেজ দেয়া যায় না, অনাকাংখিত ইমোজির ঝড়ের কারনে। তারপর তার অধীনে থাকা ইউজারদের নিয়ে কথা বলেন, তার অধীনে ২১জন ইউজার ছিলো কিন্তু সুপার এ্যাকটিভ তালিকায় বহু কষ্টে ৮ জনের নাম দিতে পেরেছেন। তারপর এনগেজমেন্ট এবং পোষ্টের ব্যাপারে তার অনুভূতি প্রকাশ করেন। যারা একটা পোষ্ট করে আবার ইনএ্যাকটিভ হয়ে যাচ্ছেন তাদের ব্যাপারে কিছু কথা বলেন। বার বার সবাইকে বুঝানো হচ্ছে, কিন্তু দিন শেষে যারা এ্যাকটিভ থাকবে তাদেরকেই সাপোর্ট করা হবে। সবাইকে অনুরোধ করেন নিজের পেশাদায়িত্ব ঠিক ঠাক উপস্থাপন করার।
এরপর কথা বলেন কমিউনিটির মডারেটরগন। প্রথমে কথা বলেন
@rupok ভাই, ক্লাসে বিভিন্ন রকম বিষয় শেখানো হয়। কিন্তু একটি জিনিস আছে যেটি ক্লাসে শেখানো সম্ভব না সেটা হচ্ছে কমন সেন্স। আপনার পোষ্টের নিয়ম জানার সাথে সাথে কমনসেন্সের ব্যবহার করাটা জরুরী। কোন পোস্টে কি ধরনের ছবি ব্যবহার করতে হবে বা কি লিখতে হবে এর সম্বন্ধে একটা পরিষ্কার ধারণা আপনার থাকা উচিত। আমি একটা ট্রাভেল পোস্ট দেখলাম যেখানে যে জায়গাটাতে আপনি ঘুরতে গিয়েছেন সেখানকার কোনো ভালো ছবি আমি পাইনি। দশটা ছবি দিয়েছেন পোস্টে তার ভেতর সাতটা নিজের ছবি।
কোন একটা জায়গায় ঘুরতে গেলে আপনার উচিত ছবি এবং লেখার মাধ্যমে সেই জায়গার বিশেষত্ব বা সৌন্দর্য তুলে ধরা। আশা করি এরপর থেকে এ বিষয়গুলোতে খেয়াল রাখবেন। অনেকেই দেখলাম রেসিপি পোস্ট করছেন কিন্তু সেই পোস্টের নিয়মগুলি ফলো করছেন না। যারা এমনটা করবেন এরপর হতে তাদের পোষ্ট কিউরেশনে যাবে না। এই জন্য আপনাদেরকে বারবার বলি ভেরিফাইড মেম্বারদের রেসিপি পোস্টগুলি পড়ুন। সেখান থেকে অনেক কিছু শিখতে পারবেন। তাহলে আপনাদের পোস্টের মানও বাড়বে। লেভেল-১টা সকলের জন্য অনেক বেশী গুরুত্বপূর্ণ, কারন শুরুটা ভালো না হলে আপনার সম্পর্কে একটা বিরূপ ধারণা চলে আসবে সকলের মাঝে।
এরপর মডারেটর
@alsarzilsiam ভাই কথা বলেন, শুরুতেই তিনি লেভেল-৩ এর ইউজারদের নিয়ে কথা বলেন এবং তাদের নিয়মিত পোষ্ট করতে অনুরোধ করেন। তারপর বলেন অনেকেই লেখার পরিমান কমিয়ে দিচ্ছেন, কমিউনিটিতে একটা রুল আছে নির্দিষ্ট ২০০-২৫০ শব্দ উপস্থিতি থাকতে হবে, এর মাঝে যদি থাকে তাহলে পোষ্টের মূল ভাবটি প্রকাশ করা যায় আর তাহলে সেটার একটা মান থাকে, দেখতে ভালো লাগে। সবাইকে চেষ্টা করতে বলেন একটু বেশী করে লিখতে। যারা লেভেল-৩ পাশ করে গিয়েছেন তাদের উদ্দেশ্যে বলেন মার্কডাউনগুলো অবশ্যই ঠিক মতো শিখবেন এবং ব্যবহার করবেন। আস্তে আস্তে যখন মার্কডাউনের কোডগুলো শিখবেন এবং পোষ্টের মাঝে ব্যবহার করবেন, তখন হয়তো কিছু সমস্যার সম্মুখীন হতে পারেন তখন আমাদের টিকেট কেটে জানাবেন।
কিন্তু যদি একেবারে ব্যবহার না করেন তাহলে কিন্তু বিষয়গুলো জানতে পারবেন না। আমরা ক্লাসে বুঝানোর চেষ্টা করি মার্কডাউন আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ। তারপর সকলের দৃষ্টি আকর্ষন করেন টানা ৩০ দিন পোষ্ট না কিংবা ইনএ্যাকটিভ থাকেন তাহলে লেভেল তুলে দেয়া হবে। অনেককেই বার বার বলার পরও সেটা শুনছেন না, এ ব্যাপারে সবাইকে সতর্ক হতে অনুরোধ করেন। যখন কোন মডারেটর কিংবা এ্যাডমিন আপনাদের মেনশন করেন, অবশ্যই কোন গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে যে জন্য আপনাকে মেনশন দেয়া হয়েছে, সেটা বুঝতে হবে। লেভেল-৩ এর পরীক্ষা হবে পরবর্তী রবিবার। সবশেষে আমার বাংলা ব্লগের বিভিন্ন সোস্যাল মিডিয়ার লিংকগুলো শেয়ার করেন।
এরপর মডারেটর
@kingporos ভাই কথা বলেন, শুরুতেই বর্তমান আবহাওয়ার প্রসঙ্গ নিয়ে কথা বলেন তারপরও আশা করেন সবাই ভালো আছেন। তারপর তার তার লেভেল নিয়ে কথা বলেন, যারা ১৯তম ব্যাচ কিংবা ২০তম ব্যাচে রয়েছেন তাদের প্রতি তার কোন অভিযোগ নেই। তারা বেশ ভালো করছেন, এনগেজমেন্ট মোটামোটি এবং পোষ্ট কোয়ালিটি খুবই ভালো, খুবই ভালো কাজ করছেন। তাদের মাঝে অনেকেই লেভেল-৩ তে চলে গেছেন খুব তাড়াতাড়ি। সেটার জন্য আমরা সবাই বেশ খুশি এবং তাদের উদ্দেশ্যে একটা কথা বলবো, এখন যদি আপনারা ধীরে ধীরে নিজেদের এনগেজমেন্ট অল্প অল্প করে বাড়ানোর চেষ্টা করেন তাহলে একটু যে ঘাটতি রয়েছে সেটা পূরণ হয়ে যাবে এবং অন্যান্য ভালো যে সকল ব্লগার রয়েছেন তারাও কিন্তু আপনাদের পোষ্টে এসে মন্তব্য করবেন। এটা আপনাদের জন্যই ভালো হবে, তাই এটাকে ফলো করার চেষ্টা করুন। বাকি সব ঠিক আছে, আপনারা যা করছেন ভালোই করছেন।
এরপর মডারেটর
@nusuranur আপু কথা বলেন, প্রথমেই আপু বলেন লেভেল - ৪ এ আজ পর্যন্ত যতগুলো ব্যাচ ছিলো সবচেয়ে হতাশ হয়েছে এই ব্যাচটি নিয়ে।কারণ এই ব্যাচের এ্যাকটিভিটি খুবই কম। এরপরে বলেন, আমি রিকুয়েস্ট করবো এনাউন্সমেন্ট চ্যানেলটি দেখার জন্যে। একই প্রশ্ন বারবার করাটা বিরক্তিকর। একই প্রশ্ন করার কারণে আপু বিভিন্ন গুরুত্বপূর্ণ ডিএম মিস করে যান। তাই কাজটি না করার অনুরোধ রইলো। এরপরে বলেন বারবার জিজ্ঞেস করা হয় লেভেল - ৫ এর এক্সাম কখন হবে। তাদের জন্যেই বলছি,লেভেল - ৫ এর এক্সাম তখনই হয় যখন লেভেল - ৪ এর মেম্বাররা সম্পূর্ণ ভাবে লেভেল - ৫ এর জন্যে তৈরি হয়ে যায়। কারণ লেভেল - ৫ এর এক্সাম একটি ফর্মালিটিস,এটাতে বেশিরভাগ মেম্বারকেই পাশ করিয়ে দেওয়া হয়। তাই যতদিন আপনাদের পোস্ট কোয়ালিটি, পোস্ট কোয়ান্টিটি, ডিস্কোর্ড এংগেজমেন্ট, কমিউনিটি এংগেজমেন্ট এসব বৃদ্ধি করবেন না ততোদিন লেভেল - ৫ এর ভাইভা নেওয়া হবেনা।
এরপরে বলেন, কোনো মেম্বারকে কোনো এডমিন, মডারেটর ম্যানশন করা মানে অবশ্যই খুব গুরুত্বপূর্ণ কিছুর জন্যেই করা হয়। এরপরে আর একটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন। তা হলো, অনেকেই বিভিন্ন কমিউনিটিতে কাজ করেন। তাদের মধ্যে অনেকের পোস্ট দেখি মিউট করে দিয়েছে বিভিন্ন কারণে। আপনারা সব কিছুই এখানে শিখছেন। তাই এই প্লাটফর্ম এ অপরাধ করা মানেই আমার বাংলা ব্লগের ক্লাসগুলোকে অযথা হিসেবে বিচার করা। তাই কেও এই প্লাটফর্ম অপরাধ করা মানে এবং সে যদি আমার বাংলা ব্লগ এর মেম্বার হয় তবে তাকে অবশ্যই জবাবদিহি করতে হবে। এরপরে বলেন, আপুদের কোনো সমস্যা হলে অবশ্যই আপুকে নির্দ্ধিধায় ডিএম করতে পারেন।
এরপর শুভ ভাই আমার বাংলা ব্লগ কমিউনিটির মডারেটর
@tangera আপুর বিষয়ে কথা বলেন, তারপর আপু তার বক্তব্য লিখে প্রকাশ করেন। এই সপ্তাহে আমার বিশেষ কিছুই বলার নেই। অনেক ইউজার কমে গিয়েছে, আসলে স্টিম এর প্রাইস পড়ে যাওয়া, SBD payout বন্ধ হয়ে যাওয়া এগুলো কিন্তু সবই সাময়িক, পার্মানেন্ট নয়। যেসব ইউজার শুধুমাত্র এই কারণে তাদের এক্টিভিটি উল্লেখযোগ্যভাবে কমিয়ে দিয়েছেন তাঁদের জন্য বর্তমানে সাপোর্ট কমিয়ে দেওয়া এবং স্টিম প্রাইস ও SBD রিস্টোরের পরে তাঁদেরকে আর বাড়তি কোন সুযোগ, সুবিধা এবং সাপোর্ট না দেয়ার পক্ষে আমি।
সম্মানীয় এডমিন প্যানেলকে আমি অনুরোধ করবো বিষয়টি বিবেচনা করতে। এটি কিন্তু নিজেদের সৃষ্টিশীলতা বিকাশের একটি মাধ্যম, অর্থ উপার্জনটা গৌণ আমি মনে করি। আশা করি সকলেই ব্যাপারটি ভালোভাবে বুঝতে পেরেছেন ।এটিই ছিল বলার, অনেক ধন্যবাদ সকলকে।
আমার বাংলা ব্লগের প্রতিষ্ঠাতা
@rme দাদা কথা বলেন, শুরুতেই দাদা আমার বাংলা ব্লগের প্রতিযোগিতা-২০ শেয়ার করো তোমার জীবনের প্রথম প্রেমের অনুভূতি প্রসঙ্গে কথা বলেন। কনটেষ্টে মোট ৪০ জনের মতো অংশগ্রহণ করেছেন। তাদের মাঝ হতে মাত্র ৭টি পোষ্ট পড়েছেন দাদা, সবগুলো পোষ্টই দারুণ হয়েছে, তাদের মাঝ হতে কয়েক জনের নাম উল্লেখ করেন। ফলাফল ঘোষণার সময় আরো তিন দিন বৃদ্ধি করতে চাচ্ছেন দাদা, কারন আরো চার দিন সময় লাগবে বাকী পোষ্টগুলো পড়ে বিচার কার্য শেষ করার জন্য। এর মাঝে মজার একটা বিষয় দাদা তুলে ধরেন যে ৭টি পোষ্ট পড়েছেন সেখান হতে ৪টিতেই মেয়েরা প্রতারণা করেছেন। বাকী তিনটির ক্ষেত্রে কিছুটা ভিন্নতা রয়েছে কিন্তু বেশ কষ্টদায়ক অভিজ্ঞতা সবার যতটুকু পড়া হলো, চলতে থাকুক কত দূর যায় দেখি। মেয়েরা খুব একটা অংশগ্রহণ করে নাই এই প্রতিযোগিতায়, খুব সম্ভবত দুই একজন অংশগ্রহণ করেছেন। এরপর দাদা পোষ্ট সংখ্যা কাউন্ট করে বলেন ৩৩জন ছেলে এবং ৭জন মেয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে।
অনেকের লেখা পড়েই বুঝা গেছে অধিকাংশই সত্যি কথা প্রকাশ করেছেন, খুব একটা বানিয়ে লিখেন নাই। কিন্তু এই বিষয়টি খারাপ যে কারোটাই সফল হয় নাই সবাই ব্যর্থ, কয়েক জনের যাদের নতুন শুরু হয়েছে তারা সফল। যাইহোক সকলের লেখাই ভালো ছিলো, এখান হতে প্রথম দ্বিতীয়, তৃতীয় বের করা খুবই কঠিন তাই প্রাইজ ৫০০ স্টিম ছিলো সেটা বাড়িয়ে ২০০০ স্টিম করবো। অসম্ভব ভালো লিখেছে, অনেকেই প্রাইজ দিতে হবে কারন এতো বেশী ভালো লিখেছে সবাই সেখান হতে বাছাই করে দিতে গেলে অসম্ভব হয়ে যাবে। আর টাইম লাগবে কিছুটা কারন আমি সব কিছু খুঁটিতে খুঁটিতে পড়ি। এটা সবাই জানেন আমার নিজের লেখা পোষ্টগুলোও আমি ভালোভাবে না পড়ে প্রকাশ করি না।
তারপর কয়েক জন ইউজারের নাম প্রকাশ করেন, যাদের লেখাগুলো খুব বেশী দুঃখের মনে হয়েছে অংশগ্রহনকারীদের মাঝ হতে। তারপর তাদের লেখার বিষয়ে দাদার মতামত তুলে ধরেন। আসলে লেখাগুলো পড়তে ভালো লাগছে বেশ, সাতটা শেষ হয়েছে আস্তে আস্তে বাকীগুলোও পড়া হবে আর মেয়েদের ব্যাপারে দাদার চিন্তা ভাবনা কিছুটা পরিবর্তন হয়ে গেছে লেখাগুলো পড়ার পর। এ প্রসঙ্গে দাদা এবিবি ফান নিয়ে ইতিপূর্বে করা তার প্রশ্নের বিষয়টি টেনে আনেন এবং সেটা যে সঠিক ছিলো তা আবারও উপস্থাপন করেন। সে ব্যাপারে ইতিমধ্যে একটা ঘোষণা দেয়া হয়েছে, যারা প্রশ্নের উত্তর দিয়েছেন তাদের মাঝ হতে ৩৩জনকে লাজুক খ্যাঁকের ভোট দেয়া হবে।
এ ব্যাপারে একটু পরিবর্তন আনা হয়েছে, ঐ প্রশ্নের বিজয়ী কমেন্টকারী হিসেবে যাদের নাম ঘোষণা করা হবে তাদের কমেন্টের মাঝে না বরং তাদের পোষ্টে ভোট দেয়া হবে। প্রতিদিন একজন করে ভোট দেয়া হবে, সুপার এ্যাকটিভ এর ইউজার হলে তাকে এক্সট্রা ১০% সহ মোট ২৫% ভোট দেয়া হবে আর জেনারেল ইউজার হলে তাদের ১০% ভোট দেয়া হবে। এরপর দাদা স্টিম প্রাইজ নিয়ে কিছু কথা বলেন, এসবিডি পেআউট নিয়েও কথা বলেন এবং আশা প্রকাশ করেন কিছু দিনের মাঝেই সেটা পুনরায় পেআউট শুরু হবে। তবে সবাইকে অনুরোধ করেন, শুধু মাত্র ইনকামের জন্য কাজ না করে বরং হ্যাংআউটে উপস্থিত থাকা, অন্যদের লেখা পড়া এদিকে মনোযোগ দিতে বলেন। কমিউনিটির মডারেটর তানজিরা আপুর সাথে সহমত পোষণ করেন দাদা, এটা শুধুমাত্র অর্থ উপার্জনের জন্য না। বরং নিজেদের সৃষ্টিশীলতা, আনন্দ সব কিছুর জন্যই হওয়া উচিত। সবাইকে ধৈর্য্য নিয়ে কাজ করতে অনুরোধ করেন।
আপনারা যারা লেখা লেখি করেন আপনাদেরতো কোন লস নেই, কিন্তু অনেক মানুষ আছে যারা হাজার হাজার কোটি টাকা বিনিয়োগ করেছেন এবং লসের মাঝে আছেন। তারা যদি টিকে থাকতে পারেন তাহলে আপনাদেরতো কোন অসুবিধা নেই আর এ্যাডমিন প্যালেনের দৃষ্টি আকর্ষণ করে দাদা বলেন, যারা ইনএ্যাকটিভ রয়েছেন তাদের খুচিয়ে কোন লাভ নেই বরং যারা এ্যাকটিভ আছেন ইনএ্যাকটিভদের ভোটটা তাদের মাঝে ডিসট্রিবিউশন করার ব্যাপারে চিন্তা করতে বলেন। সে ক্ষেত্রে যারা এ্যাকটিভ আছেন তাদের ভোটের % কিছুটা হলেও বেড়ে যাবে। পরবর্তীতে এ ব্যাপারে একটা মিটিং করে সিদ্ধান্ত নেয়া হবে।
এরপর শুভ ভাই ফিরে আসেন, কমিউনিটির চলমান প্রতিযোগিতা নিয়ে কথা বলেন এবং পুরস্কারের প্রাইজ নিয়ে নিজের অনুভূতি প্রকাশ করেন । তারপর পাওয়ার আপ কনটেষ্ট নিয়ে কথা বলেন, পাওয়ার আপ এর কনটেষ্টটি চলমান থাকবে। সবাইকে নিয়ম নীতি মেনে অংশগ্রহণ করার আহবান জানান। এরপর এবিবি স্কুল নিয়ে কথা বলেন এ ব্যাপারে নিজের মতামত তুলে ধরেন। তারপর কথা বলেন এবিবি চ্যারিটি নিয়ে কথা বলেন, মানুষ মানুষের জন্য, সবাইকে এবিবি চ্যারিটির সাথে থাকার আহবান জানান। সবশেষে হিরোইজম নিয়ে কথা বলেন এটা আমাদের প্রজেক্ট, সবাইকে ডেলিগেশন করার মাধ্যমে এই উদ্যোগের সাথে সংযুক্ত হতে আহবান জানান।
এরপর শুরু করা হয় কুইজ পর্ব, আমার বাংলা ব্লগের এ্যাডমিন আরিফ ভাই পর্বটি পরিচালনা করেন।শুরুতে যথারীতি সবাইকে নিয়মগুলো স্মরণ করিয়ে দেন। আরিফ ভাইকে এই পর্বে সুমন ভাই এবং আমি সহযোগিতা করি। আরিফ ভাইয়ের পক্ষ হতে পর পর ৪টি কুইজ ধরা হয় এবং বিজয়ীদের পুরস্কৃত করা হবে তার পক্ষ হতে। তারপর শুভ ভাই ফিরে আসেন, স্টিম মার্কেট নিয়ে কথা বলেন, সবাইকে চোখ কান খোলা রাখতে বলেন। এরপর সুপার এ্যাকটিভ তালিকা প্রকাশ করেন।
এরপর শুরু করা হয় হ্যাংআউটের দ্বিতীয় পর্ব অর্থাৎ গানের আসর। যথারীতি এই পর্বে শুভ ভাইয়ের সহযোগী হিসেবে উপস্থিত ছিলেন
@selinasathi1 আপু এবং পর্বটিকে আরো বেশী আনন্দময় করে তোলেন। তারপর একে একে
@shyamshundor গান,
@bristychaki গান,
@miratek গান,
@jahidulislam01 কবিতা,
@tuhin002 গান,
@selinasathi1 কবিতা,
@finoyon গান এবং delwar1 গান পরিবেশন করেন। তবে সব সময়ের মতো আকর্ষনীয় ছিলো শুভ ভাইয়ের কণ্ঠে গান।
এরপর সবাইকে ধন্যবাদ জানিয়ে শুভ ভাই হ্যাংআউটের সপ্তাপি ঘোষণা করেন।
ধন্যবাদ সবাইকে।
@hafizullah
Community TEAM
@rme ADMIN ✠ Founder 🔯
@blacks ADMIN Executive Admin ♛
@winkles ADMIN Admin India Region 🇮🇳 ✨
@rex-sumon ADMIN Admin Quality Controller ✨
@hafizullah ADMIN Admin Bangladesh Region 🇧🇩 ✨
@shuvo35 ADMIN Admin Bangladesh Region 🇧🇩 ✨
@moh.arif ADMIN Admin Bangladesh Region 🇧🇩 ✨
@rupok MOD Community Moderator 🇧🇩 ✨
@alsarzilsiam MOD Community Moderator 🇧🇩 ✨
@kingporos MOD Community Moderator 🇮🇳 ✨
@nusuranur MOD Community Moderator 🇧🇩 ✨
@tangera MOD Community Moderator 🇧🇩 ✨
@ayrinbd MOD Community Moderator 🇧🇩 ✨
@swagata21 MOD Apprentice Mod 🇮🇳
@shy-fox MOD Extreme Curator 🐺
@abb-school MOD Steem School ✍
@endplagiarism04 MOD Steemit Watcher 🔍
@amarbanglablog MOD Primary Curator ♛♝
@royalmacro MOD Secondary Curator ♝
@curators MOD Secondary Curator ♝
@photoman MOD Secondary Curator ♝
Support
@heroism Initiative by Delegating your Steem Power and get Amazing Support
সব সময় এই রিপোর্টটির অপেক্ষায় থাকি ভাইয়া। কেননা এই রিপোর্টের মাধ্যমে আমি অনেক গুরুত্বপূর্ণ কিছু জিনিস জানতে পারি। গ্রাম অঞ্চলে বসবাস করার কারণে সব সময় ভালো নেটওয়ার্ক থাকে না আর বর্তমান সময়ে লোডশেডিং এর কারণে সেটা যেন আরো বৃদ্ধি পেয়ে গিয়েছে। হাংআউট থেকে মিস হয়ে যাওয়া বিষয়গুলো আপনার এই পোষ্টের মাধ্যমে পেয়ে যায় খুবই ভালো লাগে আমার কাছে ব্যাপারটি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Upvoted! Thank you for supporting witness @jswit.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
কাজের মধ্যে যদি ভালোবাসা না থাকে তাহলে ভুল করার সম্ভাবনা অনেক গুণ বেশি থাকে। হয়তো অনেক সময় ব্যস্ততার কারণে আমরা সঠিকভাবে কাজ করতে পারি না। তবে যতটুকু পারি নিজের সাধ্যমত চেষ্টা করে যাচ্ছি। ভাইয়া গত সপ্তাহে আমি অসুস্থ ছিলাম তার পরেও যতটুকু পেরেছি নিজের সাধ্যমত চেষ্টা করেছি। আর একটি পোস্ট ভালোভাবে না পড়ে মন্তব্য করতে গিয়ে নিজের কাছেই খারাপ লাগে। আসলে পোস্ট না পড়ে কিভাবে মানুষ মন্তব্য করে এটা বুঝতেই পারি না। একটি পোষ্টের মাঝে কত গুরুত্বপূর্ণ কথাগুলো লুকিয়ে থাকে। যেগুলোর মাধ্যমে আমরা অনেক তথ্য পাই এবং অনেক জ্ঞান অর্জন করতে পারি। তাই আমার মনে হয় প্রত্যেকেরই উচিত ভালো মানের পোস্টগুলো পড়ে এরপর কাঙ্ক্ষিত মন্তব্য করা। ভাইয়া আপনার জন্য শুভকামনা ও ভালোবাসা রইলো।♥️♥️♥️
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
কিছুদিন যাবত নানান ঝামেলার কারণে পুরো হ্যাংআউট জুড়ে থাকা হয় না। কিন্তু দুইদিন পর আপনার এই হ্যাংআউট রিপোর্ট সেই গ্যাপটা বেশ ভালোভাবেই পূরণ করে দেয় হাফিজ ভাই। আপনার এই মহৎ একটা কাজের জন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সাপ্তাহিক হ্যাংআউট আমাদের জন্য অনেক বেশি শিক্ষনীয়। কারণ এই হ্যাংআউটের মাধ্যমে আমাদের কমিউনিটি সম্মানিত এডমিন ও মডারেটরের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্যগুলো জানতে পারি এবং তারা সবসময় আমাদের ভুলগুলো শুধরে দেওয়ার চেষ্টা করেন। তাদের এই কথাগুলো আমরা যদি সবাই মেনে চলি তাহলে অবশ্যই সফলতা অর্জন করতে সক্ষম হব। আর যদি তাদের গুরুত্বপূর্ণ কথাগুলো মেনে না চলি তাহলে আমরা কিছুই শিখতে পারবো না। ভাইয়া আপনি অনেক সুন্দর ভাবে ও নিখুঁতভাবে সব বিষয়ে উপস্থাপন করেছেন এজন্য ধন্যবাদ জানাচ্ছি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
প্রতি সপ্তাহের এই একটা দিন মনের মাঝে খুবই উৎফুল্লতা কাজ করে। সবার সাথে দেখা হবে। কথা হবে। আরো হবে আড্ডা হাসি গান। মনের মাঝে সেই রকম এক উত্তেজনা বিরাজ করে। তবে এবার হ্যাংআউট এ সবার চিন্তার বিষয় ছিল দিন দিন এক্টিভিটি তলানিতে চলে যাওয়া। না পড়ে হুটহাট কমেন্ট করে ফেলা এমন সব কাজের জন্য। সবার কথার শেষে দাদার ঘোষণা শুনে আরো বেশি ভাল লাগছিল। ২০০০ স্টিম প্রাইজ একটি প্রতিযোগিতায়। আমি নিজে থেকে এমন কখনো কল্পনা ও করিনি। খুব ভাল লেগেছে তখন এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারায়।
সপ্তাহ পরে আবার হবে আড্ডা, গান কথা বিনিময়ের আসর এই আশা রেখেই আবার করেছি নতুন কাজের শুরু।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Congratulations, your post has been upvoted by @dsc-r2cornell, which is the curating account for @R2cornell's Discord Community.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ ভাইয়া আপনাকে ৫৭ তম হ্যাংআউট টি আমাদের মাঝে সুন্দর ভাবে তুলে ধরার জন্য ৷ ব্যক্তিগত সমস্যার কারণে এই হ্যাংআউট-টির মজা আনন্দ সব মিচ করে গেছি ৷ আপনার এই আমার বাংলা ব্লগ’-সাপ্তাহিক হ্যাংআউট রিপোর্ট-৫৭ পড়ে সব ধারণা পেয়ে গেলাম ৷ অনেক অনেক ধন্যবাদ আপনাকে ৷ ভালো থাকবেন , পরবর্তীতে মিচ হবে না এমন মজার এবং সুন্দর সাপ্তাহিক হ্যাংআউট গুলো ৷
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এটা ছিল শেষ বেলায় সবচেয়ে বড় চমক । আর দেখতে দেখতে ৫৭ তম হ্যাংআউট পার করে ফেললাম এটা বিশ্বাসই হচ্ছে না। এগিয়ে যাক আমাদের এই পরিবার ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এই হ্যাংআউট টিতে অনেক গুরুত্বপূর্ণ কিছু বিষয় আলোচনা করা হয়েছে। আশা করি সেই সব গুরুত্বপূর্ণ বিষয়গুলো ইউজাররা ভালোভাবে বুঝতে পেরেছে। আপনার কথা কি বলব ভাই! আপনি প্রত্যেকটি বিষয় এত নিখুত ভাবে তুলে ধরেন যা সত্যিই প্রশংসার যোগ্য.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সপ্তাহের এই দিনটি যেন সকলের আনন্দময় একটি সময় কাটে, খুবই ভালো লাগে সবার একসাথে কাটানো সময়টুকু, হ্যাংআউট এই দিনটি আমরা খুব আগ্রহের সাথে অপেক্ষা করি কখন সেই আনন্দময় সময় আসবে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
দেখতে দেখতে ৫৭তম হ্যাংআউট শেষ হয়ে গেল। ৫৭ তম হ্যাংআউটে পুরো স সময় ধরে উপস্থিত ছিলাম। খুবই গুরুত্বপূর্ণ কথা এবং আনন্দময় সময় পার করেছি। আপনি খুবই সুন্দরভাবে পুরো ঘটনাটি আমাদের সাথে আবারো আলোচনা করলেন। পোস্টটি পড়ে খুবই ভালো লাগলো। শুভকামনা রইল আপনার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সপ্তাহের একটি দিনই থাকে আমার জন্য সবচাইতে আনন্দের সেটা হল বৃহস্পতিবারের সাপ্তাহিক হ্যাংআউট। এ সপ্তাহের হ্যাংআউট টি সত্যিই অনেক জমজমাট ছিল।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এবারের হ্যাঁংআউট প্রোগ্রাম কেন যেন অন্য রকমের ভালো লেগেছে। এবার প্রোগ্রাম টা আমার কাছে অনেক প্রাণবন্ত লেগেছে। শেয়ার করো তোমার প্রথম প্রেমের অনুভূতি এর পুরস্কার দাদা 500 স্টিম থেকে 2000 স্টিম করে দিয়েছেন। তা দেখে খুব ভালো লাগলো। আমরা অনেকে শুধু টাকার জন্য নয় লেখালেখির কাজটি ভালোবেসে থেকে করি। কমিউনিটির মডারেটর তানজিরা আপুর সাথে আমিও সহমত পোষণ করছি। যারা কেবল সুসময়ের বন্ধু তাদের সময়মত সুযোগ বুঝে তাদের নিরুৎসাহিত করা।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অনেকগুলো গুরুত্বপূর্ণ তথ্য ছিল গত হ্যাংআউটে, সবাই যদি বিষয়গুলো বুঝতে পারে তাহলে ভালো কিছু হবে সামনে। তবে মন্তব্যের ব্যাপারে আমাদের বেশি গুরুত্ব দেয়া উচিত, খুব বেশি মন্তব্য না করে কিছু ভালো মন্তব্য করা উচিত সবার। আর অবশ্যই যতটা সম্ভব অন্যদের কাজের উৎসাহ প্রদান করা উচিত।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
দেখতে দেখতে ৫৭ তম হ্যাংআউট চলে গেল । এ সপ্তাহের হ্যাংআউট উপভোগ করার মতই ছিল । বেশ কিছু তথ্য জানতে পারি, বিশেষ করে আপনি যে বিষয়টি শেয়ার করেছেন যে পোস্ট না পড়ে মন্তব্য করে ফেলা । আসলে এটা খুবই দুঃখের বিষয় । আর হচ্ছে যে আপনাকে আপু বানিয়ে ফেলেছে ! তাহলে বোঝা যাচ্ছে যে পোস্ট না পড়ে কমেন্ট করে অনেকেই । আশা করি অদূর ভবিষ্যতে এই কাজটি কেউ করবেনা । আমি চেষ্টা করি পোস্ট পড়ে মন্তব্য করার জন্য । ধন্যবাদ ভাইয়া আপনাকে খুব সুন্দর করে রিপোর্টটি আমাদের মাঝে উপস্থাপন করার জন্য ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit