"নতুন সড়ক তৈরির কাজ " 10% beneficiaries @shy- fox.❤️

in hive-129948 •  3 years ago 

আসসালামু আলাইকুম,

হ্যালো বন্ধুরা,
ভাই ও বোনেরা আপনারা সবাই কেমন আছেন ? আসা করি আপনারা সবাই ভালো আছেন,সুস্থ আছেন। কিছুদিন ধরে লক্ষ্য করছি যে আপনাদেরকে একটা বিষয় খুবই জানানো দরকার যে আমাদের এলাকায় এখন নতুন ৪লাইন সড়ক তৈরি এর কাজ চলতেছে। আমি এই বিষয়টি আপনাদের উদ্দেশ্যে সঠিক ভাবে উপস্থাপন করার চেষ্টা করছি। আমি কাজ চলাকালীন সময় কিছু ছবি তুললাম

@haidarf কাজ অনেক দ্রুত চলতেছে।


@haidarf অনেক বড় বড় মেশিন দিয়ে কাজ চলছে.
যেমন,
*কেরান
*রোলার
*অনেক বড় জীব
*টাচ
আরো অনেক কিছুই রয়েছে যে কাজ চলতাছে।

           রাস্তার ভোগান্তি, 

আমাদের হাইওয়ে রাস্তার করনে মানুষের অনেক ভোগান্তি ছিল জ্যাম থাকতো আর জ্যাম থাকার করনে ৫ মিনিটের পথ ১০ মিনিট লাখতো, রাস্তার উপর পানি জমা থাকতো আবার রাস্তার উপর অনেক বড় বড় গর্ত থাকতো আর গর্তের করনে অনেক দুর্ঘটনা হচ্ছ যার কারণে অনেকগুলো মানুষের প্রাণ যাচ্ছে কিছুদিন আগেও বাইক চালকের সাথে বাস চালকের দুর্ঘটনা হয়েছিল দুর্ঘটনা হয়েছিল ভোগান্তি ছিল রাস্তার ভোগান্তি যেন মানুষের জীবনের সাথে মিশে গেছে।

    নতুন রাস্তায় তৈরি হচ্ছে এর সুবিধা

নতুন রাস্তা তৈরি হওয়ার কারণে মানুষের দৈনন্দিন জীবনে অনেকের সুফল দেখা যাবে। মানুষ আর আগের মতো অনেকক্ষণ জ্যাম থাকা লাগবে না সঠিক সময় সঠিক জায়গায় চলে যেতে পারবে । মানুষের রাস্তার ভোগান্তি অনেক কমে যাবে আর রাস্তা উন্নয়নের কারণে গর্ত থাকবে না রাস্তার উপর পানি জমা থাকবে না যার কারণে আমাদের দৈনন্দিন জীবনে রাস্তার কারণে আর কোন সমস্যার সম্মুখীন হতে হবে না।

মানবসভ্যতার উন্নয়ন এসে আমরা যখন রাস্তার সমস্যার সম্মুখীন হই তখন আমাদের দেশের সরকার ৪লাইন সড়কের কাজের উদ্বোধন করে ।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

এটিকে আপনার প্রথম পোস্ট? যদি প্রথম পোস্ট না হয়ে থাকে তাহলে আপনার ট্যাগ গুলো মনে হয় ঠিক নাই.। সঠিক ট্যাগ ব্যবহার করুন। এবং যদি প্রথম হয়ে থাকেন তাহলে প্রথমে একটি পরিচয় মূলক পোস্ট করুন

জ্ঞান দেওয়ার জন্য আন্তরিক ভাবে দুঃখিত

আমার প্রথম পোষ্ট না তাহলে আপনি বলেন পোস্ট কি হবে একটু জানান মারা দরকার