প্রজাপতির ভিডিওগ্রাফি

in hive-129948 •  last year 

06-09-2023

২২ ভাদ্র, ১৪৩০ বঙ্গাব্দ


আসসালামুআলাইকুম সবাইকে


butterfly-1391809_1280.jpg

copyright free image from pixabay

কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো ও সুস্থ্য আছেন। যাক, ভালো থাকতে পারলেই ভালো। তবে গতকালকের মতো আজও সকাল থেকেই রোদ। এখন দুপুর হয়ে গেছে। তাপমাত্রাও বাড়ছে। যাক, সব মিলিয়েই আমাদের মানিয়ে নিতে হবে। কারণ মানানো ছাড়া উপায়ও দেখছি না। সামনে যে আমাদের জন্য সুখকর দিন নেই সেটা স্পষ্ট বলাই যাচ্ছে। যুদ্ধবিগ্রহ, ক্লাইমেট চেইঞ্জ সবকিছুই যেন একসাথে হচ্ছে। এর প্রভাবটাও পৃথিবীতে বসবাস করা মানুষগুলো ভালোভাবে টের পাচ্ছে।

যাক, কিছুদিন আগে আপনাদেরকে বলেছিলাম যে প্রজাপতির একটা ভিডিও করেছি সেটা শেয়ার করবো। সেটা শেয়ার করতেই চলে এলাম। আসলে আমরা এমন হয় গেছি যে, সামান্য কিছুতেই খুশি থাকতে পারি না। প্রকৃতির সৌন্দর্যও উপভোগ করতেও ভুলে গেছি। আমরা চাইলেই কিন্তু ছোট কিছুর মধ্যেও সৌন্দর্য উপভোগ করতে পারি। কিন্তু আমরা সেই উপভোগ করা বিষয়টা ভুলে গেছি বলেই আমরা প্রকৃতিকে নিজ হাতে ধ্বংস করছি। প্রকৃতির সৌন্দর্যও নষ্ট হচ্ছে। আমরা বুঝতেও পারছি না কতটা ক্ষতি করে ফেলছি আমাদের।

এখন গ্রামও অনেক পরিবর্তন হচ্ছে। গাছপালা কেটে তৈরি করছে ঘরবাড়ি। অথচ পরিবেশের সৌন্দর্য যদি উপভোগ করতে পারতো তাহলে কখনোই গাছপালা কেটে ঘরবাড়ি নির্মান করতো না। একটা সময় গ্রামে অনেক জঙ্গল দেখা যেত। এমনও জঙ্গল দেখেছি যেখানে দিনের বেলায় গেলেও ভয় লাগতো। কিন্তু সময়ের পরিক্রমায় সেসব জঙ্গল এখন পরিষ্কার হয়ে গেছে। বাশঁঝাড় কেটে ফেলা হয়েছে। এজন্য হয়তো গ্রামের সৌন্দর্য কিছুটা হলেও কমেছে। গ্রামে নদীর পাড়ে বসে বাতাস উপভোগ করার মজাটাই ছিল অন্যরকম। এখন নদীর ধারে গাছগুলো নেই। বেশিরভাগ গাছ কেটে ফেলা হয়েছে।

যাক, আমাদের বাড়ির পিছনের জমিটাতে গিয়েছিলাম। আপনারা ইতোমধ্যে জানেন। সেখানে কিছু সবজির চাষ করা হয়। বাড়িতে না থাকায় যত্ন নেয়ার মতোও কেউ থাকে না। বলতে গেলে আমি বাড়িতে এসে টুকটাক কাজ করি। জমিটাতে অনেক বড় বড় ঘাস হয়েছে। বেশ কয়েকটি পেঁপে গাছ লাগানো হয়েছিল। ঘাসের কারণে পেঁপে গাছগুলো ও বড় হতে পারছিল না। সে ঘাসগুলো পরিষ্কার করে দেয়ার পর পেঁপে গাছগুলো এখন বড় হবে খুব দ্রুত। তো ঘাসের উপর একটা প্রজাপতি দেখছিলাম উড়ে এসে বসছিল। তবে কাছে যেতেই আরেক জায়গায় উড়ে চলে যায়।। তাই ভাবলাম ভিডিও করি।

রোদের মধ্যে ভিডিও করাটও টাফ ছিল। ফোন একদম গরম হয়ে গিয়েছিল। আবার প্রজাপতিটাও বারবার ফোকাস থেকে সরে যাচ্ছিল তবে ফাইনালি ভিডিও করতে পেরেছিলাম। ভিডিওটা করতে ভালোই লেগেছিল। মূলত আপনাদের সাথে শেয়ার করার জন্যই করেছিলাম। প্রকৃতির এমন ছোট ছোট কাজের মধ্যেই আসলে সুখ খুজেঁ পাওয়া যায়। আশা করি ভিডিওটা দেখলে আপনারাও উপভোগ করতে পারবেন।

ভিডিও লিংক



DeviceOppo A12
Photographer@haideremtiaz
Locationw3w
CategoryVediography
Date06 September, 2023


আশা করি আপনারা আজকের ভিডিওটি উপভোগ করেছেন। সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ 🦋🌼





10% beneficary for @shyfox ❤️

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbayD2jR3CWqjkJ.png

ধন্যবাদ সবাইকে



WhatsApp Image 2021-12-23 at 19.46.54.jpeg


VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png

আমি কে?

IMG20210908180509.jpg

আমার নাম হায়দার ইমতিয়াজ উদ্দিন রাকিব। সবাই আমাকে ইমতিয়াজ নামেই চিনে। পেশায় আমি একজন ছাত্র। নিজেকে সবসময় সাধারণ মনে করি। অন্যের মতামতকে গুরুত্ব দেয় এবং তা মেনে চলার চেষ্টা করি। বাংলা ভাষায় নিজের অভিমত প্রকাশ করতে ভালো লাগে। তাছাড়া ফটোগ্রাফি,ব্লগিং,কুকিং,রিভিউ,ডাই ইত্যাদি করতে ভালো লাগে। অসহায় মানুষদের পাশে দাঁড়াতে ভালো লাগে। বাংলাদেশে জন্মগ্রহণ করতে পেরে নিজেকে ধন্য মনে করি। ভবিষ্যতে প্রিয় মাতৃভূমির জন্য কিছু করতে চাই।

Posted using SteemPro Mobile

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

পাতায় পাতায় প্রজাপতির উড়ে বেড়ানোর খুব সুন্দর একটি ভিডিওগ্রাফি শেয়ার করেছেন ভাইয়া।প্রজাপতির উড়ে বেড়ানোর ভিডিওগ্রাফি দেখে খুবই ভালো লাগলো।আসলে এরকম ভিডিও গ্রাফি করতে ধৈর্যের প্রয়োজন হয়,কারন এতে অনেক সময় লাগে।যাই হোক ধন্যবাদ জানাচ্ছি প্রজাপতি এত সুন্দর একটি ভিডিওগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

একদম ঠিক বলেছেন ভাই। এমন ভিডিওগুলা করতে ধৈর্যের প্রয়োজন হয়।

প্রজাপতি দেখতে আমার কাছে ভীষণ ভালো লাগে ভাই। বাড়ির আশেপাশে প্রচুর পরিমাণে প্রজাপতি দেখা যায়। আপনি আজকে প্রজাপতির খুব সুন্দর একটি ভিডিওগ্রাফি করেছেন এবং এই ভিডিওগ্রাফি টা আমাদের মাঝে শেয়ার করেছেন। প্রজাপতি ভিডিও গ্রাফটা খুবই ভালো লেগেছে ধন্যবাদ শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

প্রজাপতি এখন আগের তুলনায় কম দেখা যায়। তবে পেয়েছিলাম বলেই ভিডিও করতে পেরেছি

অসাধারণ ভিডিওগ্রাফি করেছেন আপনি। আসলে বৈচিত্র্যময় প্রজাপতি দেখতে আমার কাছে খুব ভালো লাগে। আপনার প্রজাপতির ভিডিওগ্রাফি দেখে খুব ভালো লাগলো। সত্যি খুবই অসাধারণ হয়েছে। এত দুর্দান্ত ভিডিওগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

আপনাকেও ধন্যবাদ চমৎকার মন্তব্য করার জন্য 🌼

ঠিক বলছেন আপনি সামনের দিনগুলো আমাদের জন্য খুবই খারাপ অবস্থা হবে। দিন দিন দেশের পরিস্থিতি খুবই খারাপের দিকে যাচ্ছে। সেটা আমাদের মেনে নিতে হবে। তাছাড়া সেই পরিস্থিতির মধ্যে আমাদেরকে বেঁচে থাকতে হবে। যাক অবশেষে খুব সুন্দর একটি ভিডিওগ্রাফি নিলেন আপনি প্রজাপতির। ভিডিওটা দেখতে খুবই সুন্দর হয়েছে।

জি আপু। দেশের অবস্থা যে আরও খারাপের দিকে যাবে এতে কোনো সন্দেহ নেই। অসংখ্য ধন্যবাদ আপনাকে

আপনি দেখছি একটি অসম্ভব কালকে সম্ভব করে আমাদের মাঝে শেয়ার করে দিয়েছেন ভাইয়া। আমি অনেকবার প্রজাপতির ভিডিওগ্রাফি ধারণ করার চেষ্টা করেছি কিন্তু প্রজাপতি খুবই চঞ্চল হবার কারণে ভিডিও ধারণ করা যায় না। ভিডিওর প্রজাপতি টা দেখছি অনেক সুন্দর।

হাহাহা! ভাইয়া খুবই ঝামেলা হয়েছিল ভিডিওটা ধারণ করতে। শেষমেশ করতে পেরেছিলাম আরকি

প্রজাপতির অনেক সুন্দর ভিডিওগ্রাফি করেছেন প্রজাপতি টা দেখে আমি মুগ্ধ হয়ে গেছি। প্রজাপতি টা সত্যিই অনেক সুন্দর ছিল। সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য ধন্যবাদ। আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল।

ধন্যবাদ আপু চমৎকার মন্তব্যের জন্য 🦋

প্রথমে বলতে হচ্ছে এই প্রজাপতি সম্পর্কে৷ এরকম সুন্দর প্রজাপতি আমি কখনোই দেখিনি৷ আপনার কাছ থেকে এই প্রজাপতিটি আমি প্রথম দেখলাম৷ আপনাকে অসংখ্য ধন্যবাদ এরকম সুন্দর একটি প্রজাপতির ভিডিওগ্রাফি শেয়ার করার জন্য৷ অসম্ভব ভালো লাগলো এই প্রজাপতির ভিডিওগ্রাফি দেখতে পেরে৷

আপনাকেও ধন্যবাদ ভাই চমৎকার একটি মন্তব্য করার জন্য 🌼