একটি সিম্পল মেহেদী ডিজাইন আর্ট

in hive-129948 •  2 months ago 
আসসালামুআলাইকুম সবাইকে 🌸

কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো ও সুস্থ্য আছেন। তো সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকে চলে এলাম আপনাদের সাথে সিম্পল মেহেদী ডিজাইন একটা আর্ট শেয়ার করার জন্য। আসলে আর্ট তেমন পারি না। তবে বলতে পারেন প্র্যাকটিস করতেছি। আশা করি আস্তে আস্তে এক্সপার্ট হয়ে যাবো। চলুন তাহলে আর্টটি দেখে নেয়া যাক।

IMG_20241224_174356.jpg

আর্টটি করতে যা যা লেগেছেঃ-


IMG_20241217_205732.jpg

  • খাতা
  • পেন্সিল
  • রাবার।


আর্টটি সম্পন্ন করার কার্যপদ্ধতি নিম্নে দেওয়া হলোঃ-


IMG_20241224_174035.jpg

প্রথমেই পেন্সিল দিয়ে গোলের মতো শেপ দিয়ে নিলাম।

IMG_20241224_174049.jpg

তারপর বৃত্তের ডিজাইনের উপরে ফুলের পাপঁড়ির মতো শেপ দিয়ে নিলাম।

IMG_20241224_174112.jpg

তার উপরে আবার ফুলের পাপঁড়ির শেপের মতো দিয়ে নিলাম।

IMG_20241224_174126.jpg

উপরের পাপঁড়িগুলোর ভিতরে কালো করে বৃত্ত ভরাট করে দিলাম।

IMG_20241224_174140.jpg

তারপর আরও দুটি পাপঁড়ির মতো অঙ্কন করে দিলাম।

IMG_20241224_174158.jpg

তারপর পাপঁড়ির উপরের অংশটা ভরাট করে দিলাম।

IMG_20241224_174213.jpg

এবার একটা পাতার মতো শেপ দিয়ে দিলাম।

IMG_20241224_174229.jpg

পাতার ভিতরে ডিজাইন করে দিলাম।

IMG_20241224_174242.jpg

পাতার উপরে আরেকটা পাতা একেঁ দিলাম এবং ভিতরে ডিজাইন করে দিলাম।

IMG_20241224_174257.jpg

তারপাশে ছোট পাতা একেঁ দিলাম এবং ভিতরে ডিজাইন করে দিলাম।

IMG_20241224_174311.jpg

ফাইনালি আর্টটা সম্পন্ন হলো।



DeviceOppo A12
Art by@haideremtiaz
Locationw3w

আশা করছি আর্টটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে মন্তব্য করে জানাবেন। সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ 🌸

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আপনি দেখছি আজকে খুবই সুন্দর করে একটি মেহেদী ডিজাইন আর্ট করেছেন। আসলে মেহেদী ডিজাইন গুলো দেখতে অনেক বেশি ভালো লাগে। আপনার আর্ট করা মেহেদী ডিজাইন টি সিম্পল হলেও অনেক বেশি সুন্দর। আপনি ধারাবাহিক ভাবে খুবই সুন্দর করে মেহেদী ডিজাইন আর্ট সম্পন্ন করেছেন।

Upvoted! Thank you for supporting witness @jswit.

যদি প্র্যাকটিস করা হয় তাহলে কঠিন কিছু সহজভাবে করে ফেলা যায়। আপনি আর্ট করার প্র্যাকটিস করেছেন বলেই এত সুন্দর একটি ডিজাইন আর্ট করতে পেরেছেন। আপনার শেয়ার করা মেহেদি ডিজাইন এর আর্ট খুবই সুন্দর হয়েছে ভাইয়া।

ধন্যবাদ আপু চমৎকার মন্তব্য করে আমাকে উৎসাহ দেয়ার জন্য।

চেষ্টা করলেই সব সম্ভব।
তুমি মাঝে মাঝেই এধরনের অংকন করার চেষ্টা করছো দেখে সত্যিই ভালো লাগলো।
আজকের আর্টটি বেশ ভালো লাগলো।
এগিয়ে যাও।

জি ভাইয়া চেষ্টা করে যাচ্ছি। আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম ভাইয়া 🌸

বাহ, কী সুন্দর মেহেন্দির ডিজাইন বানিয়েছেন আপনি। আপনারা প্রায়ই মেহেন্দি পরেন তাই না? সেই জন্য মাঝে মধ্যেই দেখি অনেকেই মেহেন্দির ডিজাইন শেয়ার করেন। আপনার এই ডিজাইনটাও সিম্পলের ওপর বেশ ভালো লাগছে ।

মেয়েরা বেশি পরে আপু, ছেলেরা খুবই কম পরে।

ভাইয়া আপনি খুব সুন্দর একটি মেহেদির ডিজাইন শেয়ার করেছেন। অনেকে হাতের উপরে অল্প সময়ে ছোট ডিজাইন দিতে চায়। তাদের জন্য আপনার এই ডিজাইন কাজে লাগবে। মেহেদির ডিজাইন দেখতে যেমন ভালো লাগে তেমনি মেহেদি পড়তেও খুব ভালো লাগে। ধাপগুলো খুব সুন্দর ভাবে বর্ণনা। ধন্যবাদ ভাইয়া এত সুন্দর ডিজাইন আমাদের সাথে শেয়ার করার জন্য।

আপনাকেও ধন্যবাদ আপু চমৎকার মন্তব্য করার জন্য।

আপনি তো দেখছি খুব সুন্দর মেহেদী ডিজাইন করতে পারেন। প্র্যাকটিস করতে করতে আরো অনেক বেশি ভালো ডিজাইন করতে পারবেন। আমার কাছে সিম্পল ডিজাইন গুলো খুবই ভালো লাগে। আপনার আজকের ডিজাইন টা দেখে ভীষণ ভালো লেগেছে। সুন্দর এই মেহেদি ডিজাইন শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।

আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম 🌸

অনেক সুন্দর মেহেদী ডিজাইন তৈরি করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন ভাইয়া। আপনি এত সুন্দর মেহেদী ডিজাইন তৈরি করতে পারেন সেটা তো আমার জানাই ছিল না। এ ধরনের ডিজাইন হাতে ব্যবহার করলে দেখতে আরো সুন্দর দেখায়।

বাহ ভাইয়া আপনি তো দারুন মেহেদী আর্ট করতে পারেন। এর আগে একদিন দেখেছি আপনার মেহেদী ডিজাইন পোস্ট। সেদিনও ভীষণ সুন্দর হয়েছিল আজকের মেহেদি ডিজাইন টি আরো বেশি সুন্দর হয়েছে। মেহেদী পড়তে আমার তো ভীষণ ভালো লাগে। এ ধরনের মেহেদি ডিজাইনগুলো দেখতে অনেক সুন্দর লাগে। বেশ দক্ষতার সাথে ধাপে ধাপে ডিজাইন কাজ সম্পন্ন করেছেন।

অনেক ভালো লাগলো সিম্পল ডিজাইনটি দেখে। আমার যেটা ভালো লাগে সব সময় সেটা হচ্ছে হাতে যখন মেহেদী পরি সিম্পল ডিজাইনের মেহেদি পড়লে খুব ভালো লাগে। এত গর্জিয়াস ডিজাইনের মেহেদি পরে যখন মেহেদী গুলো পরিষ্কার করা হয় তখন দেখতে ভালো লাগে না। অনেক চমৎকার লাগছে আপনার আজকের শেয়ার করা ডিজাইনটি।

আপনারা তো ভালো ডিজাইনের মেহেদী হাতে পরেন। ছেলেরা তেমন একটা পরে না 😑

আপনার সিম্পল মেহেদী ডিজাইন আর্ট খুবই সুন্দর ছিল। অনেক সুন্দর করে ক্ষুদ্র ক্ষুদ্র কাজগুলো ফুটিয়ে তুলেছেন। এই ধরনের কাজগুলো দেখতে ভালোই লাগে। বিশেষ করে ডিজাইনগুলো অনেক সুন্দর ছিল। আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ।

আপনাকেও ধন্যবাদ চমৎকার মন্তব্য করার জন্য।

দারুন সুন্দর আর্ট ডিজাইন দিয়ে এই কাজটি তৈরি করেছেন। মেহেদি ডিজাইন এই ধরনের দেখতে খুব ভালো লাগে। আর আপনি একেবারে নিখুঁতভাবে এই হস্তশিল্পটি তৈরি করেছেন। সবদিক থেকে দারুন সুন্দর একটি কাজ। এই ধরনের আঁকাগুলো দেখতে আমার খুব ভালো লাগে।

আজ আপনি আমাদের মাঝে দারুন একটা মেহেদী ডিজাইন শেয়ার করেছেন। আসলে এই ধরনের সিম্পিল সিম্পিল মেহেদী ডিজাইনগুলো অনেক সুন্দর হয়। এত সুন্দর একটা মেহেদী ডিজাইন আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

এরকম সুন্দর এবং নিখুঁত ডিজাইনগুলো আমি একটু বেশি পছন্দ করি দেখতে। এত সুন্দর করে আপনি এই মেহেদী ডিজাইন আর্টটি কমপ্লিট করেছেন দেখে তো জাস্ট মনোমুগ্ধকর লেগেছে। একটু সময় ব্যবহার করে মেহেদী ডিজাইন আর্ট গুলো অঙ্কন করা হলে বেশি সুন্দর হয়। মেহেদী ডিজাইন আর্টটি যেমন সুন্দর করে এঁকেছেন, তেমনি সুন্দর উপস্থাপনা তুলে ধরেছেন। অসম্ভব ভালো লেগেছে আপনার হাতের এই সুন্দর ডিজাইন টা।

অনেক সুন্দর একটা মেহেদির ডিজাইন আর্ট করেছেন তো। আপনার করা এই সিম্পল মেহেদির ডিজাইন আর্ট দেখতে খুব সুন্দর লাগছে। মেহেদি দিয়ে হাতের মধ্যে লাগালেও দেখতে খুব ভালো লাগবে। আমি তো মেহেদি লাগাতে অনেক বেশি পছন্দ করি। কিন্তু ব্যস্ততার কারণে মেহেদি লাগানো হয় না। ভালোই ছিল এই ডিজাইন টা।

মেহেদি ডিজাইনগুলো দেখতে সত্যিই অসম্ভব সুন্দর লাগে। দুঃখের বিষয় হল হাতে পরা হয় না প্রায় ১০ বছর যাবৎ। তবে আপনার করা মেহেদী ডিজাইনটি দেখে হাতে মেহেদি পরার অনেক ইচ্ছা হল কেননা আপনার মেহেদি ডিজাইনটি আমার ভীষণ পছন্দ হয়েছে। সেই সাথে মেহেদী ডিজাইনটির প্রত্যেকটি স্টেপ ধাপে ধাপে শেয়ার করেছেন। যা দেখে মনে হচ্ছে নিজেও তৈরি করতে পারব। ধন্যবাদ ভাই ভালোলাগার একটি মেহেদি ডিজাইন আমাদের সাথে শেয়ার করার জন্য।

ছেলেরা আর হাতে মেহেদী দেয় নাকি ভাই 😐
আমিও তো প্রায় একদশকের উপরে হলো দেয় না

খুব সুন্দর একটি মেহেদি ডিজাইন আর্ট শেয়ার করেছেন আপনি৷ আপনার কাছ থেকে আজকের অসাধারণ ম্যান্ডেলা আর্ট দেখে একেবারে মুগ্ধ হয়ে গেলাম৷ যেভাবে আপনি আজকের এই আর্ট আমাদের মাঝে শেয়ার করেছেন তা খুবই সুন্দর হয়েছে৷ একই সাথে এখানে আর্ট তৈরি করার ধাপগুলো আপনি একের পর এক খুব সুন্দরভাবে শেয়ার করেছেন৷ ধন্যবাদ আপনাকে৷

আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম। অসংখ্য ধন্যবাদ আপনাকে