সাংস্কৃতিক সন্ধ্যায়

in hive-129948 •  2 years ago 

22-02-2023

১০ ফাল্গুন ,১৪২৯ বঙ্গাব্দ


আসসালামুআলাইকুম সবাইকে


কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। ফাল্গুনের সময়টা উপভোগ করছেন। তবে ঋতু যেহেতু পরিবর্তন হয়েছে একটু সাবধানে থাকাই ভালো। গরম আর ঠান্ডা লেগে অনেকই অসুস্থ হয়ে পরছে! আমিও মোটামোটি অসুস্থই বলতে পারেন। ঋতুর পরিবর্তনে মনে হয় ঠান্ডা লেগে গেছে। আরেকটা কারণ হতে পারে সেটা হচ্ছে রাত জাগা। আমি নরমালি রাতেই পোস্ট করে থাকি। দিনের বেলায় মাথার উপর দিয়ে মনে হয় ঝড় বয়ে যায়। কিছুটা হলেও বুঝতে পারছেন।

IMG20230221211858.jpg

যখন পোস্ট লিখছি ঘড়িতে তখন ৩ টা বেজে ৪০ মিনিট! সবাই তখন ঘুমে মগ্ন। আর আমার মতো রাত জাগা অনেক পাখিই আছে যাদের চোখে ঘুম নেই। হয়তো কোনো কারণে অথবা কোনো প্রয়োজনে। আমার রাত জাগার কারণটা কিন্তু প্রয়োজনেই বলতে পারেন। ব্লগিং যখন নেশা তখন পোস্ট না করলে কেমন লাগে বলেন! ব্যস্ততার মাঝেও পোস্ট করতে না পারলে খারাপ তো লাগবেই! বিশেষ করে কাজটা যখন অভ্যাসে পরিণত হয়ে গেছে, সেটা না করলেও খারাপ লাগবে। আমরা সেটা ভালো করেই জানি যে, মানুষ হচ্ছে অভ্যাসের দাস! অর্থাৎ আপনি রেগুলার যেকোন একটা কাজ করলে সেটা কিন্তু হুটহাট করে ছেড়ে দিতে কখনো পারবেন না। আর কাজটি যদি ভালোবেসে করেন তাহলে তো কখনোই না! মূল কথা কাজের সাথে ভালোলাগা আর ভালোবাসার একটা সম্পর্ক আছে। আপনার কাছে কাজ করতে ভালো লাগে, কিন্তু ভালোবাসা নেই তাহলে সে কাজটা বেশিদিন চালিয়ে নেয়াটা মনে হয় টাফ! ভালোলাগার সাথে ভালোবাসাটাও থাকতে হবে তবেই আপনি কাজে স্বাচ্ছন্দ্য বোধ করবেন। মন হয় বেশি জ্ঞানী কথা বলে ফেললাম। যাক, আর ওদিকে না যায়।

IMG20230221212204.jpg

IMG20230221212154.jpg

২১শে ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। একজন বাঙালি হিসেবে আমি মনে করি সবাই এই বিশেষ দিনটির কথা জানি! প্রতি বছর বাংলাদেশসহ বিশ্বের অন্যান্য দেশে আন্তর্জাতিক মার্তৃভাষা দিবস পালিত হয় এবং সেটা হয়ে আসছে। এর আগের পোস্ট আপনাদের সাথে অবশ্য কিছু কথা শেয়ার করেছিলাম! বাংলা ভাষায় কথা বলতে পারাটা গর্বের, অহংকারের বিষয়। তাই তো দিনটিকে স্মরণীয় করে রাখার জন্য আমরা বাঙালিরা ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে পালন করে থাকি। দিনটিকে স্মরণীয় করে রাখতে আমরা শহীদ মিনারে শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করে থাকি এবং দিনটি যেহেতু একই সাথে আনন্দের তাই এই দিনটিতে আমরা সাংস্কৃতিক অনুষ্ঠানও পালন করে থাকি।

নরমালি কোচিং থাকে সন্ধ্যায়! সন্ধ্যা থেকে রাত সাড়ে নয়টা অবধি! ডুয়েট ক্যাম্পাসের কাছেই আমার কোচিং সেন্টার! কোচিং এ বসে কানে আওয়াজ আসছিল গানের! বুঝেই নিয়েছিলাম ডুয়েট ক্যাম্পাসে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। যদিও আমার এই প্রথমবার যাওয়া ডুয়েটের সাংস্কৃতিক অনুষ্ঠানে। কোচিং শেষে ডুয়েট ক্যাম্পাসে চলে যায়! সেখানে গিয়ে দেখি অনেক মানুষ এসেছে। ডুয়েটের নিজস্ব বদ্ধভূমি এর উপর সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে সম্ভবত! ঠিক গেইটের সামনে খেয়াল করলাম বঙ্গবন্ধুর প্রতিকৃতি। সেখানে পুষ্পস্তবক রাখা। আমাদের জাতির জনক বঙ্গবন্ধুকে স্মরণ করে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে।

IMG20230221211944.jpg

IMG20230221212231.jpg

ভিতরে গেইটের পাশেই অনেক মানুষ দাড়িঁয়ে আছে। ক্যাম্পাসের ভাইয়েরা একের পর এক বাংলা গান বলে যাচ্ছে। যেহেতু ভাষার মাস, তাই বাংলা ভাষাকে শ্রদ্ধা জানিয়ে সব গান বাংলায় গাওয়া হয়েছিল। জেমসের আমার সোনার বাংলা গানটি আমার কাছে খুবই ভালো লেগেছিল। গানটি গেয়েছিল জি সেন নামের এক বড়ভাই। দারুণভাবে গানটি কভার করেছে। পরবর্তী পোস্টে গানের ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করবো!

সাংস্কৃতিক অনুষ্ঠান যেহেতু লেইট নাইট চলবে তাই আমি বেশিক্ষণ সেখানে থাকিনি। তিনটার মতো গান শুনেছি । কিন্তু এমন অনুষ্ঠান রেখে আসতেও মন চাচ্ছিল না! অনেকদিন পরে সাংস্কৃতিক অনুষ্ঠানের একটা ফিল পেলাম। অনেক ক্রাউডেড ছিল। সবাই একসাথে গানগুলো উপভোগ করেছে। এছাড়াও আপুরাও সেখানে উপস্থিত ছিল। তারাও সেখানে বসে সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করছিল।

DeviceOppo A12
Photographer@haideremtiaz
LocationDUET
Date21 February, 2023

যাক, সন্ধ্যার সময়টা ভালোই কেটেছে! কিছুটা সময় উপভোগ করা তো গেল। আপনাদের সাথে শেয়ার করত পেরে ভালোও লাগছে। সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি । আল্লাহ হাফেজ 🌼🦋



10% beneficary for @shyfox ❤️

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbayD2jR3CWqjkJ.png

ধন্যবাদ সবাইকে



WhatsApp Image 2021-12-23 at 19.46.54.jpeg


VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy

আমি কে?

IMG20210908180509.jpg

আমার নাম হায়দার ইমতিয়াজ উদ্দিন রাকিব। সবাই আমাকে ইমতিয়াজ নামেই চিনে। পেশায় আমি একজন ছাত্র। নিজেকে সবসময় সাধারণ মনে করি। অন্যের মতামতকে গুরুত্ব দেয় এবং তা মেনে চলার চেষ্টা করি। বাংলা ভাষায় নিজের অভিমত প্রকাশ করতে ভালো লাগে। তাছাড়া ফটোগ্রাফি,ব্লগিং,কুকিং,রিভিউ,ডাই ইত্যাদি করতে ভালো লাগে। অসহায় মানুষদের পাশে দাঁড়াতে ভালো লাগে। বাংলাদেশে জন্মগ্রহণ করতে পেরে নিজেকে ধন্য মনে করি। ভবিষ্যতে প্রিয় মাতৃভূমির জন্য কিছু করতে চাই।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

Upvoted! Thank you for supporting witness @jswit.

রাত জাগা খুবই খারাপ একটি অভ্যাস ভাই। এই অভ্যাস যত শীঘ্র সম্ভব ত্যাগ করুন।অনেক ক্ষতি করে এটা।একটি কথা ভুল হয়েছে,২১ শে ফেব্রুয়ারী আমাদের আনন্দের দিন না, শোকের দিন।সাংস্কৃতিক অনুষ্ঠানে ভাল সময় কেটেছে আপনার বোঝা যাচ্ছে।ধন্যবাদ পোস্টটি শেয়ার করার জন্য।

জি ভাইয়া! ভাইয়া কোচিং এর পড়া শিখতে হয় রেগুলার, না পড়লে কাভার দেয়া যায়না।

সত্যিই বাংলা ভাষায় কথা বলাটা অনেক গর্বের বিষয়। কারণ আমরা আমাদের ভাষার মতো সুন্দর আর কোথাও খুঁজে পাবো না। আর এই ভাষার জন্য যারা জীবন দিয়েছে তাদের প্রতি অনেক শ্রদ্ধা এবং ভালোবাসা। সত্যিই এই দিনটা আমরা অনেক বেশি উদ্দীপনা নিয়ে পালন করে থাকি। আপনার পোস্ট পড়ে ভীষণ ভালো লাগলো।

জি আপু! যাদের জন্য আমরা আজ কথা বলতে পারছি তাদেরকে অবশ্যই জাতি মনে রাখবে

কোচিং শেষ করে সাংস্কৃতিক অনুষ্ঠানে গিয়ে বেশ ভালো একটি সময় কাটিয়েছেন ভাইয়া।লেইট নাইট অনুষ্ঠান চলবে তাই আপনি ৩ টি গান শুনে চলে এসেছিলেন।জেমসের সোনার বাংলা গানটি উপভোগ করেছিলেন।আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে অনেক জায়গায় অনুষ্ঠানের আয়োজন করা হয়ে থাকে।ধন্যবাদ ভাইয়া সুন্দর ব্লগটি শেয়ার করার জন্য।

জি 🌼 তিনটা গানই ভালো ছিল।

কোচিং শেষ করে ডুয়েট ক্যাম্পাসে খুবই সুন্দর একটি মুহূর্ত অতিবাহিত করেছেন যেটা আপনার পোস্ট দেখে বুঝলাম। ‌ আসলে রাত্রিবেলা অনেকে জেগে থাকে অনেকে হয়তো প্রয়োজনে অনেকে হয়তো অপ্রয়োজনে রাত জাগবে তবে যারা ব্লগিং করে তাদের রাত জায়গাটা স্বাভাবিক। যাইহোক মাতৃভাষা দিবস উপলক্ষে ডুয়েট ক্যাম্পাসের বড় ভাইয়েরা খুবই সুন্দরভাবে ক্যাম্পাসে সাজিয়েছে এবং অনেক ইনজয় করেছে বোঝাই যাচ্ছে। আপনার এই সুন্দর মুহূর্তটা শেয়ার করার জন্য ধন্যবাদ।

জি ভাইয়া। আপনাকেও অসংখ্য ধন্যবাদ 🌼