কেমন আছেন সবাই?আশা করছি সবাই ভালো ও সুস্থ্য আছেন। তো যে ঠান্ডা পরেছে ভালো থাকাটা এখন কঠিন হয়ে যাচ্ছে। সারাদিন সূর্যের দেখা পাওয়া যাচ্ছে না। তো আজকে যেহেতু সাপ্তাহিক ছুটির দিন তাই আজকে চলে এলাম আপনাদের সাথে একটি নাটক শেয়ার করার জন্য। আজকে যে নাটকটি শেয়ার করবো সেটার নাম হচ্ছে হৃদয়ের রঙ।
নাম | হৃদয়ের রঙ। |
---|---|
চিত্রনাট্য, পরিচালনা ও গল্প | ইমরাউল রাফাত। |
প্রযোজক | তানভীর মাহমুদ। |
সিনেমাটোগ্রাফি | কামরুল ইসলাম শুভ |
অভিনয়ে | ইয়াশ রোহান , তটিনী, সমাপ্তি মাশুক, হিন্দোল রায়, শাখাওয়াত হোসেন মামুন , শম্পা নিজাম , শারমিন সুলতানা শর্মি সহ আরও অনেকে |
আবহ সংগীত | মেহেদী হাসান তামজিদ। |
দৈর্ঘ্য | ৫২ মিনিট ৫৭ সেকেন্ড। |
প্লাটফর্ম | ইউটিউব। |
মুক্তির তারিখ | ২৪ই ডিসেম্বর , ২০২৪ ইং |
ধরন | রোমান্টিক, সামাজিক । |
ভাষা | বাংলা |
চরিত্রেঃ
প্রহরঃ
ইয়াশ রোহান।কলিঃ
তানজিম সায়েরা তটিনী।কাহিনী সারসংক্ষেপ
নাটকের শুরুতে দেখা যায় কলি ছাতা নিয়ে দাঁড়িয়ে আছে। ঠিক এমন সময় বাইক চালিয়ে আসা প্রহর রাস্তার উপরে জমা পানির উপর দিয়ে বাইক চালিয়ে যাওয়ার সময় পানির ফোটাঁ কলির জামাতে গিয়ে পরে। তাতে কলি রেগে আগুন! দেখে গাড়ি চালাতে পারে না। তা শুনে প্রহর কলির কাছ ফিরে আসে। কলির কাছে আসতেই নানান ধরনের কথা শোনায় প্রহরকে। প্রহর তখন দোকান থেকে সারফেক্সেল পাউডার কিনে দেয় এবং বলে যে কাপড়গুলো এ পাউডার দিয়ে ধুয়ে ফেলতে। আর সেটা শুনে কলি আরও রেগে আগুন। তারপর প্রহর বাইক চালিয়ে চলে যায়। প্রহর কলেজে তার বন্ধুর সাথে কথা বলছিল ঠিক তখন দেখতে পায় সে মেয়েটিও এ কলেজে এসেছে! প্রহর মেয়েটিকে দেখে মুখ লুকিয়ে ফেলে। তারপর মেয়েটি ক্লাসে চলে যায়। ক্লাসে প্রবেশ করতেই দেখে মেয়েটিও এ ক্লাসে আসছে। নতুন এসেছে কলেজে। তার বাবার ট্রান্সফার হওয়ার কারণে এ কলেজে ভর্তি হতে হয়। তারপর ক্লাসের টিচার প্রহরের সাথে পরিচয় করিয়ে দেয়।
প্রহর ক্লাসের টপার! কোনো হেল্প লাগলে সে যেন প্রহরকে বলে। ক্লাস শেষে যখন কলি বের হয়ে যাচ্ছিল ঠিক তখন প্রহরের বন্ধু ইমতিয়াজ পরিচিত হতে আসে কলির সাথে। ঠিক তখন প্রহরও আসে। প্রহর কলিকে বলে এমন দেমাগি মেয়ের সাথে যেন কথা না বলে। তা শুনে কলি আবার রেগে যায়। ভুল করেছে প্রহর আর দেমাগি বলছে কলিকে! ঠিক তখন প্রহর নোটসের জন্য খোচা দেয়। ক্লাসের নোটসের জন্য তার পিছুই আসতে হবে। কিন্তু কলি তার কথা তেমন পাত্তা দেয়নি। তারপর কলেজের পরীক্ষা হয়। পরীক্ষায় দেখা যায় কলি প্রথম হয়ে যায় রেজাল্টের দিক দিয়ে। তারপর প্রহর তার রেজাল্ট দেখে রেগে আগুন। সে এমন রেজাল্ট করতে পারে না। কারণ সে সবসময় ভালো রেজাল্ট করেছে! এটা সে কিছুতেই মেনে নিতে পারছে না যে, সপ দ্বিতীয় হয়েছে। তারপর প্রহর প্রচন্ড মন খারাপ করে বসে থাকে। ঠিক তখন কলিও সেখানে যায়। কলি বুঝতে পারছে কেন সে মন খারাপ করেছে। তারপর কলি প্রহরকে সরি বলে। প্রহরও কলিকে সরি বলে। তারপর থেকে দুজন বন্ধু হয়ে যায়।
কিছুদিন পর কলির বাবা প্রহরদের বাসায় আসে। কলির বাবা ও প্রহরের বাবা পূর্ব পরিচিত। দুজনই বন্ধু। প্রহরের বাসায় এসে প্রহরকে পেয়ে যায়। প্রহর কলিকে দেখে তো অবাক! কারণ তার বাড়িতে সে বেড়াতে এসেছে! তারপর দুজন কথা বলে। কথা বলার পর তাদের সম্পর্কটা ধীরে ধীরে ভালোবাসার সম্পর্কে পরিণত হতে থাকে। দুজন কলেজের গন্ডি পেরিয়ে ভার্সিটিতে পা দেয়। তাদের দুজনের ভালোবাসার সম্পর্কটাও মজবুত হতে থাকে। ঠিক তখন প্রহরের পরিবার সিদ্ধান্ত নেয় কলিকে ঘরের বউ করে নিয়ে আসবে। হঠাৎ ই একদিন কলির পরিবার ও প্রহরের পরিবার আকতের আয়োজন করে! কলিকে আজ আংটি পরাবে। প্রহর তখন তার বাইকে আনতে এয়ারপোর্ট এ যায়। এয়ারপোর্ট থেকে নিয়ে আসার পর জানতে পারে প্রহরের সাথে নয়, বিয়ে হবে তার বড় ভাইয়ের সাথে। তা শুনে অবাক হয়ে যায় কলি ও প্রহর!
কলি এখন কি করবে কিছুই বুঝতে পারছে না। এদিকে প্রহরকে বলে কিছু একটা করতে। কিন্তু তার বড় যেখানে আছে সেখানে সে কিছু বলতে পারবে না। পরিবারের কথা চিন্তা করে কলিকে বলে দেয় সে কিছু করতে পারবে না। সে কলিকে ভালোবাসে না। তারপর কলিকে বলে বিয়ে করে ফেলতে। তারপর বিয়ের আয়োজন করে দুই পরিবার। কলি বুঝতে পারছিল প্রহরের মনের কথা এগুলো না। সেও কলিকে ভালোবাসে। বিয়ের দিন প্রহর কলিকে নিয়ে সবার সামনে এসে দাড়ায়ঁ। তারপর সবাইকে বলে দেয় যে সে কলিকে অনেক ভালোবাসে। কলিও প্রহরকে অনেক ভালোবাসে। দু পরিবার রাজি না। কলিকে কোনোভাবেই প্রহরের সাথে বিয়ে দিতে। ফাইনালি প্রহরের বড় ভাই কলির পরিবারকে বুঝায় যে সবকিছুর উর্ধ্ব ভালোবাসা। ভালোবাসা থাকলেই দুজন দুজনকে নিয়ে সুখী থাকতে পারবে। তারপর দু পরিবার তাদের ভালোবাসা মেনে নেয়। আর এখানেই নাটকের সমাপ্তি ঘটে।
ব্যক্তিগত মতামত
নাটকটি আমার কাছে ব্যক্তিগতভাবো ভালো লেগেছে। নাটকটিতে প্রহরের বড় ভাই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। কারণ আজকের সমাজে এখনও মেয়েদের মতামতকে তেমন গুরুত্ব দেয়। হয় না। যার কারণে সংসার জীবনে নানা রকমের সমস্যা হয়ে থাকে। ভালোবাসার মানুষকে বিয়ে করতে পারলে জীবনে একটা আফসোস হয়তো থাকে না। নাটকটিতে তটিনী ও রোহান ভালো অভিনয় করেছে। সবমিলিয়ে নাটকটি উপভোগ করার মতো।
ব্যক্তিগত রেটিং
৯/১০
নাটকটির লিংক
10% beneficary for @shyfox ❤️
ধন্যবাদ সবাইকে
আমি কে?
আমার নাম হায়দার ইমতিয়াজ উদ্দিন রাকিব। সবাই আমাকে ইমতিয়াজ নামেই চিনে। পেশায় আমি একজন ছাত্র। বর্তমানে ডুয়েটে অধ্যয়নরত আছি। পাশাপাশি লেখালেখি করে আসছি গত তিন বছর ধরে। ভালো লাগার জায়গা হলো নিজের অনুভূতি শেয়ার করা, আর সেটা আমার বাংলা ব্লগের মাধ্যমেই সম্ভব হয়েছে। নিজেকে সবসময় সাধারণ মনে করি। অন্যের মতামতকে গুরুত্ব দেয় এবং তা মেনে চলার চেষ্টা করি। বাংলা ভাষায় নিজের অভিমত প্রকাশ করতে ভালো লাগে। তাছাড়া ফটোগ্রাফি,কবিতা লেখা,গল্প লেখা ,রিভিউ,ডাই এবং আর্ট করতে ভালো লাগে। অসহায় মানুষদের পাশে দাঁড়াতে ভালো লাগে। বাংলাদেশে জন্মগ্রহণ করতে পেরে নিজেকে ধন্য মনে করি। ভবিষ্যতে প্রিয় মাতৃভূমির জন্য কিছু করতে চাই।
Upvoted! Thank you for supporting witness @jswit.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Twitter share
Puss tweet
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
তটিনি এবং রোহান অভিনীত হৃদয়ের রঙ খুব সুন্দর একটি নাটক আমাদের সাথে শেয়ার করে নিয়েছেন। ঠিকই বলেছেন ভাইয়া , ভালোবাসার মানুষকে বিয়ে করতে পারলে জীবনের একটা আফসোস থাকে না। নাটকটি বেশ সুন্দর। নাটকের রিভিউ করে খুব ভালো লাগলো।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এটা অবশ্য ঠিক বলেছেন। ভালোবাসার মানুষকে বিয়ে করলে একটা আফসোস হয়তো থাকে না। আপনাকে অসংখ্য ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ইয়াশ রোহান , তটিনী এদের জুটিটা আমার খুবই ভালো লাগে। এই নাটকটা বেশ কয়েকবার চোখের সামনে পড়েছে তবে এখনো দেখা হয়নি। নাটকের গল্পটা ভীষণ সুন্দর। আর আপনিও খুব সুন্দর ভাবে পুরো নাটকের গল্প আমাদের মাঝে উপস্থাপন করেছেন। পড়ে ভালো লাগলো। সময় করে নাটকটা দেখার চেষ্টা করব।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সময় পেলে নাটকটা দেখতে পারেন। আশা করছি উপভোগ করবেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
হৃদয়ের রঙ নাটকটি আজকে আপনি খুবই সুন্দর ভাবে রিভিউ করে আমাদের মাঝে শেয়ার করলেন।নাটকের খুঁটিনাটি বিষয়গুলো খুব সুন্দর ভাবে তুলে ধরেছেন।সময় পেলে অবশ্যই নাটকটি একবার দেখে নেব।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
নাটকটি দেখতে পারেন আশা করছি উপভোগ করতে পারবেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অনেক সুন্দর একটা নাটকের রিভিউ পড়লাম আজকে। আমি সময় পেলে নাটক দেখার চেষ্টা করি। তবে ব্যস্ততার জন্য খুব একটা নাটক দেখা হয় না। আমার কাছে এরকম সুন্দর এবং শিক্ষনীয় নাটক দেখতে অসম্ভব ভালো লাগে। তবে আমি নাটকের থেকে মুভি একটু বেশি দেখি। যার কারণে নাটক এখন একেবারেই কম দেখা হয়। অনেক সময় শর্ট ভিডিওর মধ্যেও নাটকের সংক্ষিপ্ত কাহিনী দেখি। আজ আপনি যে নাটকের রিভিউ টা নিয়ে আমাদের সবার মাঝে উপস্থিত হয়েছেন, এটা সত্যি খুব সুন্দর ছিল। নাটকের কাহিনী ভালো লেগেছে আমার কাছে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমিও তেমন নাটক দেখি না। তবে আপনাদের সাথে শেয়ার করার জন্য শুক্রবারে একটি নাটক দেখে থাকি । আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
খুবই সুন্দর একটি নাটক রিভিউ করেছেন। এই নাটকটি আমার দেখার খুব ইচ্ছা জাগলো। তাই আপনারে রিভিউ পড়ে আরও বেশি ভালো লাগলো।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
নাটকটি দেখতে পারেন, আশা করছি আপনার কাছে ভালো লাগবে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
গত দুইদিন আগে নাটকটি দেখেছি। আমার বেশ ভালো লেগেছে। আজকে আপনি সেই নাটকের রিভিউ শেয়ার করছেন অনেক সুন্দর ভাবে। বেশ ভালো লাগলো ভাইয়া নাটকের রিভিউ পড়ে। অসংখ্য ধন্যবাদ সুন্দর একটি নাটকের রিভিউ শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনাকেও ধন্যবাদ আপু চমৎকার মন্তব্য করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
খুবই সুন্দর একটি নাটকের রিভিউ শেয়ার করেছেন আপনি৷ আপনার কাছ থেকে আজকের সুন্দর নাটকের রিভিউ পড়ে খুবই ভালো লাগছে৷ যেভাবে আপনি আজকের এই সুন্দর নাটকের রিভিউ এখানে শেয়ার করেছেন তা খুব সুন্দর হয়েছে৷ একই সাথে এখানে এই নাটকের রিভিউ শেয়ার করার মাধ্যমে আপনার কাছ থেকে এই নাটকটি সম্পর্কে জানতে পারলাম৷ অবশ্যই আমি নাটকটি দেখে নেয়ার চেষ্টা করব৷
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit