পাওয়ার আপ কন্টেস্টঃ- ১০ স্টিম পাওয়ার আপ

in hive-129948 •  2 years ago 

11-08-2022

২৭ শ্রাবণ ,১৪২৯ বঙ্গাব্দ


আসসালামুআলাইকুম সবাইকে

png_20220724_000619_0000.png

কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমি ভালো আছি। বরাবরের মতো আবারো হাজির হলাম পাওয়ার আপ পোস্ট নিয়ে। আসলে টার্গেট পূরণ করতে হলে ধীরে ধীরে পাওয়ার আপ করে আগাতে হবে। ইতোমধ্যে অনেক ইউজার ডলফিন ক্যাটাগরিতে নাম লেখিয়েছে, এটা নিঃসন্দেহে আমাদের জন্য খুশির সংবাদ। আমি বিশ্বাস করি একদিন আমিও ডলফিন ক্যাটাগরিতে নাম লেখাতে পারবো। শুধু দরকার প্রবল ইচ্ছে আর নিয়মিত পাওয়ার আপ করে যাওয়ার। আসলে আমার বাংলা ব্লগে আসার পরেই পাওয়ার আপের গুরুত্ব কতটুকু সেটা উপলব্ধি করতে পারি। আমরা সবাই পাওয়ার আপকে ভালোবাসি। যায়হোক, আর সামনে আগালাম না। চলুন পাওয়ার আপ প্রসেস দেখে নেয়া যাক।

IMG_20220811_075736.jpg

পাওয়ার আপ করার আগে আমার মোট স্টিম ছিল ২০.৩৩১ স্টিম এবং মোট পাওয়ার ছিল ১৯৪৭.৬৬৪ স্টিম পাওয়ার।

IMG_20220811_075800.jpg

আজকে আমি ১০ স্টিম পাওয়ার আপ করেছি।

IMG_20220811_075843.jpg

১০ স্টিম পাওয়ার আপ দেওয়ার পর মোট স্টিম পাওয়ার হলো ১৯৫৭.৬৪৪ স্টিম পাওয়ার ।
পাওয়ার আপের লিংকসমূহ

প্রথম সপ্তাহের পাওয়ার আপ লিংকদ্বিতীয় সপ্তাহের পাওয়ার আপ লিংক
তৃতীয় সপ্তাহের পাওয়ার আপ লিংকচতুর্থ সপ্তাহের পাওয়ার আপ লিংক
পঞ্চম সপ্তাহের পাওয়ার আপ লিংকষষ্ঠ সপ্তাহের পাওয়ার আপ লিংক
সপ্তম সপ্তাহের পাওয়ার আপ লিংকঅষ্টম সপ্তাহের পাওয়ার আপ লিংক
নবম সপ্তাহের পাওয়ার আপ লিংকদশম সপ্তাহের পাওয়ার আপ লিংক
এগারো সপ্তাহের পাওয়ার আপ লিংক বারোতম সপ্তাহের পাওয়ার আপ লিংক
তেরোতম সপ্তাহের পাওয়ার আপ লিংকচৌদ্দতম সপ্তাহের পাওয়ার আপ লিংক
পনেরোতম সপ্তাহের পাওয়ার আপ লিংকষোল তম সপ্তাহের পাওয়ার আপ লিংক
সতেরো তম সপ্তাহের পাওয়ার আপ লিংক আঠারো তম সপ্তাহের পাওয়ার আপ
ঊনিশতম সপ্তাহের পাওয়ার আপ লিংকবিশতম সপ্তাহের পাওয়ার আপ লিংক
একুশতম সপ্তাহের পাওয়ার আপ লিংকবাইশতম সপ্তাহের পাওয়ার আপ লিংক
তেইশতম সপ্তাহের পাওয়ার আপ লিংকচব্বিশতম সপ্তাহের পাওয়ার আপ লিংক
পঁচিশতম সপ্তাহের পাওয়ার আপ লিংকছাব্বিশতম সপ্তাহের পাওয়ার আপ লিংক
সাতাশতম সপ্তাহের পাওয়ার আপ লিংকআটাশতম সপ্তাহের পাওয়ার আপ লিংক

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbayD2jR3CWqjkJ.png

আশা করি আপনারাও পাওয়ার আপ করে নিজের সক্ষমতা বৃদ্ধি করবেন। আমি পাওয়ার আপ প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে অনেক আনন্দিত। আমার বাংলা ব্লগের সকল সদস্যদের জন্য শুভকামনা রইল। আশা করি আপনারাও পাওয়ার আপ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে নিজের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে কাজ করবেন।


10% beneficary for @shyfox ❤️

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbayD2jR3CWqjkJ.png

ধন্যবাদ সবাইকে



WhatsApp Image 2021-12-23 at 19.46.54.jpeg



আমি কে?

IMG20210908180509.jpg

আমার নাম হায়দার ইমতিয়াজ উদ্দিন রাকিব। সবাই আমাকে ইমতিয়াজ নামেই চিনে। পেশায় আমি একজন ছাত্র। নিজেকে সবসময় সাধারণ মনে করি। অন্যের মতামতকে গুরুত্ব দেয় এবং তা মেনে চলার চেষ্টা করি। বাংলা ভাষায় নিজের অভিমত প্রকাশ করতে ভালো লাগে। তাছাড়া ফটোগ্রাফি,ব্লগিং,কুকিং,রিভিউ,ডাই ইত্যাদি করতে ভালো লাগে। অসহায় মানুষদের পাশে দাঁড়াতে ভালো লাগে। বাংলাদেশে জন্মগ্রহণ করতে পেরে নিজেকে ধন্য মনে করি। ভবিষ্যতে প্রিয় মাতৃভূমির জন্য কিছু করতে চাই।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

পাওয়ার আপ এর মাধ্যমে আপনার ক্ষমতাকে আরো শক্তিশালী করলেন। এভাবেই আপনি আপনার লক্ষ্যের দিকে এগিয়ে যাচ্ছেন, শুভকামনা রইল।

আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া চমৎকার একটি মন্তব্যের জন্য।

যদিও পরিমাণ টা একটু কম।তবে ধারাবাহিকতার সাথে এগিয়ে যাওয়ার ইচ্ছেটাই আসল ব্যাপার।যাইহোক শুভেচ্ছা রইলো এগিয়ে যেতে।

আপনাকে ধন্যবাদ ভাই চমৎকার একটি মন্তব্যের জন্য

পাওয়ার আপ বৃদ্ধি মানে নিজের স্টিমেট একাউন্টে সক্রিয়তা বৃদ্ধি করা। আপনি এই সপ্তাহে আমাদের মাঝে অনেক সুন্দর ভাবে ১০ স্টিম পাওয়ার আপ করেছেন। আপনার পাওয়ার আপ এর প্রতিটি স্টেপ অনেক ভালোভাবে আমাদের মাঝে আপনি শেয়ার করেছেন। ধন্যবাদ আপনাকে আমাদের মাঝে এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

ধন্যবাদ মন্তব্যের মাধ্যমে উৎসাহ দেয়ার জন্য

পাওয়ার আপ আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা যে যত বেশি পাওয়ার আপ করব আমাদের শক্তি তত বেশি বৃদ্ধি পাবে। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল ভাইযা আপনি যেন আপনার এই পাওয়ার আপের ধারাবাহিকতা ধরে রাখতে পারেন।

আপনাকে ধন্যবাদ চমৎকার মন্তব্যের মাধ্যমে আমাকে উৎসাহ দেয়ার জন্য।

স্টিমিট এ কাজ করতে হলে অবশ্যই আমাদের অনেক পাওয়ার থাকা লাগবে। তাই একবারে তো বেশি পাওয়ার করা সম্ভব নয় সকলের ক্ষেত্রে। সেক্ষেত্রে আমাদের অল্প অল্প করে প্রতিনিয়ত পাওয়ার বৃদ্ধি করাটাই ভালো।

প্রতি সপ্তাহে কিছু পরিমাণ স্টিম পাওয়ার বৃদ্ধি করার চেষ্টা করেন আর সেই ধারাবাহিকতায় এই সপ্তাহে ১০ স্টিম পাওয়ার বৃদ্ধি করেছেন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল ভাইয়া।

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া চমৎকার একটি মন্তব্য করে আমাকে উৎসাহ দেয়ার জন্য । শুভকামনা রইল

অল্প হোক বা বেশি সেটা বড় কথা নয় প্রতি সপ্তাহ ে কিছু হলেও পাওয়ার বৃদ্ধি করা উচিত বলে আমি মনে করি তাহলে খুব দ্রুতই আমরা আমাদের লক্ষ্যে পৌঁছে যাব বলে আশা রাখি। শুভকামনা রইল।