ঈদ পূনর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বন্ধুদের সাথে কিছুসময়

in hive-129948 •  2 years ago 

09-05-2022

২৬ বৈশাখ ,১৪২৯ বঙ্গাব্দ


আসসালামুআলাইকুম সবাইকে


কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমি আপনাদের দোয়ায় ভালো আছি। তো চলে এলাম আবারো বন্ধুদের সাথে ঈদের পরে কাটানো কিছু মুহূর্ত শেয়ার করে নেয়ার জন্য।

ঈদ তো চলে গেল! তবে গত ০৫-০৫-২০২ ইং তারিখে আমাদের স্কুলে ঈদ পূনর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানটি হোস্ট করে চন্ডীপাশা সরকারী উচ্চ বিদ্যালয়ের ১৯৯৬ সালের এস এস সি ব্যাচ। বলা চলে আমাদের স্যারেরা। সবাই কর্ম নিয়ে ব্যস্ত। ঈদের পরে সবাই একসাথে আড্ডা দেয়া যাবে। তাছাড়া বন্ধুদের সাথে কুশল বিনিময়টাও হয়ে যাবে। এই লক্ষ্যে মূলত এই অনুষ্ঠানটির আয়োজন করা হয়।

IMG20220504192054.jpg

ঈদ বা কোনো অনুষ্ঠান ছাড়া বন্ধুদের সাথে খুব কম দেখা হয়। আমরা চন্ডীপাশা সরকারি স্কুলের ২০১৮ ব্যাচের শিক্ষার্থী। বন্ধুরা প্রায় সবাই কোনো না কোনো ভার্সিটিতে অধ্যয়ন করছে। তো পড়ালেখা নিয়েই ব্যস্ত থাকতে হয়। আর কদিন পর কর্মস্থলে গেলে আরও ব্যস্ত হয়ে যাবে। এটা স্বাভাবিক বিষয়। আমার ক্ষেত্রেও একই কথা। ঈদের আগেই পরীক্ষা শেষ করে আসলাম। সোস্যাল মিডিয়ার এ যুগে ফেইসবুক, ওয়াটসঅ্যাপ এ নরমাল যোগাযোগ হয়ে থাকে বন্ধুদের সাথে। যায়হোক ঈদের পর বন্ধুদের সাথে আড্ডা হবে সেই সাথে সিনিয়র বড় ভাইদের সাথেও।

IMG20220504193827.jpg

অনুষ্ঠানটি শুরু হওয়ার কথা থাকে সন্ধ্যার পর। যেহেতু সাংস্কৃতিক অনুষ্ঠান হবে এজন্য সন্ধ্যার পরে হলেই উপভোগ করা যাবে। সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য আমাদের স্কুলের হলরুমে স্টেজ বানানো হয় । সিনিয়র ভাইদের আয়োজনে সন্ধ্যার পর অল্প খাওয়া-দাওয়ারও ব্যবস্থা করা হয়ে থাকে। আমি অবশ্য গিয়ে খাবারের পর্বটি পায়নি! হাহাহা! যায়হোক, গিয়ে দেখলাম সব বন্ধুই উপস্থিত সেখানে। সবার খোজঁ খবর নিলাম কিছুক্ষণ । অনেক বন্ধুর সাথেরই প্রায় এক বছর পর দেখা হলো। তার কিছুক্ষণ পরই সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়ে গেল। আমাদের নান্দাইল উপজেলার ওসি মহোদয় সহ আরও সম্মানিত ব্যক্তিবর্গ সেখানে উপস্থিত ছিলেন। শিল্পকলা একাডেমী থেকে শিল্প বৃন্দদের আনা হয়েছিল। শিল্পকলা একাডেমীতে আমাদের সিনিয়র এক বড় ভাই কাজ করেন তো উনার তত্ত্বাবধানে শিল্পবৃন্দদের আনা হয়েছিল।

IMG20220504195756.jpg

*ও মন রমযানের ওই রোযার শেষে এলো খুশির ঈদ এ গানের মাধ্যমে সাংস্কৃতিক অনুষ্ঠানের শুরু হয়। গান শুরু হতেই অনেকেই চেয়ার থেকেই উঠেই নাচানাচি শুরু করে দেয়। অবশ্য আমরাও নাচানাচি করেছি। একে একে কিছু ফোক সং প্লে করা হয়। ফোক সংগুলো আসলেই অনেক সুন্দর। গ্রাম বাংলার ভালোবাসা যেন মিশে আছে যেন এসব গানে। তারপর একটি গানের ভিডিও করার চেষ্টা করলাম। সবাই তখন নাচানাচি নিয়ে ব্যস্ত। আমি তখন এই ভিডিওটি করেছি।

অনেক জোড়ে শব্দে আওয়াজ করাতে গানটা তেমন শুনা যায়নি। খাজা বাবা খাজা বাবা এই গানটি গেয়েছিল তখন। গানটি ভালোই লাগছিল শুনতে। তবে সবাই জোড়ে জোড়ে আওয়াজ করাতে তেমন ভালোভাবে ভিডিওটি করতে পারেনি। যতদূর করতে পেরেছি আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে।

IMG-20220504-WA0009.jpg

গানের পর্ব শেষ হওয়ার পর মাঝে এশার নামাজের জন্য বিরতি দেয়া হয়। তখন আমরা সবাই স্কুলের পিছনে গিয়ে বসে আড্ডা দেয় সবাই । যেখানে আমরা সবাই বসে আড্ডা দিতাম। আমরা যখন একসাথে হয় সব বন্ধুরা তখন স্কুলের পিছনটায় বড় একটি কাঠাঁল গাছের নিচে বসে আমরা আড্ডা দিয়ে থাকি। যায়হোক, নামাজ পড়া শেষ হয়ে গেল আবার শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। তখন গিয়ে দেখি জোকস পর্ব চলছে। অনেকগুলো জোকস বলা হয়েছিল। সবাই জোকস শুনে হাসতে হাসতে শেষ! জোকস পর্বটি ভীষণ উপভোগ করেছি। তারপর আবার শুরু হয় গানের পর্ব। তবে এবার একটু ভিন্নভাবে শুরু হয়। আমাদের নান্দাইলের কৃতি সন্তান মাহমুদ ভাইয়া একসাথে প্রায় বারোটার মতো গান বলে ফেলে। তবে এটা মাসোপ সং বলা যেতে পারে। তারপর সাংস্কৃতিক অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

DeviceOppo A12
Photographer@haideremtiaz
LocationChandipasa Govt. High School


আশা করি আপনারাও আমাদের পূর্নমিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে পোস্টটি পড়ার জন্য। সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি।



10% beneficary for @shyfox ❤️



ধন্যবাদ

WhatsApp Image 2021-12-23 at 19.46.54.jpeg



আমি কে?

IMG20210908180509.jpg

আমার নাম হায়দার ইমতিয়াজ উদ্দিন রাকিব। সবাই আমাকে ইমতিয়াজ নামেই চিনে। পেশায় আমি একজন ছাত্র। নিজেকে সবসময় সাধারণ মনে করি। অন্যের মতামতকে গুরুত্ব দেয় এবং তা মেনে চলার চেষ্টা করি। বাংলা ভাষায় নিজের অভিমত প্রকাশ করতে ভালো লাগে। তাছাড়া ফটোগ্রাফি,ব্লগিং,কুকিং,রিভিউ,ডাই ইত্যাদি করতে ভালো লাগে। অসহায় মানুষদের পাশে দাঁড়াতে ভালো লাগে। বাংলাদেশে জন্মগ্রহণ করতে পেরে নিজেকে ধন্য মনে করি। ভবিষ্যতে প্রিয় মাতৃভূমির জন্য কিছু করতে চাই।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

ঈদের পরবর্তী সময় এরকম সুন্দর একটা অনুষ্ঠান দেখে ভালই লাগলো। এ রকম সাংস্কৃতিক অনুষ্ঠান অনেক আনন্দের। সকল বন্ধুরা অনেকদিন পর একত্রিত হতে পেরেছেন দেখে ভালই লাগবো। অনুষ্ঠানটা ভালোই উপভোগ করলেন। অনেক ধন্যবাদ আপনাকে।

পুনর্মিলনী শব্দটার সাথে কেমন যেন আবেগে জড়িয়ে থাকে। কারণ পিছনে ফেলে আসা কিছু ভালো লাগার মানুষগুলোর সাথে পুনরায় দেখা হওয়ার সুযোগ হয় এর মাধ্যমে। অনেক সুন্দর একটি মুহূর্ত কাটিয়েছেন।

ঈদের পর বেশ ভালই হয়েছে পুনর্মিলনী।কারণ এই সময় সবাই বাড়িতেই থাকে তাই মোক্ষম একটা সময়।আমাদের ও প্ল্যান ছিল কিন্তু পূর্বপরিকল্পনা ছিল না বিধায় হয়ে উঠে নি।তবে অনুষ্ঠান দেখছি ভালই হয়েছে😍

ঈদ পরবর্তী সময়ে খুব অসাধারণ মুহূর্ত কাটিয়েছেন‌ আসলে বন্ধুদের সাথে সময় কাটানোর মুহূর্তগুলো খুব অন্যরকম হয়ে থাকে। এই মুহূর্তগুলো জীবনের পাতায় স্মৃতি হয়ে রয়ে যাবে। সব মিলিয়ে খুব সুন্দর সময় কাটিয়েছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ জানায় ভালো থাকবেন।

সাংস্কৃতিক অনুষ্ঠানে বন্ধুদের সাথে দারুণ সময় কাটিয়েছেন ভাইয়া।যেকোনো অনুষ্ঠান মানেই আনন্দের।" খাজা বাবা খাজা বাবা" এই গানটি প্রথম শুনলাম, বেশ মজার।ধন্যবাদ ভাইয়া।

আপনাদের প্রত্যেকের জীবনে এরকম মজার ইতিহাস আছে। আমরা ছাত্রজীবনে ঈদ পূর্ণমিলনী সাংস্কৃতিক অনুষ্ঠানে অনেক মজা করেছি। একবার এরকম সাংস্কৃতিক অনুষ্ঠানে বাইরের ভাড়া করা শিল্পীটি কোন কারণে আসতে পারেনি। পরে আমার বন্ধুরাই সবাই মিলে গান গেয়ে আনন্দ করেছি। যাইহোক আপনি খুব চমৎকার করে ঈদ পুনর্মিলনী সাংস্কৃতিক অনুষ্ঠানে আপনার বন্ধুদের সঙ্গে কাটানো আনন্দঘন কিছু মুহূর্ত আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ।

আশা করছি আপনার ঈদ পরবর্তী পূনর্মিলনীতে অনেক আনন্দদায়ক করেছে। আসলে ঈদ পূর্ণমিলনী মানে ঈদে যখন বন্ধু-বান্ধব বাসায় আসে সবার সাথে একসাথে কিছু কোয়ালিটি সম্পন্ন সময় কাটানো এবং অনেক আনন্দ করা যা বন্ধুত্ব কে আরো মজবুত করে। আপনি খুব সুন্দর ভাবে কাটানো অনুভূতিগুলো আমাদের সাথে শেয়ার করেছেন। এত সুন্দর ভাবে একটি উৎসব মুখর দিন আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

পূণমিলনী অনুষ্টান গুলো সত্যি চমৎকার হয়ে থাকে। অনেক নাম ভুলে যাওয়া বন্ধুদের সাথে সাক্ষাৎ হয়। ঈদের পরে দারুণ উপভোগ করেছেন পূর্ণমিলনী অনুষ্টান টা সেট ভিডিও দেখে বোঝা যাচ্ছে। ধন্যবাদ আমাদের সাথে আপনার সুন্দর মূহুর্ত টা শেয়ার করে নেওয়ার জন্য।।

বিনোদন মানুষের জীবনে একান্ত প্রয়োজন। মন ভালো রাখতে নিজেকে ভালো রাখতে অবশ্যই বিনোদনের প্রয়োজন। ভাই খুব ভাল লেগেছে আপনার এই বিষয়ে পোস্ট দেখে। ঈদের পরে সারাদেশে বিভিন্ন প্রকার বিনোদনের আয়োজন করা হয়। আপনারাও ঠিক তেমন একটি বিনোদনের আয়োজন করে আমাদের মাঝে শেয়ার করেছেন।

হুম ভাই বিনোদনও হলো সেই সাথেমবন্ধুদের সাথে দেখাও হয়ে গেল।

ঈদ পূর্ণ মিলন সাংস্কৃতিক অনুষ্ঠানের বন্ধুদের সাথে খুব সুন্দর মুহূর্ত পার করলেন। বন্ধুদের সাথে যেখানে যাওয়া হোক না কেন মুহূর্তটা অসাধারণ হয়ে থাকে। এরকম মুহূর্ত এখন পর্যন্ত উপভোগ করা হয়নি আপনার উপভোগ্য মুহূর্ত দেখে ভালো লাগলো।

আসলে বন্ধুদের সাথে এধরনের ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠান করার মধ্যে অন্যরকম একটি আনন্দ পাওয়া যায়।

আমি অবশ্য গিয়ে খাবারের পর্বটি পায়নি!

তাহলে তো আপনি অনেক বড় মিস করে ফেলেছেন ভাইয়া কেননা খাবারের অংশটাই আমাদের কাছে সবথেকে আগে থাকে।