পেন্সিল দিয়ে একটি মইয়ের থ্রিডি আর্ট [১০% লাজুক খ্যাকের জন্য ]

in hive-129948 •  3 years ago 

20-01-2022

৭ মাঘ,১৪২৮ বঙ্গাব্দ


আসসালামুআলাইকুম সবাই


IMG20220120002703.jpg

কেমন আছেন সবাই? আশা করি সবাই সৃষ্টিকর্তার অশেষ রহমতে ভালোই আছেন। আমি আলহামদুলিল্লাহ্‌ ভালো আছি। তো চলে এলাম আরেকটি নতুন পোস্ট নিয়ে। আজকে আমি আপনাদের সাথে একটি আর্ট শেয়ার করবো। এখানে অনেকেই আর্টপ্রেমী আছে এবং অনেক দক্ষ আর্টিস্টও রয়েছে। যদিও আমি তেমন আর্ট করতে পারিনা। তবে মাঝে মাঝে বসে পড়ি আর্ট করার জন্য। আজকে আমি আপনাদের সাথে পেন্সিলে আকাঁ একটি মইয়ের থ্রিডি আর্ট শেয়ার করবো। আশা করি আপনাদের কাছে আমার আজকের আর্টটি ভালো লাগবে।

QVdSJhgNm7rjW1q3xF9jL9tPsyRtGcvg6r69KFVj85FmVDc2PaBjpxJyWeNPuerozk1pmubYe1UfAKfzUh3RhnmDBCPZAGxNQ9jKfgiJQxLS8n5RKwQpbuLposTFeJj55NjPjLNVY7ojWgxCifAX7dC9Fg2Awx1mWpQTifehFVeB4V5PffKrpSS.png

চলুন তাহলে শুরু করা যাক।

✏️✏️ প্রয়োজনীয় উপকরণ ✏️✏️


IMG20220120000212.jpg

A4 সাইজের পেপারপেন্সিল
রাবারস্কেল।

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbayD2jR3CWqjkJ.png

↘️ ধাপঃ১ ↙️

IMG20220120000543.jpg

প্রথমেই পেন্সিল ১৩সেমি সমান করে দুটি সমান্তরাল রেখা টেনে নিলাম।

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbayD2jR3CWqjkJ.png

↘️ ধাপঃ২ ↙️

IMG20220120000723.jpg

তারপর ৬.৫ সেমি তে মাফ নিয়ে নিলাম। নিচের রেখা থেকে ৬.৫ বিন্দুতে মিলিশে নিলাম।

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbayD2jR3CWqjkJ.png

↘️ ধাপঃ৩ ↙️

IMG20220120000810.jpg

দুইপাশ থেকে মিলিয়ে নিলাম।

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbayD2jR3CWqjkJ.png

↘️ ধাপঃ৪ ↙️

IMG20220120000855.jpg

একইভাবে উপরের রেখা থেকে মিলিয়ে নিলাম। এতে দেখা যাবে দুটি ত্রিভুজ হবে।

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbayD2jR3CWqjkJ.png

↘️ ধাপঃ৫ ↙️

IMG20220120001056.jpg

দুটি ত্রিভুজের মাঝে ডান থেকে সমান্তরাল করে রেখা টেনে নিলাম।

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbayD2jR3CWqjkJ.png

↘️ ধাপঃ৬ ↙️

IMG20220120001325.jpg

ঠিক একইভাবে ডান দিক থেকেও রেখা টেনে নিলাম। এতে অনেকটা মইয়ের শেপ হয়ে যাবে।

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbayD2jR3CWqjkJ.png

↘️ ধাপঃ৭ ↙️

IMG20220120001938.jpg

তারপর মইয়ের থ্রিডি আর্ট বুঝার জন্য মইয়ের নিচে হালকা করে শেড করে রেখা টেনে নিলাম।

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbayD2jR3CWqjkJ.png

↘️ ধাপঃ৮ ↙️

IMG20220120002112.jpg

তারপর মইয়ের হাতলগুলো আরও ডিপ কালার করে দিলাম পেন্সিল দিয়ে।

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbayD2jR3CWqjkJ.png

↘️
চূড়ান্তধাপ
↙️

IMG20220120002920.jpg

বেস!!হয়ে গেলো মইয়ের একটি থ্রিডি আর্ট

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbayD2jR3CWqjkJ.png

ছবির বিবরণ
বিষয়পেন্সিল দিয়ে একটি মইয়ের থ্রিডি আর্ট।
ডিভাইসoppo A12
ফটোগ্রাফার@haideremtiaz
লোকেশনFeni,Bangladesh

আশা করি আজকের আর্টটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সকলের সুস্বাস্থ্য ও দীর্গায়ু কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি।

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbayD2jR3CWqjkJ.png

ধন্যবাদ

WhatsApp Image 2021-12-23 at 19.46.54.jpeg



আমি কে?

IMG20210908180509.jpg

আমার নাম হায়দার ইমতিয়াজ উদ্দিন রাকিব। সবাই আমাকে ইমতিয়াজ নামেই চিনে। পেশায় আমি একজন ছাত্র। নিজেকে সবসময় সাধারণ মনে করি। অন্যের মতামতকে গুরুত্ব দেয় এবং তা মেনে চলার চেষ্টা করি। বাংলা ভাষায় নিজের অভিমত প্রকাশ করতে ভালো লাগে। তাছাড়া ফটোগ্রাফি,ব্লগিং,কুকিং,রিভিউ,ডাই ইত্যাদি করতে ভালো লাগে। অসহায় মানুষদের পাশে দাঁড়াতে ভালো লাগে। বাংলাদেশে জন্মগ্রহণ করতে পেরে নিজেকে ধন্য মনে করি। ভবিষ্যতে প্রিয় মাতৃভূমির জন্য কিছু করতে চাই।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

থ্রিডি অংকন গুলো আমার খুবই ভালো লাগে। খুব ম্যাজিক্যাল মনে হয় এটা।আপনি নিখুত ভাবে গুছিয়ে করেছেন শুভ কামনা রইলো।

আপনাকে ধন্যবাদ ভাই।

ট্যালেন্টেড আপনি।
অনেক সুন্দর কাজ করেছেন ভাই।
থ্রিডি আর্ট করা এত সহজ ও নয়, কিন্তু আপনি বেশ সুন্দর ভাবে শেষ করেছেন ।
আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই

আপনাকে ধন্যবাদ সুন্দর মন্তব্যের মাধ্যমে উৎসাহ দেয়ার জন্য।

আপনি অনেক মেধা খাটিয়ে এইরকম পেন্সিল দিয়ে একটি মইয়ের থ্রিডি আর্ট করেছেন। যা ছিল খুবই ইউনিক একটি পোস্ট আর যাই হোক সব মিলিয়ে আপনার পোস্টটি অনেক সুন্দর হয়েছে। আর তাই আপনাকে আমার পক্ষ থেকে জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন ধন্যবাদ আপনাকে ভাইয়া।

আপনাকে ধন্যবাদ ভাই।

আপনার মই এর থ্রিডি চিত্রটি আমার অনেক ভালো লেগেছে। খুবই সুন্দর করে এই চিত্রটি অঙ্কন করেছেন আপনি। আপনাকে ধন্যবাদ আপনার আগামীর জন্য শুভকামনা রইল।

আপনাকে ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য ।

অসাধারণ একটি থ্রিডি চিত্র অঙ্কন সম্পন্ন করেছেন ভাই।আপনার চিত্রটিতে থ্রিডি খুব সুন্দরভাবে ফুটে উঠেছে।চিত্র অংকন করার পদ্ধতি ধাপে ধাপে খুব সুন্দরভাবে দেখিয়েছেন।ধন্যবাদ আপনাকে।

ধন্যবাদ ভাই সুন্দর একটি মন্তব্য করার জন্য ।

EZrGNWcrMDNczaEXa66AEJHcKH7nrfa7r2fnEEb26owGbKmVZzVNY38ZTpQGcSKBRTWKQQ1NYenwo9LEQ2PvU7bfyvF5uQyBcpg9GAJ2va...2w7ep3LhhQa9kvWQkCLWjKffNejcyyHjp9ScganhREzkD3tjt9Po5p3UVrueKo7yazdVpNDXMDDSuBxwSR2of5d3Hw7x1SEccV31Hi7jLan7SSYxXeu1BPFSh4.png

ভাই অসাধারণ একটি থ্রিডি আর্ট। দেখেই মন ভরে গেলো। আপনি খুব সুন্দর ভাবে প্রতিটি ধাপ আমাদের সাথে শেয়ার করছেন। আপনার উপস্থাপনা আমার অনেক ভালো লেগেছে। আপনার জন্য শুভকামনা রইলো।

EZrGNWcrMDNczaEXa66AEJHcKH7nrfa7r2fnEEb26owGbKmVZzVNY38ZTpQGcSKBRTWKQQ1NYenwo9LEQ2PvU7bfyvF5uQyBcpg9GAJ2va...2w7ep3LhhQa9kvWQkCLWjKffNejcyyHjp9ScganhREzkD3tjt9Po5p3UVrueKo7yazdVpNDXMDDSuBxwSR2of5d3Hw7x1SEccV31Hi7jLan7SSYxXeu1BPFSh4.png

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া