রঙিন কাগজের তৈরি প্লেট [১০% @shyfox এর জন্য ]

in hive-129948 •  3 years ago 

26-03-2022

১২ চৈত্র ,১৪২৮ বঙ্গাব্দ


আসসালামুআলাইকুম সবাইকে


শা করি আপনারা সবাই সৃষ্টিকর্তার অশেষ রহমতে ভালো আছেন। আমি আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আবারো চলে এলাম আপনাদের মাঝে নতুন একটি পোস্ট নিয়ে। আমরা সবাই খাবার খাওয়ার জন্য প্লেট ব্যবহার করে থাকি। খাবার সংগ্রহ বা খাওয়ার জন্য প্রত্যেকের নিজস্ব একটি প্লেট থাকে। তো আজকে আমি দেখাবো রঙিন কাগজের তৈরি প্লেট। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। যায়হোক চলুন তাহলে দেখে নেয়া যাক।
IMG20220325185859.jpg
চলুন তাহলে শুরু করা যাক।

🔰 প্রয়োজনীয় উপকরণ 🔰


রঙিন পেপারকাচি
ধাপঃ১
IMG20220325173029.jpg
IMG20220325173354.jpgIMG20220325173148.jpg

প্রথমেই একটি রঙিন কাগজ নিয়ে নিলাম। তারপর ২০*২০ সেমি সমান করে বর্গাকৃতি করে কাচি দিয়ে কেটে নিলাম। তারপর ঠিক মাঝে কোণা বরাবর দুইপাশ থেকে ভাজ করে দিলাম।


ধাপঃ২
IMG20220325175024.jpg
IMG20220325174913.jpg

তারপর ঠিক মাঝ বরাবর ভাজ করে দিলাম সমান করে। ঠিক একইভাবে অপর পাশ থেকে সমান করে ভাজ করে দিলাম।

ধাপঃ৩
IMG20220325183253.jpgIMG20220325183324.jpg
IMG20220325183351.jpgIMG20220325183448.jpg

তারপর ভাজ করা হলে কোণা থেকে মাঝের কেন্দ্র পর্যন্ত ত্রিভুজের আকৃতির মতো ভাজ করে দিলাম। ঠিক একইভাবে চার কোণা থেকে এভাবে ভাজ করে দিলাম।

ধাপঃ৪
IMG20220325183647.jpgIMG20220325183721.jpg
IMG20220325183743.jpgIMG20220325184019.jpg

তারপর ভাজ খুলে নিলাম। ঠিক উপরের ভাজের কোণা থেকে মাঝের ভাজ পর্যন্ত ত্রিভুজের আকৃতির মতো ভাজ করে দিলাম। ঠিক একইভাবে এভাবে ভাজ করে দিলাম।

ধাপঃ৫
IMG20220325184249.jpgIMG20220325184309.jpg
IMG20220325184328.jpgIMG20220325184406.jpg

তারপর ত্রিভুজের ভাজ করা অংশ সমান করে ভাজ করে দিলাম উপর থেকে। ঠিক একইভাবে সমান করে উপরে থেকে এভাবে ভাজ করে দিলাম।


ধাপঃ৬
IMG20220325184620.jpgIMG20220325184719.jpg
IMG20220325184833.jpg

তারপর ভাজ উল্টো করে নিলাম। নেওয়ার পর টিক মাঝ বরাবর সমান করে ভাজ করে দিলাম। ঠিক একইভাবে দুইপাশে সমান করে ভাজ করে দিলাম।


ধাপঃ৭
IMG20220325185046.jpgIMG20220325184959.jpg

তারপর কোণা বরাবর ভাজ করে দিলাম। ঠিক একইভাবে অপরপাশে কোণা বরাবর ভাজ করে দিলাম।


ধাপঃ৮
IMG20220325185506.jpg

তারপর ভাজ টা খুলে দিলে অনেকটা প্লেটের শেপ হয়ে যাবে।


চূড়ান্তধাপ
IMG20220325185851.jpg

তারপর চার কোণা ছোট করে ত্রিভুজের মতো করে ভাজ করে দিলাম। ব্যাস! হয়ে গেল রঙিন কাগজের একটি প্লেট।

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbayD2jR3CWqjkJ.png

ছবির বিবরণ
বিষয়রঙিন কাগজ দিয়ে প্লেট তৈরি ।
ডিভাইসoppo A12
ফটোগ্রাফার@haideremtiaz
লোকেশনw3w

আশা করি রঙিন কাগজ দিয়ে বানানো আজকের রঙিন কাগজের প্লেট তৈরি আপনাদের কাছে ভালো লেগেছে । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন । সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের মত এখানেই শেষ করছি ।


শুভ রাত্রি

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbayD2jR3CWqjkJ.png

ধন্যবাদ

WhatsApp Image 2021-12-23 at 19.46.54.jpeg



আমি কে?

IMG20210908180509.jpg

আমার নাম হায়দার ইমতিয়াজ উদ্দিন রাকিব। সবাই আমাকে ইমতিয়াজ নামেই চিনে। পেশায় আমি একজন ছাত্র। নিজেকে সবসময় সাধারণ মনে করি। অন্যের মতামতকে গুরুত্ব দেয় এবং তা মেনে চলার চেষ্টা করি। বাংলা ভাষায় নিজের অভিমত প্রকাশ করতে ভালো লাগে। তাছাড়া ফটোগ্রাফি,ব্লগিং,কুকিং,রিভিউ,ডাই ইত্যাদি করতে ভালো লাগে। অসহায় মানুষদের পাশে দাঁড়াতে ভালো লাগে। বাংলাদেশে জন্মগ্রহণ করতে পেরে নিজেকে ধন্য মনে করি। ভবিষ্যতে প্রিয় মাতৃভূমির জন্য কিছু করতে চাই।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  
  ·  3 years ago (edited)

আপনি রঙিন কাগজ ব্যবহার করে অনেক সুন্দর করে একটি প্লট তৈরি করেছেন। রঙ্গিন কাগজ দিয়ে তৈরি প্লেট আমার কাছে খুবই ভালো লেগেছে। তাছাড়া আপনি রঙিন কাগজ দিয়ে প্লেট তৈরির প্রত্যেকটি ধাপ অনেক সুন্দর করে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। প্লেট তৈরির DIY পোস্টটি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। অনেক অনেক শুভকামনা রইলো।

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া। সুন্দর একটি মনৃতব্য করার জন্য।

রঙ্গিন কাগজ দিয়ে খুব সুন্দর ভাবে প্লেট তৈরি করেছেন খুবই অসাধারণ হয়েছে। দেখে খুব ভালো লাগলো। আপনি খুব চমৎকার ভাবে রঙিন কাগজের প্লেট তৈরি পদ্ধতি আমাদের মাঝে উপস্থাপন করেছেন। এত সুন্দর পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই।

রঙিন কাগজ ব্যবহার করে আপনি অনেক চমৎকার একটি প্লেট তৈরি করে আমাদের সকলের মাঝে শেয়ার করেছেন। রঙিন কাগজ দিয়ে অনেকেই দেখছি অনেক ধরনের জিনিস তৈরি করেছে আপনিও তাদের মধ্যে ব্যতিক্রম নন। আপনার তৈরীকৃত এই রঙিন কাগজের প্লেট টি আমার কাছে অনেক ইউনিক লেগেছে। ধন্যবাদ আমাদের মাঝে শেয়ার করার জন্য

বেশ দারুন তো।রঙ্গিন কাগজ দিয়ে খুব সুন্দর ভাবে প্লেট তৈরি করেছেন। আচ্ছা ভাত খাওয়া যাবে,😉😉।যাই হোক ভালো ছিলো।ধন্যবাদ আপনাকে।

ভাইয়া অনেক সুন্দর একটি রঙিন কাগজ দিয়ে প্লেট তৈরি করেছেন। খুবই অসাধারণ দেখতে লাগছে। আমার কাছে খুবই ভালো লেগেছে আপনার রঙিন কাগজ দিয়ে প্লেট তৈরি। রঙিন কাগজের তৈরি জিনিসপত্র আমি অনেক পছন্দ করি। ধাপে ধাপে খুব সুন্দর ভাবে এটি উপস্থাপনা করেছেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটি রঙিন কাগজ দিয়ে প্লেট তৈরি আমাদের সঙ্গে শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল 😍😍

ধন্যবাদ আপু আপনাকে ❤️

রঙিন কাগজ ব্যবহার করে আপনি অনেক সুন্দর একটি প্লেট তৈরি করেছেন ভাইয়া। আপনার তৈরি প্লেট দেখতে অনেক সুন্দর লাগছে। প্লেট তৈরির প্রতিটি ধাপ আপনি অনেক সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু

আপনি দারুন দক্ষতাকে কাজে লাগিয়েছেন।রঙ্গিন কাগজ দিয়ে আপনি প্লেট বানিয়েছেন।কালার কম্বিনেশন টি ভালো ছিল এবং আর একটু নতুনত্ব নিয়ে আসার চেষ্টা করুন ভাইয়া।

আচ্ছা ভাই সামনে থেকে আরও নতুন কিছু শেয়ার করার চেষ্টা করবো। ধন্যবাদ আপনাকে বিষয়টি ধরিয়ে দেয়ার জন্য 😍

রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর একটি প্লেট তৈরি করেছেন। আমার কাছে খুবই ভালো লেগেছে একটু দেখে। ধাপে ধাপে খুব সুন্দর করে আপনি আমাদের মাঝে উপস্থাপন করেছেন। আপনার সুন্দর উপস্থাপনা আমার খুবই ভালো লেগেছে। শুভকামনা রইল আপনার জন্য।

ধন্যবাদ ভাইয়া আপনাকে

রঙিন কাগজের তৈরি প্লেট খুব সুন্দর হয়েছে। রঙিন কাগজের তৈরি প্রত্যেকটা জিনিস খুব ভালো লাগে। দেখতে খুব আকর্ষণীয় হয়। আপনি খুব সুন্দর ভাবে রঙিন কাগজ দিয়ে প্লেট তৈরি করেছেন। আমাদের মাঝে এত সুন্দর একটি জিনিস শেয়ার করার জন্য ধন্যবাদ।

ধন্যবাদ আপু আপনাকে

রঙিন কাগজ দিয়ে প্লেট তৈরি করেছেন যা দেখা একটি ভিন্ন ধরনের অভিজ্ঞতা বলা চলে। রঙিন কাগজ দিয়ে প্লেট তৈরি করতে হলে কাগজের ভাঁজ গুলো কিভাবে দিতে হয় সেটা আপনার এই পোস্ট দেখলেই বোঝা যায়। আপনার দক্ষতা আমাদের মাঝে প্রকাশ করার জন্য অনেক ধন্যবাদ ভাইয়া।

ধন্যবাদ ভাইয়া আপনাকে

আপনি রঙিন কাগজ দিয়ে খুবই সুন্দর করে একটি প্লেট তৈরি করেছেন। আসলে এভাবে কখনো রঙিন কাগজের প্লেট তৈরি করা হয়নি। আপনার টা দেখে ভালই লাগছে। ধন্যবাদ আপনাকে।

ধন্যবাদ ভাইয়া