১৫ স্টিম পাওয়ার আপ

in hive-129948 •  2 years ago 

24-08-2022

০৯ ভাদ্র ,১৪২৯ বঙ্গাব্দ


আসসালামুআলাইকুম সবাইকে

শুভ বিকেল সবাইকে 🌼। আশা করছি ভালো আছেন। সৃষ্টিকর্তার অশেষ রহমতে এখনও ভালো আছি। তবে এই পণ্য দ্রব্যের উর্ধ্বগতির বাজারে টিকে থাকাটাই কষ্ট হয়ে যাচ্ছে। যে হারে পণ্যের দাম বৃদ্ধি পাচ্ছে কয়েকদিন পর মনে হচ্ছে না খেয়ে থাকতে হবে। মেসের বাজার করতে গিয়েছিলাম বাজারে। বাজরে গিয়ে দেখি কাচা সবজি থেকে শুরু করে চালের দাম বেড়ে গেছে। যায়হোক, ঐসবের দিকে না যায়। আজকে চলে এলাম পাওয়ার আপ পোস্ট নিয়ে। আপনারা হয়তো জানেন যে স্টিমিট প্লাটফর্ম এ যারা দীর্ঘমেয়াদী কাজ করতে চান তাদেরকে অবশ্যই পাওয়ার আপের মতো উদ্যোগ নিতে হবে। বিশেষ করে আমার বাংলা ব্লগের সবাই পাওয়ার আপকে গুরুত্ব সহকারে দেখে আসছি। পাওয়ার আপের গুরুত্ব কতটুকু এটা নিশ্চয় আপনারা জানেন। মার্কেট ইতিমধ্যে আবার ডাউন মেরেছে। আর এসবিডি পে আউট হচ্ছে না। খুব শীঘ্রই মার্কেট আপ করবে আর এসবিডি পে আউট ও হবে। যায়হোক, এ সপ্তাহে১৫ স্টিম পাওয়ার আপ করেছি। পাওয়ার আপ প্রসেসটা দেখে নেয়া যাক।

png_20220824_175839_0000.png

IMG_20220824_174357.jpg

পাওয়ার আপ করার আগে আমার মোট স্টিম ছিল ১৬.৪০৯ স্টিম এবং মোট পাওয়ার ছিল ২০০৯.৮০১ স্টিম পাওয়ার।

IMG_20220824_174423.jpg

আজকে আমি ১৫ স্টিম পাওয়ার আপ করেছি।

IMG_20220824_174451.jpg

১৫ স্টিম পাওয়ার আপ দেওয়ার পর মোট স্টিম পাওয়ার হলো ২০২৪.৮০২ স্টিম পাওয়ার ।
পাওয়ার আপের লিংকসমূহ

প্রথম সপ্তাহের পাওয়ার আপ লিংকদ্বিতীয় সপ্তাহের পাওয়ার আপ লিংক
তৃতীয় সপ্তাহের পাওয়ার আপ লিংকচতুর্থ সপ্তাহের পাওয়ার আপ লিংক
পঞ্চম সপ্তাহের পাওয়ার আপ লিংকষষ্ঠ সপ্তাহের পাওয়ার আপ লিংক
সপ্তম সপ্তাহের পাওয়ার আপ লিংকঅষ্টম সপ্তাহের পাওয়ার আপ লিংক
নবম সপ্তাহের পাওয়ার আপ লিংকদশম সপ্তাহের পাওয়ার আপ লিংক
এগারো সপ্তাহের পাওয়ার আপ লিংক বারোতম সপ্তাহের পাওয়ার আপ লিংক
তেরোতম সপ্তাহের পাওয়ার আপ লিংকচৌদ্দতম সপ্তাহের পাওয়ার আপ লিংক
পনেরোতম সপ্তাহের পাওয়ার আপ লিংকষোল তম সপ্তাহের পাওয়ার আপ লিংক
সতেরো তম সপ্তাহের পাওয়ার আপ লিংক আঠারো তম সপ্তাহের পাওয়ার আপ
ঊনিশতম সপ্তাহের পাওয়ার আপ লিংকবিশতম সপ্তাহের পাওয়ার আপ লিংক
একুশতম সপ্তাহের পাওয়ার আপ লিংকবাইশতম সপ্তাহের পাওয়ার আপ লিংক
তেইশতম সপ্তাহের পাওয়ার আপ লিংকচব্বিশতম সপ্তাহের পাওয়ার আপ লিংক
পঁচিশতম সপ্তাহের পাওয়ার আপ লিংকছাব্বিশতম সপ্তাহের পাওয়ার আপ লিংক
সাতাশতম সপ্তাহের পাওয়ার আপ লিংকআটাশতম সপ্তাহের পাওয়ার আপ লিংক
ঊনত্রিশতম সপ্তাহের পাওয়ার আপ লিংকত্রিশতম সপ্তাহের পাওয়ার আপ লিংক

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbayD2jR3CWqjkJ.png

আশা করি আপনারাও পাওয়ার আপ করে নিজের সক্ষমতা বৃদ্ধি করবেন। আমি পাওয়ার আপ প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে অনেক আনন্দিত। আমার বাংলা ব্লগের সকল সদস্যদের জন্য শুভকামনা রইল। আশা করি আপনারাও পাওয়ার আপ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে নিজের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে কাজ করবেন।


10% beneficary for @shyfox ❤️

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbayD2jR3CWqjkJ.png

ধন্যবাদ সবাইকে



WhatsApp Image 2021-12-23 at 19.46.54.jpeg



আমি কে?

IMG20210908180509.jpg

আমার নাম হায়দার ইমতিয়াজ উদ্দিন রাকিব। সবাই আমাকে ইমতিয়াজ নামেই চিনে। পেশায় আমি একজন ছাত্র। নিজেকে সবসময় সাধারণ মনে করি। অন্যের মতামতকে গুরুত্ব দেয় এবং তা মেনে চলার চেষ্টা করি। বাংলা ভাষায় নিজের অভিমত প্রকাশ করতে ভালো লাগে। তাছাড়া ফটোগ্রাফি,ব্লগিং,কুকিং,রিভিউ,ডাই ইত্যাদি করতে ভালো লাগে। অসহায় মানুষদের পাশে দাঁড়াতে ভালো লাগে। বাংলাদেশে জন্মগ্রহণ করতে পেরে নিজেকে ধন্য মনে করি। ভবিষ্যতে প্রিয় মাতৃভূমির জন্য কিছু করতে চাই।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

পাওয়ার আপের কোন বিকল্প নেই। যত বেশি পাওয়ার তত বেশি সক্ষমতা। এভাবেই এগিয়ে যান আপনার জন্য শুভ কামনা রইলো ভালো থাকুন।

জি ভাইয়া। আপনাকে অসংখ্য ধন্যবাদ

অনেক অনেক শুভেচ্ছা দাদা। ভালো থাকুন। এভাবেই এগিয়ে যান।

জি দিদি আপনাকে ধন্যবাদ

পাওয়ার আপ আমাদের সকলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। পাওয়ার আপের মাধ্যমে আমরা আমাদের ক্ষমতা বৃদ্ধি করতে পারি। তাই আমরা প্রতিনিয়ত কিছু না কিছু স্টিম পাওয়ার আপ এর ধারাবাহিকতা বজায় রাখি।

জি আপু পাওয়ার আপ আমাদের সবার জন্যই গুরুত্বপূর্ণ। আপনাকে অসংখ্য ধন্যবাদ

আপনি প্রতিনিয়ত পাওয়ার আপ করে যাচ্ছেন যা দেখে খুবই ভালো লাগলো। পাওয়ার আপ মানে নিজের সক্ষমতা বৃদ্ধি অর্জন করা। আপনি আপনার লক্ষ্যে খুবই দূত পৌঁছে যাবেন আশা করছি। শুভ কামনা রইলো আপনার জন্য।

ধন্যবাদ ভাইয়া চমৎকার একটি মন্তব্য করে আমাকে উৎসাহ দেয়ার জন্য। আপনার জন্য শুভকামনা রইল

image.png

পাওয়ার আপ পোস্ট দেখতে যেমন আমার ভাল লাগে, পাওয়ার আপ করতেও আমার অনেক বেশি ভালো লাগে ।আর আপনি দেখছি প্রতিনিয়ত আমাদের মাঝে পাওয়ার আপ পোস্ট করে চলেছেন শুভকামনা রইল ভাই আপনার জন্য। আপনার লক্ষ্যে পৌঁছে যাবেন একদিন এভাবে এগোতে থাকলে।

জি ভাইয়া চেষ্টা করে যাচ্ছি প্রতিনিয়ত পাওয়ার আপ করে যাওয়ার জন্য।

পাওয়ার আপ মানে নিজের সক্ষমতাকে বৃদ্ধি করা। নিজের শক্তিকে বাড়ানো। এভাবে ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে যান ভাই। আশা করছি অতিদ্রুত আপনি আপনার লক্ষ্যে পৌঁছে যাবেন। শুভকামনা রইলো আপনার ভবিষ্যতের জন্য।

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া চমৎকার একটি মন্তব্য করে উৎসাহ দেয়ার জন্য

আপনি 15 স্টিম সংগ্রহ করে আরও একটি ধাপ সামনে এগিয়ে গেলেন শুভকামনা আপনার জন্য যেন টার্গেট পূরণ হয়।

জি ভাই চেষ্টা করে যাচ্ছি। আপনাকে ধন্যবাদ

এমাউন্ট যেটিই হোক না কেন পাওয়ার আপ করাটাই গুরুত্বপূর্ণ বিষয় বলে আমি মনে করি,ভালো লাগলো আপনার ধারাবাহিকতা দেখে।শুভকামনা রইলো ভাইয়া।

পাওয়ার আপ এর মাধ্যমে আপনি আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে খুবই সহজে পৌছাতে পারবেন। এবং আমাদের এই প্লাটফর্মে দীর্ঘমেয়াদি কাজ করার জন্য পাওয়ার আপ এর কোন বিকল্প নেই। আপনি যেন আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে খুব সহজেই পৌঁছাতে পারেন সেই কামনা করি। এভাবেই এগিয়ে যান। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।