শাক সবজির বাজার পরিদর্শন || আমার বাংলা ব্লগ।

in hive-129948 •  21 days ago 
1000010776.png

হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি।সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার পোস্ট শুরু করছি। আজকে আমি আপনাদের সাথে বাজার পরিদর্শন এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে।

1000010774.png
1000010773.png1000010772.png

কিছুদিন আগে আমি বাজারে গিয়েছিলাম বাজারে বিভিন্ন তদারকি এবং পর্যবেক্ষণ করেছিলাম।বর্তমানে বাজারের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি যে নাজেহাল অবস্থা তা বলা খুবই মুশকিল। আমরা প্রতিদিনই আমাদের প্রয়োজনীয় দ্রব্যমূলাে গুলো বাজার থেকে ক্রয় করতে হয়।তখন বাজারে যাওয়া আমাদের সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ হয়ে যায়। প্রতিদিনে আমাদের নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যে গুলো ধীরে ধীরে বেড়েই চলছে।এগুলো নিয়ন্ত্রণ করার জন্য কেউ কোন পদক্ষেপ নিচ্ছে না।প্রতিদিনেই প্রতিটি পাইকারি ও খুচরা ব্যবসায়ীরা তারা তাদের নিজের মতো করে দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি করছে।এতে মানুষের নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূলাে গুলো ক্রয় সীমার বাইরে চলেগিয়েছে।

1000010771.png
1000010768.png1000010769.png

যাইহোক, আজকে আমি আপনাদের সাথে বাজার পরিদর্শনের মাধ্যমে দ্রব্যমূেল্যর ঊর্ধ্বগতি সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করতে যাচ্ছি,এতে আপনারা সহজে দ্রব্যমূেল্যর দাম গুলো ভালো একটি ধারণা পাবেন।আমি সর্বপ্রথমে আমাদের স্থায়ী যে একটি বড় বাজার রয়েছে সেখানে ভিতরে প্রবেশ করেছিলাম। মূলত এটি ছিল আমাদের জেলার মধ্যে সবচেয়ে বড় একটি কাঁচামালের আড়ৎ। এখানে বিভিন্ন প্রকার শাকসবজি এবং নিত্য প্রয়োজনীয় পন্য গুলো পাওয়া যায়।আমি ধীরে ধীরে এ কাঁচামালের আড়ৎদের ভিতরে প্রবেশ করেছিলাম। এই কাঁচামালের আড়ৎদের পাশে রয়েছে ছোট্ট একটি সবজি বাজার যেখানে রয়েছে ছোট-বড় অনেক দোকান। এক একটি দোকানে বিভিন্ন প্রকার শাকসবজি রয়েছে।এখানে রয়েছে ছোট বড় অনেক দোকান। আমি পুরো কাঁচা বাজারটি পরিদর্শন করেছিলাম। আমি অনেক দোকানদারের সাথে কথা বলেছিলাম শাকসবজির মূল্য নিয়ে। কিন্তু দুঃখের বিষয় এখানে নিত্য প্রয়োজনীয় সব শাকসবজির মূল্য অনেক বেশি।

1000010770.png
1000010767.png

যদিও এখন ছিল বর্তমানে শাকসবজির একটি মৌসুম। শাকসবজির দাম অনেক কম থাকার কথা, কিন্তু তারপরও এত পরিমাণ শবজির মূল্য বেশি তা কল্পনাই করা যায় না। আসলে বিভিন্ন ধরনের কারসাজি এবং সিন্ডিকেটের কারণে বাজারে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি প্রকট ভয়াবহ সমস্যা দেখা দিয়েছে।এর বিরুদ্ধে সরকারের ভালোভাবে কোন পদক্ষেপ নেই।কিন্তু এটা খুবই দুঃখজনক! যাইহোক আজকের বাজার পরিদর্শন সম্পর্কে কিছুটা তথ্য আপনাদের সাথে শেয়ার করলাম।আজকের মত এখানেই শেষ করছি,পরে আবার "নতুন কোন বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব,, ইনশাআল্লাহ। সে পর্যন্ত সবাই ভাল থাকবেন, সুস্থ থাকবেন। আজকের জন্যা বিদায়, আল্লাহ হাফেজ।

আমার ব্লগ পড়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ

2r8F9rTBenJQfQgENfxADE6EVYabczqmSF5KeWefV5WL9WD38ZqUeRnVUECQkCUtERy26TtJgXchPPruCuG4aYFBuTAMzpZcSvvMhve24nx82PpqjRpciui4qTvoaVEYW.png

ফোনের বিবরণ!

ক্যামেরাVIVO Y81i
ক্যমেরা মডেলvivo 1812
ক্যাপচার@hanif3206
অবস্থানসদর উপজেলা,নোয়াখালী

SeZwdRpvKdfSER21BRnLEm7DphWq1kbpQyRKi46dTupajZqXocKokWcbV7VCrdshaTLgcMPZmGgv1EUs7rKcDejZqhvw3cPa35fbfbMp99zZNpB8cMkTyWhtbyLEmPVy8QBYtG2hcHEjm4GepX64cwR1WHiuRyC5d7EFb9axxoEFf.gif

A3Z6dpaPrexwcy6xHQHfFaMXGPra6UPLbZDNDdFc7rVLrvj1qbtDMbRZMQF6A4zb3yPLpkViGe95ESMpTZxPuwXgYvdtUhmrKkECnXdBqP1196rHDbZPpYXQhqXgYFw7wZ1gTosU.png

Bangla Witness কে সাপোর্ট করতে এখানে ক্লিক করুন

RGgukq5E6HBM2jscGd4Sszpv94XxHH2uqxMY9z21vaqHt1TjXjKbU7neRb4MUGqBZJEsBZygBMp3vgpnsxmjJLT2LGe6GhhQ646pj6vVUUkTVSR4JU69ieh1ufxLEsQ.png

6HAuCuDmXw26e9.gif

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iQSBPCV7mSFC5UcypyAvDUdYo6fgY55XWxFzyApyxVewjd6hApTuPveLT8aaj5YvvAtAMeHpeQ6.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

দিনের নির্ধারিত চারটি টাস্ক কমপ্লিট।

1000011563.jpg1000011566.jpg1000011562.jpg1000011565.jpg

Super Walk এ জিরো স্টেপ? এই দৃশ্য শেয়ার করে কি লাভ?

বর্তমান শীতকাল শাকসবজির মৌসুম চলছে আর এখন শাকসবজির দাম অনেক কম। কিন্তু আপনার পোস্টে পড়ে জানলাম শাকসবজির নাকি অনেক দাম বৃদ্ধি পেয়েছে। কিন্তু গতকাল আমার আব্বু বাজার করে নিয়ে আসলো উনি বললেন বাজারে সবজির দাম কম। আপনার পরিদর্শন সম্পর্কে তথ্যগুলো জেনে ভালো লাগলো।

শীতকাল চলে আসলেই আমাদের দেশের বাজার গুলোর মধ্যে বিভিন্ন ধরনের সবুজ শাক সবজি ভরপুর হয়ে উঠে। আপনি দেখছি বাজার পরিদর্শন করেছেন এবং বাজার পরিদর্শন করার অনুভূতি আমাদের মাঝে শেয়ার করেছেন, দেখে বেশ ভালো লাগলো। আসলে বর্তমান সময়ে সবজির দাম কিছুটা কমিয়ে এসেছে। আশা করছি আরো অনেক টা কমে যাবে।

কিছুদিন আগে শাকসবজির মূল্য কিছুটা কম ছিল তবে এখন আবার অনেকটাই বেশি সবকিছুর দাম। আপনি শাকসবজির বাজার পরিদর্শনে গিয়েছেন জেনে ভালো লাগলো। শীতকালীন শাক সবজির বাজারে বিভিন্ন রকম সবজি দেখতে ভালোই লাগে তবে এখন ‌দামটা একটু বেশি থাকে। যাই হোক সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

শীতকালে অনেক রকম শাকসবজির পাওয়া যায়। বাজারে গেলে বিভিন্ন রকম বৈচিত্রময় শাকসবজির দেখতে পাওয়া যায়। বাজারে যাওয়ার অনুভূতি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

সবজি বাজার বেশ ভালোই পরিদর্শন করলেন। আপনার ফটোগ্রাফি গুলো দেখে বোঝা যাচ্ছে অনেক সুন্দর সুন্দর ফ্রেশ সবজি উঠেছে বাজারে। ঠিক বলছেন নাজেহাল অবস্থা বাজারে সবজির দামের। তবে ইদানিং একটু দাম কমেছে মনে হয়। আপনার আজকের ব্লগটি পড়ে অনেক ভালো লেগেছে।

আজকে আপনি শাকসবজির বাজার থেকে বেশ অনেক সুন্দর সুন্দর চিত্রধারণ করে আমাদের দেখিয়েছেন। যেখানে একদম টাটকা শাক সবজির ভরপুর দেখা যাচ্ছে। বাজারে গেলে এই সমস্ত শাকসবজির ফটো ধারণ করতে খুবই ভালো লাগে।

শীতকালে এমনিতেই শাকসবজির দাম কমে যায় বলে জানি। এ সময় অনেক বেশি শাকসবজি উৎপাদন হয় যার কারণে দাম কম থাকে। আপনার পোস্টে দেখতে পেলাম অনেক ধরনের শাকসবজি। আপনাদের ওখানে দাম বেড়েছে বলেছেন। আমাদের এদিকে শাকসবজির দাম অনেকটাই কম আশা করছি আরও কমে যাবে। বাজার পরিদর্শন করার অনুভূতি আমাদের সাথে শেয়ার করেছেন পড়ে খুব ভালো লাগলো।

সবজি বাজার থেকে আপনি অনেক সুন্দর সুন্দর ফটোগ্রাফি করেছেন এবং সেই ফটোগ্রাফিগুলো একসাথে গুছিয়ে দারুন ভাবে উপস্থাপন করেছেন এই পোস্টে। আপনার পোষ্টের মধ্যে আমি অনেক সুন্দর টাটকা শাক-সবজি দেখার সুযোগ পেলাম। যেখানে বিভিন্ন ধরনের সবজি গুলো দেখতে বেশ তরতাজা ছিল। খুব সুন্দর বর্ণনার সাথে তুলে ধরেছেন।

সবজি বাগানে মুহূর্তের ফটোগ্রাফিট গুলো দেখতে পেয়ে অনেক ভালো লাগলো। অনেক সুন্দর সুন্দর ফটোগ্রাফি করেছেন।