গ্রামীণ জীবন (পর্ব -১১) || আমার বাংলা ব্লগ।

in hive-129948 •  10 days ago 
1000012119.png

হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি।সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার পোস্ট শুরু করছি। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব গ্রামের কিছু প্রাকৃতিক দৃশ্য এবং মানুষের জীবনযাত্রা সম্পর্কে। আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে।

1000012117.png
1000012115.png1000012114.png

গ্রাম বাংলার আমার স্মৃতিতে গ্রাম একটা জীবন্ত সকাল। প্রতিদিনের ভোরের আলোর মত, নতুন দৃপ্তি দেয় সবসময় গ্রামের দিনগুলো। প্রতিদিনের দক্ষিণা বাতাস যেমন শরীরে সতেজতা নিয়ে আসে, তেমনি গ্রামীন জীবনেরর, আবেক আমার মনের কোনায় একটা সুনিবিড় আবহ তৈরি করে। গ্রামে শৈশবের স্মৃতিগুলো ছিল অত্যন্ত মনোমুগ্ধকর। এখানে আজকে আমি গ্রামের কিছু প্রাকৃতিক দৃশ্য এবং মানুষের জীবন যাত্রার সম্পর্কে তুলে ধরেছি। আমি যখন গ্রামের রাস্তার পথ দিয়ে যাচ্ছিলাম তখন এই মুহূর্তে আমি ছবিগুলো তুলেছিলাম এখানে গ্রামের ভেতরে মানুষ বিভিন্ন প্রকার পেশায় তারা সব সময় ব্যস্ত থাকে।আসলে গ্রামের ভিতরে চারদিকের পরিবেশ সুন্দর আবহাওয়া এবং খোলামেলা মাঠ এবং মানুষের কর্মব্যস্ততা সবই অত্যন্ত মনোমুগ্ধকর এবং আনন্দময়।বিশেষ করে বিভিন্ন প্রকার ফসলের জমিন রয়েছে গ্রামের ভিতরে। যেমন বিভিন্ন ধরনের শাকসবজির বাগান রয়েছে বিভিন্ন ধরনের ফসলের জমিন।

1000012112.png
1000012116.png1000012110.png

এখানে উপরে কয়েকটি ছবির দিকে লক্ষ্য করলে দেখা যায়। গ্রামের ভেতরে মানুষ গুলো কিভাবে তাদের পেশায় নিয়োজিত থাকে এবং কিভাবে তাদের সময় ব্যয় করছে বিভিন্ন বিচিত্রিতা। আমি যখন রাস্তার উপর দিয়ে পায়ে হেঁটে যাচ্ছিলাম তখন আমি লক্ষ্য করেছি কিছু কিছু মানুষ মাথার উপরে বস্তা নিয়ে পাঁয়ে হেঁটে যাচ্ছিল বিভিন্ন জায়গায়।কয়েকটি ছবির দিকে লক্ষ্য করলে দেখা যায় রাস্তার পাশে মানুষগুলো পরিশ্রম করতেছিল এবং পরিশ্রম করার পর, তারা রাস্তার পাশে একটি জমিনে বসে নাস্তা করতেছিল। এই মুহূর্তে আমরা ছবিগুলো তুলেছিলাম।আমরা যতই হেঁটে যাচ্ছিলাম আমরা লক্ষ্য করেছি রাস্তা দুই পাশে রয়েছে বিভিন্ন প্রকার ফসলের জমিন। এসব ফসলের জমিন রয়েছে বিভিন্ন প্রকার শাকসবজি।

1000012111.png
1000012113.png

প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শ্রমিকেরা এই সব শাকসবজি বাগানে কাজ করে।প্রতিটি কৃষক বিভিন্ন প্রকার শাকসবজি এসব কৃষি জমিগুলোতে ফলায় এবং তারপর তারা এই সব শাকসবজি বাজারে বিক্রি করে।
রাস্তার দুই পাশে রয়েছে অনেক বড় শাকসবজি বাগান। এসব শাকসবজি বাগান গুলোতে প্রতিদিন কৃষকরা কাজ করে। যাইহোক, আজকের গ্রামের কিছু প্রাকৃতিক দৃশ্য এবং মানুষের জীবনযাত্রা সম্পর্কে আপনাদের সাথে শেয়ার করলাম।আজকের মত এখানেই শেষ করছি,পরে আবার "নতুন কোন বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব,, ইনশাআল্লাহ। সে পর্যন্ত সবাই ভাল থাকবেন, সুস্থ থাকবেন। আজকের জন্যা বিদায়, আল্লাহ হাফেজ।

আমার ব্লগ পড়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ

2r8F9rTBenJQfQgENfxADE6EVYabczqmSF5KeWefV5WL9WD38ZqUeRnVUECQkCUtERy26TtJgXchPPruCuG4aYFBuTAMzpZcSvvMhve24nx82PpqjRpciui4qTvoaVEYW.png

ফোনের বিবরণ!

ক্যামেরাVIVO Y81i
ক্যমেরা মডেলvivo 1812
ক্যাপচার@hanif3206
অবস্থানসদর উপজেলা,নোয়াখালী

SeZwdRpvKdfSER21BRnLEm7DphWq1kbpQyRKi46dTupajZqXocKokWcbV7VCrdshaTLgcMPZmGgv1EUs7rKcDejZqhvw3cPa35fbfbMp99zZNpB8cMkTyWhtbyLEmPVy8QBYtG2hcHEjm4GepX64cwR1WHiuRyC5d7EFb9axxoEFf.gif

A3Z6dpaPrexwcy6xHQHfFaMXGPra6UPLbZDNDdFc7rVLrvj1qbtDMbRZMQF6A4zb3yPLpkViGe95ESMpTZxPuwXgYvdtUhmrKkECnXdBqP1196rHDbZPpYXQhqXgYFw7wZ1gTosU.png

Bangla Witness কে সাপোর্ট করতে এখানে ক্লিক করুন

RGgukq5E6HBM2jscGd4Sszpv94XxHH2uqxMY9z21vaqHt1TjXjKbU7neRb4MUGqBZJEsBZygBMp3vgpnsxmjJLT2LGe6GhhQ646pj6vVUUkTVSR4JU69ieh1ufxLEsQ.png

6HAuCuDmXw26e9.gif

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iQSBPCV7mSFC5UcypyAvDUdYo6fgY55XWxFzyApyxVewjd6hApTuPveLT8aaj5YvvAtAMeHpeQ6.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  
1000012260.jpg1000012259.jpg1000011950.jpg1000012258.jpg

আপনি আপনার ফটোগ্রাফিগুলোতে গ্রামীণ বাংলার জনজীবন খুব সুন্দর ভাবে ফুটিয়ে তোলেন। মাঝেমধ্যেই আপনার ফটোগ্রাফি গুলো দেখা হয়। আপনার আজকের ফটোগ্রাফিও দারুন ছিল। গ্রাম বাংলার খুব সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন। ধন্যবাদ আপনাকে সুন্দর এই ফটোগ্রাফি গুলো শেয়ার করার জন্য।

গ্রামীন পরিবেশের সৌন্দর্য আমি খুবই পছন্দ করি। আপনি অনেক সুন্দর করে গ্রামীণ সুন্দর্য ফটোগ্রাফি করে আমাদের দেখিয়েছেন। বেশ ভালো লাগলো এত চমৎকার সব ফটোগ্রাফী গুলো দেখে।

গ্রাম বাংলার কর্মব্যস্ত মানুষসহ গ্রাম বাংলার অত্যন্ত গুরুত্বপূর্ণ দিকগুলো খুবই সুন্দরভাবে আপনি আমাদের মাঝে উপস্থাপন করেছেন। একই সাথে গ্রামীণ ফসলের জমির খুবই সুন্দর দৃশ্য উপস্থাপন করেছেন। সব মিলিয়ে খুবই ভালো লাগলো আপনার সুন্দর এই পোস্টটি।

গ্রামীন পরিবেশের দৃশ্যগুলো আমার খুব ভালো লাগে দেখতে। গ্রামে বড় হয়েছি গ্রামে অনেক কিছু দেখেছি। এখন শহরে আছি তাই গ্রামের দৃশ্য গুলো দেখার সুযোগ হয় না। আপনি গ্রামীণ রাস্তা দিয়ে হাঁটার সময় খুব সুন্দর সুন্দর ফটোগ্রাফি নিলেন। গ্রামের মানুষ বিভিন্ন পেশায় নিয়োজিত থাকেন সবজির বাগান গুলো নিয়ে। আপনার শেয়ার করা প্রতিটি ফটোগ্রাফি দেখে মুগ্ধ হয়ে গেছি।

সবুজ শ্যামল গ্রামের প্রতিটি বাঁকে কি যেই আনন্দ পাওয়া যায় তা বলে বোঝানো সম্ভব নয়। গ্রামের মধ্যে প্রশান্তি পাওয়া যায়। গ্রামের সব জায়গায় সবুজ শ্যামল সোনালী ফসল এবং সহজ সরল মানুষ গুলোর জীবনযাত্রা খুবই অন্যরকম হয়ে থাকে। ধন্যবাদ আপনাকে পোস্টটি শেয়ার করার জন্য।