আমার বাংলা ব্লগের : নিজের অনুভূতি শেয়ার
আশা করি সকলেই ভালো আছেন, আমার বাংলা ব্লগে আমার নিজের অনুভুতি ও কবিতা রচনা করাম।
আজকের কবিতা
বাংলার জাগরণ
![]() |
---|
এই মাটি জেগেছে বাংলা জাগরণে।
মরুভূমির মুখ প্রজাগরণের আলোয়।
মাতৃভাষার সঙ্গে মন সত্বর মিলিয়ে,
সকলে হাত ধরে দিয়েছে সৌভাগ্য হারানো জগতে॥
এই মাটি জেগেছে বাংলা জাগরণে।
মরুভূমির মুখ প্রজাগরণের আলোয়।
মাতৃভাষার সঙ্গে মন সত্বর মিলিয়ে,
সকলে হাত ধরে দিয়েছে সৌভাগ্য হারানো জগতে॥
![]() |
---|
স্বাধীনতা আলোকিত জলধরা নদীর তীব্র স্রোতে,
পুরস্কৃত প্রজন্মের স্বপ্ন বিতরিত হয়েছে,
আমাদের বাংলাদেশের শান্তির মতো মুখে॥
অশনিত উঠেছে সমাজের মনের মাঝে,
জগত আমাদের জলধারার পাশে।
সাহিত্যের অন্ধকার মিটিয়ে দিয়েছে #giveaway
মহাকাশের স্নেহ বাংলার অঞ্চলে॥
মেতে উঠেছে মানুষের জাগরণের প্রত্যয়,
নিবেনা কোন অন্ধকারের আশ্রয়।
পাবেনা খনে খনে ফিরিবে অচিরে জাগরণে,
যদি পাও বাংলা ভাষী অষিনো মনো টানে।
≋ বর্ষসেরা অ্যাওয়ার্ড ≋
꧁বেস্ট পোয়েম রিসিটার ꧂
ꕥ নোমিনেশন : @selinasathi1, @pujaghosh, @munna101
ꕥ উইনার : @selinasathi1
![]() |
---|
০১. কমিউনিটির অ্যাডমিন এবং মডারেটরদের পক্ষ থেকে
০২. কমিউনিটির ফাউন্ডারের পক্ষ থেকে
≋ সংক্ষিপ্ত অনুষ্ঠানসূচি ≋
꧁প্রথম দিবস꧂
ꕥ ভেন্যু : "আমার বাংলা ব্লগ" এর অফিসিয়াল ডিস্কর্ড চ্যানেল
ꕥ সময় : ১১ জুন ২০২৩, ভারতীয় সময় রাত সাড়ে আটটা
𓇻 শুভেচ্ছা বক্তব্য, প্রতিষ্ঠাতা-সহকারী প্রতিষ্ঠাতা ও এডমিন-মডারেটর।
𓇻 কমিউনিটির সদস্যদের অনুভূতি শোনা।
𓇻 লোগো কনটেস্ট রেজাল্ট প্রকাশ।
𓇻 প্রতিযোগিতা ৩৮ তম পর্বের ফলাফল প্রকাশ।
𓇻 প্রতিযোগিতা ৩৯ তম পর্বের ফলাফল প্রকাশ।
𓇻 কমিউনিটির সর্বোচ্চ এক্টিভিটিসকারীদের অ্যাওয়ার্ড প্রদান।
𓇻 এয়ারড্রপ এবং গিভওয়ে।
꧁প্রথম দিবস꧂
ꕥ ভেন্যু : "আমার বাংলা ব্লগ" এর অফিসিয়াল ডিস্কর্ড চ্যানেল
ꕥ সময় : ১১ জুন ২০২৩, ভারতীয় সময় রাত সাড়ে আটটা
𓇻 শুভেচ্ছা বক্তব্য, প্রতিষ্ঠাতা-সহকারী প্রতিষ্ঠাতা ও এডমিন-মডারেটর।
𓇻 কমিউনিটির সদস্যদের অনুভূতি শোনা।
𓇻 লোগো কনটেস্ট রেজাল্ট প্রকাশ।
𓇻 প্রতিযোগিতা ৩৮ তম পর্বের ফলাফল প্রকাশ।
𓇻 প্রতিযোগিতা ৩৯ তম পর্বের ফলাফল প্রকাশ।
𓇻 কমিউনিটির সর্বোচ্চ এক্টিভিটিসকারীদের অ্যাওয়ার্ড প্রদান।
𓇻 এয়ারড্রপ এবং গিভওয়ে।