আমরা সকলেই জানি লালন ফকির কে ছিলেন। তিনি দুনিয়া ছেড়ে চলে গেলেও রয়ে গেছে তার অসংখ্য ভক্ত।হোক সেটা তার গান কিংবা জীবন দর্শনের।প্রতিবছর দুইবার তার স্মরণ উৎসব কুষ্টিয়ার ছেউড়িয়ায় অনুষ্ঠিত হয়।গত ১৫-১৭ মার্চ ছিলো এমনই সময়।কুষ্টিয়া থাকার জন্যে এবারও সুযোগ হয়েছিল মেলা ভ্রমনের।অনেকে এই মেলাকে গাঞ্জার মেলাও বলে থাকে।আসলেও কথাটা শুনতে অদ্ভুত হলেও অনেকটাই সত্য।
লালনের অনুসারীরা গাঞ্জাকে পবিত্র মনে করেন।তারা মনে করে গাঞ্জা তাদের লালনের খুবে কাছে নিয়ে যায়।বছরের এই সময়টায় গাঞ্জা বৈধ করে দেওয়া হয় বলতে গেলে পুলিশ দিয়ে প্রটেকশনেরও ব্যবস্থা করা হয়।
আপনি বছরের এই সময়টা আসলে দেখতে পারবেন অসংখ্য সাধক গাঞ্জা সেবন করে টাল হয়ে পড়ে আছে।গাঞ্জা সহজলভ্য হওয়ায় কিশোর কিংবা স্টুডেন্টরাও বাদ যায় না।
যদি সময় হয় চলে আসতে পারের বছরের নিদিষ্ট সময়ে।মানুষের মাঝে যে রয়েছে কত বৈচিত্র্য তা এখানে আসলে উপলব্ধি করতে পারবেন।তবে পরিবার নিয়ে না আসাই শ্রেয়।সবাইকে অসংখ্য ধন্যবাদ।
আমার অনেক দিনের ইচ্ছা ছিল এই মেলায় যাওয়ার। তবে আসলে কখনো যাওয়া হয়ে ওঠে নাই। আমার খুব ইচ্ছা হয় এখানে আসলে কি হয় দেখার। তবে আপনার ছবির মাধ্যমে আমি অনেক কিছু জানতে পারলাম। খুব সুন্দর করে সবকিছু বর্ণনা আমাদের মাঝে তুলে ধরেছেন। তবে এ কিছু বিষয় নিয়ে আমার অনেক হাসি পাচ্ছিল। আসলে যাইহোক যে যেটাই বিশ্বাসী আরকি।ধন্যবাদ আপনাকে লালন এর মেলার সুন্দর কিছু মুহূর্ত আমাদের সাথে শেয়ার করার জন্য। শুভকামনা রইল আপনার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
@rabiul365 আপনাকেও ধন্যবাদ
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভাই লালন শাহের যারা অনুসারী তারা গাঁজা সেবন করে এটা অনেক আগে থেকেই জানি। তবে মেলায় যে এমন ঢালাওভাবে পারমিশন দেয়া হয় এই খবার টা জানতাম না। আপনার ছবিগুলো দেখে রীতিমতো বিস্মিত হয়েছি। একটা মাদকদ্রব্য সেবনের ব্যাপারে সরকার কিভাবে ঢালাওভাবে পারমিশন দেয় সেটাই বুঝিনা। যাই হোক একবার এই মেলা দেখার ইচ্ছা আছে এখন পর্যন্ত। ভালো লাগলো আপনার পোস্টটি। অনেক ধন্যবাদ
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
লালন মেলায় আপনার ঘুরাঘুরি সময়টুকু পড়ে অনেক ভালো লাগলো । কিন্তু আমাদের কমিউনিটি তে প্রথম আসলে আপনার পরিচয় মুলক পোস্ট করতে হবে । তাই সেটা আগে করুন তারপর আপনার দক্ষতা ও জ্ঞান এখানে প্রকাশ করুন
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
@shahin05 জি ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
হা হা,,কিছু কিছু কথা জেনে হাসি পাচ্ছিলো।আসলেই গাঞ্জা লালনের কাছে নিয়ে যাবে,😜😜গাঞ্জা খেলে কতকিছুই মনে হয়।হা হা।ভালো ছিলো।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
@rahimakhatun জি আপু কথায় আছে না গাজার নৌকা পাহাড়তলী যায়🥴
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit