সবাইকে-অভিনন্দন
আমি @hayat221 বাংলাদেশ🇧🇩🇧🇩 থেকে
ভালোবাসা নিবেন,
আজ- ০৫ই, চৈত্র / ১৪২৮ , বঙ্গাব্দ / বসন্তকাল / রবিবার /
আশা করি আপনারা সবাই ভাল আছেন। আমিও অনেক ভালো আছি। বরাবরের মত আমার বাংলা ব্লগের সকল সদস্য কে ধন্যবাদ জানিয়ে আজকের পোস্ট শুরু করতে চলেছি। আমি আজকে শেয়ার করতে চলেছি, নাটক রিভিউ "ব্যাচেলর পয়েন্ট" সিজন-৪ এর পর্ব:২। চলুন তাহলে রিভিউ পড়ে নেয়া যাক।
বাংলাদেশ নাটক বিখ্যাত। সব নাটক অনেক ভালো লাগে। তার মধ্যে থেকে বাংলাদেশের জনপ্রিয় সেরা নাটক বেচেলার পয়েন্ট। আজ থেকে তিন বছর আগে শুরু হয়েছিল বেচেলার পয়েন্ট। বেচেলার পয়েন্ট এর পর। চলে আসল সিজন-১ এমনকি পর্ব হয়ে। এভাবে চলতে থাকলো। সবাই দেখতে লাগল অনেক আনন্দের সাথে। হঠাৎ করো না আসার পর মাঝখানে বন্ধ ছিল। আবারো চলে আসলো সিজন-২ এভাবে চলতে চলতে সিজন-৩ চলে আসলো এমনকি সেটাও শেষ হলো। কিছুদিন হচ্ছে সিজন-৪ আসার। আমার অনেক পছন্দের ও জনপ্রিয় নাটক। আশাকরি শুধু আমার না সবার। যাইহোক একটু আলোচনা কর নেই কে কে আছে অভিনয়।
আসুন জেনে নেই কে কে ছিল অভিনয়ে। সবার মধ্যে সেরা কয়েকজন। ১. জিয়াউল হক পলাশ (কাবিলা),
২. মোহাম্মদ রাসেল হক (পাশা),৩. মিশু সাব্বির (শুভ),৪. চাষী আলম (হাবু ভাই)। এরা হচ্ছে জনপ্রিয় সেরা অভিনেতা আমার কাছে, আরো অনেকেই আছে।
তার মধ্যে থেকে কাবিলার কথা না বললেই নয়। যেখানেই নাটক সেখানেই কাবিলা। কাবিলার কথা বলার ভাবভঙ্গি ও স্টাইল অন্যরকম। সে ছেলে ও মেয়ে উভয়ের ক্রাশ।
নাটকটির পরিচালকঃ কাজল আরেফিন অমি।
রিভিউ দ্বিতীয় পর্ব
দ্বিতীয় পর্বের শুরুতে রোকেয়া শিমুল কে ফোন দেয়, কাবিলার ব্যাপারে। কাবিলা কোথায় আছে কি করতেছে সবকিছু জানতে চায়। কেননা রোকেয়ার সাথে কাবিলার বেশ কিছুদিন ধরে কথা হয়নি। তাই শিমুল কে ফোন দেয়। অতঃপর শিমুল বলে দেয় সে অস্ট্রেলিয়া গেছে। আর বলে কাবিলার মায়ের নাকি খুব স্বপ্ন ছিল কাবিলা কে বিদেশে পাঠানোর। সে কথাটাই শিমুল বলে। তখনই রোকেয়া শিমুলকে বলে কাবিলার সাথে আমার এতদিনের সম্পর্ক এতো ভালোবাসা আর আমার ছেলে বিদেশে গেল। কিন্তু কাবিলা তো বিদেশে না, জেলের ভেতরে এটা তো বলার কথা ছিল না, অতঃপর বুদ্ধি করে বিদেশের কথা বলেছে শিমুল।
তারপর জেলের ভেতরে থাকা কাবিলা সেই ভাবসাব নিয়ে ঘুরে বেড়ায় সবার মাঝে। কিন্তু সে ভুলে যায় আমি জেলের ভিতর। অতঃপর পরেরদিন কাবিলাকে দেখতে আসার জন্য শিমুল, শুভ ও পাসা ভাই সবাই রেডি হয় তাকে দেখতে আসার জন্য। কিন্তু শুভর প্রচন্ড জ্বর আসে। তাই শুভ যেতে চায়না। তাকে অনেকক্ষণ বলাবলির পরেও যেতে চায়না শুভ কাবিলা কে দেখতে। তার পরপরেই শিমুলে বলে দেয় পাশা ভাই কে ভাই আজকে আপনি একাই যান কাবিলাকে দেখতে। সে ফাঁকি দিতে চায়। কিন্তু পাশা ভাই তো ছাড়ার লোক নয়। তখন এই আওয়াজ করে ওই আমার পছন্দের ডায়লগ, এএএএএএ। এটা শুনে শিমুল যেতে রাজি হয়।
এই ফাঁকে শুভকে ফোন দেয় তার প্রেমিকা। সে তার প্রেমিকাকে বলে তার প্রচন্ড জ্বর। প্রেমিকা তাকে জিজ্ঞাসা করে খেয়েছ শুভ বলে না। শুধু সকালে নাস্তা করেছি। এসব কিছু আলাপ চলতে চলতে তার প্রেমিকা তাকে বলে বাসায় কে কে আছে। শুভ বলে দেয় পাশা ভাই,শিমুল ও কাবিলা সবাই বাইরে গেছে। তারপর তার প্রেমিকা জানতে চাই কাবিলা কোথায় গেছে। সে তার কাছে গোপন রেখে বলে বাইরে গেছে দুই তিন দিনের জন্য। তখন এই মেয়েটা চলে আসে শুভর কাছে বিভিন্ন রকমের ফল মূল নিয়ে। তাদের মধ্যে অনেক আলাপ হয়।
সে তার সবগুলোর রুম অর্থাৎ শুভর রুম দেখতে চায়। তখনই সে একটা একটা করে রুম দেখায় সবার। এসব কিছু দেখা শেষ হয়ে যাওয়ার পর শুভর মাথায় অর্থাৎ পুরো শরীর মুছে দেয় ভেজা কাপড় দিয়ে। শুভ তখন বেশ নিজের বউয়ের মত তাকে অনুভব করে। আর বলে এরকম যদি একটা বউ থাকতো। সব সময় এভাবে পাশে থাকত আর খেয়াল রাখত।
তারপর প্রেমিকা তাকে নিজের হাত দিয়ে খাইয়ে দিচ্ছিল। শুভ আনন্দের সাথে খেয়ে নিচ্ছিল। বেশ আদালতে ভালোবাসাটা ভালোই চলছিল। ওই সময়টায় শুভ তার প্রেমিকার হাত ধরতে চায়। কিন্তু তার প্রেমিকা তাকে হাত ধরতে দেয় না বলে এখন না। অতঃপর তার প্রেমিকা চলে যায়।
তারপর শিমুল পেয়ে যায় একটা মাথার ব্যান। সেই ব্যান নিয়ে শিমুল শুভর কাছে চলে আসে। আর বলে বাসায় আজকে মেয়ে এসেছিল নাকি। তখনই শুভ একটু ঘাবড়ে যায়। আর বলে মেয়ে কেন আসতে যাবে। তখনই মাথার ব্যান দেখায়। সে নানান রকম কথা বলতে থাকে খারাপ ব্যবহার নিয়ে। তখন এই শিমুলকে একটা চড় মেরে দেয়া শুভ। তারপর শিমুল চলে যায় পাশা ভাই এর কাছে। পাশা ভাই এর কাছে গিয়ে ভুলে যায় মাথার ব্যান এর কথা। সেই বানিয়ে আবার চলে আসে পাশা ভাই তাকে জিজ্ঞাসা করে কে এসেছিল আজকে। মাথার ব্যান নিয়ে সেই পর্ব শেষ হয়ে যায়। দেখা যাক পরবর্তী পর্বে কি দেখা যায় আসলে। সাথেই থাকুন।
ধন্যবাদ সবাইকে আমার সুন্দর অনুচ্ছেদটি পড়ার জন্য। আজকে এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন
শুভেচ্ছান্তে-
@hayat221
ব্যাচেলর পয়েন্ট নাটক টি দেখেনি এরকম মানুষ মনে হয় খুব কমই পাওয়া যাবে। আপনি খুব সুন্দর করে নাটকটির বর্ণনা আমাদের মাঝে তুলে ধরেছেন। ধন্যবাদ ও শুভ কামনা রইলো আপনার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বর্তমানে ব্যাচেলর পয়েন্ট এটি একটি ব্র্যান্ড হয়ে গিয়েছে। বিশেষ করে যুবকদের জন্য অনেক প্রিয় একটি নাটক। এটি আমিও দেখেছি আবার আপনি রিভিউ করেছেন দেখে অনেক ভালো লাগছে। অসংখ্য ধন্যবাদ আপনাকে এই নাটকের রিভিউ দেওয়ার জন্য। ভালো থাকবেন সবসময় এই কামনা করি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া সুন্দর একটা গঠনমূলক কমেন্ট করে পাশে থাকার জন্য। আসলেই নাটকটা অনেক জনপ্রিয়।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ব্যাচেলর পয়েন্ট নাটক আমার কাছে খুবই ভালো লাগে ।এর প্রত্যেকটা চরিত্র খুবই সুন্দর ফানি অভিনয় করে থাকেন ।যা দর্শকের মন জয় করে নিয়েছে ।বিশেষ করে কাবিলা ও শিমুলের অভিনয় আমার কাছে বেশ ভালো লাগে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
জি ভাইয়া ঠিক বলেছেন প্রত্যেকটা চরিত্র ও অভিনয় আমার অনেক পছন্দের। শিমুল ও কাবিলা ফাটিয়ে দেয় অভিনয় করে। ধন্যবাদ পাশে থাকার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বেচেলার পয়েন্ট নাটক আমি প্রায়ই দেখি তবে এটি যেহেতু ধারাবাহিক নাটক সকল পর্ব গুলো সঠিক ভাবে দেখা হয় না। যাই হোক আপনার এই নাটকটা রিভিউ পোস্ট টা দেখে অনেক ভালো লাগলো বেচেলার পয়েন্ট নাটক দেখতে আমি অনেক ভালবাসি । ধন্যবাদ আপনাকে এমন সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
হে.....ই , পাশা ভাই এর একটি ডায়লগ দিয়ে শুরু করলাম। বেচেলার পয়েন্ট একটি আবেগের নাম। সপ্তাহে তিন দিন বেচেলার পয়েন্ট দেখার জন্য সময়টা বের করতেই হয়। মনের বিশাল একটি আনন্দের খোরাক যোগা বেচেলার পয়েন্ট। অত্যন্ত সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
জি ভাইয়া আমিও সপ্তাহে তিন দিন সময় বার করে নেই বেচেলার পয়েন্ট দেখার জন্য। খুব সুন্দর ও জনপ্রিয় একটা নাটক। যা সবার মাঝে আলোচক।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বেশ হাইপ তুলেছে দেখছি নাটকটা। এবং দারুণ আলোড়ন সৃষ্টি করেছে তরুণদের মধ্যে। এবং আপনি খুব সুন্দর রিভিউ দিয়েছেন নাটকটির। ধন্যবাদ সুন্দর একটি রিভিউ দেওয়ার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনাকেও অসংখ্য ধন্যবাদ সুন্দর একটা মতামত বিনিময় করে পাশে থাকার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বেচেলার পয়েন্ট সিজন 4 বের হয়েছে দেখে আমরা সকলেই অনেক খুশি এবং আনন্দিত। বেচেলার পয়েন্ট সিজন ৪ এর দুই নাম্বার পর্বটি ছিল অসাধারণ। বেচেলার পয়েন্ট নাটক নিয়ে আপনার রিভিউটি আমার অনেক ভালো লেগেছে। অনেক সুন্দর ভাবে আমাদের মাঝে বর্ণনা করেছেন। শুভকামনা রইল আপনার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ ভাইয়া আমার রিভিউটা পড়ার জন্য। অনেক খুশি নাটকটা রিভিউ করতে পেরে। ধন্যবাদ সুন্দর একটা মতামত বিনিময় করে পাশে থাকার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমার দেখা একমাএ ধারাবাহিক নাটক ব্যাচেলর পয়েন্ট। সিজেন-১ থেকে একটা এপিসোড ও মিস করি নাই। এতোদিন পর বহুল প্রতিক্ষার সেই সিজেন-৪ এসেছে। এককথায় অসাধারণ ছিল দ্বিতীয় পর্বটা। যদিও ইতিমধ্যে ৬ নং পর্বটাও দেখেছি। দ্বিতীয় পর্বটার বেশ ভালো রিভিউ করেছেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমিও ভাইয়া সিরিয়াল-৪ এর সব পর্ব দেখেছি। কিন্তু এক এক করে সব পর্ব রিভিউ করার চেষ্টা করবো সবার মাঝে। কেননা আমরা অনেকেই ব্যস্ততার মাঝে একটু বিনোদন নিতে পারিনা। তাই আরকি একটু একটু রিভিউ করা।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
মাঝে মাঝে বেচেলার পয়েন্টের পর্বগুলো দেখি, খুব ভালো লাগে। খুবই হাসির নাটক।সবার অভিনয় এত সুন্দর।তবে আমার কাছে পলাশের অভিনয়টা বেশি ভালো লাগে।মারজুক রাসেল এর ডায়লগটাও বেশ সুন্দর। সব মিলিয়ে ফানি নাটক। ভালে ছিলো।ধন্যবাদ আপনাকে
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
জ্বী আপু ঠিক বলেছেন মারজুক রাসেল এর ডায়লগ টা বেশ সুন্দর। তবে আমার প্রত্যেকের অভিনয় গুলো বেশ ভালো লাগে বিশেষ করে কাবিলা। ধন্যবাদ পাশে থাকার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বেচেলার পয়েন্ট বাংলাদেশের ইতিহাসে সবথেকে জনপ্রিয় একটি নাটক। আজকে আপনি খুবই সুন্দর হবে ব্যাচেলর পয়েন্ট নাটকের একটি পর্বের রিভিউ তৈরি করেছেন ভাইয়া। এই নাটকটি দেখতে আমার অনেক ভালো লাগে আমি প্রথম সিজন থেকে এখন পর্যন্ত সবকটি পর্ব দেখেছি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
জি ভাইয়া মোটামুটি আমিও বেশ প্রত্যেকটা পর বই দেখার চেষ্টা করেছি শত ব্যস্ততার মাঝেও একটু সময় বার করে। অনেক ভালো লাগে অভিনয় গুলো সবার। ধন্যবাদ পাশে থাকার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এই নাটক নিয়ে আমার কিছু বলার নাই। এই নাটকের এপিসোড ছাড়লেই মিলিয়ন মিলিয়ন ভিউ। এই নাটকে লাশা আর কাবিলা বেস্ট। আপনাকে অনেক ধন্যবাদ৷ ভাই। আসলে আপনি অনেক সুন্দর রিভিউ দিতে পারেন। আপনার পোস্ট দেখে বুঝলাম। ❤️
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
জি ভাইয়া ভিডিও ছারলে মিলিয়ন মিলিয়ন ভিউ। সেটা আবার কয়েক ঘন্টার মধ্যে। ধন্যবাদ পাশে থাকার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অধীর আগ্রহে ব্যাচেলর পয়েন্ট সিজন ফোর এর জন্য অপেক্ষায় ছিলাম। অপেক্ষার অবসান ঘটলো শেষমেষ। ব্যাচেলর পয়েন্ট সিজন ফোর এর দ্বিতীয় পর্ব আমি দেখেছি। আমার কাছে খুবই ভালো লেগেছে। ব্যাচেলর পয়েন্ট দেখা নাই এমন কম মানুষই রয়েছে বাংলাদেশে। দ্বিতীয় পর্বের রিভিউটি পড়ে খুব ভালো লাগলো। শুভকামনা রইল আপনার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ব্যাচেলর পয়েন্ট সিজন ফোর নাটকটি দেখতে অনেক ভালো লাগে । এসবেই সিজন গুলো দেখতে ভালো লাগে । আপনার নাটক রিভিউ পড়ে অনেক ভালো লাগলো । আপনার জন্য শুভকামনা রইল
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধৈর্য সহকারে আমার নাটকের রিভিউটা পড়ার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit