সবাইকে-অভিনন্দন
আমি @hayat221 বাংলাদেশ🇧🇩🇧🇩 থেকে
ভালোবাসা নিবেন,
আজ- ৩০ই, ফাল্গুন / ১৪২৮ , বঙ্গাব্দ / বসন্তকাল / মঙ্গলবার /
আশা করি আপনারা সবাই ভাল আছেন। আমিও অনেক ভালো আছি। বরাবরের মত আমার বাংলা ব্লগের সকল সদস্য কে ধন্যবাদ জানিয়ে আজকের পোস্ট শুরু করতে চলেছি। আমি আজকে শেয়ার করতে চলেছি, নাটক রিভিউ "ব্যাচেলর পয়েন্ট" সিজন-৪ এর পর্ব:১। চলুন তাহলে রিভিউ পড়ে নেয়া যাক।
বাংলাদেশ নাটক বিখ্যাত। সব নাটক অনেক ভালো লাগে। তার মধ্যে থেকে বাংলাদেশের জনপ্রিয় সেরা নাটক বেচেলার পয়েন্ট। আজ থেকে তিন বছর আগে শুরু হয়েছিল বেচেলার পয়েন্ট। বেচেলার পয়েন্ট এর পর। চলে আসল সিজন-১ এমনকি পর্ব হয়ে। এভাবে চলতে থাকলো। সবাই দেখতে লাগল অনেক আনন্দের সাথে। হঠাৎ করো না আসার পর মাঝখানে বন্ধ ছিল। আবারো চলে আসলো সিজন-২ এভাবে চলতে চলতে সিজন-৩ চলে আসলো এমনকি সেটাও শেষ হলো। কিছুদিন হচ্ছে সিজন-৪ আসার। আমার অনেক পছন্দের ও জনপ্রিয় নাটক। আশাকরি শুধু আমার না সবার। যাইহোক একটু আলোচনা কর নেই কে কে আছে অভিনয়।
আসুন জেনে নেই কে কে ছিল অভিনয়ে। সবার মধ্যে সেরা কয়েকজন। ১. জিয়াউল হক পলাশ (কাবিলা),
২. মোহাম্মদ রাসেল হক (পাশা),৩. মিশু সাব্বির (শুভ),৪. চাষী আলম (হাবু ভাই)। এরা হচ্ছে জনপ্রিয় সেরা অভিনেতা আমার কাছে, আরো অনেকেই আছে।
তার মধ্যে থেকে কাবিলার কথা না বললেই নয়। যেখানেই নাটক সেখানেই কাবিলা। কাবিলার কথা বলার ভাবভঙ্গি ও স্টাইল অন্যরকম। সে ছেলে ও মেয়ে উভয়ের ক্রাশ।
নাটকটির পরিচালকঃ কাজল আরেফিন অমি।
নাটকটি রিভিউ-পর্ব: ১
তারপর শুভ, কাবিলা কে জেলে গিয়ে দেখার জন্য অর্থাৎ শুভ তার বাবার কাছ থেকে নানা ধরনের বাহানা শুনিয়ে অর্থাৎ শরীর খারাপের কথা বলে টাকা চায়। তাকে ভালো-মন্দ খাওয়ানোর জন্য। শুভ বলে তার বাবাকে আমি যখন অসুস্থ হয়ে পড়ি কাবিলা আমাকে নানান ভাবে সাহায্য করে। যেমন খাওয়া-দাওয়া থেকে শুরু করে। এসব বলতে বলতেই তার বাবা তাকে টাকা দিতে চাই ২০০ টাকা। শুভ রাগে ক্ষেপে গিয়ে তার বাবাকে বলে টাকা না দিতে। তারপর তার বাবা ১০০০ টাকা দিতে রাজি হয়।
পরেরদিন শুভ পাশা ভাই কাবিলা কে দেখতে চলে যায় জেলখানায়। কাবিলা কে দেখে মিশু সাব্বির একটু হতাশ হয়ে পড়ে যায় এবং কান্নাকাটি ছেড়ে দিয়ে বলে দোস্ত কেমন আছিস। উত্তরে কাবিলা বলে ভালো আছি। কাবিলা শুধু একটা কথাই বলে যেন তার মা কিছু না জানে এসব বিষয়ে। তারপর পাশা ভাই বলে তার ভাই-ব্রাদারদের সাথে পরিচয় হবার। সেখানে এসব কিছু বলে তারা সবাই চলে যায়।
তারপর তারা সবাই মিলে পরের দিন সকালে চলে যায় যে ছেলেটা কে কাবিলা মেরেছিল তার বাবার কাছে। তার বাবার সাথে কিছুক্ষণ একাই শুভ কথা বলছিল, আর বলছিল কেচটা উঠিয়ে নিতে। কিন্তু তার বাবা রাজি হয় না। রাজি না হওয়াতে পাশা ভাই বলে দেয় তার রাগ রাগ মুহূর্তের সেই ডায়লগটি এ এ এ এ....। তখনই ওই ভদ্রলোকটি ও ক্ষেপে যায়, আর পাশা ভাই কে বলে তাকে ভয় দেখাচ্ছে নাকি। তখনই পাশা ভাই বলে আমি কাউকে ভয় দেখাই না, আমার আওয়াজটাই একটা ভয়।
তারপর কাবিলা একটা ছেলের সাথে জেলের মধ্যে পরিচিত হয়ে তার সাথে কিছুক্ষণ গল্প করে। আর তাকে জিজ্ঞেস করে এখানে আসার কারন কি। সে বলে মার্ডার এর কথা। তারপর তার ওপর কাবিলা উল্টা ফাপর দিয়ে বসে থাকল।
তারপর থাকলে কি আবার দেখার জন্য জেল চলে যায় শুভ ও পাসা ভাই। কাবিলা তাদেরকে বলে তাকে জেল থেকে বের করানোর কথা। শুভ কাবিলা কে বলে তারা অনেক চেষ্টা করতেছে জেল থেকে বের করার জন্য। সর্বশেষে কাবিলা খাওয়া-দাওয়ার কথা ও রোকেয়ার কথা জিজ্ঞেস করে।
প্রথম পর্ব এখানেই শেষ করে দেয়। জানিনা, কাবিলা কে কবে জেলের বাইরে বা কোন পর্বে দেখা যাবে। আমরাও আছি দেখি কবে হয়।
আমার অনুভূতি
ধন্যবাদ সবাইকে আমার পছন্দের নাটক রিভিউ টা পড়ার জন্য। আজকে এখানেই শেষ করলাম।
শুভেচ্ছান্তে-
@hayat221
ব্যাচেলার পয়েন্ট নাটক প্রথম থেকেই দেখছি। এই নাটকটিতে সবগুলো চরিত্র আমার কাছে খুবই ভালো লাগে ।তারা খুবই সুন্দর ভাবে অনেক ফানি অ্যাকটিং করে। কাজল আরেফিন অমির কথা অবশ্যই বলতে হয় ।তার মত নির্মাতা খুবই কম আছে। আপনার নাটক রিভিউ পড়ে খুবই ভালো লাগলো।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বেচেলার পয়েন্ট আমাদের দেশের অনেক জনপ্রিয় একটি নাটক। আমিও এই নাটকটি দেখি। আপনার থেকে এই নাটকের রিভিউ দেখে খুবই ভাল লাগল। আমার মনে হয় এই নাটকটির সবার খুবই প্রিয়। আপনি খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। আমাদের মাঝে এরকম একটি নাটকের রিভিউ দেয়ার জন্য অনেক ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বেচেলার পয়েন্টে পাশা ভাই এর সবচেয়ে মজাদার ডায়লগ এএএএএ... 🤣 বাংলাদেশের বর্তমানে সবচেয়ে জনপ্রিয় ড্রামা সিরিয়াল আমার মনে হয় বেচেলার পয়েন্ট। ব্যক্তিগতভাবে আমিও এই সিরিজ গুলো দেখতে অনেক পছন্দ করি রিভিউটি আমাদের মাঝে উপস্থাপন করার জন্য ধন্যবাদ ভাইয়া
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এএএএএএএ,পাশা কাউরে থ্রেট দেয়না পাশার আওয়াজটাই একটা থ্রেট🤣।
আনছোস আনছোস, আমারে কইতে পারতি।আমি কি ভাগ চাইতাম?🤣
আই কাবিলা আর আম্মা নোয়াখালীর চেয়ারম্যান।
আর কি বলবো😂,এখন শুধু অপেক্ষা করছি রোকেয়াকে দেখার।যদি রোকেয়ার চরিত্রে পারসা ইভানা থাকে তাহলে জমবেনা তেমন☹️।
যাইহোক ভালো ছিল আপনার উপস্থাপনা😇
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit