আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে উদার মনের মানুষ সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।
এই পৃথিবীতে উদার মনের মানুষ খুঁজে পাওয়া বড়ই কঠিন। কেননা আপনি যেসব মানুষের সাথে কথা বলবেন সেসব মানুষের ভিতরে বিভিন্ন ধরনের স্বার্থ খুঁজে পাবেন। একমাত্র উদার প্রকৃতির লোকেদের মধ্যে কোন প্রকার সার্থক লুকিয়ে থাকে না। তারা সব সময় মানুষের সাথে মন খুলে কথা বলতে অনেক বেশি পছন্দ করে এবং মানুষের যেকোন বিপদে তারা কিন্তু সব সময় আগে ঝাঁপিয়ে পড়ে। আসলে এই পৃথিবীতে আমরা সাধারণ মানুষ হিসেবে ততটা সহজ ভাবে বসবাস করতে পারি না কেন একজন উদার মনের মানুষ হিসেবে এই পৃথিবীতে বসবাস করা কিন্তু অনেক বেশি কঠিন। কেননা এই পৃথিবীতে বিভিন্ন ধরনের লোভ-লালসা আপনার চারিপাশ থেকে সবসময় ঘুরে বেড়াবে। আর আপনি যদি সেই লোভ-লালসা একবার পড়ে যান তাহলে কিন্তু আর জীবনে আপনি কখনো একজন ভালো মানুষ হিসেবে নিজেকে আর পরিচিত করতে পারবেন না। আসলে এই পৃথিবীতে আমরা মানুষ হিসেবে সহজ সরলভাবে চলাচল করার চেষ্টা করি।
কেননা আপনি যদি সহজ সরল ভাবে চলার চেষ্টা করেন তাহলে কিছু কিছু খারাপ লোক আছে যারা সব সময় আপনার উপরে বিভিন্ন ধরনের অত্যাচার করার জন্য সব সময় সুযোগ খুঁজবে। কেননা তারা কিন্তু সহজ-সরল এবং উদার প্রকৃতির মানুষ দেখলে তাদের উপরে বেশি চড়াও হয়ে ওঠে। কেননা এসব উদার মনের মানুষ গুলো কখনো কোন প্রকার ঝামেলা জড়াতে চায় না। আসলে তারা সবসময় সাধারণ জীবন যাপন করতে পারে বেশি পছন্দ করে। কিন্তু এই সাধারণ জীবন যাপন করতে গিয়ে তারা বিভিন্ন ধরনের বাঁধার সম্মুখীন হয়ে যায়। আমরা একটা জিনিস লক্ষ্য করে দেখেছি যে আপনি যতটা সহজভাবে জীবনে চলার চেষ্টা করবেন জীবন আপনার সামনে ততটা বেশি কঠিন হয়ে দাঁড়াবে। আর এই কঠিন জীবনকে যদি একবার পারি দিতে পারেন তাহলে বাকি জীবনটা আপনি সুখে শান্তিতে থাকতে পারবেন।
আমরা যদি এই উদার মন মানসিকতা নিয়ে লোকজনের সাথে মেলামেশার চেষ্টা করি এবং মানুষকে ভালবাসতে পারি তাহলে মানুষ কিন্তু মন দিয়ে সব সময় আমাদেরকে ভালবাসবে এবং তারা আমাদের অনেক বেশি শ্রদ্ধা করব। আসলে আমরা আরেকটা জিনিস সব সময় লক্ষ্য করলে দেখতে পাই যে কিছু কিছু মানুষ আছে যারা তাদের ব্যবহারের জন্য সব সময় মানুষের কাছ থেকে ভালোবাসা পেয়ে থাকে। এই পৃথিবীতে আপনি মানুষের কাছ থেকে যে কোন কিছু পেলেও প্রকৃত ভালোবাসা পেতে গেলে আপনাকে অনেক বেশি কষ্ট করতে হয়। কেননা এই পৃথিবীতে সবসময় উদার মন মানসিকতার লোকজনকে অন্যান্য মানুষ গুলো বেশি পছন্দ করে এবং তাদের সাথে বিভিন্ন ধরনের সম্পর্ক রাখার সব সময় চেষ্টা করে। কেননা তারা কিন্তু স্বাভাবিক ভাবে জীবন যাপন করে।
আর এজন্য আমরা সবসময় চেষ্টা করি যাতে করে এইসব সমাজের খারাপ লোক গুলোর সঙ্গে আমরা মেলামেশা না করে এই উদার মন-মানসিকতার লোকগুলোর সঙ্গে মেলামেশা করি এবং তাদের সাথে বাকি জীবনটা কাটিয়ে দিতে পারি। কেননা সৎ সঙ্গে স্বর্গবাস এবং অসৎ সঙ্গে সর্বনাশ। অর্থাৎ আমরা যদি সৎ মানুষের সঙ্গে মেলামেশা করি তাহলে কিন্তু আমাদের ভবিষ্যৎ জীবনটা অনেক বেশি ভালো যাবে এবং আমরা যদি খারাপ মানুষের সঙ্গে মেলামেশা করি তাহলে আমাদের ভবিষ্যৎ জীবনটা অনেক দুঃখ কষ্টের মধ্যে কাটাতে হবে। তাই আমরা সবসময় চেষ্টা করব যাতে করে এসব উদার মন মানসিকতার লোক গুলো যাতে করে আমাদের জীবনে আসতে পারে এবং কোন প্রকার খারাপ লোকের প্রবেশ আমাদের জীবনের যাতে না ঘটে সেদিকে আমাদের সব সময় লক্ষ্য রাখতে হবে।
আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।
আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।
O amor é o único caminho que nos guia através das sombras da vida. Ele ilumina a jornada, transforma desafios em beleza e une corações em uma melodia harmoniosa. Quando amamos, encontramos coragem para enfrentar qualquer tempestade, pois o poder do amor transcende tudo e nos torna eternamente livres.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit