আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।
আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।
আমাদের মধ্যে একটা ভুল কনসেপ্ট নিয়ে আমরা বড় হচ্ছি। অর্থাৎ ভুল কনসেপ্ট টি হলো, আমরা দোষ করতে কোনো দ্বিধা করি না। কিন্তু স্বীকার করতে আমরা অনেক বেশি দ্বিধা করি। অর্থাৎ এই স্বীকার করা যে অনেকের কাছে অনেক বড় কিছু তা নয়। অর্থাৎ এমন একটা বিষয় রয়েছে। যেখানে অনেক মানুষ নিজের দাম্ভিকতা নিজের অহংকার এর জন্য কোনো সত্য স্বীকার করতে চায় না। কিন্তু তার অপর একটি ব্যাপার রয়েছে। যেটার জন্য আসলে মানুষ ভুল স্বীকার করতে চায় না। তো আমি আজকে সেই ব্যাপারটা নিয়েই কথা বলবো।
উপরে যেটা বললাম যে অনেক মানুষ রয়েছে যারা আসলে নিজের দাম্ভিকতার জন্য ভুল স্বীকার করে না,এটা খুব অন্যায়। কিন্তু আরেক প্রকার রয়েছে। যারা ভুল স্বীকার করে না। কিন্তু আমার আসলে সেটা অন্যায় বলতে কিছুটা বাঁধে। অর্থাৎ অনেক মানুষ রয়েছে যারা ভাবে যে ভুল স্বীকার করলে সে ছোট হয়ে যাবে। অর্থাৎ তার নিজের মনের মধ্যে একটা সংশয় থেকে যায়। অর্থাৎ বিশেষ করে সে ভীষণ সংকোচে ভোগে। আমি তাদের উদ্দেশ্যেই আজকের লেখাটি লিখছি। অর্থাৎ ব্যাপারটা এমন যে, সবকিছুর জন্যই আসলে সব সময় এতো বেশি চিন্তা করার দরকার নেই।
এটা আমি কেনো বললাম, তাই ভাবছেন? তো এটা আমি আসলে বললাম। কারণ অনেকেই রয়েছে সামান্য একটি দোষ করা সত্ত্বেও কিংবা দোষ না বলি আমি যদি ভুলের কথাই বলি। তাহলে অনেকের রয়েছে সামান্য ভুল করেও অনেক বেশি দ্বিধাগ্রস্ত হয়ে যায়। অনেক বেশি ভীত হয়ে যায় এবং স্বীকার করতে পারে না এটা ভেবেই যে, সে হয়তো স্বীকার করলে অনেক বেশি ছোট হয়ে যাবে। কিন্তু এসব একেবারেই ভুল। কারণ মানুষ মাত্রই ভুল। আমরা মানুষ তাই আমাদের ছোটখাটো ভুল হতেই থাকবে আর এটা যদি আমরা খুব সুন্দরভাবে স্বীকার করে নেই, তাহলে তাতেই মহত্ব। আমি আসলে এটা বলার কারণ আমার চারপাশে এমন অনেক মানুষ দেখেছি যারা অনেক বেশি ওভারথিং করে এসব ব্যাপার নিয়ে। তো এসব ব্যাপার নিয়ে আসলে এতো বেশি ভাবার কিছু নেই। কারণ জীবনকে জীবনের মতোন চলতে দেওয়া উচিত। জীবনে চলার পথে কতো রকম ভুল হবে। সেসব শুধরানোই হলো আমাদের কাজ।