আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।
আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।
ব্যাক্তির নিজস্বতা এমন একটি ব্যাপার। যেটা আমাদের প্রতিটি ব্যক্তির মধ্যে বিদ্যমান। কিন্তু বর্তমান পরিস্থিতির ক্ষেত্রে এখন এমন একটা অবস্থা সৃষ্টি হয়েছে। যেখানে আসলে ব্যক্তির নিজস্বতা বলতে কিছু নেই। অর্থাৎ ধরুন আপনি কোনো একটা অনেক বড় অফিসের কাজ করেন এবং আপনি খুব যথেষ্ট সম্মানীয় একটি পদে রয়েছেন।
কিন্তু দেখবেন আপনি যতো বড় পোস্ট এই চাকরি করেন না কেনো কিংবা আপনি যতো বড় ব্যক্তি ই হোন না কেনো। আমাদের বাক স্বাধীনতা হরণের অধিকার কিন্তু কারোরই নেই। অর্থাৎ আমাদের স্বকীয়তা বোধ আমরা দিন দিন হারাচ্ছিআমাদের বাক স্বাধীনতা হারিয়ে যাওয়ার কারণে। অর্থাৎ আপনার পদমর্যাদা যা-ই হোক না কেনো আপনার সব সময় আপনার বসের কথাতে কথা মিলিয়ে চলতে হবে। ঠিক তেমনটাই আপনার স্বকীয়তাবোধ এভাবেই হারাচ্ছে।
যেমন ধরুন, আপনি কোনো নেতার অধীনে কাজ করেন।এখন কোন একটা কাজে আপনার মতামত এক রকম আর আপনার নেতার মতামত হয়তো ভিন্ন। আপনি কিন্তু ওই জায়গাতে আর চাইলেও আপনার ভিন্ন মতামতটি উপস্থাপন করতে পারবেন না। কারণ ওই যে বললাম, আমাদের স্বকীয়তাবোধ, আমাদের নিজস্ব চিন্তা ভাবনা, আমাদের নিজস্ব গুণগুলোকে আমাদের ধামাচাপা দিতে হচ্ছে।
এই ব্যাপারটা প্রচন্ড কষ্টের। কারণ এই ব্যাপারটির সাথে আমরা সকলেই খুব ভালোভাবেই জড়িয়ে রয়েছে। কারণ আমাদেরকে প্রতিনিয়তই আমাদের লিড করে এমন যারা রয়েছে। তাদের বক্তব্য মানতে হচ্ছে এবং বক্তব্য মানাটাও কোনো ব্যাপার নয়। কারণ আমরা যার অধীনে রয়েছে। তার কথা শুনতে আমরা বাধ্য। কিন্তু তার সাথে যদি আপনি আপনার মতপার্থক্য শেয়ার করতে না পারেন। তাহলে আমি মনে করি সেখানে আপনার থাকার ও কোনো প্রয়োজন নেই। কারণ কোনো কিছুর জন্যে নিজের স্বকীয়তাবোধকে বিসর্জন দেওয়ার অসম্ভব রকমের বিপক্ষে আমি। কারন আমি মনে করি একটি ব্যক্তির স্বকীয়তাবোধ তাকে জাগ্রত করে রাখে, একটি ব্যক্তির স্বকীয়তাবোধ তাকে নিজস্বতা বুঝতে শিখায়। তার নিজের একটা অস্তিত্ব টিকিয়ে রাখে আর সেই অস্তিত্ব যে দিন বিলীন হয়ে যায়। সেদিন আমাদের এই শরীর এই পৃথিবীতে থাকা আর না থাকা সমান।