কিশোর হান্নানের অপূর্ণ স্বপ্ন (দ্বিতীয় পর্ব)

in hive-129948 •  yesterday 

কেমন আছেন আমার বাংলা ব্লগের বন্ধুরা? আমি ভালো আছি। আশাকরি আপনারা ও ভালো আছেন।


খালের কাছে পৌঁছে হান্নান প্রথমে কিছুক্ষণ বিশ্রাম নেয়। তারপর সে জাল দিয়ে মাছ ধরার চেষ্টা করতে থাকে। শেষ পর্যন্ত অনেকক্ষণের চেষ্টায় হান্নান বেশ কিছু মাছ ধরতে পারে। মাছ ধরা শেষ হতেই হান্নান সেগুলো নিয়ে সরাসরি চলে যায় গ্রামের বাজারে। বাজারে গিয়ে মাছগুলো বিক্রি করে হান্নান কিছু টাকা পায়। সেই টাকা দিয়ে সে চাল ডাল কিনে বাড়িতে আসে। হান্নানের মা হান্নানের হাতে চাল ডালের ব্যাগ দেখে অবাক হয়ে যায়। হান্নান মার দিকে তাকিয়ে মৃদু হেসে বলে কিছু মাছ ধরেছিলাম। সেটা বাজার বিক্রি করে চাল ডাল কিনেছি। হান্নানের হাত থেকে ব্যাগটা নিয়ে দ্রুত হান্নানের মা রান্না করতে শুরু করে।

Black and Gold Fancy New Year Card_20240908_103516_0000.png

এদিকে হান্নান জালটা পাশের বাড়িতে ফেরত দিয়ে। গোসল করে এসে খেতে বসে। দুইদিন পরে সামনে গরম ভাত আর ডাল পেয়ে পরিবারের সবাই গোগ্রাসে তারা খেতে থাকে। কিন্তু খেতে খেতে হান্নান চিন্তা করে আজকের দিনে তো তাও কোনোমতে খাওয়া দাওয়া হোলো। কালকে সে কি করবে? পরবর্তীতে নিজেই সিদ্ধান্ত নেয় পরদিন সে সকালে কাজকর্ম জোগাড়ের চেষ্টা করবে। যদি কোনো কাজ সে না পায়। তাহলে আবার জাল নিয়ে সে খানে যাবে মাছ ধরতে। হান্নান মাছ ধরতে বেশ দক্ষ। গ্রামের অনেকের পুকুরে মাছ ধরার সময় হান্নানকে খবর দিয়ে নিয়ে যায়।

যাই হোক খাওয়া দাওয়ার পরে হান্নান বাড়ি থেকে বের হয়ে বন্ধু-বান্ধবের সাথে আড্ডা দিতে থাকে। তারা গল্প গুজব করার এক পর্যায়ে হঠাৎ করে সবুজ নামের তাদের এক বন্ধুকে দেখতে পায়। সবুজ বছরখানেক আগে শহরে চলে গিয়েছে। তারপর থেকে সবুজের সাথে আর হান্নানদের কোন যোগাযোগ ছিলো না। এতদিন পরে সবুজকে দেখে হান্নান প্রথমে তার কুশলাদি জিজ্ঞেস করে। পরবর্তীতে গল্পে গল্পে এক সময় হান্নান জানতে পারে সবুজ শহরে গিয়ে রিকশা চালায়। (চলবে)


আজকের মত এখানেই শেষ করছি। পরবর্তীতে আপনাদের সাথে দেখা হবে অন্য কোন নতুন লেখা নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন।


PUSS_Banner2.png



ধন্যবাদ

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!