এদিকে হান্নান জালটা পাশের বাড়িতে ফেরত দিয়ে। গোসল করে এসে খেতে বসে। দুইদিন পরে সামনে গরম ভাত আর ডাল পেয়ে পরিবারের সবাই গোগ্রাসে তারা খেতে থাকে। কিন্তু খেতে খেতে হান্নান চিন্তা করে আজকের দিনে তো তাও কোনোমতে খাওয়া দাওয়া হোলো। কালকে সে কি করবে? পরবর্তীতে নিজেই সিদ্ধান্ত নেয় পরদিন সে সকালে কাজকর্ম জোগাড়ের চেষ্টা করবে। যদি কোনো কাজ সে না পায়। তাহলে আবার জাল নিয়ে সে খানে যাবে মাছ ধরতে। হান্নান মাছ ধরতে বেশ দক্ষ। গ্রামের অনেকের পুকুরে মাছ ধরার সময় হান্নানকে খবর দিয়ে নিয়ে যায়।
যাই হোক খাওয়া দাওয়ার পরে হান্নান বাড়ি থেকে বের হয়ে বন্ধু-বান্ধবের সাথে আড্ডা দিতে থাকে। তারা গল্প গুজব করার এক পর্যায়ে হঠাৎ করে সবুজ নামের তাদের এক বন্ধুকে দেখতে পায়। সবুজ বছরখানেক আগে শহরে চলে গিয়েছে। তারপর থেকে সবুজের সাথে আর হান্নানদের কোন যোগাযোগ ছিলো না। এতদিন পরে সবুজকে দেখে হান্নান প্রথমে তার কুশলাদি জিজ্ঞেস করে। পরবর্তীতে গল্পে গল্পে এক সময় হান্নান জানতে পারে সবুজ শহরে গিয়ে রিকশা চালায়। (চলবে)
আজকের মত এখানেই শেষ করছি। পরবর্তীতে আপনাদের সাথে দেখা হবে অন্য কোন নতুন লেখা নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন।